ভৌত বিজ্ঞান

1. ইবোনাইটের আপেক্ষিক ভেদনযোগ্যতা কত?

a. 7.0
b. 2.3
c. 2.8
d. 2.7
ভৌত বিজ্ঞান
কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা শূন্যস্থানের ভেদনযোগ্যতার কতগুন তার পরিমাপকে ঐ মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা (Relative magnetic permeability) বলে একে μr দিয়ে প্রকাশ করা হয়। শূন্যস্থান, বাতাস (অচৌম্বক পদার্থ) এগুলোর আপেক্ষিক ভেদনযোগ্যতা 1 এবং চৌম্বক পদার্থের (লোহা, নিকেল) জন্য μr মান 1 এর চাইতে অনেক বেশি হয়। ইবোনাইটের আপেক্ষিক ভেদনযোগ্যতা 2.3 আপেক্ষিক ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি অভ্রের ।

2. সাজিমাটিতে কোন যৌগটি বিদ্যমান?

a. ক্রায়োলাইট
b. সোডিয়াম ক্লোরাইড
c. অ্যালুমিনা
d. সোডিয়াম কার্বনেট
ভৌত বিজ্ঞান
সাজিমাটিতে সোডিয়াম কার্বনেট যৌগটি বিদ্যমান। সোডিয়াম কার্বনেট একটি অজৈব রাসায়নিক যৌগ যার আণবিক সংকেত Na2CO3। এটি ওয়াশিং সোডা, সোডা অ্যাশ এবং সোডা ক্রিস্টাল নামেও পরিচিত। সোডিয়াম সমৃদ্ধ মাটিতে উৎপন্ন উদ্ভিদ যেমন মধ্য প্রাচ্যের সব্জি স্কটল্যান্ডের কেল্প ও স্পেইনের সামুদ্রিক আগাছা থেকে সোডিয়াম পৃথক করা যায়। এই ধরনের উদ্ভিদের ছাই থেকে পাওয়া যায় বলে একে সোডা অ্যাশ বলা হয়। নানা বাণিজ্যিক পণ্য উৎপাদনে এটি ব্যবহৃত হয়।

3. লেড লবণের Kl দ্রবণ যোগ করলে অধ:ক্ষিপ্ত লবণের বর্ণ কী হয়?

a. বেগুনী
b. লালচে
c. সবুজাভ
d. হলুদ
ভৌত বিজ্ঞান
লেড আয়ন (Pb2 + ) ও পটাশিয়াম আয়োডাইড (KI) বিক্রিয়া করে লেড আয়োডাইড (PbI2 ) তৈরি করে যার অধঃক্ষেপ পড়ে।লেড আয়োডাইড এর বর্ণ হলুদ তাই অধঃক্ষেপ হলুদ বর্ণের হয়।

4. কোনটি বিজারক পদার্থের উদাহরণ?

a. কার্বন ফ্লোরিন ক্লোরিন পটাসিয়াম ডাইক্রোমেট
b. ক্লোরিন
c. পটাসিয়াম
d. ডাইক্রোমেট
ভৌত বিজ্ঞান
বিজারক পদার্থের উদাহরণ কার্বন। কার্বন বা অঙ্গারক (ল্যাটিন ভাষায়ঃ কার্বো "কয়লা")(রাসায়নিক সংকেত C, পারমাণবিক সংখ্যা ৬) একটি মৌলিক পদার্থ। এটি একটি অধাতু এবং যদি চারটি মুক্ত ইলেক্ট্রন পায় তবে যা টেট্রাভেলেন্ট বৈশিষ্ট্যের কারণে চারটি সমযোজী রাসায়নিক বন্ধন গঠন করতে সক্ষম। এটি একটি বিজারক পদার্থ।

5. প্রডিউসার গ্যাসে কী কী থাকে?

a. হাইড্রোজেন ও কার্বন মনোঅক্সাইড
b. নাইট্রোজেন ও কার্বন মনোঅক্সাইড
c. অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
d. নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড
ভৌত বিজ্ঞান
প্রডিউসার গ্যাস (Producer gas) : লোহিত তপ্ত কোক কার্বনের ওপর দিয়ে 1100°C তাপমাত্রায় বায়ু চালনা করলে মূলত  গ্যাস ও  গ্যাসের মিশ্রণ পাওয়া যায় তাকে প্রডিউসার গ্যাস বলে । এ গ্যাস উৎপাদনের স্টিল নির্মিত চুল্লির নাম প্রডিউসার । এ চুল্লির নামানুসারে এতে উৎপাদিত গ্যাসটির নাম হয়েছে প্রডিউসার গ্যাস ।

6. বিশুদ্ধ নাইট্রিক এসিডের ঘনমাত্রা কত?

a. 22 (M)
b. 15 (M)
c. 24 (M)
d. 5 (M)
ভৌত বিজ্ঞান
নাইট্রিক এসিড যার রাসায়নিক সংকেত HNO3, যা একুয়া ফর্টিস এবং স্পিরিট অফ নাইটার নামে পরিচিত, একটি সক্রিয় খনিজ এসিড। যৌগটি বিশুদ্ধ অবস্থায় বর্ণহীন, পুরাতন এসিড হলুদাভ রঙ ধারণ করে কারণ এটা ভেঙে নাইট্রোজেনের অক্সাইড এবং পানি তৈরি করে। বাণিজ্যিক ভাবে উৎপন্ন নাইট্রিক এসিডের ঘনত্ব ৬৮%। যখন নাইট্রিক এসিডের ঘনত্ব ৮৬% এর বেশি হয় তখন একে "'ধূমায়িত নাইট্রিক অ্যাসিড "' বলে। নাইট্রোজেন ডাই অক্সাইডের উপস্থিতির ভিত্তিতে ধূমায়িত নাইট্রিক এসিড সাদা এবং লাল দুই ভাগে ভাগ করা হয়। ৯৫% এর বেশি ঘনত্বের নাইট্রিক এসিড নাইট্রেশান বিক্রিয়ার প্রধান রিএজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। নাইট্রিক এসিড সাধারণত দৃঢ় জারন উপাদান হিসেবে ব্যবহৃত হয়। বিশুদ্ধ নাইট্রিক এসিডের ঘনমাত্রা 24 (M)

7. পিয়ানোর তার তৈরিতে নিচের কোনটি ব্যবহিত হয়?

a. ঢালাই লোহা
b. পেটা লোহা
c. ইস্পাত
d. অ্যালুমিনিয়াম
ভৌত বিজ্ঞান
Piano wire, or "music wire", is a specialized type of wire made for use in piano strings but also in other applications as springs. It is made from tempered high-carbon steel, also known as spring steel, which replaced iron as the material starting in 1834.

8. H - Cl এর মধ্যে বন্ধন শক্তি কত?

a. 414 KJ/mole
b. 326 KJ/ mole
c. 244 KJ/ mole
d. 431 KJ/mole
ভৌত বিজ্ঞান
# বিভিন্ন রাসায়নিক বন্ধন সমূহের - - - - - - - - - - বন্ধনশক্তি (KJ/mole) *O - O[অক্সিজেন - অক্সিজেন একক - বন্ধন] এর বন্ধনশক্তি 143KJ/mole *O = O[অক্সিজেন - অক্সিজেন দ্বি - বন্ধন] এর বন্ধনশক্তি 498KJ/mole *C - O[কার্বন - অক্সিজেন একক - বন্ধন] এর বন্ধনশক্তি 350KJ/mole *C = O[কার্বন - অক্সিজেন দ্বি - বন্ধন] এর বন্ধনশক্তি 843KJ/mole *C - C[কার্বন - কার্বন একক - বন্ধন] এর বন্ধনশক্তি 348KJ/mole *C = C[কার্বন - কার্বন দ্বি - বন্ধন] এর বন্ধনশক্তি 614KJ/mole *C = C[কার্বন - কার্বন ত্রি - বন্ধন] এর বন্ধনশক্তি 839KJ/mole *C - Cl[কার্বন - ক্লোরিন একক - বন্ধন] এর বন্ধনশক্তি 326KJ/mole *Cl - Cl[ক্লোরিন - ক্লোরিন একক - বন্ধন] এর বন্ধনশক্তি 244KJ/mole *H - Cl[হাইড্রোজেন - ক্লোরিন একক - বন্ধন] এর বন্ধনশক্তি 431KJ/mole

9. এক অণু অক্সিজেন উৎপন্ন হওয়ার জন্য কতটি হাইড্রক্সাইড আয়নকে জারিত হতে হবে?

a. চারটি
b. দুটি
c. আটটি
d. পাঁচটি
ভৌত বিজ্ঞান
একটি হাইড্রোক্সাইড (OH - ) আয়নে একটি অক্সিজেন ও একটি হাইড্রোজেন পরমাণু থাকে। আমরা জানি এক অণু অক্সিজেন তৈরি হতে দুটি অক্সিজেন পরমাণু প্রয়োজন, তাই দুইটি হাইড্রোক্সাইড জারিত হয়ে একটি অক্সিজেন অণু তৈরি হয়।

10. এক জুল সমান কত ক্যালরি?

a. ৪.১৮
b. ২৫
c. ১/৪.১৮
d. ২৯৮
ভৌত বিজ্ঞান
Joule is a derived unit of energy, work, or amount of heat in the international system of units. Its symbol is J. In the energy unit system, it is equal to the energy expended in applying a force of one newton through a distance of one meter. The unit name “joule” is in honor of the English physicist James Prescott Joule. The calorie is a pre - SI metric unit of energy. Its symbol is cal, and first defined as a unit of heat by Nicolas Clément in 1824. The calorie is commonly used in the field of chemistry, and in many countries it is commonly used as a unit of food energy. There are two defined for the calorie, gram calorie (approximately equals 4.2 joules) and kilogram calorie (approximately equals 4.2 kilojoules). 1 Joule = 0.23885 Calorie

11. রসায়ন পরীক্ষাগারে সাধারণত কোন মাপের টেস্টটিউব ব্যবহৃত হয়?

a. 50 ml
b. 15-16 ml
c. 15-25 ml
d. 20-25 ml
ভৌত বিজ্ঞান
টেস্টটিউব সচরাচর নমুনা টিউব হিসাবেও পরিচিত। এর উপরের অংশ খোলা এবং নিচের অংশ বন্ধ অবস্থায় থাকে। পরীক্ষাগারের কাঁচের টুকরা বা প্লাস্টিক দিয়েই এটি তৈরী করা যায়। টেস্ট টিউব এর দৈর্ঘ্য মানুষের আঙ্গুলের সমান বা দরকার ভেদে এর চেয়ে বড় ছোট হতে পারে। রাসায়নিক কাজের জন্য টেস্টটিউবগুলি সাধারণত গ্লাস দিয়ে তৈরি করা হয়, যা তাপ প্রতিরোধী হয়ে থাকে। যেসকল টিউব সম্প্রসারণ - প্রতিরোধী কাঁচের তৈরী তার বেশিরভাগই বোরোসিলিকেট গ্লাস বা ফিউজড কোয়ার্টজ দিয়ে বানানো। যেগুলো কয়েকশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে । টেস্টটিউবগুলি দৈর্ঘ্য এবং প্রস্থে বিভিন্ন রকমের পাওয়া যায়, সাধারণত ১০ থেকে ২০ মিমি প্রশস্ত এবং ৫০ থেকে ২০০ মিমি দীর্ঘ।

12. রান্না করার জন্য সিলিন্ডারে করে যে গ্যাস বিক্রি করা হয় তা প্রধানত-

a. মিথেন
b. সি.এন.জি
c. বিউটেন
d. প্রোপেন
ভৌত বিজ্ঞান
বিউটেন একটি চার কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন। এর রাসায়নিক সংকেত C4H10 । কক্ষতাপমাত্রায় বিউটেন একটি গ্যাসীয় পদার্থ। এর দুটি সমাণু আছে। n - বিউটেন এবং আইসো বিউটেন। আইসো বিউটেনের আরকটি নাম মিথাইল প্রোপেন, যা প্রোপেনর সাথে মিশ্রিত করে জ্বালানী হিসাবে ব্যবহার হয়।

13. কোনটির মাধ্যমে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি করা যায় না

a. তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে
b. আর্মেচারে পাক সংখ্যা হ্রাস করে
c. অধিকতর শক্তিশালী চুম্বক ব্যবহার করে
d. কয়েলেয় দৈর্ঘ্য ও বেধ বাড়িয়ে
ভৌত বিজ্ঞান
চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য উপায়ে বৃদ্ধি করার উপায় ১. তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করে। ২. প্রতি একক দৈর্ঘ্যে প্যাঁচ বা পাক সংখ্যা বৃদ্ধি করে। ৩. ইংরেজি U অক্ষরের মতো বাঁকিয়ে চুম্বক মেরু দুটিকে আরও কাছাকাছি এনে।

14. টেপরেকর্ডার এবং কম্পিউটার -এর স্মৃতির ফিতায় কোন চুম্বকটি বহুল ব্যবহিত হয়?

a. ফেরাইট
b. এলনিকো
c. নিয়োডিমিয়াম
d. পারমালয়
ভৌত বিজ্ঞান
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় সিরামিক চুম্বক ব্যবহৃত হয় । এই সিরামিক চুম্বক হচ্ছে এক ধরনের স্থায়ী চুম্বক বা আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি ফেরাইট (Ferrite ) নামক যৌগিক পদার্থ দ্বারা গঠিত।

15. পেট্রোল ইঞ্জিনের দক্ষতা প্রায়-

a. ৭০%
b. ৩০%
c. ০.৪%
d. ৭%
ভৌত বিজ্ঞান
পেট্রোল ইঞ্জিনের দক্ষতা প্রায় - ৩০%। পেট্রোল ইঞ্জিনঃ এই ইঞ্জিন অটো সাইকের উপর চলে। ... পেট্রোল ইঞ্জিনঃ ইহার তাপীয় দক্ষতা ২৬%। ডিজেল ইঞ্জিনঃ ইহার তাপীয় দক্ষতা ৪০%।

16. ঢালাই লোহার আয়তন তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রুপান্তরিত হওয়ার সময় শতকরা কত ভাগ বৃদ্ধি হতে পারে?

a. প্রায় ০.৬%
b. ৯%
c. ৪%
d. ৭%
ভৌত বিজ্ঞান
ঢালাই লোহার আয়তন তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রুপান্তরিত হওয়ার সময় শতকরা 7 ভাগ বৃদ্ধি হতে পারে

17. মহাবিশ্বে কত ধরনের আকৃতির ছায়াপথ দেখা যায়?

a. তিন
b. দুই
c. চার
d. অসংখ্য
ভৌত বিজ্ঞান
ছায়াপথ মহাকর্ষীয় শক্তি দ্বারা আবদ্ধ একটি অতি বৃহৎ সুশৃঙ্খল ব্যবস্থা যা তারা, আন্তঃনাক্ষত্রিক গ্যাস ও ধূলিকণা, প্লাসমা এবং প্রচুর পরিমাণে অদৃশ্য বস্তু দ্বারা গঠিত। একটি আদর্শ ছায়াপথে ১০ মিলিয়ন থেকে এক ট্রিলিয়ন পর্যন্ত তারা থাকে যারা সবাই একটি সাধারণ মহাকর্ষীয় কেন্দ্রের চারদিকে ঘূর্ণায়মান। গ্যালাক্সি মুলত তিন ধরনের ! সর্পিল ছায়াপথ(spiral galaxy) , উপবৃত্তাকার ছায়াপথ(elliptical galaxy) ও অনিয়মিত আকৃতির ছায়াপথ(irregular shaped galaxy) ! ছায়াপথের প্রকারভেদ সম্পর্কে প্রথম বর্ণনা করেন এডউইন হাবল !

18. ইলেক্ট্রন ও নিউট্রনো কোন শ্রেণীর মধ্যে পড়ে?

a. গেজ শ্রেণী‌
b. ব্যারিয়ন শ্রেণী
c. মেসন শ্রেণী
d. লেপটন শ্রেণী
ভৌত বিজ্ঞান
লেপটনের গ্রিক অর্থ হচ্ছে ‘স্বল্প ভর’. স্ট্যান্ডার্ড মডেলে রয়েছে ৬টি লেপটন। আমাদের খুবই পরিচিত ইলেকট্রন (e) হচ্ছে একটি লেপটন। এছাড়া আছে মিউওন (µ), টাও ( ) এবং তিনটি নিউট্রিনো ( ) - যাদের বলা হয় ইলেকট্রন নিউট্রিনো, মিউওন নিউট্রিনো এবং টাও নিউট্রিনো। প্রত্যেকটা লেপটনেরই অ্যান্টিলেপটন আছে। ইলেকট্রন, মিউওন আর টাও এই তিন ধরনের লেপটনের চার্জই - 1. নিউট্রিনোগুলোর কোন চার্জ নেই।

19. গোলীয় দর্পণের প্রধান অক্ষের উপর লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে স্থাপতি হলে বিম্বের আকৃতি কোনটি হবে?

a. বিবর্ধিত
b. অত্যন্ত খর্বিত
c. অত্যন্ত বিবর্ধিত
d. লেপটন শ্রেণী
ভৌত বিজ্ঞান
বিম্ব অসীমে গঠিত হবে, ফলে বিম্বের আকৃতি অত্যন্ত বিবর্ধিত

কৃষি বিজ্ঞান

20. ভূ-প্রাকৃতিক একক কয়টি?

a. 11টি
b. 25টি
c. 30টি
d. 35টি
কৃষি বিজ্ঞান

21. ইউরিয়া সারের কাঁচামাল কি?

a. মিথেন গ্যাস
b. ক্রিংকার
c. পটাস
d. টি.এস.পি
কৃষি বিজ্ঞান
ইউরিয়া একটি নাইট্রোজেন সংবলিত রাসায়নিক সার, যা ব্যাপক হারে ফসলের জমিতে ব্যবহৃত হয়ে থাকে। ইউরিয়া সারের প্রধান কাঁচামাল : মিথেন গ্যাস। ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধি বিস্তাররে সহায়তা করে থাকে। গাছের ও শাকসবজির পর্যাপ্ত পরিমাণ পাতা, ডালপালা ও কান্ড উৎপাদনে সাহায্য করে থাকে। ইউরিয়া সার ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে। কুশি উৎপাদনসহ ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করে।

22. মেষতা একজাতীয় --

a. চা
b. পাট
c. তামাক
d. ভুট্রা
কৃষি বিজ্ঞান
পাট চার ধরনের। দেশী পাট, তোষা পাট, কেনাফ ও মেস্তা পাট। মেস্তা পাটের পাতা, ফুল, ফল ও শিকড়ের ভেষজ গুণ অনন্য । মেস্তা পাটের ফুলে আছে গোসিপিটিন, অ্যান্থোসায়ানিন এবং গ্লাইকোসাইড হিবিসসিন। এ উপাদানগুলো মূত্র সংক্রমণ এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। মেস্তা পাটের পাতা ভাজি করে খেলে ঘুম বাড়ে। পাতায় প্রচুর পরিমাণে মিউসিলেজ আছে, যা কাশি দূর করে। ফোঁড়া বা ব্যথা দূর করতে পাতা বেটে প্রলেপ লাগালে উপকার পাওয়া যায়।

23. পাট উৎপাদনে বিশ্ব প্রথম দেশ কোনটি?

a. ভারত
b. পাকিস্তান
c. মিয়ানমার
d. বাংলাদেশ
কৃষি বিজ্ঞান
পাট উৎপাদনে বিশ্বে ভারতের অবস্থান শীর্ষে এবং বাংলাদেশের অবস্থান দ্বিতীয় হলেও রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে প্রথম। বাংলাদেশ বিশ্বের মোট পাটের ৩৩ শতাংশ উৎপাদন করে এবং কাঁচা পাটের ৯০ শতাংশ রপ্তানি করে।

24. কাঠ সিজনিং করা হয় কেন?

a. কাঠের স্থায়িত্ব বাড়ে
b. কাঠের মান উন্নত হয়
c. কাঠের স্থায়িত্বের পরিবর্তন ঘটে না
d. কাঠের মানের কোনো পরিবর্তন ঘটে না
কৃষি বিজ্ঞান
কাঠের আয়ুকাল বাড়ানোর জন্য নিয়ন্ত্রিত উপায়ে যে পানি অপসারণ করা হয় তাকে কাঠ সিজনিং বলে। কাঠের স্থায়িত্ব বাড়ানোর জন্যই সিজনিং করা হয়।

25. মাছের উকুন কোন ধরনের জীব?

a. ব্যাকটেরিয়া
b. ছত্রাক
c. পরজীবী
d. ভাইরাস
কৃষি বিজ্ঞান
যেসব জীব মাছের শরীরের ভেতর বা বাইরে সব সময় বা সাময়িকভাবে অবস্থান করে এবং পুষ্টির জন্য সম্পূর্ণ বা আংশিকভাবে মাছের ওপর নির্ভর করে, তাদের মাছের পরজীবী বলে। উদাহরণ : হাঁস পোকা, উকুন,

26. নিচের কোন কারণে মাছ সকালের দিকে পানির ওপর খাবি খায়?

a. প্লাংকটনের অভাব হলে
b. কার্বন ডাইঅক্সাইডের অভাব হলে
c. অক্সিজেনের অভাব হলে
d. পানি পরিস্কার হলে
কৃষি বিজ্ঞান
অক্সিজেনের অভাবে মাছ পানিতে খাবি খায়। পানির ওপর ভেসে ওঠে। মাছকে খুব ক্লান্ত দেখায়। পানিতে সাঁতারকাটা, বাঁশ দিয়ে পানির ওপর পেটানো, হররা টেনে তলের গ্যাস বের করে দেয়া, পুকুরে পাম্প বসিয়ে ঢেউয়ের সৃষ্টি করা। নতুন পানি সরবরাহ করেও অক্সিজেন বাড়ানো যায়। প্রতি শতাংশে ১ কেজি চুন ও কৃত্রিম অক্সিজেন দেয়া যেতে পারে।

27. কাতলা ও সিলভার কার্প মাছ কোন স্তরের খাদ্য গ্রহণ করে?

a. নিচের স্তর
b. মধ্যস্তর
c. উপরের ও নিচের স্তর
d. উপরের স্তত
কৃষি বিজ্ঞান
সাধারণত পুকুরে ৩ স্তরে মাছ আলাদাভাবে অবস্থান করে খাবার খায়। এজন্য সেভাবে তাদের যত্নআত্তি করতে হয়। উপরের স্তরে কাতলা, সিলভার কার্প এবং বিগহেড জলাশয়ের উপরের স্তরের খাবার খায়। উপরের স্তরে এসব মাছ সবুজ উদ্ভিদকণা (ফাইটোপ্ল্যাঙ্কটন) এবং প্রাণিকণা (যুপ্ল্যাঙ্কটন) খেয়ে থাকে। মধ্য স্তরের রুই মাছ এ স্তরে থাকে এবং ক্ষুদ্র প্রাণিকণা, ক্ষুদ্রকীট, শেওলা খাবার খায় এবং নিম্নস্তরের মৃগেল, কালীবাউশ, মিরর কার্প বা কার্পিও, ব্ল্যাক কার্প অধিকাংশ সময়েই জলাশয়ের নিম্নস্তরে বিচরণ করে। তলদেশের ক্ষুদ্র কীটপতঙ্গ, শেওলা, শামুক, ঝিনুক, ক্ষুদ্র উদ্ভিদকণা ও প্রাণিকণা এদের প্রধান খাবার।

28. সবুজ বিপ্লব-এর সূচনা হয় কত সালে?

a. ১৯৫০
b. ১৯৪৫
c. ১৯৬০
d. ১৯১২
কৃষি বিজ্ঞান
সবুজ বিপ­বের সূচনা হয় ১৯৪৪ সালে, মেক্সিকোয়। মূলত উচ্চ ফলনশীল গম জাত উদ্ভাবনের মাধ্যমে এ বিপ­বের যাত্রা শুরু। এর নেতৃত্ব দেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কৃষি বিজ্ঞানী ড. নরমোন ই বোরলগ। ১৯৪৩ সালে মেক্সিকো যেখানে তার প্রয়োজনের প্রায় অর্ধেক শস্য বিদেশ থেকে আমদানি করত, সেখানে সবুজ বিপ­বের মাধ্যমে ১৯৫১ সালের মধ্যেই ওই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং ১৯৬৪ সালে মেক্সিকো প্রায় অর্ধ মিলিয়ন টন গম বিদেশে রফতানি করতে সক্ষম হয়।

29. সরিষার খৈলে শতকরা কত ভাগ প্রোটিন থাকে ?

a. ৪০ ভাগ
b. ৩৫ ভাগ
c. ৫০ ভাগ
d. ২৫ ভাগ
কৃষি বিজ্ঞান
সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল। বর্তমানে প্রায় সাড়ে ৩ লক্ষ হেক্টর জমিতে এর চাষাবাদ করা হয় এবং প্রায় আড়াই লক্ষ টন তেল পাওয়া যায়। বিভিন্ন জাতরে সরিষার বীজে প্রায় ৩৫% তেল থাকে। খৈলে প্রায় ৪০% আমিষ থাকে। তাই খৈল গরু ও মহিষের জন্য খুব পুষ্টিকর খাদ্য।

30. বাংলাদেশে সম্প্রতি কোন জেলায় চা বাগান করা হয়?

a. পঞ্চগড়
b. রাজশাহী
c. ময়মনসিংহ
d. সিরাজগঞ্জ
কৃষি বিজ্ঞান
দেশের উত্তর জনপদের পঞ্চগড়ে চা চাষ দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করেছে। বৃহত্তর চট্টগ্রাম ও সিলেটের পর পঞ্চগড় অন্যতম চা অঞ্চল হিসেবে এরই মধ্যে দেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে। পঞ্চগড় ইতোমধ্যে দেশের তৃতীয় চা অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। একসময়ের পতিত গো - চারণ ভূমি ও দেশের সবচেয়ে অনুন্নত জেলা এখন চায়ের সবুজ পাতায় ভরে গেছে। সৃষ্টি হয়েছে চোখ জুড়ানো নৈসর্গিক সৌন্দর্য। দেশের বাজারসহ আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে পঞ্চগড়ের চা। এখানকার অর্গানিক চা বিক্রি হচ্ছে লন্ডনের হ্যারোড অকশন মার্কেটে।

31. পোকা খেকো পাখি কোনটি?

a. শালিক
b. উট পাখি
c. টিয়া
d. চড়াই
কৃষি বিজ্ঞান
শালিক অতি পরিচিত পাখি। মাঝারি আকারের বৃক্ষচর এই পাখি Passeriformes বর্গের Sturnidae গোত্রের অন্তর্ভুক্ত। শালিকের প্রধান খাদ্য—কীটপতঙ্গ, ফল, দানাশস্য ও ফুলের নির্যাস। এরা সাধারণত দল বেঁধে চলে।

32. হাঁস পালিত পুকুরে কত সেমি আকারের পোনা ছাড়া উচিত?

a. ২-৪ সেমি
b. ৪-৫ সেমি
c. ৬-৮ সেমি
d. ৮-১০ সেমি
কৃষি বিজ্ঞান
পুকুরে হাঁস ও মাছের সমন্বিত চাষ পদ্ধতি অবলম্বন করলে খুব সহজে বেশি লাভবান হওয়া সম্ভব। ঢাকার আশেপাশে এলাকা - ধামরাই, সাভার, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জসহ দেশের অনেক স্থানে হাঁস ও মাছের সমন্বিত চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। এ পদ্ধতিতে অনেক সুবিধা রয়েছে যেমন - এর জন্য পুকুরে তেমন বাড়তি সার ও খাদ্য দিতে হয়না । মাছ দ্রুত বৃদ্ধি পায়। একই সাথে মাছ, হাঁসও ডিম থেকে সমানে আয় করা যায়।

33. ডিম বসানোর কতদিন পর পরীক্ষা করতে হবে?

a. ৭ম দিনে এবং ১৪ তম দিন্
b. ৫ম দিনে এবং ১০ ম দিনে
c. ১৪ তম দিনে এবং ১৮ তম দিনে
d. ২য় দিনে এবং ৯ম দিনে
কৃষি বিজ্ঞান
ডিম টি উর্বর ( Fertile) কিনা তা পরীক্ষা করার জন্য লাইট ক্যান্ডলিং পদ্ধতিতে হ্যাচারী তে ডিম বসানোর ৭ম ও ১৪ তম দিনে পরীক্ষা করা হয়।প্রধান উদ্দেশ্য অনুর্বর ডিম পৃথক করা।

34. ব্লাকটাইগার বলে পরিচিত কোন চিংড়ি?

a. গলদা চিংড়ি
b. বাগদা চিংড়ি
c. ছোট চিংড়ি
d. সমুদ্রের চিংড়ি
কৃষি বিজ্ঞান
বাগদা চিংড়ি বা ব্লাকটাইগারআমাদের দেশে একটি সুপরিচিতি চিংড়ি প্রজাতি, সমুদ্র উপকূলীয় লোনা পানি এ চিংড়ি চাষের জন্য উপযোগী, মোট ২৭২৭১৭ হেক্টর (ফিসারীজ পরিসংখ্যান ২০১৬ - ২০১৭ ইং) উপকুলীয় এলাকা চিংড়ি চাষের জন্য ব্যবহার হয়ে থাকে । দক্ষীন অঞ্চলের সাতক্ষীরা, খুলনা , বাগেরহাট, চট্রগ্রাম ও কক্সবাজার জেলার সুবিশাল উপকূলীয় এলাকায় বাগদা চিংড়ির ব্যপক চাষ হয়ে থাকে।

35. লবণজাতকরণ সংরক্ষণ পদ্ধতিতে মাছ ও লবণের অনুপাত কত?

a. ১:৪
b. ২:৪
c. ৪ :১
d. ৫: ১০
কৃষি বিজ্ঞান
লবণ জীবাণুনাশক ও জীবাণু প্রতিরোধের কাজ করে। শুষ্ক লবণায়ন পদ্ধতিতে - প্রথমে মাছের আঁইশ ও পাখনা দেহ থেকে সরানো হয়। এরপর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে পানিতে ধুতে হয়। তারপর মাছটির পিঠের দিক থেকে বুক পর্যন্ত আড়াআড়িভাবে কয়েকটি টুকরায় ভাগ করতে হয়। কিন্তু টুকরাগুলো পেটের দিকে কাটা যাবে না সংযোজন থাকবে। কাটা মাছের দেহের বাইরে ও ভেতরে হাত দিয়ে কয়েকবার ঘসে ভালোভাবে লবণ মাখিয়ে দিতে হয়। আঙুল দিয়ে চেপে চোখ ও ফুলকার ভেতরে লবণ ঢুকিয়ে দিতে হবে। শতকরা ২৫ ভাগ লবণ দিয়ে মাছ লবণজাত করা হয়। লবণ মিশ্রিত মাছগুলো বাঁশের ঝুড়ি বা কাঠের পাটাতনের ওপর স্তরে স্তরে সাজিয়ে রাখতে হয়। প্রতি স্তরে হালকা লবণের ছিটা দিতে হয়। এরপর মাছগুলো মাদুর বা গোলপাতার চাটাই দিয়ে ঢেকে ১০ - ১৫ দিন রাখতে হয়। একে রাইপেনিং বলে। পানি ঝরে গেলে লবণজাত মাছগুলো টিনের কৌটায় রেখে গুদামজাত করা হয়। সাধারণত ইলিশ মাছ লবণজাত করে সংরক্ষণ করা হয়। আর্দ্র বা ভিজা লবণায়ন পদ্ধতিতে মাছ সংরক্ষণের জন্য প্রথমে মাছের আঁইশ, ফুলকা ও নাড়িভুঁড়ি অপসারণ করে পানি দিয়ে ধুতে হয়। এরপর মাছের দেহ আড়াআড়ি করে তীর্যকভাবে কাটতে হয়। মাছের টুকরাগুলো ঘষে ভালো করে লবণ মাখিয়ে দেয়া হয়। লবণ মাখানো মাছগুলো টিনের পাত্রে এমনভাবে ভরতে হবে যাতে একটু জায়গা ফাঁকা থাকে। লবণ মাছের দেহে প্রবেশ করে এবং দেহ থেকে পানি বের হয়ে টিনের পাত্রের ফাঁকা জায়গায় জমা হয়। মাছ লবণজাত হতে ১৫ - ২০ দিন সময় লাগে।

36. পুকুরে সার ও পানি দেয়ার কত দিন পর পোনা মজুদ করতে হয়?

a. ৭-১২ দিন
b. ৮-১০ দিন
c. ৭-১০ দিন
d. ৪-৫ দিন
কৃষি বিজ্ঞান
পুকুরে সার ও পানি দেয়ার ৭ - ১০ দিন পর পোনা মজুদ করতে হয়। কারন ৭ - ১০ দিন পর প্রাকৃতিক খাদ্যের পরিমান পরিমিত পরিমানে পুকুরে বিদ্যমান থাকে  থাকে।

37. মৎস্য সংরক্ষণ আইন প্রথম কোন সালে প্রণয়ন করা হয়?

a. ১৯৩৯ সালে
b. ১৯৫০ সালে
c. ১৯৯০ সালে
d. ১৯৭১ সালে
কৃষি বিজ্ঞান
দি প্রটেকশন এন্ড কনজারভেশন অব ফিস এ্যাক্ট - ১৯৫০; সাধারণভাবে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ নামে পরিচিত । নির্বিচারে পোনা মাছ ও প্রজননক্ষম মাছ নিধন মৎস্যসম্পদ বৃদ্ধিতে বিরাট অন্তরায়। এ সমস্যা দূরীকরণে সরকার মাছের আকার, প্রজনন ও বৃদ্ধির সময়, বিচরণক্ষেত্র ইত্যাদি বিষয়ে কতিপয় বিধি নিষেধ আরোপ করে ১৯৫০ সলে এ আইন প্রণয়ন করে ।

38. ঈষ কোন যন্ত্রের অংশ?

a. কোদাল
b. নিড়ানি
c. মুগুর
d. লাঙল
কৃষি বিজ্ঞান
ঈষ - লাঙ্গলের ফলা। ,

39. সরিষার বীজে শতকরা কত ভাগ তৈল থাকে?

a. প্রায় ৪০ ভাগ
b. প্রায় ৭০ ভাগ
c. প্রায় ৩০ ভাগ
d. প্রায় ৬০ ভাগ
কৃষি বিজ্ঞান
সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল। বর্তমানে প্রায় সাড়ে ৩ লক্ষ হেক্টর জমিতে এর চাষাবাদ করা হয় এবং প্রায় আড়াই লক্ষ টন তেল পাওয়া যায়। বিভিন্ন জাতরে সরিষার বীজে প্রায় ৪০ - ৪৪% তেল থাকে।

40. Growing stock কি?

a. গাছ জন্মানো বনে
b. কাঠের মজুদ বেশি পরিমাণ
c. গাছ লালানো
d. কোনোটিই নয়
কৃষি বিজ্ঞান
বনে মজুদ থাকা কাঠের পরিমাণকে গ্রোয়িং স্টক বলা হয়।এই গ্রোয়িং স্টক এর উপর ভিত্তি করে বন ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা হয়।

41. বাংলাদেশের জলবায়ু কেমন?

a. সমভাবাপন্ন
b. চরমভাবাপন্ন
c. নিরক্ষীয়
d. ভূ-মধ্যসাগরীয়
কৃষি বিজ্ঞান
বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। মৌসুমি জলবায়ুর প্রভাব বেশি বলে বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলে

42. বাংলাদেশে সর্বপ্রথম কোন সালে সুগুন বাগান করা হয়?

a. ১৯৭৩ সালে
b. ১৮৭৩ সালে
c. ১৯০১ সালে
d. ১৮৭৫ সালে
কৃষি বিজ্ঞান
সেগুনের আদি নিবাস মায়ানমার। ১৮৭১ সালে প্রথম চট্টগ্রামের কাপ্তাই - এ এ গাছ বপন করা হয়। পরে ১৮৭৩ সাল থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট বনাঞ্চলে সেগুন লাগানো শুরু হয়। বর্তমানে দেশের প্রায় সর্বত্রই উন্নতমানের কাঠের বৃক্ষ হিসেবে এটি রোপণ করা হচ্ছে।

43. মাটিতে কত ভাগ পানি থাকা দরকার?

a. ২০ ভাগ
b. ২৫ ভাগ
c. ৩০ ভাগ
d. ৩৫ ভাগ
কৃষি বিজ্ঞান
মাটি বা মৃত্তিকা হলো পৃথিবীর উপরিভাগের নরম ও দানাদার আবরণ। পাথর গুঁড়ো হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব যৌগ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয়। জৈব পদার্থের উপস্থিতিতে ভূমিক্ষয় আবহবিকার, বিচূর্ণিভবন ইত্যাদি প্রাকৃতিক ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পাথর থেকে মাটির উদ্ভব হয়েছে।সে কারণে অতি প্রাচীন কালের মাটি পৃথিবীতে পাওয়া যায় না । মাটিতে ২৫ ভাগ পানি থাকা দরকার।

44. কোন সার উদ্ভিদের প্রাথমিক পুষ্টি উপাদান নাইট্রোজেন , ফসফরাস ও পটাসিয়াম সরবরাহ করে?

a. রাসায়নিক সার
b. সবুজ সার
c. কমপোস্ট সার
d. জৈব সার
কৃষি বিজ্ঞান
কম্পোস্ট হলো প্রাণী ও উদ্ভিদজাত দ্রব্য থেকে তৈরি সার। এই সার মাটির গঠন উন্নত করে।

45. উফশী জাতের ধানের পাতা কেমন?

a. পুরু ও ঘন সবুজ
b. পাতলা ও হালকা সবুজ
c. খাটো ও দুর্বল
d. লালচে বর্ণের
কৃষি বিজ্ঞান

46. পামরী পোকার আক্রমণের লক্ষণ কোনটি?

a. কীড়া গাছের গোড়া খায়
b. কীড়া মাঝ ও গা খায়
c. কীড়া দানা খায়
d. কীড়া পাতার সবুজ অংশ খায়
কৃষি বিজ্ঞান

47. কোন উদ্ভিদে মালচিং ব্যবহার কর হয়?

a. নারিকেল , সুপারী
b. আমড়া, লাউ
c. মেহগনি , কুমড়া
d. উপরের সবগুলো
কৃষি বিজ্ঞান

48. উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদানের সংখ্যা কয়টি?

a. ১৭টি
b. ১১টি
c. ১০টি
d. ৯টি
কৃষি বিজ্ঞান
কম্পোস্ট হলো প্রাণী ও উদ্ভিদজাত দ্রব্য থেকে তৈরি সার। এই সার মাটির গঠন উন্নত করে।

49. উদ্ভিদ তত্ত্ব অনুসারে কোনটিকে বীজ বলে?

a. নিষিক্ত ও পরিপক্ক
b. ডিম্বক গাছের শাখা ও পাতা
c. মূল ও ফল
d. ফুল ও কুড়িঁ
কৃষি বিজ্ঞান
মাটি বা মৃত্তিকা হলো পৃথিবীর উপরিভাগের নরম ও দানাদার আবরণ। পাথর গুঁড়ো হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব যৌগ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয়। জৈব পদার্থের উপস্থিতিতে ভূমিক্ষয় আবহবিকার, বিচূর্ণিভবন ইত্যাদি প্রাকৃতিক ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পাথর থেকে মাটির উদ্ভব হয়েছে।সে কারণে অতি প্রাচীন কালের মাটি পৃথিবীতে পাওয়া যায় না । মাটিতে ২৫ ভাগ পানি থাকা দরকার।

জীববিজ্ঞান

50. Natural history বিশ্বকোষে প্রানিবিজ্ঞানের প্রায় সব শাখার ওপর আলোকপাত করেন কে?

a. প্লিনি
b. এরিস্টটল
c. গ্যালেন
d. উইলিয়াম হার্ভে
জীববিজ্ঞান

51. মানবদেহের ১২ তম করোটিক স্নায়ুর নাম কি?

a. গ্লসোফ্যারিঞ্জিয়াল
b. হাইপোগ্লসাল
c. ভেসটিব্যুলো কক্লিয়ার
d. ট্রাইজেমিনাল
জীববিজ্ঞান

52. কোনটি ওমাটিডিয়ামের অংশ নয়?

a. পিউপিল
b. কর্নিয়াজেন কোষ
c. আইরিশ পিগমেন্ট কক্লিয়ার
d. ট্রাইজেমিনাল
জীববিজ্ঞান

53. জীন তত্ত্বে জনক মেন্ডেলের ১ম সূত্রানুসারে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জীনগুলো--

a. মিশ্রিত হয়
b. রুপান্তরিত হয়
c. পাশাপাশি অবস্থান করে
d. জননকোষে বিলুপ্ত হয়
জীববিজ্ঞান

54. ইউস্টেশিয়ান নালী ও মধ্য কানের আবরণ কোন ভ্রুণীয় স্তর থেকে তৈরি হয়?

a. এক্টোডার্ম
b. মেসোডার্ম
c. এন্ডোডার্ম
d. (ক) ও ৯ (খ)
জীববিজ্ঞান

55. নিউক্লিয়ার মেমব্রেনের দুই পর্দার মধ্যবর্তী স্থানকে কি বলে?

a. সাবনিউক্লিয়ার স্থান
b. বাইনিউক্লিয়ার স্থান
c. পেরিনিউক্লিয়ার স্থান
d. ইন্ট্রানিউক্লিয়ার স্থান
জীববিজ্ঞান

56. কোনটি নিউক্লিওটাইডের পাইরিমিডিন বেন নয়?

a. গুয়ানিন
b. থাইমিন
c. সাইটোসিন
d. ইউরাসিল
জীববিজ্ঞান

57. সিম্পল এপিথেলিয়াল টিস্যুর উদাহরণ নয় কোনটি?

a. বোম্যান্স ক্যাপসুল
b. ট্রাকিয়া
c. অন্ত্র প্রাচীর
d. অ্যালভিওলাস
জীববিজ্ঞান

58. নিম্বের কোনটি হৃদপিন্ডের স্তর নয়?

a. এন্ডোকার্ডিয়াম
b. মায়োকার্ডিয়াম
c. এপিকার্ডিয়াম
d. পেরিকার্ডিয়াম
জীববিজ্ঞান

59. পাট গাছের পাতার সবুজ অংশ খেয়ে ফেলে--

a. চেলে পোকা
b. বিছা পোকা
c. পামরী পোকা
d. মাজরা পোকা
জীববিজ্ঞান

60. সবচেয়ে ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মি কোনটি?

a. UV-C
b. UV-B
c. UV-A
d. UV-D
জীববিজ্ঞান

61. কোনটি নিডেরিয়া পর্বের সদস্য?

a. Sycori gelatinosum
b. Aurelia aurita
c. Hirudo medicinalis
d. Antedon bifida
জীববিজ্ঞান

62. মূলের সাহায্যে প্রজনন করে--

a. আদা
b. আলু
c. ডালিয়া
d. পিঁয়াজ
জীববিজ্ঞান

63. শস্যের প্রথম কোষটি--

a. ট্রিপ্লয়েড
b. হ্যাপ্লয়েড
c. ডিপ্লয়েড
d. টেট্রাপ্লয়েড
জীববিজ্ঞান

64. ডিম্বণু যন্ত্রে নিউক্লিয়াসের সংখ্যা কয়টি?

a. ৪টি
b. ৩টি
c. ১টি
d. ২টি
জীববিজ্ঞান

65. বহুপ্রতিসম ফুল কোনটি?

a. মটর
b. কলাবতী
c. শিম
d. সরিষা
জীববিজ্ঞান

66. কোনটি নিরপেক্ষ দিনের উদ্ভিদ ?

a. পালং শাক
b. সূর্যমুখী
c. শিম
d. রোপা আমন
জীববিজ্ঞান

67. কোনটি উদ্বিদ কোষের দৈর্ঘ্য বৃদ্ধি করে?

a. অক্সিন
b. জিবেরেলিন
c. অ্যাবসিসিক এসিড
d. সাইটোকাইনিন
জীববিজ্ঞান

68. সবাত শ্বসনে ১ অণু গ্লুকোজ থেকে কয় অণু পানি পাওয়া যায়?

a. ৩৮ অণু
b. ২ অণু
c. ৬ অণু
d. ১২ অণু
জীববিজ্ঞান

69. কোনটি অভিস্রবণের জন্য প্রযোজ্য নয়?

a. দুটি দ্রবণের উপস্থিতি
b. ষৈষম্যভেদ্য ঝিল্লী
c. অভেধ্য ঝিল্লী
d. একই দ্রাবকের উপস্থিতি
জীববিজ্ঞান

70. কোনটি ম্যাক্রোমৌল নয়?

a. ক্যালসিয়াম
b. সোডিয়াম
c. অক্সিজেন
d. সালফার
জীববিজ্ঞান

71. মানবদেহে কশেরুকা কয়টি?

a. ৩১ টি
b. ২৯ টি
c. ৩৫ টি
d. ৩৩টি
জীববিজ্ঞান

72. কোনটি লিলিয়েসি গোত্রের উদ্ভিদ নয়?

a. Abelmoschus esculentus
b. Allium sativum
c. Asparagus racemosus
d. Gloriosa superla
জীববিজ্ঞান

73. কোনটি অ্যামিবার খাদ্রগ্রহণ পদ্ধতির অ্ন্তর্ভুক্ত?

a. ইমবাইবিশন
b. ইমপোর্ট
c. ফ্যাগোসাইটোসিস
d. ট্রান্সপোর্ট
জীববিজ্ঞান

74. পশ্চাৎ মস্তিঙ্কের অংশ নয় কোনটি?

a. হাইপোথ্যালামাস
b. সেরেবেলাম
c. পন্স
d. মেডুলা অব লংগাটা
জীববিজ্ঞান

75. ব্যাকটেরিয়া একটি-

a. এককোষী বা বহুকোষী জীব
b. সুকেন্দ্রিক
c. প্রাক-কেন্দ্রিক
d. অকোষীয় জীব
জীববিজ্ঞান

76. কোনটি প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়?

a. কোষ গোলাকার
b. কোষপ্রাচরি সমভাবে পুরু
c. কোষ বহুভুজাকৃতি
d. পরিপক্ক কোষ মৃত
জীববিজ্ঞান

77. কোষ বিভাজনে স্পিন্ডল যন্ত্রের যে তন্ত্রুর সাথে সেন্ট্রোমিয়ার সংযুক্ত হয় তাকে বলা হয়--

a. ট্র্যাকশন তন্তু
b. আকর্ষণ তন্তু
c. ক্রোমোজোমাল তন্তু
d. সবগুলো
জীববিজ্ঞান

78. কোনটি সেক্স লিংকড জীনের জন্য সত্য?

a. X ক্রোমোজোমের হোমাগেলাগাস অঞ্চলে সীমিত
b. Y ক্রোমোজোমের হোমোলোগাস অঞ্চল সীমত
c. নারীদেহের ফিনোটাইপিক প্রকাশ ঘটায়
d. পুরুষের বর্ণান্ধতার জন্য দায়ী
জীববিজ্ঞান

79. 'Natural history' বিশ্বকোষে প্রাণিবিজ্ঞানের প্রায় সব শাখার ওপর আলোকপাত করেন কে?

a. প্লিনি
b. এরিস্টটল
c. গ্যালেন
d. উইলিয়াম হার্ভে
জীববিজ্ঞান

ইংরেজি

80. It is too difficult to tolerate bad temper for long. Which of the following phrases does replace 'tolerate' in the above sentence?

a. cope with
b. pull on with
c. stand up for
d. put up with
ইংরেজি

81. 'Maiden speech' means--

a. Late speech
b. Last speech
c. First speech
d. Early speech
ইংরেজি

82. The correct spelling is--

a. Humourous
b. Humourious
c. Humorious
d. Humorous
ইংরেজি

83. The word 'ecological' is a word related to--

a. environment
b. pollusion
c. atmosphere
d. demography
ইংরেজি

84. 'Plebiscite' is a term related to---

a. medicine
b. technology
c. politicis
d. law
ইংরেজি

85. If we want concrete proof, we are looking for--

a. building material
b. clear evidence
c. something to cover a path
d. a cement mixer
ইংরেজি

86. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair:

a. Participate : boserve
b. gulp : sip
c. condide : tell
d. scorn : admire
ইংরেজি

87. What kind of man is quite the opposite type of 'supercilious'?

a. Haughty
b. Affable
c. Disdainful
d. Wicked
ইংরেজি

88. The synonym of 'genesis' is---

a. preface
b. foreword
c. introduction
d. beginning
ইংরেজি

89. Choose the correct sentence.

a. I asked Javed if he had passed
b. I asked Javed that had he passed
c. I asked Javed If you had psssed
d. I asked Javed had he passed
ইংরেজি

90. 'Ad valorem' means---

a. According to value
b. Valuables
c. Invshuable
d. Valueless
ইংরেজি

91. "Loudly knocking at the door" he demanded admission

a. Noun phrase
b. Participle phrase
c. Adverb phrase
d. Adjective phrase
ইংরেজি

92. Student should be ambitious ---- success.

a. for
b. of
c. on
d. at
ইংরেজি

93. Who is the author of Twelfth Night?

a. William Shakespeare
b. G.B.Shaw
c. William Somerset Maugham
d. John Milton
ইংরেজি

94. If a ruby is heated it --- temporarily lose its colour.

a. would
b. does
c. will
d. has
ইংরেজি

সাধারণ বিজ্ঞান

95. নিচের কোনটি ভেষজ উদ্ভিদ নয়?

a. গর্জন
b. বানরলাঠি
c. অর্জুন
d. দর্বা
সাধারণ বিজ্ঞান

96. কৃষিবিজ্ঞানের যে শাখায় মৌমাছি চাষ সম্পর্কে আলোচনা করা হয় তাকে ---- বলে?

a. সেরিকালচার
b. এপিকালচার
c. পিসিকালচার
d. হর্টিকালচার
সাধারণ বিজ্ঞান

97. আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে?

a. ১৯৭০ সারে
b. ১৯৫৮ সালে
c. ১৯৬০ সালে
d. ১৯৬৩ সালে
সাধারণ বিজ্ঞান

98. দূষিত বাতাসের কোন গ্যাস ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে?

a. ক্লোরো ফ্লোরো কার্বন
b. কার্বন ডাইঅক্সইড
c. সালফার ডাইঅক্সাইড
d. নাইট্রিক অক্সাইড
সাধারণ বিজ্ঞান

99. চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না কোন রশ্মি?

a. বিটা রশ্মি
b. আলফা রশ্মি
c. এক্সরে রশ্মি
d. গামা রশ্মি
সাধারণ বিজ্ঞান

100. নিম্বের কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

a. ভিটামিন-এ
b. ভিটামিন-বি
c. ভিটামিন-ই
d. ভিটামিন-কে
সাধারণ বিজ্ঞান

বাংলা

101. কোন দুটি শব্দ যৌগিক শব্দ ?

a. হস্তী, বাঁশ
b. গায়ক, বাবুয়ানা
c. রাজপুত, সহযাত্রা
d. ঢাকা, গোলাপ
বাংলা

102. 'তারাবাঈ' নাটকের রচয়িতা কে?

a. দীনবন্ধু মিত্র
b. মামুনুর রশিদ
c. মীর মশাররফ হোসেন
d. দ্বিজেন্দ্রলাল রায়
বাংলা

103. কাশবনের কন্যা কোন জাতীয় রচনা?

a. নাটক
b. উপন্যাস
c. কা্ব্য
d. ছোটগল্প
বাংলা

104. নিচের কোন বানানটি সঠিক?

a. শ্বাশত
b. আবিষ্কার
c. বিসন্ন
d. স্টেশন
বাংলা

105. 'ভাল ফলের জন্য চেষ্টা কর।' এটি কোন ধরনের বাক্য?

a. ইচ্ছাবোধক
b. নির্দেশাত্মক
c. বিস্ময়বোধক
d. অনুজ্ঞাবাচক
বাংলা

106. 'আছ তুমি প্রভু জগৎ মাঝারে ' - এখানে 'মাঝারে' কি অর্থে ব্যবহৃত হয়েছে?

a. বাইরে
b. ব্যাপ্তি
c. মধ্যে
d. সঙ্গে
বাংলা

107. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?

a. আজি> আইজ
b. পিশাচ > পিচাশ
c. পাকা> পাক্কা
d. স্কুল> ইস্কুল
বাংলা

108. 'পেলব' শব্দের সমার্থক বা প্রতিশব্দ কোনটি?

a. অনুগত
b. বাধ্যতামূলক
c. বাধিত করা
d. শপথ গ্রহণ
বাংলা

109. কুঁড়ি শব্দটির ব্যুৎপত্তিগত শব্দ কোনটি?

a. কোরক
b. কুরি
c. বৃন্ত
d. বিশ
বাংলা

110. নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন: "ভূতকে" আবার কিসের ভয়।

a. কালাধিকরণে ২য়া বিভক্তি
b. ভাবাধিকরণে ২য়া বিভক্তি
c. অপাদানে ২য়া বিভক্তি
d. কর্মে ২য় বিভক্তি
বাংলা

111. ব্যতিহারিক সর্বনাম কোনটি?

a. ইহারা
b. যিনি
c. কেহ
d. নিজে নিজে
বাংলা

112. . উপসর্গ নিষ্পন্ন শব্দ কোনটি ?

a. বড়াই
b. অভিমুখ
c. ছাত্রকে
d. চৌরাস্তা
বাংলা

113. বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি?

a. বলাই
b. ইন্দ্রনাথ
c. নতুনদা
d. শ্রীকান্ত
বাংলা

114. নারী সমাজের উন্নতির জন্য 'নারীশক্তি' নামে পত্রিকাটির প্রকাশক কে ছিলেন?

a. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
b. বেগম শামসুন্নাহার মাহমুদ
c. কবি সুফিয়া কামার
d. ডা. লুৎফর রহমান
বাংলা

115. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে 'আকাশ' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

a. কর্তৃকারকে সপ্তমী
b. কর্মকারকে সপ্তমী
c. অপাদান কারকে তৃতীয়া
d. অধিকরণ কারকে সপ্তমী
বাংলা

116. 'ক্ষীয়মাণ' -এর বিপরীত শব্দ কী?

a. বৃহৎ
b. বর্ধিষ্ণু
c. বর্ধমান
d. বৃদ্ধিপ্রাপ্ত
বাংলা

117. থিয়েটার পত্রিকার সম্পাদক কে?

a. সারা জাকের
b. রামেন্দু মজুমদার
c. আব্দুল্লাহ আল মামুন
d. আসাদুজ্জামান নূর
বাংলা

118. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?

a. মুক্তি
b. বিদ্রোহী
c. বাউন্ডুলের আত্মকাহিনী
d. স্টেশন
বাংলা

119. 'চানাচুর' কোন ভাষার শব্দ?

a. হিন্দি
b. ফরাসি
c. তুর্কি
d. ওলান্দাজ
বাংলা

120. রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক কোন বইটি রচিত নয়?

a. শেষের কবিতা
b. দোলনচাঁপা
c. সোনারতরী
d. মানসী
বাংলা

121. 'পথের দাবী' উপন্যাসের রচয়িতা কে?

a. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
b. মানিক বন্দ্যোপাধ্যায়
c. সত্যেন সেন
d. সুকান্ত ভট্রাচার্য
বাংলা

122. একাত্তরের দিনগুলি' কী জাতীয় গ্রস্থ?

a. স্মৃতিকথা
b. দিনলিপি
c. প্রবন্ধ
d. উপন্যাস
বাংলা

123. A bad workman quarrels with his tools---

a. যত গর্জে তত বর্ষে না
b. নাচতে না জানলে উঠান বাঁকা
c. আপনি ভাল তো জগৎ ভাল
d. যেমন কর্ম তেমন ফল
বাংলা

124. কোনটির অভাবে চিঠিপত্র 'ডেড লেটার' বলে চিহ্নিত হয়?

a. পূর্ণ ও স্পট ঠিকানা
b. প্রয়োজনীয় সীলমোহর
c. উপযুক্ত সম্ভাষণ
d. সঠিক দিন তারিখ
বাংলা

125. কোন বাচ্যে কর্ম থাকে না এবং ক্রিয়ার অর্থই বেশির ভাগ করা হয়?

a. কর্মকর্তৃবাচ্যে
b. কর্তৃবাচ্যে
c. কর্মবাচ্যে
d. ভাববাচ্যে
বাংলা

126. 'Obligatory' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি ?

a. অনুগত
b. বাধ্যতামূলক
c. বাধিত করা
d. শপথ গ্রহণ
বাংলা

127. 'লঙ্কা পায়রা' বাগধারার সঠিক অর্থ কোনটি?

a. পলায়ন করা
b. কুচক্রী
c. উল্টাফল
d. ফুলবাবু
বাংলা

128. নিচের বাক্যে নিন্মরেখ শব্দগুলো কিসের উদাহরণ? "রাশি রাশি ভারা ভারা" ধান কাটা হলে সারা।

a. সাপেক্ষ সর্বনাম
b. নির্ধারক সর্বনাম
c. নির্ধারিত বিশেষণ
d. সাপেক্ষ বিশেষণ
বাংলা

129. 'অপদেবতা' শব্দে 'অপ' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

a. মন্দ অর্থে
b. বিপরীত অর্থে
c. বৃথা অর্থে
d. অস্বাভাবিক অর্থে
বাংলা

130. 'কেবল দর্শন' ব্যাসবাক্যটি কোন সমাসের অন্তর্ভুক্ত?

a. অলুক তৎপুরুষ
b. নিত্যসমাস
c. উপমান কর্মধারয়
d. উপমিত কর্মধারয়
বাংলা

131. কোনটি জহির রায়হান রচিত উপন্যাস নয়?

a. কয়েকটি মৃত্যু
b. শেষ বিকেলের মেয়ে
c. তৃষ্ণা
d. নিঙ্কৃতি
বাংলা

সাধারণ জ্ঞান

132. বাংলাদেশের কৃষিক্ষেত্রে 'দোয়েল' কিসের নাম ?

a. কৃষি সংস্থা
b. উন্নত জাতের ধান
c. কৃষি যন্ত্র
d. উন্নত জাতের গম
সাধারণ জ্ঞান

133. বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?

a. গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প
b. তিস্তা সেচ প্রকল্প
c. কাপ্তাই সেচ প্রকল্প
d. ফেনী সেচ প্রকল্প
সাধারণ জ্ঞান

134. 'ইরাটম' কী?

a. উন্নত জাতের পাট
b. উন্নত জাতের ইক্ষু
c. উন্নত জাতের ধান
d. উন্নত জাতের চা
সাধারণ জ্ঞান

135. ২০০৭ সালে রসায়নে নোবেল পুরস্কার পান কে?

a. পিটার গ্রোনবার্গ
b. গেরহার্ড আর্টাল
c. আলবার্ট ফার্ট
d. রোগার ডি. কর্নবার্গ
সাধারণ জ্ঞান

136. ইরানের কোন পারমাণবিক প্লান্টকে প্রথম পারমাণবিক অস্ত্র উপযোগী Highly Enriched Uranium প্রস্তুতির জন্য সন্দেহ করা হয়?

a. নাতাঞ্জ পারমাণবিক প্লান্ট
b. ইসফাহান পারমাণবিক প্লান্ট
c. আরাক পারমাণবিক প্লান্ট
d. তেহরান পারমাণবিক প্লান্ট
সাধারণ জ্ঞান

137. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-

a. স্নো লোরিস
b. ম্যানিস
c. কোরাল
d. রাজ কাঁকড়া
সাধারণ জ্ঞান

138. বাংলাদেশে পানিতে আর্সেনিক সর্বপ্রথম কোন জেলায় ধরা পড়ে?

a. চাঁপাইনবাবগঞ্জ
b. দিনাজপুর
c. রংপুর
d. চাঁদপুর
সাধারণ জ্ঞান

139. ক্রোমোজোম কে আবিষ্কার করেন?

a. মেন্ডেল
b. ভলতেয়ার
c. স্ট্রসবুর্গার
d. ওয়াটসন ও ক্রিক
সাধারণ জ্ঞান

140. চিকিৎসাশাস্ত্রে হরগোবিন্দ খোরানা কত সালে নোবেল পুরস্কার পান?

a. ১৯৬৮
b. ১৯৭২
c. ১৯৭০
d. ১৯৬৩
সাধারণ জ্ঞান

141. 'বাংলাপিডিয়া' প্রকাশের উদ্যোক্তা কোন সংস্থা?

a. বাংলা একাডেমী
b. সংস্কুতি মন্ত্রণালয়
c. এশিয়াটিক সোসাইটি
d. ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফোরাম
সাধারণ জ্ঞান

142. 'সব কটা জানালা খুলে দাও না'- এর গীতিকার কে ?

a. আলতাফ মাহমুদ
b. নজরুল ইসলাম বাবু
c. মুনীর চৌধুরী
d. ড. আবু হেনা মোস্তফা কামাল
সাধারণ জ্ঞান

143. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেরর কে ছিলেন?

a. স্যার এফ.রহমান
b. ড. রমেশচন্দ্র মজুমদার
c. ড. মাহমুদ হাসান
d. ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
সাধারণ জ্ঞান

144. পবিত্র কোরআন সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে?

a. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
b. গিরিশচন্দ্র সেন
c. সৈয়দ আমির আলী
d. ড. মুহম্মদ শহীদুল্লাহ
সাধারণ জ্ঞান

145. বাংলাদেশের শিক্ষা বিভাগের ট্রেনিং -এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?

a. বিয়াম
b. টিটিসি
c. নায়েম
d. ইউজিসি
সাধারণ জ্ঞান

146. প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক কে ছিলেন?

a. গাজী আশরাফ হোসেন লিপু
b. আকরাম খান
c. আমিনুর ইসলাম বুলবুল
d. শফিকুল হক হীরা
সাধারণ জ্ঞান

147. ইউনেঙ্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে?

a. ১৯৯৬ সারে
b. ১৯৯৭ সালে
c. ১৯৯৮ সালে
d. ১৯৯৯ সালে
সাধারণ জ্ঞান

148. 'বাঙ্গালী জাতীয়তাবাদ' -এর পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ কবে প্রবর্তিত হয়?

a. ১৯৭৬ সালে
b. ১৯৭৩সালে
c. ১৯৭৫ সালে
d. ১৯৮২ সালে
সাধারণ জ্ঞান

149. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মহিলা মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সেতারা বেগমকে কি খেতাব দেয়া হয়?

a. বীর বিক্রম
b. বীর উত্তম
c. বীর প্রতীক
d. বীরশ্রেষ্ঠ
সাধারণ জ্ঞান

150. বাংলাদেশের জাতীয় সংসদে নিচের কোন রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন?

a. নেলমন ম্যান্ডেলা
b. বিল ক্লিনটন
c. ড. মাহাথির মোহাম্মদ
d. মার্শাল জোসেফ টিটো
সাধারণ জ্ঞান

151. বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত?

a. মৌলভীবাজার
b. সুনামগঞ্জ
c. নাটোর
d. খুলনা
সাধারণ জ্ঞান

152. জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট থানা কোনটি?

a. থানচি
b. বিমানবন্দর, ঢাকা
c. রাজস্থলী
d. শ্যামনগর
সাধারণ জ্ঞান

153. বাংলাদেশের মো্ট সীমারেখার পরিমাপ কত?

a. ৫২৮২ কিমি
b. ৫১৩৮ কিমি
c. ৫৩২০ কিমি
d. ৫০৪২ কিমি
সাধারণ জ্ঞান

154. বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত?

a. সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে
b. মৌলভীবাজারের মাধবকুন্ড মুরাইছড়ায়
c. কক্সবাজারের ডুলাহাজরায়
d. খুলনায় মংলায়
সাধারণ জ্ঞান

155. ময়নামতির পূর্বনাম কি?

a. সিংহজানী
b. ত্রিপুরা
c. সুধারাম
d. রোহিতগিরি
সাধারণ জ্ঞান

156. নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন?

a. এডমাউন্ড এস ফিল্পস
b. এনড্রো জেড ফায়ার
c. জন সি মেথার গোমেজ
d. বুকানন হ্যামিলটন
সাধারণ জ্ঞান

157. দ্য ফরবিডেন সিটি: কালার অ্যান্ড অলিম্পিক শিল্পকর্মের জন্য কোন বাংলাদেশী চিত্রশিল্পী বেইজিং অলিম্পিকের মেডেল পাচ্ছেন?

a. শিশির ভট্রাচার্য
b. খুরশিদ আলম সেলিম
c. কাইয়ুম চৌধুরী
d. মোস্তফা মনোয়ার
সাধারণ জ্ঞান

158. বাংলা একাডেমীর প্রাক্তন নাম কী?

a. চামেলী হাউস
b. সাহিত্য পরিষদ
c. বর্ধমান হাউস
d. বঙ্গীয় সাহিত্য সভা
সাধারণ জ্ঞান

159. শহীদ মিনারের স্থপতি কে?

a. হামিদুর রহমান
b. মঈনুল আহসান
c. নিতুন কুন্ডু
d. কামরুল হাসান
সাধারণ জ্ঞান

160. বিশ্ব ডাক ইউনিয়নের (UPU) সদর দপ্তর কোথায়?

a. বার্ন
b. জেনেভা
c. ভিয়েনা
d. রোম
সাধারণ জ্ঞান

161. 'বিশ্ব সাক্ষরতা দিবস' কবে?

a. ১৬ সেপ্টেম্বর
b. ২১ সেপ্টেম্বর
c. ১ অক্টোবর
d. ৮ সেপ্টেম্বর
সাধারণ জ্ঞান

162. 'তাস' কোন দেশের সংবাদ সংস্থার নাম?

a. ফিলিপাইন
b. রাশিয়া
c. সিরিয়া
d. ইরান
সাধারণ জ্ঞান

163. 'ডায়েচল্যান্ড'-এর বর্তমান নাম কি?

a. নেদারল্যান্ডস
b. অস্ট্রিয়া
c. জার্মানি
d. পোল্যান্ড
সাধারণ জ্ঞান

164. নিচের কোনটি মিয়ানমারের মুদ্রা?

a. কিয়াট
b. বীর
c. ডং
d. উয়ন
সাধারণ জ্ঞান

165. জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়ান্ড হেইম কোন দেশের নাগরিক ছিলেন?

a. নরওয়ে
b. সুইডেন
c. পেরু
d. অস্ট্রিয়া
সাধারণ জ্ঞান

166. ফিজির রাজধানীর নাম কি?

a. ব্রাজাভিলে
b. নিকোসিয়া
c. সুভা
d. সেন্ট জর্জেস
সাধারণ জ্ঞান

167. এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?

a. ব্যাংকক
b. নয়াদিল্লি
c. টোকিও
d. ম্যানিলা
সাধারণ জ্ঞান

168. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্ট আগে?

a. ৪ ঘন্টা
b. ৬ ঘন্টা
c. ৭ ঘন্টা
d. ৫ ঘন্টা
সাধারণ জ্ঞান

169. 'মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল' কত সালের মধ্যে অর্জন করার কথা ?

a. ২০১০
b. ২০০০
c. ২০১৫
d. ২০২৫
সাধারণ জ্ঞান

170. নীলনদ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?

a. ১০টি
b. ১২টি
c. ১১টি
d. ৮টি
সাধারণ জ্ঞান

171. ২০০৭ সালে নেপালে কত বছেরের পুরাতন রাজতন্ত্র বিলুপ্ত করা হয়?

a. ২৩৫ বছরের
b. ২৪৪ বছরের
c. ২৪৬ বছরের
d. ২৩৮ বছরের
সাধারণ জ্ঞান

172. তেনজিং ও হিলারি কবে এভারেস্ট -এর চুড়ায় পা রাখেন?

a. ১৯৫৩ সালের ২৯ মে
b. ১৯৭২ সালের ২১ জুন
c. ১৯৭৪ সালের ২২ ডিসেম্বর
d. ১৯৭৪ সালের ২৬ জুলাই
সাধারণ জ্ঞান

173. সম্প্রতি চে গুয়েভারার মূর্তি কোন দেশে স্থাপন করা হয় ?

a. ভেনিজুয়েলা
b. আর্জেন্টিনা
c. কিউবা
d. বলিভিয়া
সাধারণ জ্ঞান

174. ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত?

a. সিরিয়া
b. তুরঙ্ক
c. ইরাক
d. গ্রিস
সাধারণ জ্ঞান

বাংলা

1. কোন দুটি শব্দ যৌগিক শব্দ ?

a. হস্তী, বাঁশ
b. গায়ক, বাবুয়ানা
c. রাজপুত, সহযাত্রা
d. ঢাকা, গোলাপ
বাংলা

2. 'তারাবাঈ' নাটকের রচয়িতা কে?

a. দীনবন্ধু মিত্র
b. মামুনুর রশিদ
c. মীর মশাররফ হোসেন
d. দ্বিজেন্দ্রলাল রায়
বাংলা

3. কাশবনের কন্যা কোন জাতীয় রচনা?

a. নাটক
b. উপন্যাস
c. কা্ব্য
d. ছোটগল্প
বাংলা

4. নিচের কোন বানানটি সঠিক?

a. শ্বাশত
b. আবিষ্কার
c. বিসন্ন
d. স্টেশন
বাংলা

5. 'ভাল ফলের জন্য চেষ্টা কর।' এটি কোন ধরনের বাক্য?

a. ইচ্ছাবোধক
b. নির্দেশাত্মক
c. বিস্ময়বোধক
d. অনুজ্ঞাবাচক
বাংলা

6. 'আছ তুমি প্রভু জগৎ মাঝারে ' - এখানে 'মাঝারে' কি অর্থে ব্যবহৃত হয়েছে?

a. বাইরে
b. ব্যাপ্তি
c. মধ্যে
d. সঙ্গে
বাংলা

7. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?

a. আজি> আইজ
b. পিশাচ > পিচাশ
c. পাকা> পাক্কা
d. স্কুল> ইস্কুল
বাংলা

8. 'পেলব' শব্দের সমার্থক বা প্রতিশব্দ কোনটি?

a. অনুগত
b. বাধ্যতামূলক
c. বাধিত করা
d. শপথ গ্রহণ
বাংলা

9. কুঁড়ি শব্দটির ব্যুৎপত্তিগত শব্দ কোনটি?

a. কোরক
b. কুরি
c. বৃন্ত
d. বিশ
বাংলা

10. নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন: "ভূতকে" আবার কিসের ভয়।

a. কালাধিকরণে ২য়া বিভক্তি
b. ভাবাধিকরণে ২য়া বিভক্তি
c. অপাদানে ২য়া বিভক্তি
d. কর্মে ২য় বিভক্তি
বাংলা

11. ব্যতিহারিক সর্বনাম কোনটি?

a. ইহারা
b. যিনি
c. কেহ
d. নিজে নিজে
বাংলা

12. . উপসর্গ নিষ্পন্ন শব্দ কোনটি ?

a. বড়াই
b. অভিমুখ
c. ছাত্রকে
d. চৌরাস্তা
বাংলা

13. বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি?

a. বলাই
b. ইন্দ্রনাথ
c. নতুনদা
d. শ্রীকান্ত
বাংলা

14. নারী সমাজের উন্নতির জন্য 'নারীশক্তি' নামে পত্রিকাটির প্রকাশক কে ছিলেন?

a. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
b. বেগম শামসুন্নাহার মাহমুদ
c. কবি সুফিয়া কামার
d. ডা. লুৎফর রহমান
বাংলা

15. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে 'আকাশ' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

a. কর্তৃকারকে সপ্তমী
b. কর্মকারকে সপ্তমী
c. অপাদান কারকে তৃতীয়া
d. অধিকরণ কারকে সপ্তমী
বাংলা

16. 'ক্ষীয়মাণ' -এর বিপরীত শব্দ কী?

a. বৃহৎ
b. বর্ধিষ্ণু
c. বর্ধমান
d. বৃদ্ধিপ্রাপ্ত
বাংলা

17. থিয়েটার পত্রিকার সম্পাদক কে?

a. সারা জাকের
b. রামেন্দু মজুমদার
c. আব্দুল্লাহ আল মামুন
d. আসাদুজ্জামান নূর
বাংলা

18. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?

a. মুক্তি
b. বিদ্রোহী
c. বাউন্ডুলের আত্মকাহিনী
d. স্টেশন
বাংলা

19. 'চানাচুর' কোন ভাষার শব্দ?

a. হিন্দি
b. ফরাসি
c. তুর্কি
d. ওলান্দাজ
বাংলা

20. রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক কোন বইটি রচিত নয়?

a. শেষের কবিতা
b. দোলনচাঁপা
c. সোনারতরী
d. মানসী
বাংলা

21. 'পথের দাবী' উপন্যাসের রচয়িতা কে?

a. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
b. মানিক বন্দ্যোপাধ্যায়
c. সত্যেন সেন
d. সুকান্ত ভট্রাচার্য
বাংলা

22. একাত্তরের দিনগুলি' কী জাতীয় গ্রস্থ?

a. স্মৃতিকথা
b. দিনলিপি
c. প্রবন্ধ
d. উপন্যাস
বাংলা

23. A bad workman quarrels with his tools---

a. যত গর্জে তত বর্ষে না
b. নাচতে না জানলে উঠান বাঁকা
c. আপনি ভাল তো জগৎ ভাল
d. যেমন কর্ম তেমন ফল
বাংলা

24. কোনটির অভাবে চিঠিপত্র 'ডেড লেটার' বলে চিহ্নিত হয়?

a. পূর্ণ ও স্পট ঠিকানা
b. প্রয়োজনীয় সীলমোহর
c. উপযুক্ত সম্ভাষণ
d. সঠিক দিন তারিখ
বাংলা

25. কোন বাচ্যে কর্ম থাকে না এবং ক্রিয়ার অর্থই বেশির ভাগ করা হয়?

a. কর্মকর্তৃবাচ্যে
b. কর্তৃবাচ্যে
c. কর্মবাচ্যে
d. ভাববাচ্যে
বাংলা

26. 'Obligatory' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি ?

a. অনুগত
b. বাধ্যতামূলক
c. বাধিত করা
d. শপথ গ্রহণ
বাংলা

27. 'লঙ্কা পায়রা' বাগধারার সঠিক অর্থ কোনটি?

a. পলায়ন করা
b. কুচক্রী
c. উল্টাফল
d. ফুলবাবু
বাংলা

28. নিচের বাক্যে নিন্মরেখ শব্দগুলো কিসের উদাহরণ? "রাশি রাশি ভারা ভারা" ধান কাটা হলে সারা।

a. সাপেক্ষ সর্বনাম
b. নির্ধারক সর্বনাম
c. নির্ধারিত বিশেষণ
d. সাপেক্ষ বিশেষণ
বাংলা

29. 'অপদেবতা' শব্দে 'অপ' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

a. মন্দ অর্থে
b. বিপরীত অর্থে
c. বৃথা অর্থে
d. অস্বাভাবিক অর্থে
বাংলা

30. 'কেবল দর্শন' ব্যাসবাক্যটি কোন সমাসের অন্তর্ভুক্ত?

a. অলুক তৎপুরুষ
b. নিত্যসমাস
c. উপমান কর্মধারয়
d. উপমিত কর্মধারয়
বাংলা

31. কোনটি জহির রায়হান রচিত উপন্যাস নয়?

a. কয়েকটি মৃত্যু
b. শেষ বিকেলের মেয়ে
c. তৃষ্ণা
d. নিঙ্কৃতি
বাংলা

সাধারণ জ্ঞান

1. বাংলাদেশের কৃষিক্ষেত্রে 'দোয়েল' কিসের নাম ?

a. কৃষি সংস্থা
b. উন্নত জাতের ধান
c. কৃষি যন্ত্র
d. উন্নত জাতের গম
সাধারণ জ্ঞান

2. বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?

a. গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প
b. তিস্তা সেচ প্রকল্প
c. কাপ্তাই সেচ প্রকল্প
d. ফেনী সেচ প্রকল্প
সাধারণ জ্ঞান

3. 'ইরাটম' কী?

a. উন্নত জাতের পাট
b. উন্নত জাতের ইক্ষু
c. উন্নত জাতের ধান
d. উন্নত জাতের চা
সাধারণ জ্ঞান

4. ২০০৭ সালে রসায়নে নোবেল পুরস্কার পান কে?

a. পিটার গ্রোনবার্গ
b. গেরহার্ড আর্টাল
c. আলবার্ট ফার্ট
d. রোগার ডি. কর্নবার্গ
সাধারণ জ্ঞান

5. ইরানের কোন পারমাণবিক প্লান্টকে প্রথম পারমাণবিক অস্ত্র উপযোগী Highly Enriched Uranium প্রস্তুতির জন্য সন্দেহ করা হয়?

a. নাতাঞ্জ পারমাণবিক প্লান্ট
b. ইসফাহান পারমাণবিক প্লান্ট
c. আরাক পারমাণবিক প্লান্ট
d. তেহরান পারমাণবিক প্লান্ট
সাধারণ জ্ঞান

6. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-

a. স্নো লোরিস
b. ম্যানিস
c. কোরাল
d. রাজ কাঁকড়া
সাধারণ জ্ঞান

7. বাংলাদেশে পানিতে আর্সেনিক সর্বপ্রথম কোন জেলায় ধরা পড়ে?

a. চাঁপাইনবাবগঞ্জ
b. দিনাজপুর
c. রংপুর
d. চাঁদপুর
সাধারণ জ্ঞান

8. ক্রোমোজোম কে আবিষ্কার করেন?

a. মেন্ডেল
b. ভলতেয়ার
c. স্ট্রসবুর্গার
d. ওয়াটসন ও ক্রিক
সাধারণ জ্ঞান

9. চিকিৎসাশাস্ত্রে হরগোবিন্দ খোরানা কত সালে নোবেল পুরস্কার পান?

a. ১৯৬৮
b. ১৯৭২
c. ১৯৭০
d. ১৯৬৩
সাধারণ জ্ঞান

10. 'বাংলাপিডিয়া' প্রকাশের উদ্যোক্তা কোন সংস্থা?

a. বাংলা একাডেমী
b. সংস্কুতি মন্ত্রণালয়
c. এশিয়াটিক সোসাইটি
d. ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফোরাম
সাধারণ জ্ঞান

11. 'সব কটা জানালা খুলে দাও না'- এর গীতিকার কে ?

a. আলতাফ মাহমুদ
b. নজরুল ইসলাম বাবু
c. মুনীর চৌধুরী
d. ড. আবু হেনা মোস্তফা কামাল
সাধারণ জ্ঞান

12. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেরর কে ছিলেন?

a. স্যার এফ.রহমান
b. ড. রমেশচন্দ্র মজুমদার
c. ড. মাহমুদ হাসান
d. ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
সাধারণ জ্ঞান

13. পবিত্র কোরআন সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে?

a. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
b. গিরিশচন্দ্র সেন
c. সৈয়দ আমির আলী
d. ড. মুহম্মদ শহীদুল্লাহ
সাধারণ জ্ঞান

14. বাংলাদেশের শিক্ষা বিভাগের ট্রেনিং -এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?

a. বিয়াম
b. টিটিসি
c. নায়েম
d. ইউজিসি
সাধারণ জ্ঞান

15. প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক কে ছিলেন?

a. গাজী আশরাফ হোসেন লিপু
b. আকরাম খান
c. আমিনুর ইসলাম বুলবুল
d. শফিকুল হক হীরা
সাধারণ জ্ঞান

16. ইউনেঙ্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে?

a. ১৯৯৬ সারে
b. ১৯৯৭ সালে
c. ১৯৯৮ সালে
d. ১৯৯৯ সালে
সাধারণ জ্ঞান

17. 'বাঙ্গালী জাতীয়তাবাদ' -এর পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ কবে প্রবর্তিত হয়?

a. ১৯৭৬ সালে
b. ১৯৭৩সালে
c. ১৯৭৫ সালে
d. ১৯৮২ সালে
সাধারণ জ্ঞান

18. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মহিলা মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সেতারা বেগমকে কি খেতাব দেয়া হয়?

a. বীর বিক্রম
b. বীর উত্তম
c. বীর প্রতীক
d. বীরশ্রেষ্ঠ
সাধারণ জ্ঞান

19. বাংলাদেশের জাতীয় সংসদে নিচের কোন রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন?

a. নেলমন ম্যান্ডেলা
b. বিল ক্লিনটন
c. ড. মাহাথির মোহাম্মদ
d. মার্শাল জোসেফ টিটো
সাধারণ জ্ঞান

20. বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত?

a. মৌলভীবাজার
b. সুনামগঞ্জ
c. নাটোর
d. খুলনা
সাধারণ জ্ঞান

21. জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট থানা কোনটি?

a. থানচি
b. বিমানবন্দর, ঢাকা
c. রাজস্থলী
d. শ্যামনগর
সাধারণ জ্ঞান

22. বাংলাদেশের মো্ট সীমারেখার পরিমাপ কত?

a. ৫২৮২ কিমি
b. ৫১৩৮ কিমি
c. ৫৩২০ কিমি
d. ৫০৪২ কিমি
সাধারণ জ্ঞান

23. বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত?

a. সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে
b. মৌলভীবাজারের মাধবকুন্ড মুরাইছড়ায়
c. কক্সবাজারের ডুলাহাজরায়
d. খুলনায় মংলায়
সাধারণ জ্ঞান

24. ময়নামতির পূর্বনাম কি?

a. সিংহজানী
b. ত্রিপুরা
c. সুধারাম
d. রোহিতগিরি
সাধারণ জ্ঞান

25. নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন?

a. এডমাউন্ড এস ফিল্পস
b. এনড্রো জেড ফায়ার
c. জন সি মেথার গোমেজ
d. বুকানন হ্যামিলটন
সাধারণ জ্ঞান

26. দ্য ফরবিডেন সিটি: কালার অ্যান্ড অলিম্পিক শিল্পকর্মের জন্য কোন বাংলাদেশী চিত্রশিল্পী বেইজিং অলিম্পিকের মেডেল পাচ্ছেন?

a. শিশির ভট্রাচার্য
b. খুরশিদ আলম সেলিম
c. কাইয়ুম চৌধুরী
d. মোস্তফা মনোয়ার
সাধারণ জ্ঞান

27. বাংলা একাডেমীর প্রাক্তন নাম কী?

a. চামেলী হাউস
b. সাহিত্য পরিষদ
c. বর্ধমান হাউস
d. বঙ্গীয় সাহিত্য সভা
সাধারণ জ্ঞান

28. শহীদ মিনারের স্থপতি কে?

a. হামিদুর রহমান
b. মঈনুল আহসান
c. নিতুন কুন্ডু
d. কামরুল হাসান
সাধারণ জ্ঞান

29. বিশ্ব ডাক ইউনিয়নের (UPU) সদর দপ্তর কোথায়?

a. বার্ন
b. জেনেভা
c. ভিয়েনা
d. রোম
সাধারণ জ্ঞান

30. 'বিশ্ব সাক্ষরতা দিবস' কবে?

a. ১৬ সেপ্টেম্বর
b. ২১ সেপ্টেম্বর
c. ১ অক্টোবর
d. ৮ সেপ্টেম্বর
সাধারণ জ্ঞান

31. 'তাস' কোন দেশের সংবাদ সংস্থার নাম?

a. ফিলিপাইন
b. রাশিয়া
c. সিরিয়া
d. ইরান
সাধারণ জ্ঞান

32. 'ডায়েচল্যান্ড'-এর বর্তমান নাম কি?

a. নেদারল্যান্ডস
b. অস্ট্রিয়া
c. জার্মানি
d. পোল্যান্ড
সাধারণ জ্ঞান

33. নিচের কোনটি মিয়ানমারের মুদ্রা?

a. কিয়াট
b. বীর
c. ডং
d. উয়ন
সাধারণ জ্ঞান

34. জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়ান্ড হেইম কোন দেশের নাগরিক ছিলেন?

a. নরওয়ে
b. সুইডেন
c. পেরু
d. অস্ট্রিয়া
সাধারণ জ্ঞান

35. ফিজির রাজধানীর নাম কি?

a. ব্রাজাভিলে
b. নিকোসিয়া
c. সুভা
d. সেন্ট জর্জেস
সাধারণ জ্ঞান

36. এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?

a. ব্যাংকক
b. নয়াদিল্লি
c. টোকিও
d. ম্যানিলা
সাধারণ জ্ঞান

37. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্ট আগে?

a. ৪ ঘন্টা
b. ৬ ঘন্টা
c. ৭ ঘন্টা
d. ৫ ঘন্টা
সাধারণ জ্ঞান

38. 'মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল' কত সালের মধ্যে অর্জন করার কথা ?

a. ২০১০
b. ২০০০
c. ২০১৫
d. ২০২৫
সাধারণ জ্ঞান

39. নীলনদ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?

a. ১০টি
b. ১২টি
c. ১১টি
d. ৮টি
সাধারণ জ্ঞান

40. ২০০৭ সালে নেপালে কত বছেরের পুরাতন রাজতন্ত্র বিলুপ্ত করা হয়?

a. ২৩৫ বছরের
b. ২৪৪ বছরের
c. ২৪৬ বছরের
d. ২৩৮ বছরের
সাধারণ জ্ঞান

41. তেনজিং ও হিলারি কবে এভারেস্ট -এর চুড়ায় পা রাখেন?

a. ১৯৫৩ সালের ২৯ মে
b. ১৯৭২ সালের ২১ জুন
c. ১৯৭৪ সালের ২২ ডিসেম্বর
d. ১৯৭৪ সালের ২৬ জুলাই
সাধারণ জ্ঞান

42. সম্প্রতি চে গুয়েভারার মূর্তি কোন দেশে স্থাপন করা হয় ?

a. ভেনিজুয়েলা
b. আর্জেন্টিনা
c. কিউবা
d. বলিভিয়া
সাধারণ জ্ঞান

43. ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত?

a. সিরিয়া
b. তুরঙ্ক
c. ইরাক
d. গ্রিস
সাধারণ জ্ঞান

সাধারণ বিজ্ঞান

1. নিচের কোনটি ভেষজ উদ্ভিদ নয়?

a. গর্জন
b. বানরলাঠি
c. অর্জুন
d. দর্বা
সাধারণ বিজ্ঞান

2. কৃষিবিজ্ঞানের যে শাখায় মৌমাছি চাষ সম্পর্কে আলোচনা করা হয় তাকে ---- বলে?

a. সেরিকালচার
b. এপিকালচার
c. পিসিকালচার
d. হর্টিকালচার
সাধারণ বিজ্ঞান

3. আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে?

a. ১৯৭০ সারে
b. ১৯৫৮ সালে
c. ১৯৬০ সালে
d. ১৯৬৩ সালে
সাধারণ বিজ্ঞান

4. দূষিত বাতাসের কোন গ্যাস ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে?

a. ক্লোরো ফ্লোরো কার্বন
b. কার্বন ডাইঅক্সইড
c. সালফার ডাইঅক্সাইড
d. নাইট্রিক অক্সাইড
সাধারণ বিজ্ঞান

5. চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না কোন রশ্মি?

a. বিটা রশ্মি
b. আলফা রশ্মি
c. এক্সরে রশ্মি
d. গামা রশ্মি
সাধারণ বিজ্ঞান

6. নিম্বের কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

a. ভিটামিন-এ
b. ভিটামিন-বি
c. ভিটামিন-ই
d. ভিটামিন-কে
সাধারণ বিজ্ঞান

ইংরেজি

1. It is too difficult to tolerate bad temper for long. Which of the following phrases does replace 'tolerate' in the above sentence?

a. cope with
b. pull on with
c. stand up for
d. put up with
ইংরেজি

2. 'Maiden speech' means--

a. Late speech
b. Last speech
c. First speech
d. Early speech
ইংরেজি

3. The correct spelling is--

a. Humourous
b. Humourious
c. Humorious
d. Humorous
ইংরেজি

4. The word 'ecological' is a word related to--

a. environment
b. pollusion
c. atmosphere
d. demography
ইংরেজি

5. 'Plebiscite' is a term related to---

a. medicine
b. technology
c. politicis
d. law
ইংরেজি

6. If we want concrete proof, we are looking for--

a. building material
b. clear evidence
c. something to cover a path
d. a cement mixer
ইংরেজি

7. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair:

a. Participate : boserve
b. gulp : sip
c. condide : tell
d. scorn : admire
ইংরেজি

8. What kind of man is quite the opposite type of 'supercilious'?

a. Haughty
b. Affable
c. Disdainful
d. Wicked
ইংরেজি

9. The synonym of 'genesis' is---

a. preface
b. foreword
c. introduction
d. beginning
ইংরেজি

10. Choose the correct sentence.

a. I asked Javed if he had passed
b. I asked Javed that had he passed
c. I asked Javed If you had psssed
d. I asked Javed had he passed
ইংরেজি

11. 'Ad valorem' means---

a. According to value
b. Valuables
c. Invshuable
d. Valueless
ইংরেজি

12. "Loudly knocking at the door" he demanded admission

a. Noun phrase
b. Participle phrase
c. Adverb phrase
d. Adjective phrase
ইংরেজি

13. Student should be ambitious ---- success.

a. for
b. of
c. on
d. at
ইংরেজি

14. Who is the author of Twelfth Night?

a. William Shakespeare
b. G.B.Shaw
c. William Somerset Maugham
d. John Milton
ইংরেজি

15. If a ruby is heated it --- temporarily lose its colour.

a. would
b. does
c. will
d. has
ইংরেজি

জীববিজ্ঞান

1. Natural history বিশ্বকোষে প্রানিবিজ্ঞানের প্রায় সব শাখার ওপর আলোকপাত করেন কে?

a. প্লিনি
b. এরিস্টটল
c. গ্যালেন
d. উইলিয়াম হার্ভে
জীববিজ্ঞান

2. মানবদেহের ১২ তম করোটিক স্নায়ুর নাম কি?

a. গ্লসোফ্যারিঞ্জিয়াল
b. হাইপোগ্লসাল
c. ভেসটিব্যুলো কক্লিয়ার
d. ট্রাইজেমিনাল
জীববিজ্ঞান

3. কোনটি ওমাটিডিয়ামের অংশ নয়?

a. পিউপিল
b. কর্নিয়াজেন কোষ
c. আইরিশ পিগমেন্ট কক্লিয়ার
d. ট্রাইজেমিনাল
জীববিজ্ঞান

4. জীন তত্ত্বে জনক মেন্ডেলের ১ম সূত্রানুসারে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জীনগুলো--

a. মিশ্রিত হয়
b. রুপান্তরিত হয়
c. পাশাপাশি অবস্থান করে
d. জননকোষে বিলুপ্ত হয়
জীববিজ্ঞান

5. ইউস্টেশিয়ান নালী ও মধ্য কানের আবরণ কোন ভ্রুণীয় স্তর থেকে তৈরি হয়?

a. এক্টোডার্ম
b. মেসোডার্ম
c. এন্ডোডার্ম
d. (ক) ও ৯ (খ)
জীববিজ্ঞান

6. নিউক্লিয়ার মেমব্রেনের দুই পর্দার মধ্যবর্তী স্থানকে কি বলে?

a. সাবনিউক্লিয়ার স্থান
b. বাইনিউক্লিয়ার স্থান
c. পেরিনিউক্লিয়ার স্থান
d. ইন্ট্রানিউক্লিয়ার স্থান
জীববিজ্ঞান

7. কোনটি নিউক্লিওটাইডের পাইরিমিডিন বেন নয়?

a. গুয়ানিন
b. থাইমিন
c. সাইটোসিন
d. ইউরাসিল
জীববিজ্ঞান

8. সিম্পল এপিথেলিয়াল টিস্যুর উদাহরণ নয় কোনটি?

a. বোম্যান্স ক্যাপসুল
b. ট্রাকিয়া
c. অন্ত্র প্রাচীর
d. অ্যালভিওলাস
জীববিজ্ঞান

9. নিম্বের কোনটি হৃদপিন্ডের স্তর নয়?

a. এন্ডোকার্ডিয়াম
b. মায়োকার্ডিয়াম
c. এপিকার্ডিয়াম
d. পেরিকার্ডিয়াম
জীববিজ্ঞান

10. পাট গাছের পাতার সবুজ অংশ খেয়ে ফেলে--

a. চেলে পোকা
b. বিছা পোকা
c. পামরী পোকা
d. মাজরা পোকা
জীববিজ্ঞান

11. সবচেয়ে ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মি কোনটি?

a. UV-C
b. UV-B
c. UV-A
d. UV-D
জীববিজ্ঞান

12. কোনটি নিডেরিয়া পর্বের সদস্য?

a. Sycori gelatinosum
b. Aurelia aurita
c. Hirudo medicinalis
d. Antedon bifida
জীববিজ্ঞান

13. মূলের সাহায্যে প্রজনন করে--

a. আদা
b. আলু
c. ডালিয়া
d. পিঁয়াজ
জীববিজ্ঞান

14. শস্যের প্রথম কোষটি--

a. ট্রিপ্লয়েড
b. হ্যাপ্লয়েড
c. ডিপ্লয়েড
d. টেট্রাপ্লয়েড
জীববিজ্ঞান

15. ডিম্বণু যন্ত্রে নিউক্লিয়াসের সংখ্যা কয়টি?

a. ৪টি
b. ৩টি
c. ১টি
d. ২টি
জীববিজ্ঞান

16. বহুপ্রতিসম ফুল কোনটি?

a. মটর
b. কলাবতী
c. শিম
d. সরিষা
জীববিজ্ঞান

17. কোনটি নিরপেক্ষ দিনের উদ্ভিদ ?

a. পালং শাক
b. সূর্যমুখী
c. শিম
d. রোপা আমন
জীববিজ্ঞান

18. কোনটি উদ্বিদ কোষের দৈর্ঘ্য বৃদ্ধি করে?

a. অক্সিন
b. জিবেরেলিন
c. অ্যাবসিসিক এসিড
d. সাইটোকাইনিন
জীববিজ্ঞান

19. সবাত শ্বসনে ১ অণু গ্লুকোজ থেকে কয় অণু পানি পাওয়া যায়?

a. ৩৮ অণু
b. ২ অণু
c. ৬ অণু
d. ১২ অণু
জীববিজ্ঞান

20. কোনটি অভিস্রবণের জন্য প্রযোজ্য নয়?

a. দুটি দ্রবণের উপস্থিতি
b. ষৈষম্যভেদ্য ঝিল্লী
c. অভেধ্য ঝিল্লী
d. একই দ্রাবকের উপস্থিতি
জীববিজ্ঞান

21. কোনটি ম্যাক্রোমৌল নয়?

a. ক্যালসিয়াম
b. সোডিয়াম
c. অক্সিজেন
d. সালফার
জীববিজ্ঞান

22. মানবদেহে কশেরুকা কয়টি?

a. ৩১ টি
b. ২৯ টি
c. ৩৫ টি
d. ৩৩টি
জীববিজ্ঞান

23. কোনটি লিলিয়েসি গোত্রের উদ্ভিদ নয়?

a. Abelmoschus esculentus
b. Allium sativum
c. Asparagus racemosus
d. Gloriosa superla
জীববিজ্ঞান

24. কোনটি অ্যামিবার খাদ্রগ্রহণ পদ্ধতির অ্ন্তর্ভুক্ত?

a. ইমবাইবিশন
b. ইমপোর্ট
c. ফ্যাগোসাইটোসিস
d. ট্রান্সপোর্ট
জীববিজ্ঞান

25. পশ্চাৎ মস্তিঙ্কের অংশ নয় কোনটি?

a. হাইপোথ্যালামাস
b. সেরেবেলাম
c. পন্স
d. মেডুলা অব লংগাটা
জীববিজ্ঞান

26. ব্যাকটেরিয়া একটি-

a. এককোষী বা বহুকোষী জীব
b. সুকেন্দ্রিক
c. প্রাক-কেন্দ্রিক
d. অকোষীয় জীব
জীববিজ্ঞান

27. কোনটি প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়?

a. কোষ গোলাকার
b. কোষপ্রাচরি সমভাবে পুরু
c. কোষ বহুভুজাকৃতি
d. পরিপক্ক কোষ মৃত
জীববিজ্ঞান

28. কোষ বিভাজনে স্পিন্ডল যন্ত্রের যে তন্ত্রুর সাথে সেন্ট্রোমিয়ার সংযুক্ত হয় তাকে বলা হয়--

a. ট্র্যাকশন তন্তু
b. আকর্ষণ তন্তু
c. ক্রোমোজোমাল তন্তু
d. সবগুলো
জীববিজ্ঞান

29. কোনটি সেক্স লিংকড জীনের জন্য সত্য?

a. X ক্রোমোজোমের হোমাগেলাগাস অঞ্চলে সীমিত
b. Y ক্রোমোজোমের হোমোলোগাস অঞ্চল সীমত
c. নারীদেহের ফিনোটাইপিক প্রকাশ ঘটায়
d. পুরুষের বর্ণান্ধতার জন্য দায়ী
জীববিজ্ঞান

30. 'Natural history' বিশ্বকোষে প্রাণিবিজ্ঞানের প্রায় সব শাখার ওপর আলোকপাত করেন কে?

a. প্লিনি
b. এরিস্টটল
c. গ্যালেন
d. উইলিয়াম হার্ভে
জীববিজ্ঞান

ভৌত বিজ্ঞান

1. ইবোনাইটের আপেক্ষিক ভেদনযোগ্যতা কত?

a. 7.0
b. 2.3
c. 2.8
d. 2.7
ভৌত বিজ্ঞান
কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা শূন্যস্থানের ভেদনযোগ্যতার কতগুন তার পরিমাপকে ঐ মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা (Relative magnetic permeability) বলে একে μr দিয়ে প্রকাশ করা হয়। শূন্যস্থান, বাতাস (অচৌম্বক পদার্থ) এগুলোর আপেক্ষিক ভেদনযোগ্যতা 1 এবং চৌম্বক পদার্থের (লোহা, নিকেল) জন্য μr মান 1 এর চাইতে অনেক বেশি হয়। ইবোনাইটের আপেক্ষিক ভেদনযোগ্যতা 2.3 আপেক্ষিক ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি অভ্রের ।

2. সাজিমাটিতে কোন যৌগটি বিদ্যমান?

a. ক্রায়োলাইট
b. সোডিয়াম ক্লোরাইড
c. অ্যালুমিনা
d. সোডিয়াম কার্বনেট
ভৌত বিজ্ঞান
সাজিমাটিতে সোডিয়াম কার্বনেট যৌগটি বিদ্যমান। সোডিয়াম কার্বনেট একটি অজৈব রাসায়নিক যৌগ যার আণবিক সংকেত Na2CO3। এটি ওয়াশিং সোডা, সোডা অ্যাশ এবং সোডা ক্রিস্টাল নামেও পরিচিত। সোডিয়াম সমৃদ্ধ মাটিতে উৎপন্ন উদ্ভিদ যেমন মধ্য প্রাচ্যের সব্জি স্কটল্যান্ডের কেল্প ও স্পেইনের সামুদ্রিক আগাছা থেকে সোডিয়াম পৃথক করা যায়। এই ধরনের উদ্ভিদের ছাই থেকে পাওয়া যায় বলে একে সোডা অ্যাশ বলা হয়। নানা বাণিজ্যিক পণ্য উৎপাদনে এটি ব্যবহৃত হয়।

3. লেড লবণের Kl দ্রবণ যোগ করলে অধ:ক্ষিপ্ত লবণের বর্ণ কী হয়?

a. বেগুনী
b. লালচে
c. সবুজাভ
d. হলুদ
ভৌত বিজ্ঞান
লেড আয়ন (Pb2 + ) ও পটাশিয়াম আয়োডাইড (KI) বিক্রিয়া করে লেড আয়োডাইড (PbI2 ) তৈরি করে যার অধঃক্ষেপ পড়ে।লেড আয়োডাইড এর বর্ণ হলুদ তাই অধঃক্ষেপ হলুদ বর্ণের হয়।

4. কোনটি বিজারক পদার্থের উদাহরণ?

a. কার্বন ফ্লোরিন ক্লোরিন পটাসিয়াম ডাইক্রোমেট
b. ক্লোরিন
c. পটাসিয়াম
d. ডাইক্রোমেট
ভৌত বিজ্ঞান
বিজারক পদার্থের উদাহরণ কার্বন। কার্বন বা অঙ্গারক (ল্যাটিন ভাষায়ঃ কার্বো "কয়লা")(রাসায়নিক সংকেত C, পারমাণবিক সংখ্যা ৬) একটি মৌলিক পদার্থ। এটি একটি অধাতু এবং যদি চারটি মুক্ত ইলেক্ট্রন পায় তবে যা টেট্রাভেলেন্ট বৈশিষ্ট্যের কারণে চারটি সমযোজী রাসায়নিক বন্ধন গঠন করতে সক্ষম। এটি একটি বিজারক পদার্থ।

5. প্রডিউসার গ্যাসে কী কী থাকে?

a. হাইড্রোজেন ও কার্বন মনোঅক্সাইড
b. নাইট্রোজেন ও কার্বন মনোঅক্সাইড
c. অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
d. নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড
ভৌত বিজ্ঞান
প্রডিউসার গ্যাস (Producer gas) : লোহিত তপ্ত কোক কার্বনের ওপর দিয়ে 1100°C তাপমাত্রায় বায়ু চালনা করলে মূলত  গ্যাস ও  গ্যাসের মিশ্রণ পাওয়া যায় তাকে প্রডিউসার গ্যাস বলে । এ গ্যাস উৎপাদনের স্টিল নির্মিত চুল্লির নাম প্রডিউসার । এ চুল্লির নামানুসারে এতে উৎপাদিত গ্যাসটির নাম হয়েছে প্রডিউসার গ্যাস ।

6. বিশুদ্ধ নাইট্রিক এসিডের ঘনমাত্রা কত?

a. 22 (M)
b. 15 (M)
c. 24 (M)
d. 5 (M)
ভৌত বিজ্ঞান
নাইট্রিক এসিড যার রাসায়নিক সংকেত HNO3, যা একুয়া ফর্টিস এবং স্পিরিট অফ নাইটার নামে পরিচিত, একটি সক্রিয় খনিজ এসিড। যৌগটি বিশুদ্ধ অবস্থায় বর্ণহীন, পুরাতন এসিড হলুদাভ রঙ ধারণ করে কারণ এটা ভেঙে নাইট্রোজেনের অক্সাইড এবং পানি তৈরি করে। বাণিজ্যিক ভাবে উৎপন্ন নাইট্রিক এসিডের ঘনত্ব ৬৮%। যখন নাইট্রিক এসিডের ঘনত্ব ৮৬% এর বেশি হয় তখন একে "'ধূমায়িত নাইট্রিক অ্যাসিড "' বলে। নাইট্রোজেন ডাই অক্সাইডের উপস্থিতির ভিত্তিতে ধূমায়িত নাইট্রিক এসিড সাদা এবং লাল দুই ভাগে ভাগ করা হয়। ৯৫% এর বেশি ঘনত্বের নাইট্রিক এসিড নাইট্রেশান বিক্রিয়ার প্রধান রিএজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। নাইট্রিক এসিড সাধারণত দৃঢ় জারন উপাদান হিসেবে ব্যবহৃত হয়। বিশুদ্ধ নাইট্রিক এসিডের ঘনমাত্রা 24 (M)

7. পিয়ানোর তার তৈরিতে নিচের কোনটি ব্যবহিত হয়?

a. ঢালাই লোহা
b. পেটা লোহা
c. ইস্পাত
d. অ্যালুমিনিয়াম
ভৌত বিজ্ঞান
Piano wire, or "music wire", is a specialized type of wire made for use in piano strings but also in other applications as springs. It is made from tempered high-carbon steel, also known as spring steel, which replaced iron as the material starting in 1834.

8. H - Cl এর মধ্যে বন্ধন শক্তি কত?

a. 414 KJ/mole
b. 326 KJ/ mole
c. 244 KJ/ mole
d. 431 KJ/mole
ভৌত বিজ্ঞান
# বিভিন্ন রাসায়নিক বন্ধন সমূহের - - - - - - - - - - বন্ধনশক্তি (KJ/mole) *O - O[অক্সিজেন - অক্সিজেন একক - বন্ধন] এর বন্ধনশক্তি 143KJ/mole *O = O[অক্সিজেন - অক্সিজেন দ্বি - বন্ধন] এর বন্ধনশক্তি 498KJ/mole *C - O[কার্বন - অক্সিজেন একক - বন্ধন] এর বন্ধনশক্তি 350KJ/mole *C = O[কার্বন - অক্সিজেন দ্বি - বন্ধন] এর বন্ধনশক্তি 843KJ/mole *C - C[কার্বন - কার্বন একক - বন্ধন] এর বন্ধনশক্তি 348KJ/mole *C = C[কার্বন - কার্বন দ্বি - বন্ধন] এর বন্ধনশক্তি 614KJ/mole *C = C[কার্বন - কার্বন ত্রি - বন্ধন] এর বন্ধনশক্তি 839KJ/mole *C - Cl[কার্বন - ক্লোরিন একক - বন্ধন] এর বন্ধনশক্তি 326KJ/mole *Cl - Cl[ক্লোরিন - ক্লোরিন একক - বন্ধন] এর বন্ধনশক্তি 244KJ/mole *H - Cl[হাইড্রোজেন - ক্লোরিন একক - বন্ধন] এর বন্ধনশক্তি 431KJ/mole

9. এক অণু অক্সিজেন উৎপন্ন হওয়ার জন্য কতটি হাইড্রক্সাইড আয়নকে জারিত হতে হবে?

a. চারটি
b. দুটি
c. আটটি
d. পাঁচটি
ভৌত বিজ্ঞান
একটি হাইড্রোক্সাইড (OH - ) আয়নে একটি অক্সিজেন ও একটি হাইড্রোজেন পরমাণু থাকে। আমরা জানি এক অণু অক্সিজেন তৈরি হতে দুটি অক্সিজেন পরমাণু প্রয়োজন, তাই দুইটি হাইড্রোক্সাইড জারিত হয়ে একটি অক্সিজেন অণু তৈরি হয়।

10. এক জুল সমান কত ক্যালরি?

a. ৪.১৮
b. ২৫
c. ১/৪.১৮
d. ২৯৮
ভৌত বিজ্ঞান
Joule is a derived unit of energy, work, or amount of heat in the international system of units. Its symbol is J. In the energy unit system, it is equal to the energy expended in applying a force of one newton through a distance of one meter. The unit name “joule” is in honor of the English physicist James Prescott Joule. The calorie is a pre - SI metric unit of energy. Its symbol is cal, and first defined as a unit of heat by Nicolas Clément in 1824. The calorie is commonly used in the field of chemistry, and in many countries it is commonly used as a unit of food energy. There are two defined for the calorie, gram calorie (approximately equals 4.2 joules) and kilogram calorie (approximately equals 4.2 kilojoules). 1 Joule = 0.23885 Calorie

11. রসায়ন পরীক্ষাগারে সাধারণত কোন মাপের টেস্টটিউব ব্যবহৃত হয়?

a. 50 ml
b. 15-16 ml
c. 15-25 ml
d. 20-25 ml
ভৌত বিজ্ঞান
টেস্টটিউব সচরাচর নমুনা টিউব হিসাবেও পরিচিত। এর উপরের অংশ খোলা এবং নিচের অংশ বন্ধ অবস্থায় থাকে। পরীক্ষাগারের কাঁচের টুকরা বা প্লাস্টিক দিয়েই এটি তৈরী করা যায়। টেস্ট টিউব এর দৈর্ঘ্য মানুষের আঙ্গুলের সমান বা দরকার ভেদে এর চেয়ে বড় ছোট হতে পারে। রাসায়নিক কাজের জন্য টেস্টটিউবগুলি সাধারণত গ্লাস দিয়ে তৈরি করা হয়, যা তাপ প্রতিরোধী হয়ে থাকে। যেসকল টিউব সম্প্রসারণ - প্রতিরোধী কাঁচের তৈরী তার বেশিরভাগই বোরোসিলিকেট গ্লাস বা ফিউজড কোয়ার্টজ দিয়ে বানানো। যেগুলো কয়েকশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে । টেস্টটিউবগুলি দৈর্ঘ্য এবং প্রস্থে বিভিন্ন রকমের পাওয়া যায়, সাধারণত ১০ থেকে ২০ মিমি প্রশস্ত এবং ৫০ থেকে ২০০ মিমি দীর্ঘ।

12. রান্না করার জন্য সিলিন্ডারে করে যে গ্যাস বিক্রি করা হয় তা প্রধানত-

a. মিথেন
b. সি.এন.জি
c. বিউটেন
d. প্রোপেন
ভৌত বিজ্ঞান
বিউটেন একটি চার কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন। এর রাসায়নিক সংকেত C4H10 । কক্ষতাপমাত্রায় বিউটেন একটি গ্যাসীয় পদার্থ। এর দুটি সমাণু আছে। n - বিউটেন এবং আইসো বিউটেন। আইসো বিউটেনের আরকটি নাম মিথাইল প্রোপেন, যা প্রোপেনর সাথে মিশ্রিত করে জ্বালানী হিসাবে ব্যবহার হয়।

13. কোনটির মাধ্যমে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি করা যায় না

a. তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে
b. আর্মেচারে পাক সংখ্যা হ্রাস করে
c. অধিকতর শক্তিশালী চুম্বক ব্যবহার করে
d. কয়েলেয় দৈর্ঘ্য ও বেধ বাড়িয়ে
ভৌত বিজ্ঞান
চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য উপায়ে বৃদ্ধি করার উপায় ১. তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করে। ২. প্রতি একক দৈর্ঘ্যে প্যাঁচ বা পাক সংখ্যা বৃদ্ধি করে। ৩. ইংরেজি U অক্ষরের মতো বাঁকিয়ে চুম্বক মেরু দুটিকে আরও কাছাকাছি এনে।

14. টেপরেকর্ডার এবং কম্পিউটার -এর স্মৃতির ফিতায় কোন চুম্বকটি বহুল ব্যবহিত হয়?

a. ফেরাইট
b. এলনিকো
c. নিয়োডিমিয়াম
d. পারমালয়
ভৌত বিজ্ঞান
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় সিরামিক চুম্বক ব্যবহৃত হয় । এই সিরামিক চুম্বক হচ্ছে এক ধরনের স্থায়ী চুম্বক বা আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি ফেরাইট (Ferrite ) নামক যৌগিক পদার্থ দ্বারা গঠিত।

15. পেট্রোল ইঞ্জিনের দক্ষতা প্রায়-

a. ৭০%
b. ৩০%
c. ০.৪%
d. ৭%
ভৌত বিজ্ঞান
পেট্রোল ইঞ্জিনের দক্ষতা প্রায় - ৩০%। পেট্রোল ইঞ্জিনঃ এই ইঞ্জিন অটো সাইকের উপর চলে। ... পেট্রোল ইঞ্জিনঃ ইহার তাপীয় দক্ষতা ২৬%। ডিজেল ইঞ্জিনঃ ইহার তাপীয় দক্ষতা ৪০%।

16. ঢালাই লোহার আয়তন তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রুপান্তরিত হওয়ার সময় শতকরা কত ভাগ বৃদ্ধি হতে পারে?

a. প্রায় ০.৬%
b. ৯%
c. ৪%
d. ৭%
ভৌত বিজ্ঞান
ঢালাই লোহার আয়তন তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রুপান্তরিত হওয়ার সময় শতকরা 7 ভাগ বৃদ্ধি হতে পারে

17. মহাবিশ্বে কত ধরনের আকৃতির ছায়াপথ দেখা যায়?

a. তিন
b. দুই
c. চার
d. অসংখ্য
ভৌত বিজ্ঞান
ছায়াপথ মহাকর্ষীয় শক্তি দ্বারা আবদ্ধ একটি অতি বৃহৎ সুশৃঙ্খল ব্যবস্থা যা তারা, আন্তঃনাক্ষত্রিক গ্যাস ও ধূলিকণা, প্লাসমা এবং প্রচুর পরিমাণে অদৃশ্য বস্তু দ্বারা গঠিত। একটি আদর্শ ছায়াপথে ১০ মিলিয়ন থেকে এক ট্রিলিয়ন পর্যন্ত তারা থাকে যারা সবাই একটি সাধারণ মহাকর্ষীয় কেন্দ্রের চারদিকে ঘূর্ণায়মান। গ্যালাক্সি মুলত তিন ধরনের ! সর্পিল ছায়াপথ(spiral galaxy) , উপবৃত্তাকার ছায়াপথ(elliptical galaxy) ও অনিয়মিত আকৃতির ছায়াপথ(irregular shaped galaxy) ! ছায়াপথের প্রকারভেদ সম্পর্কে প্রথম বর্ণনা করেন এডউইন হাবল !

18. ইলেক্ট্রন ও নিউট্রনো কোন শ্রেণীর মধ্যে পড়ে?

a. গেজ শ্রেণী‌
b. ব্যারিয়ন শ্রেণী
c. মেসন শ্রেণী
d. লেপটন শ্রেণী
ভৌত বিজ্ঞান
লেপটনের গ্রিক অর্থ হচ্ছে ‘স্বল্প ভর’. স্ট্যান্ডার্ড মডেলে রয়েছে ৬টি লেপটন। আমাদের খুবই পরিচিত ইলেকট্রন (e) হচ্ছে একটি লেপটন। এছাড়া আছে মিউওন (µ), টাও ( ) এবং তিনটি নিউট্রিনো ( ) - যাদের বলা হয় ইলেকট্রন নিউট্রিনো, মিউওন নিউট্রিনো এবং টাও নিউট্রিনো। প্রত্যেকটা লেপটনেরই অ্যান্টিলেপটন আছে। ইলেকট্রন, মিউওন আর টাও এই তিন ধরনের লেপটনের চার্জই - 1. নিউট্রিনোগুলোর কোন চার্জ নেই।

19. গোলীয় দর্পণের প্রধান অক্ষের উপর লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে স্থাপতি হলে বিম্বের আকৃতি কোনটি হবে?

a. বিবর্ধিত
b. অত্যন্ত খর্বিত
c. অত্যন্ত বিবর্ধিত
d. লেপটন শ্রেণী
ভৌত বিজ্ঞান
বিম্ব অসীমে গঠিত হবে, ফলে বিম্বের আকৃতি অত্যন্ত বিবর্ধিত

কৃষি বিজ্ঞান

1. ভূ-প্রাকৃতিক একক কয়টি?

a. 11টি
b. 25টি
c. 30টি
d. 35টি
কৃষি বিজ্ঞান

2. ইউরিয়া সারের কাঁচামাল কি?

a. মিথেন গ্যাস
b. ক্রিংকার
c. পটাস
d. টি.এস.পি
কৃষি বিজ্ঞান
ইউরিয়া একটি নাইট্রোজেন সংবলিত রাসায়নিক সার, যা ব্যাপক হারে ফসলের জমিতে ব্যবহৃত হয়ে থাকে। ইউরিয়া সারের প্রধান কাঁচামাল : মিথেন গ্যাস। ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধি বিস্তাররে সহায়তা করে থাকে। গাছের ও শাকসবজির পর্যাপ্ত পরিমাণ পাতা, ডালপালা ও কান্ড উৎপাদনে সাহায্য করে থাকে। ইউরিয়া সার ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে। কুশি উৎপাদনসহ ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করে।

3. মেষতা একজাতীয় --

a. চা
b. পাট
c. তামাক
d. ভুট্রা
কৃষি বিজ্ঞান
পাট চার ধরনের। দেশী পাট, তোষা পাট, কেনাফ ও মেস্তা পাট। মেস্তা পাটের পাতা, ফুল, ফল ও শিকড়ের ভেষজ গুণ অনন্য । মেস্তা পাটের ফুলে আছে গোসিপিটিন, অ্যান্থোসায়ানিন এবং গ্লাইকোসাইড হিবিসসিন। এ উপাদানগুলো মূত্র সংক্রমণ এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। মেস্তা পাটের পাতা ভাজি করে খেলে ঘুম বাড়ে। পাতায় প্রচুর পরিমাণে মিউসিলেজ আছে, যা কাশি দূর করে। ফোঁড়া বা ব্যথা দূর করতে পাতা বেটে প্রলেপ লাগালে উপকার পাওয়া যায়।

4. পাট উৎপাদনে বিশ্ব প্রথম দেশ কোনটি?

a. ভারত
b. পাকিস্তান
c. মিয়ানমার
d. বাংলাদেশ
কৃষি বিজ্ঞান
পাট উৎপাদনে বিশ্বে ভারতের অবস্থান শীর্ষে এবং বাংলাদেশের অবস্থান দ্বিতীয় হলেও রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে প্রথম। বাংলাদেশ বিশ্বের মোট পাটের ৩৩ শতাংশ উৎপাদন করে এবং কাঁচা পাটের ৯০ শতাংশ রপ্তানি করে।

5. কাঠ সিজনিং করা হয় কেন?

a. কাঠের স্থায়িত্ব বাড়ে
b. কাঠের মান উন্নত হয়
c. কাঠের স্থায়িত্বের পরিবর্তন ঘটে না
d. কাঠের মানের কোনো পরিবর্তন ঘটে না
কৃষি বিজ্ঞান
কাঠের আয়ুকাল বাড়ানোর জন্য নিয়ন্ত্রিত উপায়ে যে পানি অপসারণ করা হয় তাকে কাঠ সিজনিং বলে। কাঠের স্থায়িত্ব বাড়ানোর জন্যই সিজনিং করা হয়।

6. মাছের উকুন কোন ধরনের জীব?

a. ব্যাকটেরিয়া
b. ছত্রাক
c. পরজীবী
d. ভাইরাস
কৃষি বিজ্ঞান
যেসব জীব মাছের শরীরের ভেতর বা বাইরে সব সময় বা সাময়িকভাবে অবস্থান করে এবং পুষ্টির জন্য সম্পূর্ণ বা আংশিকভাবে মাছের ওপর নির্ভর করে, তাদের মাছের পরজীবী বলে। উদাহরণ : হাঁস পোকা, উকুন,

7. নিচের কোন কারণে মাছ সকালের দিকে পানির ওপর খাবি খায়?

a. প্লাংকটনের অভাব হলে
b. কার্বন ডাইঅক্সাইডের অভাব হলে
c. অক্সিজেনের অভাব হলে
d. পানি পরিস্কার হলে
কৃষি বিজ্ঞান
অক্সিজেনের অভাবে মাছ পানিতে খাবি খায়। পানির ওপর ভেসে ওঠে। মাছকে খুব ক্লান্ত দেখায়। পানিতে সাঁতারকাটা, বাঁশ দিয়ে পানির ওপর পেটানো, হররা টেনে তলের গ্যাস বের করে দেয়া, পুকুরে পাম্প বসিয়ে ঢেউয়ের সৃষ্টি করা। নতুন পানি সরবরাহ করেও অক্সিজেন বাড়ানো যায়। প্রতি শতাংশে ১ কেজি চুন ও কৃত্রিম অক্সিজেন দেয়া যেতে পারে।

8. কাতলা ও সিলভার কার্প মাছ কোন স্তরের খাদ্য গ্রহণ করে?

a. নিচের স্তর
b. মধ্যস্তর
c. উপরের ও নিচের স্তর
d. উপরের স্তত
কৃষি বিজ্ঞান
সাধারণত পুকুরে ৩ স্তরে মাছ আলাদাভাবে অবস্থান করে খাবার খায়। এজন্য সেভাবে তাদের যত্নআত্তি করতে হয়। উপরের স্তরে কাতলা, সিলভার কার্প এবং বিগহেড জলাশয়ের উপরের স্তরের খাবার খায়। উপরের স্তরে এসব মাছ সবুজ উদ্ভিদকণা (ফাইটোপ্ল্যাঙ্কটন) এবং প্রাণিকণা (যুপ্ল্যাঙ্কটন) খেয়ে থাকে। মধ্য স্তরের রুই মাছ এ স্তরে থাকে এবং ক্ষুদ্র প্রাণিকণা, ক্ষুদ্রকীট, শেওলা খাবার খায় এবং নিম্নস্তরের মৃগেল, কালীবাউশ, মিরর কার্প বা কার্পিও, ব্ল্যাক কার্প অধিকাংশ সময়েই জলাশয়ের নিম্নস্তরে বিচরণ করে। তলদেশের ক্ষুদ্র কীটপতঙ্গ, শেওলা, শামুক, ঝিনুক, ক্ষুদ্র উদ্ভিদকণা ও প্রাণিকণা এদের প্রধান খাবার।

9. সবুজ বিপ্লব-এর সূচনা হয় কত সালে?

a. ১৯৫০
b. ১৯৪৫
c. ১৯৬০
d. ১৯১২
কৃষি বিজ্ঞান
সবুজ বিপ­বের সূচনা হয় ১৯৪৪ সালে, মেক্সিকোয়। মূলত উচ্চ ফলনশীল গম জাত উদ্ভাবনের মাধ্যমে এ বিপ­বের যাত্রা শুরু। এর নেতৃত্ব দেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কৃষি বিজ্ঞানী ড. নরমোন ই বোরলগ। ১৯৪৩ সালে মেক্সিকো যেখানে তার প্রয়োজনের প্রায় অর্ধেক শস্য বিদেশ থেকে আমদানি করত, সেখানে সবুজ বিপ­বের মাধ্যমে ১৯৫১ সালের মধ্যেই ওই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং ১৯৬৪ সালে মেক্সিকো প্রায় অর্ধ মিলিয়ন টন গম বিদেশে রফতানি করতে সক্ষম হয়।

10. সরিষার খৈলে শতকরা কত ভাগ প্রোটিন থাকে ?

a. ৪০ ভাগ
b. ৩৫ ভাগ
c. ৫০ ভাগ
d. ২৫ ভাগ
কৃষি বিজ্ঞান
সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল। বর্তমানে প্রায় সাড়ে ৩ লক্ষ হেক্টর জমিতে এর চাষাবাদ করা হয় এবং প্রায় আড়াই লক্ষ টন তেল পাওয়া যায়। বিভিন্ন জাতরে সরিষার বীজে প্রায় ৩৫% তেল থাকে। খৈলে প্রায় ৪০% আমিষ থাকে। তাই খৈল গরু ও মহিষের জন্য খুব পুষ্টিকর খাদ্য।

11. বাংলাদেশে সম্প্রতি কোন জেলায় চা বাগান করা হয়?

a. পঞ্চগড়
b. রাজশাহী
c. ময়মনসিংহ
d. সিরাজগঞ্জ
কৃষি বিজ্ঞান
দেশের উত্তর জনপদের পঞ্চগড়ে চা চাষ দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করেছে। বৃহত্তর চট্টগ্রাম ও সিলেটের পর পঞ্চগড় অন্যতম চা অঞ্চল হিসেবে এরই মধ্যে দেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে। পঞ্চগড় ইতোমধ্যে দেশের তৃতীয় চা অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। একসময়ের পতিত গো - চারণ ভূমি ও দেশের সবচেয়ে অনুন্নত জেলা এখন চায়ের সবুজ পাতায় ভরে গেছে। সৃষ্টি হয়েছে চোখ জুড়ানো নৈসর্গিক সৌন্দর্য। দেশের বাজারসহ আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে পঞ্চগড়ের চা। এখানকার অর্গানিক চা বিক্রি হচ্ছে লন্ডনের হ্যারোড অকশন মার্কেটে।

12. পোকা খেকো পাখি কোনটি?

a. শালিক
b. উট পাখি
c. টিয়া
d. চড়াই
কৃষি বিজ্ঞান
শালিক অতি পরিচিত পাখি। মাঝারি আকারের বৃক্ষচর এই পাখি Passeriformes বর্গের Sturnidae গোত্রের অন্তর্ভুক্ত। শালিকের প্রধান খাদ্য—কীটপতঙ্গ, ফল, দানাশস্য ও ফুলের নির্যাস। এরা সাধারণত দল বেঁধে চলে।

13. হাঁস পালিত পুকুরে কত সেমি আকারের পোনা ছাড়া উচিত?

a. ২-৪ সেমি
b. ৪-৫ সেমি
c. ৬-৮ সেমি
d. ৮-১০ সেমি
কৃষি বিজ্ঞান
পুকুরে হাঁস ও মাছের সমন্বিত চাষ পদ্ধতি অবলম্বন করলে খুব সহজে বেশি লাভবান হওয়া সম্ভব। ঢাকার আশেপাশে এলাকা - ধামরাই, সাভার, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জসহ দেশের অনেক স্থানে হাঁস ও মাছের সমন্বিত চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। এ পদ্ধতিতে অনেক সুবিধা রয়েছে যেমন - এর জন্য পুকুরে তেমন বাড়তি সার ও খাদ্য দিতে হয়না । মাছ দ্রুত বৃদ্ধি পায়। একই সাথে মাছ, হাঁসও ডিম থেকে সমানে আয় করা যায়।

14. ডিম বসানোর কতদিন পর পরীক্ষা করতে হবে?

a. ৭ম দিনে এবং ১৪ তম দিন্
b. ৫ম দিনে এবং ১০ ম দিনে
c. ১৪ তম দিনে এবং ১৮ তম দিনে
d. ২য় দিনে এবং ৯ম দিনে
কৃষি বিজ্ঞান
ডিম টি উর্বর ( Fertile) কিনা তা পরীক্ষা করার জন্য লাইট ক্যান্ডলিং পদ্ধতিতে হ্যাচারী তে ডিম বসানোর ৭ম ও ১৪ তম দিনে পরীক্ষা করা হয়।প্রধান উদ্দেশ্য অনুর্বর ডিম পৃথক করা।

15. ব্লাকটাইগার বলে পরিচিত কোন চিংড়ি?

a. গলদা চিংড়ি
b. বাগদা চিংড়ি
c. ছোট চিংড়ি
d. সমুদ্রের চিংড়ি
কৃষি বিজ্ঞান
বাগদা চিংড়ি বা ব্লাকটাইগারআমাদের দেশে একটি সুপরিচিতি চিংড়ি প্রজাতি, সমুদ্র উপকূলীয় লোনা পানি এ চিংড়ি চাষের জন্য উপযোগী, মোট ২৭২৭১৭ হেক্টর (ফিসারীজ পরিসংখ্যান ২০১৬ - ২০১৭ ইং) উপকুলীয় এলাকা চিংড়ি চাষের জন্য ব্যবহার হয়ে থাকে । দক্ষীন অঞ্চলের সাতক্ষীরা, খুলনা , বাগেরহাট, চট্রগ্রাম ও কক্সবাজার জেলার সুবিশাল উপকূলীয় এলাকায় বাগদা চিংড়ির ব্যপক চাষ হয়ে থাকে।

16. লবণজাতকরণ সংরক্ষণ পদ্ধতিতে মাছ ও লবণের অনুপাত কত?

a. ১:৪
b. ২:৪
c. ৪ :১
d. ৫: ১০
কৃষি বিজ্ঞান
লবণ জীবাণুনাশক ও জীবাণু প্রতিরোধের কাজ করে। শুষ্ক লবণায়ন পদ্ধতিতে - প্রথমে মাছের আঁইশ ও পাখনা দেহ থেকে সরানো হয়। এরপর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে পানিতে ধুতে হয়। তারপর মাছটির পিঠের দিক থেকে বুক পর্যন্ত আড়াআড়িভাবে কয়েকটি টুকরায় ভাগ করতে হয়। কিন্তু টুকরাগুলো পেটের দিকে কাটা যাবে না সংযোজন থাকবে। কাটা মাছের দেহের বাইরে ও ভেতরে হাত দিয়ে কয়েকবার ঘসে ভালোভাবে লবণ মাখিয়ে দিতে হয়। আঙুল দিয়ে চেপে চোখ ও ফুলকার ভেতরে লবণ ঢুকিয়ে দিতে হবে। শতকরা ২৫ ভাগ লবণ দিয়ে মাছ লবণজাত করা হয়। লবণ মিশ্রিত মাছগুলো বাঁশের ঝুড়ি বা কাঠের পাটাতনের ওপর স্তরে স্তরে সাজিয়ে রাখতে হয়। প্রতি স্তরে হালকা লবণের ছিটা দিতে হয়। এরপর মাছগুলো মাদুর বা গোলপাতার চাটাই দিয়ে ঢেকে ১০ - ১৫ দিন রাখতে হয়। একে রাইপেনিং বলে। পানি ঝরে গেলে লবণজাত মাছগুলো টিনের কৌটায় রেখে গুদামজাত করা হয়। সাধারণত ইলিশ মাছ লবণজাত করে সংরক্ষণ করা হয়। আর্দ্র বা ভিজা লবণায়ন পদ্ধতিতে মাছ সংরক্ষণের জন্য প্রথমে মাছের আঁইশ, ফুলকা ও নাড়িভুঁড়ি অপসারণ করে পানি দিয়ে ধুতে হয়। এরপর মাছের দেহ আড়াআড়ি করে তীর্যকভাবে কাটতে হয়। মাছের টুকরাগুলো ঘষে ভালো করে লবণ মাখিয়ে দেয়া হয়। লবণ মাখানো মাছগুলো টিনের পাত্রে এমনভাবে ভরতে হবে যাতে একটু জায়গা ফাঁকা থাকে। লবণ মাছের দেহে প্রবেশ করে এবং দেহ থেকে পানি বের হয়ে টিনের পাত্রের ফাঁকা জায়গায় জমা হয়। মাছ লবণজাত হতে ১৫ - ২০ দিন সময় লাগে।

17. পুকুরে সার ও পানি দেয়ার কত দিন পর পোনা মজুদ করতে হয়?

a. ৭-১২ দিন
b. ৮-১০ দিন
c. ৭-১০ দিন
d. ৪-৫ দিন
কৃষি বিজ্ঞান
পুকুরে সার ও পানি দেয়ার ৭ - ১০ দিন পর পোনা মজুদ করতে হয়। কারন ৭ - ১০ দিন পর প্রাকৃতিক খাদ্যের পরিমান পরিমিত পরিমানে পুকুরে বিদ্যমান থাকে  থাকে।

18. মৎস্য সংরক্ষণ আইন প্রথম কোন সালে প্রণয়ন করা হয়?

a. ১৯৩৯ সালে
b. ১৯৫০ সালে
c. ১৯৯০ সালে
d. ১৯৭১ সালে
কৃষি বিজ্ঞান
দি প্রটেকশন এন্ড কনজারভেশন অব ফিস এ্যাক্ট - ১৯৫০; সাধারণভাবে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ নামে পরিচিত । নির্বিচারে পোনা মাছ ও প্রজননক্ষম মাছ নিধন মৎস্যসম্পদ বৃদ্ধিতে বিরাট অন্তরায়। এ সমস্যা দূরীকরণে সরকার মাছের আকার, প্রজনন ও বৃদ্ধির সময়, বিচরণক্ষেত্র ইত্যাদি বিষয়ে কতিপয় বিধি নিষেধ আরোপ করে ১৯৫০ সলে এ আইন প্রণয়ন করে ।

19. ঈষ কোন যন্ত্রের অংশ?

a. কোদাল
b. নিড়ানি
c. মুগুর
d. লাঙল
কৃষি বিজ্ঞান
ঈষ - লাঙ্গলের ফলা। ,

20. সরিষার বীজে শতকরা কত ভাগ তৈল থাকে?

a. প্রায় ৪০ ভাগ
b. প্রায় ৭০ ভাগ
c. প্রায় ৩০ ভাগ
d. প্রায় ৬০ ভাগ
কৃষি বিজ্ঞান
সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল। বর্তমানে প্রায় সাড়ে ৩ লক্ষ হেক্টর জমিতে এর চাষাবাদ করা হয় এবং প্রায় আড়াই লক্ষ টন তেল পাওয়া যায়। বিভিন্ন জাতরে সরিষার বীজে প্রায় ৪০ - ৪৪% তেল থাকে।

21. Growing stock কি?

a. গাছ জন্মানো বনে
b. কাঠের মজুদ বেশি পরিমাণ
c. গাছ লালানো
d. কোনোটিই নয়
কৃষি বিজ্ঞান
বনে মজুদ থাকা কাঠের পরিমাণকে গ্রোয়িং স্টক বলা হয়।এই গ্রোয়িং স্টক এর উপর ভিত্তি করে বন ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা হয়।

22. বাংলাদেশের জলবায়ু কেমন?

a. সমভাবাপন্ন
b. চরমভাবাপন্ন
c. নিরক্ষীয়
d. ভূ-মধ্যসাগরীয়
কৃষি বিজ্ঞান
বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। মৌসুমি জলবায়ুর প্রভাব বেশি বলে বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলে

23. বাংলাদেশে সর্বপ্রথম কোন সালে সুগুন বাগান করা হয়?

a. ১৯৭৩ সালে
b. ১৮৭৩ সালে
c. ১৯০১ সালে
d. ১৮৭৫ সালে
কৃষি বিজ্ঞান
সেগুনের আদি নিবাস মায়ানমার। ১৮৭১ সালে প্রথম চট্টগ্রামের কাপ্তাই - এ এ গাছ বপন করা হয়। পরে ১৮৭৩ সাল থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট বনাঞ্চলে সেগুন লাগানো শুরু হয়। বর্তমানে দেশের প্রায় সর্বত্রই উন্নতমানের কাঠের বৃক্ষ হিসেবে এটি রোপণ করা হচ্ছে।

24. মাটিতে কত ভাগ পানি থাকা দরকার?

a. ২০ ভাগ
b. ২৫ ভাগ
c. ৩০ ভাগ
d. ৩৫ ভাগ
কৃষি বিজ্ঞান
মাটি বা মৃত্তিকা হলো পৃথিবীর উপরিভাগের নরম ও দানাদার আবরণ। পাথর গুঁড়ো হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব যৌগ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয়। জৈব পদার্থের উপস্থিতিতে ভূমিক্ষয় আবহবিকার, বিচূর্ণিভবন ইত্যাদি প্রাকৃতিক ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পাথর থেকে মাটির উদ্ভব হয়েছে।সে কারণে অতি প্রাচীন কালের মাটি পৃথিবীতে পাওয়া যায় না । মাটিতে ২৫ ভাগ পানি থাকা দরকার।

25. কোন সার উদ্ভিদের প্রাথমিক পুষ্টি উপাদান নাইট্রোজেন , ফসফরাস ও পটাসিয়াম সরবরাহ করে?

a. রাসায়নিক সার
b. সবুজ সার
c. কমপোস্ট সার
d. জৈব সার
কৃষি বিজ্ঞান
কম্পোস্ট হলো প্রাণী ও উদ্ভিদজাত দ্রব্য থেকে তৈরি সার। এই সার মাটির গঠন উন্নত করে।

26. উফশী জাতের ধানের পাতা কেমন?

a. পুরু ও ঘন সবুজ
b. পাতলা ও হালকা সবুজ
c. খাটো ও দুর্বল
d. লালচে বর্ণের
কৃষি বিজ্ঞান

27. পামরী পোকার আক্রমণের লক্ষণ কোনটি?

a. কীড়া গাছের গোড়া খায়
b. কীড়া মাঝ ও গা খায়
c. কীড়া দানা খায়
d. কীড়া পাতার সবুজ অংশ খায়
কৃষি বিজ্ঞান

28. কোন উদ্ভিদে মালচিং ব্যবহার কর হয়?

a. নারিকেল , সুপারী
b. আমড়া, লাউ
c. মেহগনি , কুমড়া
d. উপরের সবগুলো
কৃষি বিজ্ঞান

29. উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদানের সংখ্যা কয়টি?

a. ১৭টি
b. ১১টি
c. ১০টি
d. ৯টি
কৃষি বিজ্ঞান
কম্পোস্ট হলো প্রাণী ও উদ্ভিদজাত দ্রব্য থেকে তৈরি সার। এই সার মাটির গঠন উন্নত করে।

30. উদ্ভিদ তত্ত্ব অনুসারে কোনটিকে বীজ বলে?

a. নিষিক্ত ও পরিপক্ক
b. ডিম্বক গাছের শাখা ও পাতা
c. মূল ও ফল
d. ফুল ও কুড়িঁ
কৃষি বিজ্ঞান
মাটি বা মৃত্তিকা হলো পৃথিবীর উপরিভাগের নরম ও দানাদার আবরণ। পাথর গুঁড়ো হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব যৌগ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয়। জৈব পদার্থের উপস্থিতিতে ভূমিক্ষয় আবহবিকার, বিচূর্ণিভবন ইত্যাদি প্রাকৃতিক ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পাথর থেকে মাটির উদ্ভব হয়েছে।সে কারণে অতি প্রাচীন কালের মাটি পৃথিবীতে পাওয়া যায় না । মাটিতে ২৫ ভাগ পানি থাকা দরকার।