সামাজিক বিজ্ঞান

1. মিরিন্ডা কোন গ্রহের উপগ্রহ?

a. মঙ্গল
b. বুধ
c. শনি
d. ইউরেনাস
সামাজিক বিজ্ঞান
৩য় বৃহত্তম গ্রহ ইউরেনাস একটি সবুজ গ্রহ। এটির ৫টি উপগ্রহ রয়েছে। মিরিন্ডা, ওবেরন, অম্ব্রিয়েল, টাইটানিয়া, এরিয়েল।

2. মঙ্গল পান্ডে নামটি কোন বিদ্রোহের সাথে জড়িত?

a. নানকার বিদ্রোহ
b. সিপাহী বিদ্রোহ
c. নাচোল বিদ্রোহ
d. কৃষক বিদ্রোহ
সামাজিক বিজ্ঞান
১৮৫৭ সালে সংঘটিত সিপাহী বিদ্রোহের সাথে মঙ্গলপাণ্ডে নামটি জড়িত। যদিও এ বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং এ দেশের সিপাহী বিদ্রোহীদের আন্টাঘর বর্তমান ভিক্টোরিয়া পার্কে ফাঁসি দিয়ে লাশ কাক, কুকুর দিয়ে খাওয়ানো হয়।

3. মানুষের সকল অর্থনৈতিক কাজের মূলে রয়েছে কোনটি?

a. মুনাফা
b. উৎপাদন
c. অভাব
d. উপযোগ
সামাজিক বিজ্ঞান
অভাবের কারণেই মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে যোগ দেয়।

4. নীলকররা নীল উৎপাদিত অঞ্চলসমূহে কি স্থাপন করতেন?

a. কুঠি
b. দুর্গ
c. কেল্লা
d. শিবির
সামাজিক বিজ্ঞান
নীলকররা নীল উৎপাদিত অঞ্চলসমূহে কুঠি স্থাপন করতেন। তারা জোরপূর্বক এ দেশের কৃষকদেরকে ধানী জমিতে নীলচাষ করতে বাধ্য করতো । পরবর্তীতে কৃত্রিম নীল আবিষ্কার হওয়ায় নীলচাষ বন্ধ হয়ে যায়।

5. কখন লিখন পদ্ধতির সূত্রপাত হয়েছিল?

a. নব্য প্রস্তর যুগে
b. লৌহ যুগে
c. ব্রোঞ্জ যুগে
d. আদিম যুগে
সামাজিক বিজ্ঞান
best ans ব্রোঞ্জ যুগে লিখন পদ্ধতির সূত্রপাত হয়েছিল। এ যুগে ধাতু ও তামার ব্যবহার ও শুরু হয়। এ সময় সমুদ্রে যাতায়াত করা হতো আকাশের তারা দেখে।

6. মার্কসীয় দর্শনের মূল লক্ষ্য কি?

a. সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা
b. সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
c. পুঁজিবাদি সমাজ প্রতিষ্ঠা
d. ইসলামী সমাজ প্রতিষ্ঠা
সামাজিক বিজ্ঞান
মার্কসবাদ ঊনবিংশ শতাব্দীর দার্শনিক, অর্থনীতিবিদ, সাংবাদিক এবং বিপ্লবী কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলসের তত্ত্বের ওপর ভিত্তি করে গড়ে ওঠা রাজনৈতিক অনুশীলন ও সামাজিক তত্ত্ব। এই তত্ত্বে সামাজিক পরিবর্তনের দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিতে সামাজিক দ্বন্দ্ব ও শ্রেণি - সম্পর্ককে ভিত্তি করে সমাজ বিশ্লেষণের বিশ্বদর্শন ও প্রক্রিয়া বয়ান করা হয়েছে। মার্কসবাদী প্রক্রিয়াকে পদ্ধতিগত অর্থনৈতিক পরিবর্তনে শ্রেণিসংগ্রামের ভূমিকা এবং পুঁজিবাদের বিকাশের সমালোচনা ও বিশ্লেষণে অর্থনৈতিক ও সামজিক - রাজনৈতিক জিজ্ঞাসা ও প্রয়োগে ব্যবহার করা হয়। প্রয়োগিক বিবেচনায় মার্কসবাদ হচ্ছে মালিক শ্রেণির তথা বুর্জোয়া শ্রেণির শোষণ, নির্যাতন, নিপীড়ন তথা মজুরি - দাসত্ব থেকে প্রলেতারিয়েতের বা শ্রমিক শ্রেণির মুক্তির মতবাদ।

7. 'যুদ্ধ-বিগ্রহ সমাজ গড়নের অনুকূল নয়। যুদ্ধ -বিগ্রহ অর্থ পারস্পরিক ধ্বংস। আর সমাজ অর্থ পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে সষ্টি।' উক্তিটি কোন সমাজবিজ্ঞানীর

a. পেজের
b. ডুর্খইমের
c. ম্যাকাইভারের
d. সামনারের
সামাজিক বিজ্ঞান
মাক্যাইভারের অন্য একটি বিখ্যাত উক্তি - 'সমাজ হলো সামাজিক কল্যাণমূলক একটি ব্যবস্থা।' সংস্কৃতি সম্পর্কে তিনি বলেন, ' Culture is what we are and civilization is what we use or have. '

8. নগরায়ণের ফলে গ্রামীণ--

a. সমাজ গড়ে উঠছে
b. সমাজ ধব্ংস হচ্ছে
c. সমাজ উন্নত হচ্ছে
d. যৌথ পরিবার ভেঙে অণু পরিবারের সৃষ্টি হচ্ছে
সামাজিক বিজ্ঞান
নগরায়ণের ফলে গ্রামীণ যৌথ পরিবার ভেঙে অণু পরিবারের সৃষ্টি হচ্ছে এবং সমাজ ও সভ্যতার ক্রমবিকাশের ফলে শিল্পায়িত এ যুগে দ্রুত নগরায়ন ঘটছে।

9. কিসের কারণে গ্রামীণ কৃষকদের মেয়েরা শহরে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছে?

a. মূল্যবোধের পরিবর্তন
b. কৃষির উন্নতি
c. যোগাযোগ ব্যবস্থার উন্নতি
d. শিল্পায়ন ও নগরায়ণ
সামাজিক বিজ্ঞান
মূল্যবোধের পরিবর্তনের কারণে গ্রামীণ কৃষকদের মেয়েরা শহরে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছে। যার পূর্বশর্ত হিসেবে রয়েছে ধর্মীয় কুসংস্কার হ্রাস এবং জীবিকা।

10. পরিবার গঠনের অন্যতম পূর্বশর্ত কি?

a. বিবাহ
b. পারস্পরিক ঐক্যমত্য
c. একত্রে মেলামেশা
d. সামাজিক রীতি-নীতি
সামাজিক বিজ্ঞান
বিবাহ হল একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দু'জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। বিভিন্ন দেশে সংস্কৃতিভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য থাকলেও সাধারণ ভাবে বিবাহ এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে দু'জন মানুষের মধ্যে ঘনিষ্ঠ ও যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে।

11. ব্রোঞ্জ যুগে মানুষ সমুদ্রপথে যাতায়াতের জন্য কি দেখে দিক নির্ণয় করত?

a. সূর্য
b. চন্দ্র
c. ব্যারোমিটার
d. আকাশের তারা
সামাজিক বিজ্ঞান
প্রাচীন ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মানুষের ধাতুগত সাংস্কৃতিক উন্নয়নের তৃতীয় পর্যায় হলো ব্রোঞ্জ যুগ। এ যুগকে প্রথম ধাতুর যুগ হিসেবে আখ্যায়িত করা হয়। জানা যায়, খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের কাছাকাছি সময়ে প্রাচীন নিকটপ্রাচ্যে এ যুগের সূচনা হয়। আর খ্রিস্টপূর্ব ১২০০ অব্দে লৌহ আবিষ্কারের সঙ্গে সঙ্গে এ যুগের অবসান ঘটে। ব্রোঞ্জ যুগে মানুষ সমুদ্রপথে যাতায়াতের জন্য আকাশের তারা দেখে দিক নির্ণয় করত।

12. জাভা মানব কোথায় দেখা যেত?

a. জার্মানিতে
b. ইন্দোনেশিয়ায়
c. চীনে
d. ভারতে
সামাজিক বিজ্ঞান
পিকিং মানব চীনে, হোমোসেপিন্স মানব জার্মানিতে দেখা যেত।

13. 'Democracy is a Government of the people ,by the people and for the people' -- উক্তিটি কার ?

a. লাঙ্কির
b. সাদ্দাম হোসেনের
c. অমর্ত্য সেনের
d. আব্রাহাম লিঙ্কনের
সামাজিক বিজ্ঞান
বর্ণনা: 863 খ্রিস্টাব্দে মাত্র 2 মিনিটে স্থায়ী ভাষণে তিনি গণতন্ত্র সম্পর্কে একটি করেন যা বিশ্বজুড়ে সমাদৃত গ্রহণযোগ্য ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ উক্তি (গণতন্ত্র সম্পর্কে )বলে বিবেচিত।

14. মানুষের সাথে মানুষের সামাজিক সম্পর্কের উপর বেশি গুরুত্ব দিয়েছেন কে?

a. রেডক্লিফ ব্রাউন
b. লাঙ্কি
c. নেডেল
d. মার্কস
সামাজিক বিজ্ঞান
সমাজের সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। মানুষকে নিয়ে সমাজ গড়ে উঠে। আর সমাজ মানুষের বহুমুখী প্রয়ােজন মিটিয়ে উন্নত ও নিরাপদ সামাজিক জীবন দান করে। সমাজের মধ্যেই মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবােধের বিকাশ ঘটে।

15. দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবক্তা কে?

a. অ্যাডাম স্মিথ
b. বিশ্বব্যাংক
c. অধ্যাপক রাগনার নার্কাস
d. অমর্ত্য সেন
সামাজিক বিজ্ঞান
প্রশ্ন: দারিদ্রের দুষ্ট চক্রের প্রবক্তা কে? উত্তর :অধ্যাপক রাগনার নার্কাস । বর্ণানা: নার্কাস এৱ মতে ", A country is poor because its poor".

16. সিপাহী বিদ্রোহ কখন সংঘটিত হয়?

a. ১৭৫৭ সালে
b. ১৭৫৮ সালে
c. ১৮৫৭ সালে
d. ১৯০৬ সালে
সামাজিক বিজ্ঞান
১৮৫৭ - সিপাহী বিদ্রোহ শুরু হয়। ভারতে মিরাট শহরে ইস্ট - ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে শুরু হওয়া ভারতীয় সেনাদের এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধও বলা হয়। বিদ্রোহের সূচনা হয়েছিলো মঙ্গল পাণ্ডে নামের সৈনিকের হাত ধরে। ধীরে ধীরে তা ছড়িয়ে পরে মিরাট, দিল্লি এবং ভারতের অন্য অংশে। তবে এই বিদ্রোহ বেশি দিন স্থায়িত্ব লাভ করেনি, তা দমন করা হয় নির্মমভাবে। বহু নিরপরাধ নরনারী, শিশু বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হয়। ১৮৫৮ সালের ২০ জুন ভারতের গোয়ালিয়রে বিদ্রোহীদের পরাজয়ের পর সমগ্র বিদ্রোহ দমন করা সম্ভব হয়।

17. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে--

a. ১৯৭১ সালে
b. ১৯৭৩ সালে
c. ১৯৭৪ সালে
d. ১৯৭০ সালে
সামাজিক বিজ্ঞান
১৯৭২ এবং ১৯৭৩ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয়েছিল কারণ চীন পাকিস্তানের পক্ষে ভেটো ব্যবহার করে বাংলাদেশে পূর্ণ সদস্যপদ প্রাপ্তি রোধ করেছিল। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় একটি ভাষণ দিয়েছিলেন।

18. বাংলাদেশের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?

a. এক-কক্ষবিশিষ্ট
b. দ্বি-কক্ষবিশিষ্ট
c. এক-কক্ষ ও দ্বি-কক্ষবিশিষ্ট
d. তিন কক্ষবিশিষ্ট
সামাজিক বিজ্ঞান
জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০; যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে (পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে) নির্বাচিত হন। সংসদের মেয়াদকাল পাঁচ বছর।

19. বাংলাদেশে নাগরিকত্ব নির্ধারণে কোন নীতি অনুসরণ করা হয়?

a. শিক্ষা নীতি
b. জন্ম নীতি
c. ধর্ম নীতি
d. জন্মস্থান নীতি
সামাজিক বিজ্ঞান
নাগরিকতা অর্জনের পদ্ধতি দুটি হচ্ছে—জন্মসূত্রে ও অনুমোদন সুত্রে। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ জন্মনীতি অনুসরণ করে। জন্মনীতি অনুযায়ী পিতা - মাতার নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়।

20. বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে?

a. মূল মধ্যরেখা
b. কর্কটক্রান্তি রেখা
c. নিরক্ষরেখা
d. মকরক্রান্তি রেখা
সামাজিক বিজ্ঞান
প্রশ্নঃ বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে? বর্ণনা: বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা বা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বা ট্রপিক অফ ক্যান্সার।

21. বিন্ধা একটি--

a. মন্দির
b. তীর্থস্থান
c. পর্বত
d. উপাসনালয়
সামাজিক বিজ্ঞান
বিন্ধ্য পর্বতমালা মধ্য ভারতের একটি নিম্ন উচ্চতার পর্বতমালা। এটি মোটামুটি পূর্ব - পশ্চিমে বারাণসী থেকে গুজরাট পর্যন্ত প্রায় ১, ১০০ কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত। বিন্ধ্য পর্বতমালা ও সাতপুরা পর্বতশ্রেণী উত্তর ভারতের গাঙ্গেয় সমভূমিকে দাক্ষিণাত্যের মালভূমি থেকে পৃথক করেছে। এখানকার পাহাড়গুলি গড়ে ৪৫০ থেকে ৯০০ মিটার উঁচু এবং এর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা ১, ১১৩ মিটার।

22. কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?

a. লর্ড ডালহৌসি
b. লর্ড কর্নওয়ালিস
c. লর্ড বেন্টিঙ্ক
d. লর্ড রিপন
সামাজিক বিজ্ঞান
ব্রিটিশরা ভারতে শাসন শুরুর পর থেকেই এখানকার প্রচলিত দীর্ঘদিনের নানা প্রথা, আইনকানুন বিলোপ করে নতুন আইনের প্রবর্তন করে। এ রকমই একটি আইন বা বিধান হলো চিরস্থায়ী বন্দোবস্ত। লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে এ প্রথা প্রবর্তন করেন।

23. ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?

a. দুদু মিয়া
b. মুহাম্মদ মহসিন
c. হাজী শরীয়ত উল্লাহ
d. নওয়াব আব্দুল লতিফ
সামাজিক বিজ্ঞান
ফরায়েজি আন্দোলন হলো একটি আধ্যাত্মিক ও রাজনৈতিক আন্দোলন ১৯ শতকের প্রথম দিকে সূচিত হয়ে ছিলো। ফরায়েজি আন্দোলনের মুখপাত্র ছিলেন বিখ্যাত সমাজ সংস্কারক হাজী শরীয়তুল্লাহ । ইসলামের অবশ্য করণীয় কাজকে বলে 'ফরজ'। এই 'ফরজ' শব্দ থেকেই 'ফরায়েজি' এসেছে। ফরাজী আন্দোলন ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে সূচিত হলেও পরবর্তীতে এটি কৃষকদের আন্দোলনে রূপ লাভ করে। হাজী শরীয়তুল্লাহ ফরিদপুর ও তার আশে পাশের অঞ্চলে সংগঠিত এই আন্দোলনের নেতৃত্ব দেন। ধর্মীয় সংস্কারের পাশপাশি কৃষকদের জমিদার, নীলকরদের অত্যাচার ও শোষন হতে মুক্ত করা ছিল এই আন্দোলনের লক্ষ্য।

24. কত সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয়?

a. ১৮৯১ সালে
b. ১৮৯৩ সালে
c. ১৮৫৬ সালে
d. ১৮৯৭ সালে
সামাজিক বিজ্ঞান
হিন্দু বিধবাদের পুনরায় বিয়েবন্ধনে আবদ্ধ হওয়াকে বিধবা বিবাহ বলে। ঊনবিংশ শতাব্দীতে সমাজসংস্কারের জন্য যে কয়টি আন্দোলন ইতিহাসের পাতায় এখনো জ্বলজ্বল করছে, তার অন্যতম হিন্দু বিধবা পুনর্বিবাহ আন্দোলন। সে সময় অবাধে বাল্যবিয়ের ব্যাপক প্রচলন ছিল। ফলে একদিকে বাল্যবিয়ে বৃদ্ধি পাচ্ছিল; অন্যদিকে সমাজে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছিল বিধবার সংখ্যা। বিষয়টি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মনে রেখাপাত করে। তিনি হিন্দু বিধবাদের পুনর্বিবাহের জন্য সমাজসংস্কার আন্দোলন সৃষ্টির প্রয়োজনীয়তা অনুভব করেন। তাঁর অক্লান্ত পরিশ্রমের ফল পান ১৮৫৬ সালের ২৬ জুলাই। সেদিন তাঁর প্রচেষ্টায় তৎকালীন বড়লাট লর্ড ডালহৌসি ‘দ্য হিন্দু উইডো’স রিম্যারেজ অ্যাক্ট ১৮৫৬’ নামে আইন প্রণয়ন করে হিন্দু বিধবাদের পুনর্বিবাহকে বৈধ করেন।

25. বাংলাদেশে সাধারণত কত বয়সের অপরাধী শিশু-কিশোরদের কিশোর অপরাধী বলা হয়?

a. ৭-১২ বছর
b. ৬-১২ বছর
c. ৭-১৬ বছর
d. ৭-২০ বছর
সামাজিক বিজ্ঞান
কিশোর অপরাধী হলো সেই সকল কিশোর কিশোরী যারা সামাজিকীকরণ প্রক্রিয়ায় সামাজিক রীতিনীতি ও প্রথা অনুকরণ করতে না শিখে সমাজ বিরোধী চিন্তা ও কাজে অংশ নেয়। বয়সের দিক থেকে সাধারণ ৭ থেকে ১৬ বছর বয়সী কিশোর কিশোরী দ্বারা সংঘটিত অপরাধই কিশোর অপরাধ। তবে বিভিন্ন দেশে বয়সের তারতম্য রয়েছে। কোনো কোনো দেশে ১৩ থেকে ২২ বছর আবার কোনো দেশে ১৬ থেকে ২১ বছর বয়সী কেউ অপরাধ করলে কিশোর অপরাধী হিসেবে বিবেচিত হয়। জাপানে ১৪ বছরের, ফিলিপাইনে ৯ বছরের এবং ভারত, শ্রীলংকা ও মিয়ানমারে ৭ বছরের কম বয়সী শিশুদের অপরাধ শাস্তিযোগ্য নয়। বাংলাদেশে ১৮ বছরের কেউ অপরাধ করলে কিশোর অপরাধী হিসেবে বিবেচিত হবে।

26. কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়?

a. শিল্পায়ন
b. বাসস্থান
c. নগরায়ন
d. শিক্ষা
সামাজিক বিজ্ঞান
বাংলাদেশের সমাজ পরিবর্তন দেশের আর্থ - সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, ধর্ম অ সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে প্রতিভাত হয়। সমাজের এ ক্ষেত্রসমূহে পরিবর্তনের মূলে রয়েছে সুনির্দিষ্ট কতকগুলো উপাদান। উপাদানগুলো হলঃ প্রাকৃতিক উপাদান,জৈবিক উপাদান, সাংস্কৃতিক উপাদান, শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ, শিল্পায়ন ও নগরায়ণ ইত্যাদি।

27. বাংলাদেশে কোন সমাজে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়?

a. গারো সমাজে
b. হিন্দু সমাজে
c. বৌদ্ধ সমাজে
d. সংস্কৃতির
সামাজিক বিজ্ঞান
গারোদের সমাজ মাতৃতান্ত্রিক। তাদের সমাজে মাতা হলো পরিবারের প্রধান। গারোদের সমাজে বেশ কয়েকটি দল রয়েছে। সাংমা, মারাক, মোমিন, শিরা ও আরেং হচ্ছে প্রধান পাঁচটি দল।

28. কিসের ভিত্তিতে সভ্যতার পরিমাপ করা যায়?

a. দক্ষতার
b. উৎকর্ষের
c. বিদ্যার
d. সংস্কৃতির
সামাজিক বিজ্ঞান
ব্যাখ্যাঃ যুগ পরিবর্তন এর সাথে সাথে উৎকর্ষতার পরিবর্তন ঘট।। আর উৎকরষতার পরিবর্তন এর সাথে সাথে সভ্যতার ও পরিবর্তন ঘটে

29. সমাজের প্রধান উপাদান কোনটি?

a. সীমাবদ্ধ জনগোষ্ঠী
b. সংবদ্ধ মানুষ
c. শ্রেণীবদ্ধ মানুষ
d. সংঘবদ্ধ গোত্র
সামাজিক বিজ্ঞান
সমাজ বলতে সাধারণত সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়। অর্থাৎ যখন বহুলোক একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে তখন তাকে সমাজ বলে। সাধারণত দুইটি বৈশিষ্ট্য থাকলে যে কোন জনসমষ্টিকে সমাজ বলা যেতে পারে, যথা - (ক) বহুলোকের সংঘবদ্ধ বসবাস এবং (খ) ঐ সংঘবদ্ধতার পেছনে কোনো উদ্দেশ্য।

30. সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সমাজকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

a. ২ ভাগে
b. ৩ ভাগে
c. ৪ ভাগে
d. ৫ ভাগে
সামাজিক বিজ্ঞান
সামাজিক দৃষ্টিকোণ থেকে সমাজ কে কয় ভাগে ভাগ করা হয়েছে? বর্ণনাঃদাস ব্যবস্থা, জমিদার ব্যবস্থা, জাত - পাত এবং সামাজিক শ্রেণীভেদ। (টম বটোমোর)

ইংরেজি

31. Who wrote "The Spanish Tragedy"?

a. John Lyly
b. Thomas Kyd
c. Robert Green
d. Christopher Marlowe
ইংরেজি
ইংরেজি সাহিত্যে সর্বপ্রথম প্রতিশোধমূলক Tragedy লিখেন Thomas Kyd।

32. The meaning of 'Controversy' is

a. agreement
b. argument
c. case
d. festive
ইংরেজি
Controversy শব্দটির অর্থ হলো বিতর্ক, বিরোধ। উত্তরের option - গুলোর শব্দের অর্থ (a) Agreement = চুক্তি, (b) Argument = গুরুতর মতের অমিল, তীব্র মতানৈক্য , (c) Case = ঘটনা, (d) festive = উৎসব সংক্রান্ত । Option - গুলোর (b) Option - টির সাথে মিল আছে। সুতরাং (b) option টি সঠিক ।

33. Which spelling is correct?

a. Secretariate
b. Secretarite
c. Secretariat
d. Secretariet
ইংরেজি
Secretariat (n) শব্দটির অর্থ হলো সচিবালয়।

34. Which of the following is a correct sentence?

a. He was so clever to miss the point
b. He was too cleaver to miss the point
c. He was too clever to grap the point
d. He was to cleaver not miss the point
ইংরেজি
Simple Sentence - এর too - to গঠন অনুসারে option (খ) ও (গ) সঠিক হতে পারে। কিন্তু grasp (আঁকড়ে ধরা) - এর grasp a chance / an opportunity সঙ্গতিপূর্ণ । অর্থাৎ grasp the point কথাটি সঙ্গতিপূর্ণ নয় । তাই option (খ) সঠিক।

35. Choose the proper preposition to fill in the blank in the following sentence: "He sympathy _____ the poor is praiseworthy"

a. for
b. with
c. toward
d. to
ইংরেজি
Sympathy for - সহানুভূমি Sympathy with - কারো প্রতি সহানুভূতি দেখানো এক্ষেত্রে দেখা যায় (ক) Option টি সঠিক।

36. The Merchant of Venice' is written by-

a. Shelley
b. Wordworth
c. Shakespeare
d. Milon
ইংরেজি
'The Merchant of Venice' এর Writer হলেন W. Shakespeare । তার অন্যান্য রচনা হলো - Romeo and Juliet, Macbeth, Othello, The Tempest, As You like it. comedy of Errors, Julius Caeser, King John, Henry VIII, etc.

37. Who is called the poet of poets?

a. Geoffrey Chaucer
b. Edmund Spenser
c. Thomas Kyd
d. William Shakespeare
ইংরেজি
Edmund Spenser is a poet of Elizabethan age (1558 - 1603) .Edmund Spener's (1552 - 1590) works - Astrophel, The Ruines of Time, The Faerie Queene.

38. Let me begin _____ my prayer

a. to say
b. say
c. saying
d. by saying
ইংরেজি
কোনো কাজ করবো বোঝাতে to + main verb বসে। For example : I want to learn English.  তাই এখানে To say হবে।

39. Lord of the Flies ' is a novel by-

a. William Golding
b. Shakespeare
c. Shelley
d. Wordworth
ইংরেজি

40. Wisdom means--

a. foolishness
b. trick
c. intelligence
d. prudence
ইংরেজি
Wisdom : (Noun) knowledge gained from experience, etc.; a wise act, thinking or saying; SYNONYM - intelligence, sense; enlightenment; sageness; OPPOSITE stupidity; ignorance; EXAMPLE She had the wisdom to resign.

41. He has said to me, 'I shall go out but you will stay . Make it indirect speech.

a. He has told me that he would go out but I should stay
b. He has told me that he will go out but I shall stay
c. He told me that he will go out but I shall stay
d. He has said me that he would go out but I would stay
ইংরেজি
Reporting verb এ 'said to' থাকলে told বসে, reporting speech a present অথবা future tense থাকলে tense এর কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র person Change হয়। First person পরিবর্তন হয় subject অনুযায়ী, second person পরিবর্তন হয় object অনুযায়ী এবং third person এর কোনো পরিবর্তন হয় না।

42. The synonym of the word 'Morose' is---

a. Depressed
b. Cheerful
c. Vindictive
d. Adventuress
ইংরেজি
Morose( বিষণ্ণ)----Depressed(চিন্তিত/বিষণ্ণ). Morose: (Adjective) "she was morose and silent when she got home" Similar: sullen,sulky,gloomy, bad - tempered, ill - tempered, in a bad mood, dour, surly, sour, glum, moody, unsmiling, humourless, uncommunicative, taciturn, unresponsive, unsociable, scowling, glowering, ill - humoured, somber, sober, saturnine, pessimistic, lugubrious,Eeyorish, mournful, melancholy, melancholic, doleful, miserable, dismal,depressed. Opposite: cheerful, happy, communicative.

43. The antonym of 'Harbinger' is---

a. Leader
b. Educator
c. Messenger
d. Follower
ইংরেজি
Harbinger: (Noun) Something that precedes and indicates the approach of something or someone. Synonyms : herald, indication, predecessor, precursor, forerunner, indicant Antonyms: contraindication, associate, follower

44. Choose the correct spelling---

a. Whispar
b. Whisper
c. Wisper
d. Whispere
ইংরেজি
Correct spelling - Whisper: ( Verb) Speak very softly using one's breath rather than one's throat, especially for the sake of secrecy. "Alison was whispering in his ear"

45. The meaning of 'magnanimity' is ---

a. meanness
b. generosity
c. selfishness
d. splendid
ইংরেজি
Magnanimity: (Noun) The fact or condition of being magnanimous; generosity. "both sides will have to show magnanimity"

46. Many years have passed since I-- my friend.

a. Had met
b. met
c. meet
d. have been met
ইংরেজি
Scince যুক্ত sentence র প‌রের অংশ past indefinite হয়

47. English is --- in many countries.

a. spoken
b. spoke
c. speakin g
d. speaks
ইংরেজি
English বলা হয়, Subj. নিজে কাজ করছে না। তথা এটি Passive Sense. তাই Passive Voice e auxiliary + Verb Past Perticiple হয়েছে। Speak - - Spoke - - Spoken

48. Fill in the blank --- Let me begin ---my prayer.

a. to say
b. say
c. saying
d. by saying
ইংরেজি

49. What is the correct translation of ---

a. He went away with laugh
b. He went away laughing
c. He went laughing
d. He goes away in laughing
ইংরেজি

50. Choose the proper word to fill in the blank space in the following sentence-- 'Smoking ---our health.'

a. affects
b. effects
c. affect
d. affecting
ইংরেজি
এখানে Smoking একসাথে noun ও verb - এর কাজ করে subject হিসেবে ব্যবহৃত হয়েছে এবং third person singular হওয়ার কারণে (a) option টি সঠিক ।

51. Choose the right option to fill in the gap in the following sentence-- 'He ---abroad for ten years before be settled down in Bangladesh.'

a. has worked
b. had worked
c. worked
d. would work
ইংরেজি
Past pertect tense অনুসারে sentence টি গঠন করা হয়েছে। সে অনুসারে (b) option টি সঠিক ।

52. Choose the correct tense in the sentence 'If you had brushed your teeth carefully, you ---- fewer cavities.'

a. would have had
b. would have
c. would had
d. will have
ইংরেজি
Impossible conditional sentence - এর verb টি past perfect tense - এ প্রকাশিত হয় এবং main clause - এর verb টি perfect conditional প্রকাশিত হয় অর্থাৎ If + sub + had + VPP , sub + would have + VPP গঠন করা হবে। সে সূত্র অনুসারে (a) option টি সঠিক।

53. Syntax denotes---

a. rules for writing paragraph
b. rules for writing an essay
c. rules for writing correct pronunciation
d. rules for sentence building
ইংরেজি
Syntax is the order or arrangement of words and phrases to form proper sentences. The most basic syntax follows a subject + verb + direct object formula. That is, "Bulbul hit the ball." Syntax allows us to understand that we wouldn't write, "Hit Bulbul the ball." The real joy in syntax comes with the ability to compose sentences in a variety of different ways. We can rearrange adjectives and adverbs, insert phrases, and more

54. What is an epic?

a. A long poem
b. A long prose composition
c. A romance
d. A novel
ইংরেজি
Epic - এর অর্থ মহাকাব্য । 'Ramayan' is famous epic of India .

55. Who is the writer of the critical work 'Aspects of Novel'?

a. George Eliot
b. George Herbert
c. Virgina Woolf
d. Edward Morgan Forster
ইংরেজি

56. Who wrote the book 'Lord Jim: A Tale?

a. Joseph Conrad
b. Oscar Wilde
c. Thomas Jardu
d. Rudyard Kipling
ইংরেজি
The book "Lord Jim: A Tale" was written by the British novelist Joseph Conrad, and was first published in 1900. The novel is widely regarded as one of Conrad's masterpieces and tells the story of a young British sailor named Jim, who, haunted by his past mistakes, seeks redemption by accepting a dangerous job in a remote region of the world. The novel explores themes such as guilt, redemption, honor, and the clash of cultures.

57. What is Limerick?

a. A form of light verse
b. A form of one - act play
c. A kind of short narrative poem
d. A kind of love poem
ইংরেজি
Limerick হলো এক ছোট ছড়া বা কবিতা বিশেষ।

58. Tennyson wrote--

a. Dover Beach
b. My last Duchess
c. the lotus Eaters
d. The Eve of St. Agnes
ইংরেজি
ব্রিটিশ Alfred Lord Tennyson (1809 - 1892) হলেন Victorian Period - এর অন্যতম প্রধান কবি। তিনি তার অনেক সুদীর্ঘ কবিতায় Blank Verse - এর সার্থক ব্যবহার করেছেন । The Lotus - Eaters তার বিখ্যাত কবিতা।

59. 'mist and mellow fruitfulness'---- Which of the following figures of speech is used in this sentence?

a. Alliteration
b. Metaphor
c. Onomatopoeia
d. Personification
ইংরেজি
Alliteration means repetition of consonant in two or more consecutive word.  ====>For example : O wild west wind Here ‘W’ is repeated thrice to produce sound effect. Alliteration is used both in prose and poetry for musical effect.

60. Who is famous for the theory of 'Objective Co-relative'?

a. Virginia Woolf
b. T.S Eliot
c. Edward Morgan Forster
d. William Somerset Maugham
ইংরেজি
Objective correlative, literary theory first set forth by T.S. Eliot in the essay “Hamlet and His Problems” and published in The Sacred Wood (1920).

61. The Romantic Period began in--

a. 1770
b. 1798
c. 1832
d. 1850
ইংরেজি
ঊনিশ শতকের প্রথমার্ধক Romantic Period বলা হয় অর্থাৎ (১৯৯৮ - ১৮৩২) পর্যন্ত। Romantic Period শুরু হয় ১৭৯৮ সালে Lyrical Ballads প্রকাশের মাধ্যমে।

62. Who is the anti-romantic novelist belonging to the Romantic Age?

a. Charles Lamb
b. Jane Asten
c. William Hazlitt
d. Emile Bronte
ইংরেজি
ঊনিশ শতকের প্রথমার্ধকে Romantic Period বলা Lyrical Ballads প্রকাশের মাধ্যমে। Romantic Poet হিসেবে পরিচিত Wordsworth and S.T. Coleridge.

63. 'Beauty is truth, truth is beauty'--- Whose speech is this?

a. Shakespeare
b. Keats
c. Eliot
d. Wordsworth
ইংরেজি
John Keats - কে Poet of sensuousness বলা হয়। জন কিটসের সাহিত্যকেই মূলত sensuous বলা হয়।

64. Who is the most famous satirist in English Literature?

a. Alexander Pope
b. Jonathan Swift
c. William Wordsworth
d. Oscar Wilde
ইংরেজি
Satire হল ব্যাঙ্গাত্মক রচনা। Jonathan Swift - কে বলা হয় ইংরেজ satirist swift, ১৬৬৭ সালে জন্মগ্রহণ করেন এবং ১৭৪৬ সালে মারা যান। তার বিখ্যাত Bitterest satire of 18th century - হলো Gulliver's Travels.

65. Who compiled the first English Dictionary?

a. Adam Smith
b. Dr.Johnson
c. Edmund Burke
d. Edward Gibbon
ইংরেজি
ড. স্যামুয়েল জনসন (১৭০৯ - ১৭৮৪) সর্বপ্রথম Dictionary সম্পাদনা করেন ১৭৫৫ সালে। তিনি একটি literary club in English প্রতিষ্ঠা করেন ১৭৬৪ সালে।

66. What is the full Name of the tragedy 'Dr. Raustus'?

a. The Tragical History Of Doctor Faustus
b. The Tragedy of Doctor Fuastus
c. The Tragic History of Doctor Faustus
d. Doctor Faustus
ইংরেজি
'Doctor Faustus' ইংলিশ নাট্যকার Christoper Marlowe - এর একটি নাটক। এ নাটকের পুরো নাম ' The Tragical History of Doctor Faustus' , সংক্ষেপে ' Doctor Faustus'।

67. Which one of the following is the first long poem in English?

a. The Wanderer
b. Beowulf
c. The Seafarer
d. Dream of the Road
ইংরেজি
ইংরেজি সাহিত্যের প্রথম গ্রন্থ হচ্ছে এটি। যেটি, কবিতার মত করে লেখা ছিল।

ভূগোল

68. বাংলাদেশের ভেতর ভারতের কয়টি ছিটমহল আছে?

a. ১১১টি
b. 51টি
c. 41টি
d. 57টি
ভূগোল
বাংলাদেশের ভেতর ভারতের ১১১ টি ছিটমহল ছিল। ছিটমহলগুলোর মোট আয়তন ছিল ১৭১৫৮.০৫ একর। এ ছিটমহল গুলো ছিল লালমনিরহাট (৫৯ টি), পঞ্চগড় (৩৬টি), কুড়িগ্রাম (১২টি) ও নীলফামারীতে (৪টি)। উল্লেখ্য, বাংলাদেশ - ভারত স্থল সীমান্ত চুক্তি কার্যকরের মাধ্যমে ১ আগস্ট ২০১৫ থেকে ছিটমহল সমস্যার অবসান ঘটে।

69. ভূপৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ দেখা যায় তাকে বলে-

a. অশ্মমন্ডল
b. ভূত্বক
c. কঠিন শিলা
d. উপরের কোনোটিই নয়
ভূগোল
পৃথিবীর বিভিন্ন স্তরকে বলে মণ্ডল। ভূগর্ভের রয়েছে তিনটি স্তর—অশ্মমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। এগুলোর মধ্যে সবচেয়ে ওপরের স্তরটি হলো অশ্মমণ্ডল। আর অশ্মমণ্ডলের ওপরের অংশই ভূত্বক। এই স্তর শিলা দিয়ে গঠিত।

70. রাজশাহী ও পাবনার মধ্যবর্তী জলাশয় কি নামে পরিচিত?

a. চলনবিল
b. বিল
c. হাওর
d. গড়
ভূগোল
চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল। এটি নাটোর, সিরাজগঞ্জ, এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত। সাতচল্লিশটি নদী ও অন্যান্য জলপথ চলনবিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। বিলটিতে পলিমাটি জমে, এর আকার সঙ্কুচিত হয়ে আসছে।

71. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?

a. চিনভুক্ত
b. তাজিং ডং
c. চন্দ্রনা
d. সীতা
ভূগোল
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিং ডং বিজয় নামে পরিচিত । তাজিং ডং মারমা শব্দ। এর অর্থ গভীর অরণ্যের পাহাড়। তাজিং ডং বান্দরবান জেলায় অবস্থিত। এর উচ্চতা ১,২৩১ মিটার।

72. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?

a. ৩৬১৫ কিমি
b. ৪,১৪৪ কিমি
c. ৩৮১৫ কিমি
d. ৩৯১৫ কিমি
ভূগোল
প্রচলিত তথ্য মতে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত ৪,১৪৪ কিমি এবং মিয়ানমারের সাথে ২৮৩ কিমি কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) - এর তথ্য মতে ভারতের সাথে ৪১৫৬ কিমি এবং মিয়ানমারের সাথে ২৭১ কিমি।

73. ভারতের ভেতর বাংলাদেশের কয়টি ছিটমহল আছে?

a. ৪১ টি
b. ৪৭ টি
c. ৫১ টি
d. ৫৭ টি
ভূগোল
ভারতের ভেতর বাংলাদেশের ৫১ টি ছিটমহল ছিল। বাংলাদেশ - ভারত স্থল সীমান্ত চুক্তি কার্যকরের মাধ্যমে ১ আগস্ট ২০১৫ ছিটমহল বিনিময়ের ফলে ছিটহল যুগের অবসান ঘটে।

74. বরেন্দ্রভূমি বলা হয় কাকে?

a. মধুপুর ও ভাওয়ালের গড়কে
b. ময়নামতি ও লালমাই পাহাড়কে
c. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশকে
d. পার্বত্য চট্রগ্রামকে
ভূগোল
বরেন্দ্রভূমির আয়তন ৯,৩২৪ কিলোমিটার। মধুপুর ও ভাওয়াল গড় গাজীপুর , ময়মনসিংহ ও টাঙ্গাইলে অবস্থিত। ময়নামতি ও লালমাই পাহাড় কুমিল্লায় অবস্থিত।

75. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?

a. ৭২৪ কিমি
b. ৭১১ কিমি
c. ৭০০ কিমি
d. ৭১২ কিমি
ভূগোল
বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ৭১১ কিমি। ১২ নটিক্যাল মাইল রাজনৈতিক সমুদ্রসীমা। অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৬৭ নটিক্যাল কিলোমিটার। ]

76. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

a. মঙ্গল
b. বুধ
c. বৃহস্পতি
d. শুক্র
ভূগোল
বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বলে একে গ্রহরাজ বলা হয়। আয়তনে পৃথিবীর চেয়ে প্রায় ১,৩০০ গুণ বড় । পৃথিবীর একদিনে এখানে দুবার সূর্য ওঠে, দুই বার অস্ত যায়। বৃহস্পতির মোট ৫০ টি উপগ্রহ আছে। এর মধ্যে লো, ইউরোপ গ্যানিমেডি ও ক্যালিস্টো প্রধান।

77. ধ্রুবতারা কোন গোলার্ধে দেখা যায়?

a. উত্তর গোলার্ধে
b. দক্ষিণ গোলার্ধে
c. পূর্ব গোলার্ধে
d. পশ্চিম গোলার্ধে
ভূগোল
সপ্তর্ষিমণ্ডলের নিচে যে উজ্জ্বল তারকা দৃষ্টিগোচর হয় তাকে ধ্রুবতারা বলে। এটি শুধু উত্তর গোলার্ধে দৃষ্ট হয়।

78. সৌরজগতের কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে?

a. পৃথিবী
b. মঙ্গল
c. বৃহস্পতি
d. বুধ
ভূগোল
বুধ সৌরজগতের ক্ষুদ্রতর গ্রহ। এ গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত। সূর্যের খুব কাছের গ্রহ বলে বুধের তাপমাত্রা খুব বেশি। বুধের কোনো উপগ্রহ নেই।

79. হরমুজ প্রণালী সংযুক্ত করেছে--

a. পারস্য উপসাগর ও ওমান উপসাগর
b. আটলান্টিক ও উত্তর সাগর
c. ভাসমান সাগর ও প্রশান্ত সাগর
d. এডেন ও লোহিত সাগর
ভূগোল
হরওপা= হরমুজ ও ওমান প্রণালী পানামা খালকে।

80. কোন বিখ্যাত নগরী এশিয়া ও ইউরোপের অন্তর্ভুক্ত ?

a. আম্মান
b. বাকু
c. ইস্তাম্বুল
d. এথেন্স
ভূগোল
এশিয়া ও ইউরোপকে একত্রে ইউরেশিয়া বলে। তুরঙ্ক ও রাশিয়া দেশ দুটি দুটি মহাদেশে পড়েছে। এক্ষেত্রে তুরঙ্কের অন্তর্গত ইস্তাম্বুল শহরটি এশিয়া ও ইউরোপ দুই মহাদেশেই পড়েছে।

81. আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে কোন নদী?

a. নাফ
b. কর্ণফুলী
c. কুশিয়ারা
d. সুরমা
ভূগোল
প্রকৃত পক্ষে আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন নদী কর্ণফুলী। নাফ নদীর জন্ম আরাকান পর্বতমালা এবং যমুনার জন্ম হিমালয়ের কৈলাস শৃঙ্গে।

82. শ্রীলংকা ও ভারতের মধ্যে কোন প্রণালী অবস্থিত?

a. বেরিং
b. মালাক্কা
c. জিব্রাল্টার
d. পক
ভূগোল
শ্রীলংকা ও ভারতের মধ্যে পক প্রণালী অবস্থিত। বেরিং প্রণালী এশিয়া - আমেরিকা মহাদেশকে পৃথক করেছে। জিব্রাল্টার প্রণালী আফ্রিকাকে স্পেন (ইউরোপ) থেকে পৃথক করেছে। আলাঙ্কা প্রণালী সুমাত্রা (ইন্দোনেশিয়া ) থেকে মালয়েশিয়াকে পৃথক করেছে।

83. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ--

a. তালদ্বীপ
b. নিঝুম দ্বীপ
c. পূর্বাশা দ্বীপ
d. সেন্টমার্টিন দ্বীপ
ভূগোল
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন । এ দ্বীপ সর্ব দক্ষিণের দ্বীপ । এ দ্বীপের আরেক নাম নারিকেল জিঞ্জিরা। এ দ্বীপের আয়তন ২২ বর্গ কিমি। দক্ষিণ তালপট্রি দ্বীপের অপর নাম নিউমুর বা পূর্বাশা । নিঝুপ দ্বীপের অপর নাম বাউলার চর।

84. সমুদ্রস্রোতের অন্যতম কারণ হচ্ছে?

a. সমুদ্রের ঘূর্ণিঝড়
b. বায়ুপ্রবাহ
c. পানির ঘনত্বের তারতম্য
d. পানিতে তাপের পরিচলন
ভূগোল
সমুদ্র স্রোতের অনেকগুলো কারণ আছে। যেমন - বায়ুপ্রবাহ , লবণাক্ততা, আহ্নিক গতি, সমুদ্রের গভীরতা, উষ্ণতার পার্থক্য ইত্যাদি। তার মধ্যে বায়ু প্রবাহ সর্বাধিক।

85. বায়ুরচাপ মাপার যন্ত্র হচ্ছে--

a. ব্যারোমিটার
b. মিটার
c. থার্মোমিটার
d. স্পিডোমিটার
ভূগোল
থার্মোমিটার তাপমাত্রা মাপক যন্ত্র। স্পিডোমিটার গাড়ির গতিমাপক যন্ত্র। অডিও মিটার শ্রবণ ক্ষমতার পার্থক্য মাপার যন্ত্র।

86. বায়ুমন্ডলের স্তর কয়টি ?

a. ৩টি
b. ৪টি
c. ৫টি
d. ৬টি
ভূগোল
ভূ - পৃষ্ঠ একটি বায়বীয় আবরণ দ্বারা বেষ্টিত। এ বায়বীয় আবরণই হলো বায়ুমণ্ডল। ভূ - ত্বক হতে উপরের দিকে এর গভীরতা প্রায় ১৬১০ কিমি। বায়ুমন্ডল পাঁচ স্তর বিশিষ্ট। যথা - ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল ও এক্সোমণ্ডল।

87. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে --

a. ১০ নিউটন
b. ৫ নিউটন
c. ১০ মে.টন
d. ৫ মে.টন
ভূগোল
বায়ু উপরে , নিচে এবং চারদিকে সব সময় চাপ দেয়। বায়ুর এ চাপকে বায়ুচাপ বলে। পৃথিবীর মাধ্যাকর্ষণের ফলে বায়ুমণ্ডল ভূ - পৃষ্ঠে যে চাপ প্রয়োগ করছে সমুদ্র সমতলে তার পরিমাণ হচ্ছে প্রতি বর্গ ইঞ্চিতে ১৪.৭ পাউন্ড। হিসাবের সুবিধার্থে সারা বিশ্বে মিলিবারে বায়ুর চাপ প্রকাশ করা হয়। ১ মিলিবার = ১০০০ ডাইন / বর্গ সেমি।

88. ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে--

a. গোধূলি
b. ঊষা
c. গুরুবৃত্ত
d. ছায়াবৃত্ত
ভূগোল
কোনো একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর একদিকে রাত, অপরদিকে দিন হয়। অর্থাৎ পৃথিবীর একদিক আলোকিত থাকে এবং অপরদিকে অন্ধকার থাকে। পৃথিবীর এই আলোকিত অংশ ও অন্ধকার অংশের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে।

89. দ্রাঘিমা রেখাগুলো ---

a. গোলাকৃতির
b. ডিম্বাকৃতির
c. অর্ধবৃত্তাকৃতির
d. চৌকা
ভূগোল
নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগবিন্দুর ওপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকে দ্রাঘিমারেখা বলে। দ্রাঘিমারেখাকে মধ্যরেখাও বলে। ১ ডিগ্রি দ্রাঘিমারেখা বলে। দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট। ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের প্রায় মধ্যভাগে অবস্থিত। এ জন্য এ দ্রাঘিমার স্থানীয় সময়কে বাংলাদেশের প্রমাণ সময় ধরা হয়েছে।

90. গুরুবৃত্ত বা মহাবৃত্ত হচ্ছে--

a. দ্রাঘিমা রেখা
b. নিরক্ষরেখা
c. অক্ষরেখা
d. মধ্যরেখা
ভূগোল
গুরুবৃত্ত বা মহাবৃত্ত হচ্ছে বিষুবরেখা বা নিরক্ষরেখা । ৬৬.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় সুমরেু বৃত্ত এবং ৬৬.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় কুমেরু বৃত্ত।

91. উষ্ণ স্রোত ও শীলত স্রোতের মিলনে--

a. পানি ঠান্ডা হয়
b. কুয়াশা ও ঝড় হয়
c. উপরের কোনোটিই নয়
d. ক ও খ উভয়ই
ভূগোল
সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হয়। সমুদ্রের জলরাশির এই প্রবাহ হল সমুদ্রস্রোত। মেরু অঞ্চলের সমুদ্র থেকে শীতল জলরাশির স্রোত প্রবাহিত হলে তাকে শীলত স্রোত বলা হয় এবং উষ্ণ জলরাশির স্রোত প্রবাজিত হলে তাকে উষ্ণ স্রেত বলা হয়। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে তাপমাত্রা বা উষ্ণতা পার্থক্যের কারনে ঘন কুয়াশা এবং ঝড়ের সৃষ্টি হয়।

92. নিরক্ষীয় অঞ্চলে পানি--

a. উষ্ণ ও হালকা
b. উষ্ণ ও ভারী
c. শীতল ও হালকা
d. শীতল ও ভারী
ভূগোল
নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু প্রধানত নিরক্ষীয় নিম্নচাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে দিনরাত্রির দৈর্ঘ্য প্রায় সমান। জানুয়ারি ও জুলাই মাসের তাপমাত্রার পার্থক্য নেই বললেই হয়। তাই ঋতু পরিবর্তন এ অঞ্চলে দেখা যায় না। সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত এ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। নিরক্ষীয় অঞ্চলে পানি উষ্ণ ও হালকা।

93. জলভাগের পরিমাপ বেশি পৃথিবীর ---

a. উত্তর গোলার্ধে
b. দক্ষিণ গোলার্ধে
c. পূর্ব গোলার্ধে
d. পশ্চিম গোলার্ধে
ভূগোল
উত্তর গোলোর্ধে স্থলভাগের পরিমাণ বেশি। অপরদিকে দক্ষিণ গোলোর্ধে এন্টারটিকা মহাদেশ অবস্থিত বলে স্থল ভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি।

94. কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে--

a. উষ্ণমন্ডল
b. হিমমন্ডল
c. নিরক্ষীয় মন্ডল
d. আপেক্ষিক মন্ডল
ভূগোল
নিরক্ষরেখার ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় কর্কটক্রান্তি। অপরদিকে ২৩.৫ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় মকরক্রান্তি । কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে নিরক্ষীয় অঞ্চল ।

95. ভূপৃষ্ঠের শিলারাশি বিচুর্ণ হয়--

a. চাপে
b. বিচূর্ণীভবন প্রক্রিয়ায়
c. তাপে
d. উপরের কোনোটিই নয়
ভূগোল
ভূত্বক যে সকল উপাদানে গঠিত তাদেরকে সাধারণভাবে শিলা বলে। আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন - বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদি এবং অন্যান্য প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূ - পৃষ্ঠের উপরের শিলারাশি চূর্ণ - বিচূর্ণ হয়। এ প্রক্রিয়ায় আবহাওয়ার উপাদানগুলো কার্যরত থাকে বলে বিচূর্ণীভবন হয়ে থাকে। অর্থাৎ ভূ - পৃষ্ঠের শিলারাশির উপরিভাগে যে বিচূর্ণীকরণ বা ভাঙন সংঘটিত হয় তাকেই বিচূর্ণীভবন বলে।

96. এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে--

a. মকরক্রান্তি রেখা
b. সুমেরু রেখা
c. কর্কটক্রান্তি রেখা
d. কুমেরু রেখা
ভূগোল
নিরক্ষরেখা বা বিষুবরেখা হতে ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি রেখা বলা হয় । অন্যদিকে নিরক্ষরেখা বা বিষুবরেখা হতে ২৩.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলা হয়।

97. ঋতু পরিবর্তনের সাথে যে বায়ু প্রবাহের দিক পরিবর্তিতত হয় তাকে বলে---

a. আয়ন বায়ু
b. প্রত্যায়ন বায়ু
c. মৌসুমী বায়ু
d. স্থানীয় বায়ু
ভূগোল
সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়নের কারণে মৌসুমী বায়ুর সৃষ্টি হয়। মৌসুমী বায়ু হলো সমুদ্র বায়ু ও জলবায়ুর ব্যাপক সংস্করণ যা আমাদের দেশের প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বাংলাদেশ , মায়ানমার ,দক্ষিণ চীন, ভারত, পাকিস্তান, জাপান প্রভৃতি মৌসুমী বায়ুর অন্তর্গত।

98. সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়?

a. শেষরাতে
b. মধ্যাহ্নে
c. অপরাহ্ণে
d. মধ্যরাতে
ভূগোল
সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয় অপরাহ্ণে। সমুদ্রবায়ু সাধারণত দিনের বেলায় প্রবাহিত হয় । সারাদিনের সূর্যতাপ গ্রহণ করে সন্ধ্যার সময় ভূপৃষ্ঠ সেই তাপ বিকিরণ করতে শুরু করে সেজন্য সন্ধ্যাবেলায় স্থলভাগের নিম্নচাপের পরিমাণ আরও বাড়ে । ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্রবায়ুর বেগ ক্রমশ বাড়তে থাকে এবং সন্ধ্যাবেলায় সবচেয়ে বেশি বেগে সমুদ্রবায়ু প্রবাহিত হতে থাকে । সমুদ্রবায়ুর প্রভাবে সমুদ্রোপকূল বা বিস্তৃত জলভাগের তীরবর্তী অঞ্চলে সমভাবাপন্ন বা নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায়।

সাধারণ বিজ্ঞান

99. হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়?

a. ৭৬ বছর
b. ৬০ বছর
c. ৫০ বছর
d. ৪৫ বছর
সাধারণ বিজ্ঞান
জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি যে ধূমকেতু আবিষ্কার করেন তা হ্যালির ধূমকেতু নামে পরিচিত। হ্যালির ধূমকেতু ৭৫ থেকে ৭৬ বছর পরপর দেখা যায়। ১৭৫৯ , ১৮৩৫ , ১৯১০ ও ১৯৮৬ সালে হ্যালির ধূমকেতু দেখা গেছে। এরপর দেখা যাবে ২০৬২ সালে।

100. কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়?

a. নেপচুন
b. পৃথিবী
c. বৃহস্পতি
d. মঙ্গল
সাধারণ বিজ্ঞান
বৃহস্পতি গ্রহকে গ্রহরাজ বলা হয়। বৃহস্পতি গ্রহ সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ। বৃহস্পতি ব্যতিত সৌর জগতের বাকি সবগুলো গ্রহের ভরকে একত্র করলে বৃহস্পতির ভর তা থেকে আড়াই গুণ বেশি হবে। এই জিউস থেকেই জেনো - মূলটি উৎপত্তি লাভ করেছে। এই মূল দ্বারা বেশ কিছু জুপিটার তথা বৃহস্পতি গ্রহ সংশ্লিষ্ট শব্দের সৃষ্টি হয়েছে। যেমন: জেনোগ্রাফিক।

101. বিপদ সংকেতের জন্য লাল আলো ব্যবহৃত হয় কেন?

a. লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক
b. লাল আলোর গতি কম
c. লাল আলোর উৎপাদন খরচ কম
d. লাল আলোর বিক্ষেপণ বেশি
সাধারণ বিজ্ঞান
লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে তা সহজেই মানুষের দৃষ্টি কাড়ে। তরঙ্গ দৈর্ঘ্য কম বেগুনি আলোর।

102. ধানের পরাগায়ন কিভাবে হয়?

a. বাতাসের সাহায্যে
b. বৃষ্টির সাহায্যে
c. কীট-পতঙ্গের সাহায্যে
d. মৌমাছির সাহায্যে
সাধারণ বিজ্ঞান
ধান হলো বায়ু পরাগী উদ্ভিদ। পরাগরেণু বায়ু দ্বারা বাহিত হয়ে উন্মুক্ত গর্ভমুণ্ডের উপর পড়ে এবং পরাগায়ন সংঘটিত হয়।

103. ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?

a. ৭২
b. ৮২
c. ৯২
d. ১০২
সাধারণ বিজ্ঞান
ইউরেনিয়ামের প্রতীক U, পারমাণবিক সংখ্যা ৯২ , পারমাণবিক ভর ২৩৮ ।

104. কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম?

a. ভূ-পৃষ্ঠে
b. মেরু অঞ্চলে
c. বিষুবীয় অঞ্চলে
d. ভূ-কেন্দ্রে
সাধারণ বিজ্ঞান
মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি, কেননা এখানে অভিকর্ষজ ত্বরণ g - এর মান সবচেয়ে বেশি। পৃথিবীর কেন্দ্রে g - এর মান শূন্য বিধায় বস্তুর ওজন শূন্য। বিষুব অঞ্চলে g - এর মান সবচেয়ে কম বিধায় সেখানে বস্তুর ওজন সবচেয়ে কম। খনির ভেতর ভূ - পৃষ্ঠের তুলনায় g এর মান কম বিধায় ভূপৃষ্ঠে বস্তুর ওজনের তুলনায় খনির ভেতর বস্তুর ওজন কম।

105. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?

a. ১০০ ফা:
b. ৯৯ ফা:
c. ৯৮.৪ ফা:
d. ৯৬.৮ ফা:
সাধারণ বিজ্ঞান

বাংলা

106. সাহিত্যসম্যাট কার উপাধি?

a. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
b. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
c. মধূসূদন দত্ত
d. রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা উপন‍্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত।

107. 'মাধ্যমিক' -এর প্রকৃতি প্রত্যয় কোনটি?

a. মাধ্য+ষ্ণিক
b. মাধ্য+মিক
c. মাধ্যমিক+অ
d. মধ্যম+ষ্ণিক
বাংলা

108. গণনাবাচক শব্দ কোনগুলো?

a. এক, দুই
b. ১,২
c. প্রথম, দ্বিতীয়
d. ১লা , ২রা
বাংলা
অঙ্ক বা সংখ্যাবাচক শব্দ ১,২,৩ পৃভৃতি। গণনাবাচক শব্দ এক, দুই, তিন - - - - । পুরণবাচক শব্দ পহেলা, দোসরা, তেসরা, চৌঠা প্রভৃতি।

109. 'অজ পাড়াগাঁ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

a. গভীর
b. নিবিড়
c. প্রত্যন্ত
d. আদি
বাংলা

110. 'মীনের মত অক্ষি যার'--- কোন সমাস?

a. সমানাধিকরণ বহুব্রীহি
b. ব্যতিহার বহুব্রীহি
c. অলুক বহুব্রীহি
d. মধ্যপদলোপী বহুব্রীহি
বাংলা
মীনের মত অক্ষি যার - এর ব্যাসবাক্য হচ্ছে মীনাক্ষী। যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন সিংহাসন, সাহিত্য সভা, স্মৃতিসৌধ।

111. ' চলিষ্ণু অভিধান' কাকে বলা হতো ?

a. রামনারায়ণ তর্করত্ন
b. হরপ্রসাদ শাস্ত্রী
c. ঈম্বরচন্দ্র বিদ্যাসাগর
d. মুহম্মদ শহীদুল্লাহ
বাংলা
তিনি একাধারে ছিলেন সাহিত্যিক ও সাহিত্য গবেষক। ১৯৬১ সালে সাহিত্য গবেষণায় তিনি বাংলা একাডেমী পুরস্কার পান। গল্পবিচিত্র, ভাষা ও সাহিত্য, বাংলা ভাষার ইতিবৃত্ত তার উল্লেখযোগ্য শিল্পকর্ম।

112. শুদ্ধ বাক্য নির্দেশ করুন--

a. দৈন্যতা প্রশংসনীয় নয়
b. দীনতা প্রশংসনীয় নয়
c. দৈন্যতা নিন্দনীয়
d. দৈন্যতা অপ্রশংসনীয়
বাংলা
'দৈন্যতা ' শব্দটি অশুদ্ধ।

113. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' -- কোন ধরনের শব্দ?

a. শব্দের দ্বিরুক্তি
b. ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
c. পদের দ্বিরুক্তি
d. ছড়ার শব্দ
বাংলা
কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। ধ্বন্যাত্মক দ্বিরক্তি শব্দ কয়েকটি উপায়ে গঠিত হয়। যেমন : ১. মানুষের ধ্বনির অনুকার : ভেউ ভেউ - মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনি ট্যা ট্যা হি হি ২. জীবজন্তুর ধ্বনির অনুকার : ঘেউ ঘেউ (কুকুরের ধ্বনি) মিউ মিউ (বিড়ালের ডাক) কুহু কুহু (কোকিলের ডাক) কা কা (কাকের ডাক) ৩. বস্তুর ধ্বনির অনুকার : ঘচাঘচ (ধান কাটার শব্দ) মড়মড় (গাছ ভেঙে পড়ার শব্দ) ঝমঝম (বৃষ্টি পড়ার শব্দ) হু হু (বাতাস প্রবাহের শব্দ) ৪. অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার : ঝিকিমিকি (উজ্জ্বল্য)। ঠা ঠা (রোদের তীব্রতা), কুট কুট (শরীরে কামড় লাগার মতো অনুভূতি) মিনমিন, পিটপিট, ঝি ঝি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি গঠন ১. একই (ধ্বন্যাত্মক) শব্দের অবিকৃত প্রয়োগ : ধবধব, ঝনঝন, পটপট্ ২. প্রথম শব্দটির শেষে আ যোগ করে : গপাগপ, টপটপ, পটাপট ৩. দ্বিতীয় শব্দটির শেষে ই যোগ করে : ধরাধরি, ঝমঝমি, ঝনঝনি ৪. যুগ্মরীতিতে গঠিত ধ্বন্যাত্মক শব্দ : কিচিরমিচির (পাখি বা বানরের শব্দ) টাপুর টুপুর (বৃষ্টি পতনের শব্দ) হাপুসহুপুস (গোগ্রাসে কিছু খাওয়ার শব্দ) ৫. আনি - প্রত্যয় যোগেও বিশেষ্য দ্বিরুক্তি গঠিত হয় : পাখিটার ছটফটানি দেখলে কষ্ট হয়। তোমার বকবকানি আর ভালো লাগে না। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দের ব্যবহার (বিভিন্ন পদরূপে) ১. বিশেষ্য : বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে। ২. বিশেষণ : নামিল নভে বাদল ছলছল বেদনায়। ৩. ক্রিয়া : কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ। ৪. ক্রিয়া বিশেষণ : চিকচিক করে বালি কোথা নাহি কাদা।

114. শব্দ কয় প্রকার?

a. ২ প্রকার
b. ৩প্রকার
c. ৪ প্রকার
d. ৫প্রকার
বাংলা
শব্দ মোট ৩ শ্রেণীতে বিভক্ত। উৎপত্তিগত দিক থেকে শব্দ ৫ প্রকার। গঠনের দিক থেকে ২ প্রকার এবং অর্থের দিক দিয়ে ৩ প্রকার।

115. সন্ধি- বিচ্ছেদ করুন ' পনির'---

a. পনি+এর
b. পনি+র
c. পন+ইর
d. পন+ই+র
বাংলা
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি। বাংলা শব্দের স্বরসন্ধিতে দুটো সন্নিহিত স্বরের একটি লোপ পায়। যেমন, অ + এ = এ (অ লোপ) শত + এক = শতেক কত + এক = কতেক আ + আ = আ (একটা আ লোপ) শাঁখা + আরি = শাঁখারি রূপা + আলি = রূপালি আ + উ = উ (আ লোপ) মিথ্যা + উক = মিথ্যুক হিংসা + উক = হিংসুক নিন্দা + উক = নিন্দুক ই + এ = ই (এ লোপ) কুড়ি + এক = কুড়িক ধনি + ইক = ধনিক গুটি + এক = গুটিক আশি + এর = আশির

116. বাক্য সংকোচন করুন 'চক্ষু দ্বারা গৃহীত'--

a. চাক্ষুষ
b. প্রত্যক্ষ
c. সম্মুখে
d. চর্ব্য
বাংলা
চক্ষু দ্বারা গৃহীত - চাক্ষুষ চক্ষুর দ্বারা নিষ্পন্ন - চাক্ষুষ চক্ষুর দ্বারা দৃষ্ট - প্রত্যক্ষীভূত চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত - চান্দ্র চন্দ্র চূড়ান্তে যাহার - চন্দ্রচূড় চর্বণ করিয়া খাওয়া যায় যাহা - চর্ব্য চাটু করে যে - চাটুকার চিরস্থায়ী নয় যাহা - নশ্বর চিরকাল ব্যাপিয়া স্থায়ী - চিরস্থায়ী

117. সৈয়দ ওয়ালী উল্লাহর নাটক কোনটি?

a. নেমেসিস
b. রুপান্তর
c. সেনাপতি
d. সুড়ঙ্গ
বাংলা
কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক বহিপীর, তরঙ্গভঙ্গ ,সুড়ঙ্গ ,উজানে মৃত্যু।

118. 'বীরবল' কার ছদ্মনাম?

a. প্রমথনাথ বিশী
b. প্রমথ চৌধুরী
c. প্রবোধ কুমার স্যান্নাল
d. প্রেমেন্দ্র মিত্র
বাংলা
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী 'সবুজপত্র' পত্রিকার সম্পাদক ছিলেন। চার ইয়ারি কথা, নীল লোহিত তার গল্পগ্রন্থ।

119. 'শবনম' উপন্যাস কার রচনা?

a. মানিক বন্দ্যোপাধ্যায়
b. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
c. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
d. সৈয়দ মুজতবা আলী
বাংলা
সৈয়দ মুজতবা আলীর উপন্যাস অবিশ্বাস্য, শবনম। তার রচিত রম্য - রচনা পঞ্চতন্ত্র , ময়ূরকণ্ঠী। তার ছোট গল্পগ্রন্থ চাচা - কাহিনী, টুনি মেম।

120. মীর মশাররফ হোসেনের অমর গ্রন্থের নাম কি?

a. বিষাদ সিন্ধু
b. বসন্ত কুমারী
c. জমিদার দর্পণ
d. বিবি কুলসুম
বাংলা
ইতিহাস আশ্রিত উপন্যাস 'বিষাদ - সিন্ধু' ৩ খণ্ডে রচিত । হাসান ও হোসেনের সঙ্গে দামেঙ্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান হোসেনের করুণ মৃত্যু উপন্যাসের মূল উপজীব্য।

121. 'আনোয়ারা' উপন্যাসের রচয়িতা কে?

a. কাজী আবদুল ওদুদ
b. নজিবর রহমান
c. সৈয়দ মুজতবা আলী
d. শওকত ওসমান
বাংলা
এটি একটি সামাজিক উপন্যাস। নজিবর রহমানের অন্যান্য সামাজিক উপন্যাস হলো 'প্রেমের সমাধি', গরীবের মেয়ে ' পারিবারিক উপন্যাস 'পরিণাম'।

122. 'নকশী কাঁথার মাঠ' কি ধরনের কাব্য?

a. মহাকাব্য
b. গীতিকাব্য
c. পত্রকাব্য
d. কাহিনীকাব্য
বাংলা
প্রকাশকাল ১৯২৯ । চাষীর ছেলে রুপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রেম, বিয়ে, সুখময় জীবন, বিচ্ছেদ কাহিনী নিয়ে রচিত। এ কাব্যের ইংরেজি অনুবাদ করেন E.M. Milford ' Field of the Embroidery Quilt' নামে।

123. নাটক কি?

a. দৃশ্যকাব্য
b. কাব্যনাট্য
c. গীতিনাট্য
d. নৃত্যনাট্য
বাংলা
নাটক দৃশ্য ও শ্রাব্যকাব্যের সমন্বয়ে রঙ্গমঞ্চের সাহায্যে গতিমান মানবজীবনের প্রতিচ্ছবি আমাদের সম্মুখে মূর্ত করে তোলে।

124. কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য-

a. অগ্নিবীনা
b. বিষের বাঁশি
c. ভাঙার গান
d. সিন্ধু-হিন্দোল
বাংলা
নাটক দৃশ্য ও শ্রাব্যকাব্যের সমন্বয়ে রঙ্গমঞ্চের সাহায্যে গতিমান মানবজীবনের প্রতিচ্ছবি আমাদের সম্মুখে মূর্ত করে তোলে।

125. রবীন্দ্রনাথের প্রথম কাব্য-

a. জন্মদিন
b. সন্ধা সঙ্গীত
c. প্রভাত সঙ্গীত
d. আকাশ প্রদীপ
বাংলা
রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ 'কবি কাহিনী' । প্রকাশকাল ১৮৭৮ । দ্বিতীয় কাব্যগ্রন্থ 'বনফুল'। প্রকাশকাল ১৮৮০ । তবে প্রশ্নে উল্লিখিত option - গুলোর মধ্যে সন্ধ্যা সঙ্গীত প্রকাশিত হয় ১৮৮২ খ্রিষ্টাব্দে , প্রভাত সঙ্গীত প্রকাশিত হয় ১৮৮৩ খ্রিষ্টাব্দে।

126. ওমর খৈয়ামের দেশের নাম কি?

a. ইরান
b. তুরান
c. জর্ডান
d. ইরাক
বাংলা
ওমর খৈয়াম ফারসি ভাষার কবি। তার বিখ্যাত রচনা 'রুবাইয়াত' ।

127. আলাওলের কাব্যের নাম-

a. ইউসুফ-জোলেখা
b. লায়লী-মজনু
c. মধুমালতী
d. পদ্মাবতী
বাংলা
'পদ্মবতী' আলাওলের অনুবাদমূলক কাব্য। দৌলত উজীর বাহরাম খান - এর কাব্যগ্রন্থ 'লাইলী - মজনু'। ইউসুফ জুলেখা' শাহ মুহম্মদ সগীরের কাহিনী কাব্য। মুহম্মদ কাবীরের কাব্যগ্রন্থ 'মধুমালতী'।

128. 'মেঘদূত' কাব্য কার রচনা?

a. মহাকবি কালিদাস
b. বিশ্বকবি রবীন্দ্রনাথ
c. ছন্দের কবি সত্যেন্দ্রনাথ
d. পল্লীকবি জসীমউদ্দিন
বাংলা
কালিদাস সংস্কৃত ভাষার কবি।

129. ব্রজবুলি কি?

a. হিন্দু ভাষা
b. বজ্রের ভাষা
c. উর্দু ভাষা
d. মিথিলা ও বাংলার মিশ্র ভাষা
বাংলা
ব্রজবুলি ভাষায় বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক পদ লিখেছেন।

130. সাহিত্য সম্রাট কার উপাধি?

a. ঈশ্বরচন্দ্র গ্রপ্ত
b. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
c. রবীন্দ্রনাথ ঠাকুর
d. মধূসূদন দত্ত
বাংলা
সঠিক উত্তর হবে বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায় । তিনি সাহিত্যের রসবোদ্ধাদের কাছ থেকে 'সাহিত্য সম্রাট' এ আখ্যায়িত হন।

131. 'সমাচার দর্পণ' পত্রিকার প্রকাশকাল --

a. ১৮০০ খ্রিষ্টাব্দ
b. ১৮১৮ খ্রিষ্টাব্দ
c. ১৮৩৫ খ্রিষ্টাব্দ
d. ১৮৫০ খ্রিষ্টাব্দ
বাংলা
'সমাচার দর্পণ' ১৮১৮ খ্রিস্টাব্দে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয়। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র।

132. 'সওগাত' পত্রিকার সম্পাদক কে?

a. মোজাম্মেল হক
b. সৈয়ধ এমদাদ আলী
c. শেখ ফজলুল করিম
d. মোহাম্মদ নাসিরউদ্দীন
বাংলা
মাসিক সওগাত (১৯১৮) , সাপ্তাহিক সওগাত (১৯২৮) উভয় পত্রিকাই মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় প্রকাশিত হয়।

133. পুঁথি সাহিত্য বলতে বোঝায়--

a. প্রেমবিষয়ক সাহিত্য
b. হিন্দু-মুসলিম সম্পর্ক বিষয়ক সাহিত্য
c. ইসলামী চেতনা সম্পৃক্ত সাহিত্য
d. মহাপুরুষের জীবন সম্পর্কিত সাহিত্য
বাংলা
যুগসন্ধিকালে (১৭৬০ - ১৮৬০) মুসলিম শায়েররা হিন্দি - উর্দু - বাংলা মিশ্রিত এক ধরনের বিশেষ ভাষায় কবি গান রচনা করেন আরবি - ফারসি উর্দু থেকে কাহিনী গ্রহণ করে। পুঁথি সাহিত্য রচয়িতাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ফকির গরীবুল্লাহ, সৈয়দ হামজা প্রমুখ।

134. চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনীকাব্য রচনা করেন-

a. বৃন্দাবন দাস
b. লোচন দাস
c. জয়ানন্দ
d. পরাগল খাঁ
বাংলা
জীবনভিত্তিক এ কাহিনীকাব্যটির নাম 'চৈতন্য - ভাগবত'।

135. 'নসীরা নামা' কাব্য কার রচনা?

a. দৌলত কাজী
b. কবি মরদন
c. কোরেশী মাগন ঠাকুর
d. আলাওল
বাংলা
দৌলত কাজীর কাব্যগ্রন্থ 'সতীময়না ও লোরচন্দ্রানী' । কোরেশী মাগন ঠাকুর - এর কাব্যগ্রন্থ 'চন্দ্রাবতী'। আলাওল - এর কাব্যগ্রন্থ' 'হপ্তপয়কর' 'সিকান্দরনামা ' সয়ফুল মুলুক বদিউজ্জামাল' , 'তোহ্ফা'। 'নসীয়ৎনামা' কাব্যগ্রন্থ আবদুল হাকিমের ।

136. 'বেতমিজ' কোন তৎপুরুষ সমাস?

a. ৬ষ্ঠী
b. ২য়া
c. ৩য়া
d. নঞ
বাংলা
'বেতমিজ' নঞ তৎপুরুষ সমাস। না বাচক নঞ্ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে। যেমন: ন আচার = অনাচার, ন কাতর = অকাতর। এরূপ - অনাদর, নাতিদীর্ঘ, নাতিখর্ব, অভাব, বেতাল ইত্যাদি।

137. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক থেকে সঠিক?

a. যত গর্জে তত বৃষ্টি হয় না
b. অধিক সন্ন্যসীতে গাজন নষ্ট
c. নাচতে না জানলে উঠোন বাঁকা
d. যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়
বাংলা
প্রবচন বাক্য ব্যবহারিক দিক থেকে সঠিক হচ্ছে - নাচতে না জানলে উঠোন বাঁকা।

138. 'তাহলে তুমি লাঠি খেলতে জান না ।' -- এখানে 'লাঠি' কোন কারকে কোন বিভক্তি?

a. কর্তায় তৃতীয়া
b. কর্মে প্রথমা
c. করণে তৃতীয়া
d. করণে প্রথমা
বাংলা
'লাঠি দ্বারা খেলতে' এভাবে কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে।

139. শুদ্ধ শব্দ কোনটি?

a. সান্তনা
b. সান্ত্বনা
c. স্বান্তনা
d. সান্তণা
বাংলা
সঠিক বানান - সান্ত্বনা। সান্ত্বনা শব্দের অর্থ - সমবেদনা। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। এটি একটি আশ্বাস বাক্য।

140. বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম কি?

a. হুতোম প্যাঁচার নকশা
b. আলালের ঘরের দুলাল
c. সীতানাথ
d. গোরা
বাংলা
বাঙালি কর্তৃক বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮) । কালগত দিক থেকে উপন্যাস হিসেবে প্রথম দাবি খ্রিষ্টান বিদেশিনী হ্যানা ক্যাথরিন ম্যালেন্স (১৮২৬ - ৬১) রচিত 'ফুলমণি ও করুণার বিবরণ' (১৮৫২) গ্রন্থের ।

141. বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি?

a. মহাকবি
b. গীতিকবি
c. পল্লীকবি
d. ছন্দের কবি
বাংলা
বেগম সুফিয়া কামাল ছিলেন গীতিকবি। তিনি রবীন্দ্র কাব্যধারার গীতি কবিতা রচয়িতা ছিলেন।

142. বাংলা সাহিত্যের আদি নিদর্শন -

a. শূন্যপুরাণ
b. নিরঞ্জনের রুম্মা
c. সেক শুভদয়া
d. চর্যাপদ
বাংলা
১৯০৭ খ্রিস্টাব্দে নেপালের রয়েল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করা হয়। ১৯১৬ খ্রিস্টাব্দে কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আধুনিক লিপিতে প্রকাশিত হয় মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায়।

সাধারণ জ্ঞান

143. বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত?

a. ২৫১
b. ৩৩৩
c. ৩৭১
d. ৭১৩
সাধারণ জ্ঞান
বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৩৩টি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) তৎকালীন জনশিক্ষা দপ্তরকে পুণর্গঠন করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। এ অধিদপ্তরের প্রধান কাজ হল দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষাকে পরিচালনা ও নিয়ন্ত্রণ এবং শিক্ষা নীতির বাস্তবায়ন করা। বর্তমানে ৬৪টি জেলা শিক্ষা অফিস ৪৮৯টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ২৫টি থানা মাধ্যমিক শিক্ষা অফিস (প্রকল্প) ৩৩৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ২৩৬৩টি বেসরকারি মহাবিদ্যালয় ১৬১০৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ৭৫৯৮টি বেসকারি মাদরাসা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে শিক্ষানীতির বাস্তবায়ন করা। দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরের সাধারণ শিক্ষার সাথে সম্পৃক্ত নীতি প্রণয়নে প্রশাসনিক মন্ত্রণালয়কে সাহায্য করা। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষা কার্যক্রমকে তদারকি করা। উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কার্যক্রম গ্রহন, বাস্তবায়ন এবং তদারকি করা। দেশের সাধারণ শিক্ষার গুণগত মান নিশ্চিত করা।

144. বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে?

a. কামরুল হাসান
b. এস এম সুলতান
c. জয়নুল আবেদিন
d. কাইয়ুম চৌধুরী
সাধারণ জ্ঞান
বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন (২৯ ডিসেম্বর ১৯১৪ - ২৮ মে ১৯৭৬) বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য অভিধা লাভ করেন। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ - চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি। ১৯৭০ খ্রিস্টাব্দে গ্রামবাংলার উৎসব নিয়ে আঁকেন তার বিখ্যাত ৬৫ ফুট দীর্ঘ ছবি নবান্ন।

145. কয়টি দেশ ক্রিকেট খেলার সদস্য?

a. ৮টি
b. ৯টি
c. ১০টি
d. ১২টি
সাধারণ জ্ঞান
১২টি দেশ কিক্রেট খেলার সদস্য। দেশগুলো হচ্ছে - ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

146. জাতীয় আয় কোনটি?

a. দ্রব্য ও সেবাসামগ্রীর বিক্রয়লব্ধ অর্থ
b. উৎপাদিত দ্রব্যের পরিমাণ
c. উৎপাদিত দ্রব্য ও সেবাসামগ্রীর আর্থিক মূল্য
d. রপ্তানি দ্রব্যের অর্জিত অর্থ
সাধারণ জ্ঞান
জাতীয় আয় হলো - উৎপাদিত দ্রব্য ও সেবাসামগ্রীর আর্থিক মূল্য।

147. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?

a. ৯টি
b. ১০টি
c. ১১টি
d. ১২টি
সাধারণ জ্ঞান
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। ১৯৭১ সালে সংগঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচলনায় অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে ১১টি যুদ্ধক্ষেত্র বা সেক্টরে ভাগ করা হয়।

148. পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে-

a. ১ জানুয়ারি
b. ২১ এপ্রিল
c. ১ জুলাই
d. ১ অক্টোবর
সাধারণ জ্ঞান
পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে - ১ জানুয়ারি। জ্যোতির্বিজ্ঞানের রেওয়াজ থেকে, অয়তান্ত - বিন্দু অনুসারে চারটি ঋতুর হিসাব করা যায়—এটা হল সেই বিন্দু যা থেকে পৃথিবীর অক্ষ রেখার অক্ষীয় ঢাল সূর্যের কত কাছে রয়েছে বা সূর্য থেকে কত দূরে রয়েছে তার হিসাব পাওয়া যায়—এবং বিষুব অনুসারে, যখন অক্ষীয় ঢালের দিক ও সূর্যের দিক সমান্তরালে থাকে। দক্ষিণ গোলার্ধে এর বিপরীত ঘটনা ঘটে থাকে, যেখানে গ্রীষ্মকালীন ও শীতকালীন অয়তান্ত - বিন্দু গুলো নিজের মধ্যে পাল্টিয়ে যায় এবং বসন্ত বিষুব ও শারদীয় বিষুবের দিনও নিজেদের মধ্যে পাল্টিয়ে যায়।

149. আয়কর কোন ধরনের কর?

a. প্রত্যক্ষ কর
b. পরোক্ষ কর
c. সম্পূরক কর
d. পরিপূরক কর
সাধারণ জ্ঞান
আয়কর হলো প্রত্যক্ষ কর। আয়কর হচ্ছে এক ধরনের বার্ষিক ব্যয় যা উপার্জিত মজুরি, বেতন, কমিশন এবং অনর্জিত আয় (ডিভিডেন্ড, সুদ, ভাড়া, ট্রেডের লাভ) এর ওপর ধার্য করা হয়।

150. কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কী?

a. মুনাফা অর্জন
b. মুদ্রার মান নিয়ন্ত্রণ
c. ঋণ প্রদান
d. আমানত প্রদান
সাধারণ জ্ঞান
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো মুদ্রার মান নিয়ন্ত্রণ। এছাড়া ও এর অন্য কার্যাবলির মধ্যে রয়েছে আমানত গ্রহণ, ঋণ প্রদান, মুনাফা অর্জন ,বাণিজ্যিক ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করা, নোট ছাপানো।

151. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে?

a. ৬.৫ ঘন্টা
b. ৬ ঘন্টা
c. ৫.৫ ঘন্টা
d. ৫ ঘন্টা
সাধারণ জ্ঞান

152. মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?

a. গৌড়
b. ময়নামতি
c. মহাস্থানগড়
d. সোনারগাঁও
সাধারণ জ্ঞান
মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল মহাস্থানগড় । এটি বগুড়া জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত।

153. দীন-ই-ইলাহী প্রবর্তন করেন-

a. সম্রাট জাহাঙ্গীর
b. সম্রাট শাহজাহান
c. সম্রাট আকবর
d. সম্রাট আওরঙ্গজেব
সাধারণ জ্ঞান
১৫৮১ খ্রিস্টাব্দে আকবর 'দ্বীন - ই - ইলাহী' ধর্ম প্রবর্তন করেন।

154. পৃথিবীর সবচেয়ে বেশি পামওয়েল উৎপাদনকারী দেশ কোনটি?

a. ভারত
b. চীন
c. মালয়েশিয়া
d. যুক্তরাজ্য
সাধারণ জ্ঞান
বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি পামওয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া । পূর্বে ছিল মালয়েশিয়া ।]

155. কমনওয়েলথ কোন ধরনের দেশসমূহ নিয়ে গঠিত?

a. স্বল্প উন্নত দেশসমূহ
b. ইংরেজ শাসন হতে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ
c. তেল উৎপাদনকারী দেশসমূহ
d. এশিয়া ও ইউরোপের দেশসমূহ
সাধারণ জ্ঞান
কমনওয়েলথ হলো ইংরেজ শাসন হতে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ নিয়ে গঠিত সংস্থা। ১৯৪৯ সালের ২৬ এপ্রিল লন্ডন ঘোষণা অনুযায়ী আধুনিক কমনওয়েথ আত্মপ্রকাশ করে। এর বর্তমান সদস্য সংখ্যা ৫৩। বর্তমান মহাসচিব ভারতের কমলেশ শর্মা (৫ম)। সদর দপ্তর লন্ডনের মার্লবরো হাউজে অবস্থিত।

156. সংসদে গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন?

a. ৭ দিন
b. ১০ দিন
c. ১৫ দিন
d. ৩০ দিন
সাধারণ জ্ঞান
বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৮০ (৩) ধারায় এ বিষয়টির উল্লেখ আছে।

157. বাংলাদেশের সর্বমোট সীমারেখা কত?

a. ৫১৩৮ কিলোমিটার
b. ৫০৯০ কিলোমিটার
c. ৮৯৯০ কিলোমিটার
d. উপরের কোনোটিই নয়
সাধারণ জ্ঞান
বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৫ি১৩৮ কিমি। এর মধ্যে মোট স্থলসীমা ৪,৪২৭ কিমি এবং সমুদ্রসীমা ৭১১ কিমি।

158. বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?

a. পঞ্চগড়
b. তেঁতুলিয়া
c. দিনাজপুর
d. মেহেরপুর
সাধারণ জ্ঞান
সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া ও সর্ব উত্তরের স্থান জায়গীরজোত/বাংলাবান্ধা।

159. বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর হয়?

a. ১২ অক্টোবর, ১৯৭২
b. ১৬ ডিসেম্বর, ১৯৭২
c. ২৬ মার্চ, ১৯৭৩
d. ১৬ ডিসেম্বর,১৯৭৩
সাধারণ জ্ঞান
বাংলাদেশের খসড়া সংবিধান ১২ অক্টোবর ১৯৭২ গণ - পরিষদে উত্থাপন করা হয়, ৪ নভেম্বর ১৯৭২ গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে কার্যকর হয়।

160. ২০০৬ সালে বাংলাদেশের এস এস সি পরীক্ষায় গড় পাসের হার কত?

a. ৬২.৩%
b. ৬১.৫%
c. ৫৯.৪৭%
d. ৫০.৩%
সাধারণ জ্ঞান
বর্তমানে SSC ও HSC পরীক্ষায় ৭ টি স্তরে গ্রেডিং পদ্ধতি চালু হয়েছে। ২০১৬ সালে সাধারণ ৮ শিক্ষা বোর্ডে SSC ও HSC পরীক্ষায় গড় পাশের হার যথাক্রমে ৮৮.৭০% ও ৭২.৪৭%।] ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। (এসএসসি) ও সমমান পরীক্ষায় এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে ২,৬৯,৬০২ জন। পরীক্ষায় ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। গত বছর এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ ছিল।

বাংলা

1. সাহিত্যসম্যাট কার উপাধি?

a. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
b. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
c. মধূসূদন দত্ত
d. রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা উপন‍্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত।

2. 'মাধ্যমিক' -এর প্রকৃতি প্রত্যয় কোনটি?

a. মাধ্য+ষ্ণিক
b. মাধ্য+মিক
c. মাধ্যমিক+অ
d. মধ্যম+ষ্ণিক
বাংলা

3. গণনাবাচক শব্দ কোনগুলো?

a. এক, দুই
b. ১,২
c. প্রথম, দ্বিতীয়
d. ১লা , ২রা
বাংলা
অঙ্ক বা সংখ্যাবাচক শব্দ ১,২,৩ পৃভৃতি। গণনাবাচক শব্দ এক, দুই, তিন - - - - । পুরণবাচক শব্দ পহেলা, দোসরা, তেসরা, চৌঠা প্রভৃতি।

4. 'অজ পাড়াগাঁ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

a. গভীর
b. নিবিড়
c. প্রত্যন্ত
d. আদি
বাংলা

5. 'মীনের মত অক্ষি যার'--- কোন সমাস?

a. সমানাধিকরণ বহুব্রীহি
b. ব্যতিহার বহুব্রীহি
c. অলুক বহুব্রীহি
d. মধ্যপদলোপী বহুব্রীহি
বাংলা
মীনের মত অক্ষি যার - এর ব্যাসবাক্য হচ্ছে মীনাক্ষী। যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন সিংহাসন, সাহিত্য সভা, স্মৃতিসৌধ।

6. ' চলিষ্ণু অভিধান' কাকে বলা হতো ?

a. রামনারায়ণ তর্করত্ন
b. হরপ্রসাদ শাস্ত্রী
c. ঈম্বরচন্দ্র বিদ্যাসাগর
d. মুহম্মদ শহীদুল্লাহ
বাংলা
তিনি একাধারে ছিলেন সাহিত্যিক ও সাহিত্য গবেষক। ১৯৬১ সালে সাহিত্য গবেষণায় তিনি বাংলা একাডেমী পুরস্কার পান। গল্পবিচিত্র, ভাষা ও সাহিত্য, বাংলা ভাষার ইতিবৃত্ত তার উল্লেখযোগ্য শিল্পকর্ম।

7. শুদ্ধ বাক্য নির্দেশ করুন--

a. দৈন্যতা প্রশংসনীয় নয়
b. দীনতা প্রশংসনীয় নয়
c. দৈন্যতা নিন্দনীয়
d. দৈন্যতা অপ্রশংসনীয়
বাংলা
'দৈন্যতা ' শব্দটি অশুদ্ধ।

8. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' -- কোন ধরনের শব্দ?

a. শব্দের দ্বিরুক্তি
b. ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
c. পদের দ্বিরুক্তি
d. ছড়ার শব্দ
বাংলা
কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। ধ্বন্যাত্মক দ্বিরক্তি শব্দ কয়েকটি উপায়ে গঠিত হয়। যেমন : ১. মানুষের ধ্বনির অনুকার : ভেউ ভেউ - মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনি ট্যা ট্যা হি হি ২. জীবজন্তুর ধ্বনির অনুকার : ঘেউ ঘেউ (কুকুরের ধ্বনি) মিউ মিউ (বিড়ালের ডাক) কুহু কুহু (কোকিলের ডাক) কা কা (কাকের ডাক) ৩. বস্তুর ধ্বনির অনুকার : ঘচাঘচ (ধান কাটার শব্দ) মড়মড় (গাছ ভেঙে পড়ার শব্দ) ঝমঝম (বৃষ্টি পড়ার শব্দ) হু হু (বাতাস প্রবাহের শব্দ) ৪. অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার : ঝিকিমিকি (উজ্জ্বল্য)। ঠা ঠা (রোদের তীব্রতা), কুট কুট (শরীরে কামড় লাগার মতো অনুভূতি) মিনমিন, পিটপিট, ঝি ঝি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি গঠন ১. একই (ধ্বন্যাত্মক) শব্দের অবিকৃত প্রয়োগ : ধবধব, ঝনঝন, পটপট্ ২. প্রথম শব্দটির শেষে আ যোগ করে : গপাগপ, টপটপ, পটাপট ৩. দ্বিতীয় শব্দটির শেষে ই যোগ করে : ধরাধরি, ঝমঝমি, ঝনঝনি ৪. যুগ্মরীতিতে গঠিত ধ্বন্যাত্মক শব্দ : কিচিরমিচির (পাখি বা বানরের শব্দ) টাপুর টুপুর (বৃষ্টি পতনের শব্দ) হাপুসহুপুস (গোগ্রাসে কিছু খাওয়ার শব্দ) ৫. আনি - প্রত্যয় যোগেও বিশেষ্য দ্বিরুক্তি গঠিত হয় : পাখিটার ছটফটানি দেখলে কষ্ট হয়। তোমার বকবকানি আর ভালো লাগে না। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দের ব্যবহার (বিভিন্ন পদরূপে) ১. বিশেষ্য : বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে। ২. বিশেষণ : নামিল নভে বাদল ছলছল বেদনায়। ৩. ক্রিয়া : কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ। ৪. ক্রিয়া বিশেষণ : চিকচিক করে বালি কোথা নাহি কাদা।

9. শব্দ কয় প্রকার?

a. ২ প্রকার
b. ৩প্রকার
c. ৪ প্রকার
d. ৫প্রকার
বাংলা
শব্দ মোট ৩ শ্রেণীতে বিভক্ত। উৎপত্তিগত দিক থেকে শব্দ ৫ প্রকার। গঠনের দিক থেকে ২ প্রকার এবং অর্থের দিক দিয়ে ৩ প্রকার।

10. সন্ধি- বিচ্ছেদ করুন ' পনির'---

a. পনি+এর
b. পনি+র
c. পন+ইর
d. পন+ই+র
বাংলা
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি। বাংলা শব্দের স্বরসন্ধিতে দুটো সন্নিহিত স্বরের একটি লোপ পায়। যেমন, অ + এ = এ (অ লোপ) শত + এক = শতেক কত + এক = কতেক আ + আ = আ (একটা আ লোপ) শাঁখা + আরি = শাঁখারি রূপা + আলি = রূপালি আ + উ = উ (আ লোপ) মিথ্যা + উক = মিথ্যুক হিংসা + উক = হিংসুক নিন্দা + উক = নিন্দুক ই + এ = ই (এ লোপ) কুড়ি + এক = কুড়িক ধনি + ইক = ধনিক গুটি + এক = গুটিক আশি + এর = আশির

11. বাক্য সংকোচন করুন 'চক্ষু দ্বারা গৃহীত'--

a. চাক্ষুষ
b. প্রত্যক্ষ
c. সম্মুখে
d. চর্ব্য
বাংলা
চক্ষু দ্বারা গৃহীত - চাক্ষুষ চক্ষুর দ্বারা নিষ্পন্ন - চাক্ষুষ চক্ষুর দ্বারা দৃষ্ট - প্রত্যক্ষীভূত চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত - চান্দ্র চন্দ্র চূড়ান্তে যাহার - চন্দ্রচূড় চর্বণ করিয়া খাওয়া যায় যাহা - চর্ব্য চাটু করে যে - চাটুকার চিরস্থায়ী নয় যাহা - নশ্বর চিরকাল ব্যাপিয়া স্থায়ী - চিরস্থায়ী

12. সৈয়দ ওয়ালী উল্লাহর নাটক কোনটি?

a. নেমেসিস
b. রুপান্তর
c. সেনাপতি
d. সুড়ঙ্গ
বাংলা
কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক বহিপীর, তরঙ্গভঙ্গ ,সুড়ঙ্গ ,উজানে মৃত্যু।

13. 'বীরবল' কার ছদ্মনাম?

a. প্রমথনাথ বিশী
b. প্রমথ চৌধুরী
c. প্রবোধ কুমার স্যান্নাল
d. প্রেমেন্দ্র মিত্র
বাংলা
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী 'সবুজপত্র' পত্রিকার সম্পাদক ছিলেন। চার ইয়ারি কথা, নীল লোহিত তার গল্পগ্রন্থ।

14. 'শবনম' উপন্যাস কার রচনা?

a. মানিক বন্দ্যোপাধ্যায়
b. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
c. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
d. সৈয়দ মুজতবা আলী
বাংলা
সৈয়দ মুজতবা আলীর উপন্যাস অবিশ্বাস্য, শবনম। তার রচিত রম্য - রচনা পঞ্চতন্ত্র , ময়ূরকণ্ঠী। তার ছোট গল্পগ্রন্থ চাচা - কাহিনী, টুনি মেম।

15. মীর মশাররফ হোসেনের অমর গ্রন্থের নাম কি?

a. বিষাদ সিন্ধু
b. বসন্ত কুমারী
c. জমিদার দর্পণ
d. বিবি কুলসুম
বাংলা
ইতিহাস আশ্রিত উপন্যাস 'বিষাদ - সিন্ধু' ৩ খণ্ডে রচিত । হাসান ও হোসেনের সঙ্গে দামেঙ্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান হোসেনের করুণ মৃত্যু উপন্যাসের মূল উপজীব্য।

16. 'আনোয়ারা' উপন্যাসের রচয়িতা কে?

a. কাজী আবদুল ওদুদ
b. নজিবর রহমান
c. সৈয়দ মুজতবা আলী
d. শওকত ওসমান
বাংলা
এটি একটি সামাজিক উপন্যাস। নজিবর রহমানের অন্যান্য সামাজিক উপন্যাস হলো 'প্রেমের সমাধি', গরীবের মেয়ে ' পারিবারিক উপন্যাস 'পরিণাম'।

17. 'নকশী কাঁথার মাঠ' কি ধরনের কাব্য?

a. মহাকাব্য
b. গীতিকাব্য
c. পত্রকাব্য
d. কাহিনীকাব্য
বাংলা
প্রকাশকাল ১৯২৯ । চাষীর ছেলে রুপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রেম, বিয়ে, সুখময় জীবন, বিচ্ছেদ কাহিনী নিয়ে রচিত। এ কাব্যের ইংরেজি অনুবাদ করেন E.M. Milford ' Field of the Embroidery Quilt' নামে।

18. নাটক কি?

a. দৃশ্যকাব্য
b. কাব্যনাট্য
c. গীতিনাট্য
d. নৃত্যনাট্য
বাংলা
নাটক দৃশ্য ও শ্রাব্যকাব্যের সমন্বয়ে রঙ্গমঞ্চের সাহায্যে গতিমান মানবজীবনের প্রতিচ্ছবি আমাদের সম্মুখে মূর্ত করে তোলে।

19. কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য-

a. অগ্নিবীনা
b. বিষের বাঁশি
c. ভাঙার গান
d. সিন্ধু-হিন্দোল
বাংলা
নাটক দৃশ্য ও শ্রাব্যকাব্যের সমন্বয়ে রঙ্গমঞ্চের সাহায্যে গতিমান মানবজীবনের প্রতিচ্ছবি আমাদের সম্মুখে মূর্ত করে তোলে।

20. রবীন্দ্রনাথের প্রথম কাব্য-

a. জন্মদিন
b. সন্ধা সঙ্গীত
c. প্রভাত সঙ্গীত
d. আকাশ প্রদীপ
বাংলা
রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ 'কবি কাহিনী' । প্রকাশকাল ১৮৭৮ । দ্বিতীয় কাব্যগ্রন্থ 'বনফুল'। প্রকাশকাল ১৮৮০ । তবে প্রশ্নে উল্লিখিত option - গুলোর মধ্যে সন্ধ্যা সঙ্গীত প্রকাশিত হয় ১৮৮২ খ্রিষ্টাব্দে , প্রভাত সঙ্গীত প্রকাশিত হয় ১৮৮৩ খ্রিষ্টাব্দে।

21. ওমর খৈয়ামের দেশের নাম কি?

a. ইরান
b. তুরান
c. জর্ডান
d. ইরাক
বাংলা
ওমর খৈয়াম ফারসি ভাষার কবি। তার বিখ্যাত রচনা 'রুবাইয়াত' ।

22. আলাওলের কাব্যের নাম-

a. ইউসুফ-জোলেখা
b. লায়লী-মজনু
c. মধুমালতী
d. পদ্মাবতী
বাংলা
'পদ্মবতী' আলাওলের অনুবাদমূলক কাব্য। দৌলত উজীর বাহরাম খান - এর কাব্যগ্রন্থ 'লাইলী - মজনু'। ইউসুফ জুলেখা' শাহ মুহম্মদ সগীরের কাহিনী কাব্য। মুহম্মদ কাবীরের কাব্যগ্রন্থ 'মধুমালতী'।

23. 'মেঘদূত' কাব্য কার রচনা?

a. মহাকবি কালিদাস
b. বিশ্বকবি রবীন্দ্রনাথ
c. ছন্দের কবি সত্যেন্দ্রনাথ
d. পল্লীকবি জসীমউদ্দিন
বাংলা
কালিদাস সংস্কৃত ভাষার কবি।

24. ব্রজবুলি কি?

a. হিন্দু ভাষা
b. বজ্রের ভাষা
c. উর্দু ভাষা
d. মিথিলা ও বাংলার মিশ্র ভাষা
বাংলা
ব্রজবুলি ভাষায় বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক পদ লিখেছেন।

25. সাহিত্য সম্রাট কার উপাধি?

a. ঈশ্বরচন্দ্র গ্রপ্ত
b. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
c. রবীন্দ্রনাথ ঠাকুর
d. মধূসূদন দত্ত
বাংলা
সঠিক উত্তর হবে বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায় । তিনি সাহিত্যের রসবোদ্ধাদের কাছ থেকে 'সাহিত্য সম্রাট' এ আখ্যায়িত হন।

26. 'সমাচার দর্পণ' পত্রিকার প্রকাশকাল --

a. ১৮০০ খ্রিষ্টাব্দ
b. ১৮১৮ খ্রিষ্টাব্দ
c. ১৮৩৫ খ্রিষ্টাব্দ
d. ১৮৫০ খ্রিষ্টাব্দ
বাংলা
'সমাচার দর্পণ' ১৮১৮ খ্রিস্টাব্দে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয়। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র।

27. 'সওগাত' পত্রিকার সম্পাদক কে?

a. মোজাম্মেল হক
b. সৈয়ধ এমদাদ আলী
c. শেখ ফজলুল করিম
d. মোহাম্মদ নাসিরউদ্দীন
বাংলা
মাসিক সওগাত (১৯১৮) , সাপ্তাহিক সওগাত (১৯২৮) উভয় পত্রিকাই মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় প্রকাশিত হয়।

28. পুঁথি সাহিত্য বলতে বোঝায়--

a. প্রেমবিষয়ক সাহিত্য
b. হিন্দু-মুসলিম সম্পর্ক বিষয়ক সাহিত্য
c. ইসলামী চেতনা সম্পৃক্ত সাহিত্য
d. মহাপুরুষের জীবন সম্পর্কিত সাহিত্য
বাংলা
যুগসন্ধিকালে (১৭৬০ - ১৮৬০) মুসলিম শায়েররা হিন্দি - উর্দু - বাংলা মিশ্রিত এক ধরনের বিশেষ ভাষায় কবি গান রচনা করেন আরবি - ফারসি উর্দু থেকে কাহিনী গ্রহণ করে। পুঁথি সাহিত্য রচয়িতাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ফকির গরীবুল্লাহ, সৈয়দ হামজা প্রমুখ।

29. চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনীকাব্য রচনা করেন-

a. বৃন্দাবন দাস
b. লোচন দাস
c. জয়ানন্দ
d. পরাগল খাঁ
বাংলা
জীবনভিত্তিক এ কাহিনীকাব্যটির নাম 'চৈতন্য - ভাগবত'।

30. 'নসীরা নামা' কাব্য কার রচনা?

a. দৌলত কাজী
b. কবি মরদন
c. কোরেশী মাগন ঠাকুর
d. আলাওল
বাংলা
দৌলত কাজীর কাব্যগ্রন্থ 'সতীময়না ও লোরচন্দ্রানী' । কোরেশী মাগন ঠাকুর - এর কাব্যগ্রন্থ 'চন্দ্রাবতী'। আলাওল - এর কাব্যগ্রন্থ' 'হপ্তপয়কর' 'সিকান্দরনামা ' সয়ফুল মুলুক বদিউজ্জামাল' , 'তোহ্ফা'। 'নসীয়ৎনামা' কাব্যগ্রন্থ আবদুল হাকিমের ।

31. 'বেতমিজ' কোন তৎপুরুষ সমাস?

a. ৬ষ্ঠী
b. ২য়া
c. ৩য়া
d. নঞ
বাংলা
'বেতমিজ' নঞ তৎপুরুষ সমাস। না বাচক নঞ্ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে। যেমন: ন আচার = অনাচার, ন কাতর = অকাতর। এরূপ - অনাদর, নাতিদীর্ঘ, নাতিখর্ব, অভাব, বেতাল ইত্যাদি।

32. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক থেকে সঠিক?

a. যত গর্জে তত বৃষ্টি হয় না
b. অধিক সন্ন্যসীতে গাজন নষ্ট
c. নাচতে না জানলে উঠোন বাঁকা
d. যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়
বাংলা
প্রবচন বাক্য ব্যবহারিক দিক থেকে সঠিক হচ্ছে - নাচতে না জানলে উঠোন বাঁকা।

33. 'তাহলে তুমি লাঠি খেলতে জান না ।' -- এখানে 'লাঠি' কোন কারকে কোন বিভক্তি?

a. কর্তায় তৃতীয়া
b. কর্মে প্রথমা
c. করণে তৃতীয়া
d. করণে প্রথমা
বাংলা
'লাঠি দ্বারা খেলতে' এভাবে কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে।

34. শুদ্ধ শব্দ কোনটি?

a. সান্তনা
b. সান্ত্বনা
c. স্বান্তনা
d. সান্তণা
বাংলা
সঠিক বানান - সান্ত্বনা। সান্ত্বনা শব্দের অর্থ - সমবেদনা। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। এটি একটি আশ্বাস বাক্য।

35. বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম কি?

a. হুতোম প্যাঁচার নকশা
b. আলালের ঘরের দুলাল
c. সীতানাথ
d. গোরা
বাংলা
বাঙালি কর্তৃক বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮) । কালগত দিক থেকে উপন্যাস হিসেবে প্রথম দাবি খ্রিষ্টান বিদেশিনী হ্যানা ক্যাথরিন ম্যালেন্স (১৮২৬ - ৬১) রচিত 'ফুলমণি ও করুণার বিবরণ' (১৮৫২) গ্রন্থের ।

36. বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি?

a. মহাকবি
b. গীতিকবি
c. পল্লীকবি
d. ছন্দের কবি
বাংলা
বেগম সুফিয়া কামাল ছিলেন গীতিকবি। তিনি রবীন্দ্র কাব্যধারার গীতি কবিতা রচয়িতা ছিলেন।

37. বাংলা সাহিত্যের আদি নিদর্শন -

a. শূন্যপুরাণ
b. নিরঞ্জনের রুম্মা
c. সেক শুভদয়া
d. চর্যাপদ
বাংলা
১৯০৭ খ্রিস্টাব্দে নেপালের রয়েল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করা হয়। ১৯১৬ খ্রিস্টাব্দে কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আধুনিক লিপিতে প্রকাশিত হয় মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায়।

সাধারণ জ্ঞান

1. বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত?

a. ২৫১
b. ৩৩৩
c. ৩৭১
d. ৭১৩
সাধারণ জ্ঞান
বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৩৩টি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) তৎকালীন জনশিক্ষা দপ্তরকে পুণর্গঠন করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। এ অধিদপ্তরের প্রধান কাজ হল দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষাকে পরিচালনা ও নিয়ন্ত্রণ এবং শিক্ষা নীতির বাস্তবায়ন করা। বর্তমানে ৬৪টি জেলা শিক্ষা অফিস ৪৮৯টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ২৫টি থানা মাধ্যমিক শিক্ষা অফিস (প্রকল্প) ৩৩৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ২৩৬৩টি বেসরকারি মহাবিদ্যালয় ১৬১০৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ৭৫৯৮টি বেসকারি মাদরাসা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে শিক্ষানীতির বাস্তবায়ন করা। দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরের সাধারণ শিক্ষার সাথে সম্পৃক্ত নীতি প্রণয়নে প্রশাসনিক মন্ত্রণালয়কে সাহায্য করা। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষা কার্যক্রমকে তদারকি করা। উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কার্যক্রম গ্রহন, বাস্তবায়ন এবং তদারকি করা। দেশের সাধারণ শিক্ষার গুণগত মান নিশ্চিত করা।

2. বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে?

a. কামরুল হাসান
b. এস এম সুলতান
c. জয়নুল আবেদিন
d. কাইয়ুম চৌধুরী
সাধারণ জ্ঞান
বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন (২৯ ডিসেম্বর ১৯১৪ - ২৮ মে ১৯৭৬) বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য অভিধা লাভ করেন। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ - চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি। ১৯৭০ খ্রিস্টাব্দে গ্রামবাংলার উৎসব নিয়ে আঁকেন তার বিখ্যাত ৬৫ ফুট দীর্ঘ ছবি নবান্ন।

3. কয়টি দেশ ক্রিকেট খেলার সদস্য?

a. ৮টি
b. ৯টি
c. ১০টি
d. ১২টি
সাধারণ জ্ঞান
১২টি দেশ কিক্রেট খেলার সদস্য। দেশগুলো হচ্ছে - ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

4. জাতীয় আয় কোনটি?

a. দ্রব্য ও সেবাসামগ্রীর বিক্রয়লব্ধ অর্থ
b. উৎপাদিত দ্রব্যের পরিমাণ
c. উৎপাদিত দ্রব্য ও সেবাসামগ্রীর আর্থিক মূল্য
d. রপ্তানি দ্রব্যের অর্জিত অর্থ
সাধারণ জ্ঞান
জাতীয় আয় হলো - উৎপাদিত দ্রব্য ও সেবাসামগ্রীর আর্থিক মূল্য।

5. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?

a. ৯টি
b. ১০টি
c. ১১টি
d. ১২টি
সাধারণ জ্ঞান
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। ১৯৭১ সালে সংগঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচলনায় অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে ১১টি যুদ্ধক্ষেত্র বা সেক্টরে ভাগ করা হয়।

6. পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে-

a. ১ জানুয়ারি
b. ২১ এপ্রিল
c. ১ জুলাই
d. ১ অক্টোবর
সাধারণ জ্ঞান
পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে - ১ জানুয়ারি। জ্যোতির্বিজ্ঞানের রেওয়াজ থেকে, অয়তান্ত - বিন্দু অনুসারে চারটি ঋতুর হিসাব করা যায়—এটা হল সেই বিন্দু যা থেকে পৃথিবীর অক্ষ রেখার অক্ষীয় ঢাল সূর্যের কত কাছে রয়েছে বা সূর্য থেকে কত দূরে রয়েছে তার হিসাব পাওয়া যায়—এবং বিষুব অনুসারে, যখন অক্ষীয় ঢালের দিক ও সূর্যের দিক সমান্তরালে থাকে। দক্ষিণ গোলার্ধে এর বিপরীত ঘটনা ঘটে থাকে, যেখানে গ্রীষ্মকালীন ও শীতকালীন অয়তান্ত - বিন্দু গুলো নিজের মধ্যে পাল্টিয়ে যায় এবং বসন্ত বিষুব ও শারদীয় বিষুবের দিনও নিজেদের মধ্যে পাল্টিয়ে যায়।

7. আয়কর কোন ধরনের কর?

a. প্রত্যক্ষ কর
b. পরোক্ষ কর
c. সম্পূরক কর
d. পরিপূরক কর
সাধারণ জ্ঞান
আয়কর হলো প্রত্যক্ষ কর। আয়কর হচ্ছে এক ধরনের বার্ষিক ব্যয় যা উপার্জিত মজুরি, বেতন, কমিশন এবং অনর্জিত আয় (ডিভিডেন্ড, সুদ, ভাড়া, ট্রেডের লাভ) এর ওপর ধার্য করা হয়।

8. কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কী?

a. মুনাফা অর্জন
b. মুদ্রার মান নিয়ন্ত্রণ
c. ঋণ প্রদান
d. আমানত প্রদান
সাধারণ জ্ঞান
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো মুদ্রার মান নিয়ন্ত্রণ। এছাড়া ও এর অন্য কার্যাবলির মধ্যে রয়েছে আমানত গ্রহণ, ঋণ প্রদান, মুনাফা অর্জন ,বাণিজ্যিক ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করা, নোট ছাপানো।

9. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে?

a. ৬.৫ ঘন্টা
b. ৬ ঘন্টা
c. ৫.৫ ঘন্টা
d. ৫ ঘন্টা
সাধারণ জ্ঞান

10. মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?

a. গৌড়
b. ময়নামতি
c. মহাস্থানগড়
d. সোনারগাঁও
সাধারণ জ্ঞান
মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল মহাস্থানগড় । এটি বগুড়া জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত।

11. দীন-ই-ইলাহী প্রবর্তন করেন-

a. সম্রাট জাহাঙ্গীর
b. সম্রাট শাহজাহান
c. সম্রাট আকবর
d. সম্রাট আওরঙ্গজেব
সাধারণ জ্ঞান
১৫৮১ খ্রিস্টাব্দে আকবর 'দ্বীন - ই - ইলাহী' ধর্ম প্রবর্তন করেন।

12. পৃথিবীর সবচেয়ে বেশি পামওয়েল উৎপাদনকারী দেশ কোনটি?

a. ভারত
b. চীন
c. মালয়েশিয়া
d. যুক্তরাজ্য
সাধারণ জ্ঞান
বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি পামওয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া । পূর্বে ছিল মালয়েশিয়া ।]

13. কমনওয়েলথ কোন ধরনের দেশসমূহ নিয়ে গঠিত?

a. স্বল্প উন্নত দেশসমূহ
b. ইংরেজ শাসন হতে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ
c. তেল উৎপাদনকারী দেশসমূহ
d. এশিয়া ও ইউরোপের দেশসমূহ
সাধারণ জ্ঞান
কমনওয়েলথ হলো ইংরেজ শাসন হতে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ নিয়ে গঠিত সংস্থা। ১৯৪৯ সালের ২৬ এপ্রিল লন্ডন ঘোষণা অনুযায়ী আধুনিক কমনওয়েথ আত্মপ্রকাশ করে। এর বর্তমান সদস্য সংখ্যা ৫৩। বর্তমান মহাসচিব ভারতের কমলেশ শর্মা (৫ম)। সদর দপ্তর লন্ডনের মার্লবরো হাউজে অবস্থিত।

14. সংসদে গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন?

a. ৭ দিন
b. ১০ দিন
c. ১৫ দিন
d. ৩০ দিন
সাধারণ জ্ঞান
বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৮০ (৩) ধারায় এ বিষয়টির উল্লেখ আছে।

15. বাংলাদেশের সর্বমোট সীমারেখা কত?

a. ৫১৩৮ কিলোমিটার
b. ৫০৯০ কিলোমিটার
c. ৮৯৯০ কিলোমিটার
d. উপরের কোনোটিই নয়
সাধারণ জ্ঞান
বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৫ি১৩৮ কিমি। এর মধ্যে মোট স্থলসীমা ৪,৪২৭ কিমি এবং সমুদ্রসীমা ৭১১ কিমি।

16. বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?

a. পঞ্চগড়
b. তেঁতুলিয়া
c. দিনাজপুর
d. মেহেরপুর
সাধারণ জ্ঞান
সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া ও সর্ব উত্তরের স্থান জায়গীরজোত/বাংলাবান্ধা।

17. বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর হয়?

a. ১২ অক্টোবর, ১৯৭২
b. ১৬ ডিসেম্বর, ১৯৭২
c. ২৬ মার্চ, ১৯৭৩
d. ১৬ ডিসেম্বর,১৯৭৩
সাধারণ জ্ঞান
বাংলাদেশের খসড়া সংবিধান ১২ অক্টোবর ১৯৭২ গণ - পরিষদে উত্থাপন করা হয়, ৪ নভেম্বর ১৯৭২ গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে কার্যকর হয়।

18. ২০০৬ সালে বাংলাদেশের এস এস সি পরীক্ষায় গড় পাসের হার কত?

a. ৬২.৩%
b. ৬১.৫%
c. ৫৯.৪৭%
d. ৫০.৩%
সাধারণ জ্ঞান
বর্তমানে SSC ও HSC পরীক্ষায় ৭ টি স্তরে গ্রেডিং পদ্ধতি চালু হয়েছে। ২০১৬ সালে সাধারণ ৮ শিক্ষা বোর্ডে SSC ও HSC পরীক্ষায় গড় পাশের হার যথাক্রমে ৮৮.৭০% ও ৭২.৪৭%।] ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। (এসএসসি) ও সমমান পরীক্ষায় এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে ২,৬৯,৬০২ জন। পরীক্ষায় ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। গত বছর এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ ছিল।

সাধারণ বিজ্ঞান

1. হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়?

a. ৭৬ বছর
b. ৬০ বছর
c. ৫০ বছর
d. ৪৫ বছর
সাধারণ বিজ্ঞান
জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি যে ধূমকেতু আবিষ্কার করেন তা হ্যালির ধূমকেতু নামে পরিচিত। হ্যালির ধূমকেতু ৭৫ থেকে ৭৬ বছর পরপর দেখা যায়। ১৭৫৯ , ১৮৩৫ , ১৯১০ ও ১৯৮৬ সালে হ্যালির ধূমকেতু দেখা গেছে। এরপর দেখা যাবে ২০৬২ সালে।

2. কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়?

a. নেপচুন
b. পৃথিবী
c. বৃহস্পতি
d. মঙ্গল
সাধারণ বিজ্ঞান
বৃহস্পতি গ্রহকে গ্রহরাজ বলা হয়। বৃহস্পতি গ্রহ সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ। বৃহস্পতি ব্যতিত সৌর জগতের বাকি সবগুলো গ্রহের ভরকে একত্র করলে বৃহস্পতির ভর তা থেকে আড়াই গুণ বেশি হবে। এই জিউস থেকেই জেনো - মূলটি উৎপত্তি লাভ করেছে। এই মূল দ্বারা বেশ কিছু জুপিটার তথা বৃহস্পতি গ্রহ সংশ্লিষ্ট শব্দের সৃষ্টি হয়েছে। যেমন: জেনোগ্রাফিক।

3. বিপদ সংকেতের জন্য লাল আলো ব্যবহৃত হয় কেন?

a. লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক
b. লাল আলোর গতি কম
c. লাল আলোর উৎপাদন খরচ কম
d. লাল আলোর বিক্ষেপণ বেশি
সাধারণ বিজ্ঞান
লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে তা সহজেই মানুষের দৃষ্টি কাড়ে। তরঙ্গ দৈর্ঘ্য কম বেগুনি আলোর।

4. ধানের পরাগায়ন কিভাবে হয়?

a. বাতাসের সাহায্যে
b. বৃষ্টির সাহায্যে
c. কীট-পতঙ্গের সাহায্যে
d. মৌমাছির সাহায্যে
সাধারণ বিজ্ঞান
ধান হলো বায়ু পরাগী উদ্ভিদ। পরাগরেণু বায়ু দ্বারা বাহিত হয়ে উন্মুক্ত গর্ভমুণ্ডের উপর পড়ে এবং পরাগায়ন সংঘটিত হয়।

5. ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?

a. ৭২
b. ৮২
c. ৯২
d. ১০২
সাধারণ বিজ্ঞান
ইউরেনিয়ামের প্রতীক U, পারমাণবিক সংখ্যা ৯২ , পারমাণবিক ভর ২৩৮ ।

6. কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম?

a. ভূ-পৃষ্ঠে
b. মেরু অঞ্চলে
c. বিষুবীয় অঞ্চলে
d. ভূ-কেন্দ্রে
সাধারণ বিজ্ঞান
মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি, কেননা এখানে অভিকর্ষজ ত্বরণ g - এর মান সবচেয়ে বেশি। পৃথিবীর কেন্দ্রে g - এর মান শূন্য বিধায় বস্তুর ওজন শূন্য। বিষুব অঞ্চলে g - এর মান সবচেয়ে কম বিধায় সেখানে বস্তুর ওজন সবচেয়ে কম। খনির ভেতর ভূ - পৃষ্ঠের তুলনায় g এর মান কম বিধায় ভূপৃষ্ঠে বস্তুর ওজনের তুলনায় খনির ভেতর বস্তুর ওজন কম।

7. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?

a. ১০০ ফা:
b. ৯৯ ফা:
c. ৯৮.৪ ফা:
d. ৯৬.৮ ফা:
সাধারণ বিজ্ঞান

ইংরেজি

1. Who wrote "The Spanish Tragedy"?

a. John Lyly
b. Thomas Kyd
c. Robert Green
d. Christopher Marlowe
ইংরেজি
ইংরেজি সাহিত্যে সর্বপ্রথম প্রতিশোধমূলক Tragedy লিখেন Thomas Kyd।

2. The meaning of 'Controversy' is

a. agreement
b. argument
c. case
d. festive
ইংরেজি
Controversy শব্দটির অর্থ হলো বিতর্ক, বিরোধ। উত্তরের option - গুলোর শব্দের অর্থ (a) Agreement = চুক্তি, (b) Argument = গুরুতর মতের অমিল, তীব্র মতানৈক্য , (c) Case = ঘটনা, (d) festive = উৎসব সংক্রান্ত । Option - গুলোর (b) Option - টির সাথে মিল আছে। সুতরাং (b) option টি সঠিক ।

3. Which spelling is correct?

a. Secretariate
b. Secretarite
c. Secretariat
d. Secretariet
ইংরেজি
Secretariat (n) শব্দটির অর্থ হলো সচিবালয়।

4. Which of the following is a correct sentence?

a. He was so clever to miss the point
b. He was too cleaver to miss the point
c. He was too clever to grap the point
d. He was to cleaver not miss the point
ইংরেজি
Simple Sentence - এর too - to গঠন অনুসারে option (খ) ও (গ) সঠিক হতে পারে। কিন্তু grasp (আঁকড়ে ধরা) - এর grasp a chance / an opportunity সঙ্গতিপূর্ণ । অর্থাৎ grasp the point কথাটি সঙ্গতিপূর্ণ নয় । তাই option (খ) সঠিক।

5. Choose the proper preposition to fill in the blank in the following sentence: "He sympathy _____ the poor is praiseworthy"

a. for
b. with
c. toward
d. to
ইংরেজি
Sympathy for - সহানুভূমি Sympathy with - কারো প্রতি সহানুভূতি দেখানো এক্ষেত্রে দেখা যায় (ক) Option টি সঠিক।

6. The Merchant of Venice' is written by-

a. Shelley
b. Wordworth
c. Shakespeare
d. Milon
ইংরেজি
'The Merchant of Venice' এর Writer হলেন W. Shakespeare । তার অন্যান্য রচনা হলো - Romeo and Juliet, Macbeth, Othello, The Tempest, As You like it. comedy of Errors, Julius Caeser, King John, Henry VIII, etc.

7. Who is called the poet of poets?

a. Geoffrey Chaucer
b. Edmund Spenser
c. Thomas Kyd
d. William Shakespeare
ইংরেজি
Edmund Spenser is a poet of Elizabethan age (1558 - 1603) .Edmund Spener's (1552 - 1590) works - Astrophel, The Ruines of Time, The Faerie Queene.

8. Let me begin _____ my prayer

a. to say
b. say
c. saying
d. by saying
ইংরেজি
কোনো কাজ করবো বোঝাতে to + main verb বসে। For example : I want to learn English.  তাই এখানে To say হবে।

9. Lord of the Flies ' is a novel by-

a. William Golding
b. Shakespeare
c. Shelley
d. Wordworth
ইংরেজি

10. Wisdom means--

a. foolishness
b. trick
c. intelligence
d. prudence
ইংরেজি
Wisdom : (Noun) knowledge gained from experience, etc.; a wise act, thinking or saying; SYNONYM - intelligence, sense; enlightenment; sageness; OPPOSITE stupidity; ignorance; EXAMPLE She had the wisdom to resign.

11. He has said to me, 'I shall go out but you will stay . Make it indirect speech.

a. He has told me that he would go out but I should stay
b. He has told me that he will go out but I shall stay
c. He told me that he will go out but I shall stay
d. He has said me that he would go out but I would stay
ইংরেজি
Reporting verb এ 'said to' থাকলে told বসে, reporting speech a present অথবা future tense থাকলে tense এর কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র person Change হয়। First person পরিবর্তন হয় subject অনুযায়ী, second person পরিবর্তন হয় object অনুযায়ী এবং third person এর কোনো পরিবর্তন হয় না।

12. The synonym of the word 'Morose' is---

a. Depressed
b. Cheerful
c. Vindictive
d. Adventuress
ইংরেজি
Morose( বিষণ্ণ)----Depressed(চিন্তিত/বিষণ্ণ). Morose: (Adjective) "she was morose and silent when she got home" Similar: sullen,sulky,gloomy, bad - tempered, ill - tempered, in a bad mood, dour, surly, sour, glum, moody, unsmiling, humourless, uncommunicative, taciturn, unresponsive, unsociable, scowling, glowering, ill - humoured, somber, sober, saturnine, pessimistic, lugubrious,Eeyorish, mournful, melancholy, melancholic, doleful, miserable, dismal,depressed. Opposite: cheerful, happy, communicative.

13. The antonym of 'Harbinger' is---

a. Leader
b. Educator
c. Messenger
d. Follower
ইংরেজি
Harbinger: (Noun) Something that precedes and indicates the approach of something or someone. Synonyms : herald, indication, predecessor, precursor, forerunner, indicant Antonyms: contraindication, associate, follower

14. Choose the correct spelling---

a. Whispar
b. Whisper
c. Wisper
d. Whispere
ইংরেজি
Correct spelling - Whisper: ( Verb) Speak very softly using one's breath rather than one's throat, especially for the sake of secrecy. "Alison was whispering in his ear"

15. The meaning of 'magnanimity' is ---

a. meanness
b. generosity
c. selfishness
d. splendid
ইংরেজি
Magnanimity: (Noun) The fact or condition of being magnanimous; generosity. "both sides will have to show magnanimity"

16. Many years have passed since I-- my friend.

a. Had met
b. met
c. meet
d. have been met
ইংরেজি
Scince যুক্ত sentence র প‌রের অংশ past indefinite হয়

17. English is --- in many countries.

a. spoken
b. spoke
c. speakin g
d. speaks
ইংরেজি
English বলা হয়, Subj. নিজে কাজ করছে না। তথা এটি Passive Sense. তাই Passive Voice e auxiliary + Verb Past Perticiple হয়েছে। Speak - - Spoke - - Spoken

18. Fill in the blank --- Let me begin ---my prayer.

a. to say
b. say
c. saying
d. by saying
ইংরেজি

19. What is the correct translation of ---

a. He went away with laugh
b. He went away laughing
c. He went laughing
d. He goes away in laughing
ইংরেজি

20. Choose the proper word to fill in the blank space in the following sentence-- 'Smoking ---our health.'

a. affects
b. effects
c. affect
d. affecting
ইংরেজি
এখানে Smoking একসাথে noun ও verb - এর কাজ করে subject হিসেবে ব্যবহৃত হয়েছে এবং third person singular হওয়ার কারণে (a) option টি সঠিক ।

21. Choose the right option to fill in the gap in the following sentence-- 'He ---abroad for ten years before be settled down in Bangladesh.'

a. has worked
b. had worked
c. worked
d. would work
ইংরেজি
Past pertect tense অনুসারে sentence টি গঠন করা হয়েছে। সে অনুসারে (b) option টি সঠিক ।

22. Choose the correct tense in the sentence 'If you had brushed your teeth carefully, you ---- fewer cavities.'

a. would have had
b. would have
c. would had
d. will have
ইংরেজি
Impossible conditional sentence - এর verb টি past perfect tense - এ প্রকাশিত হয় এবং main clause - এর verb টি perfect conditional প্রকাশিত হয় অর্থাৎ If + sub + had + VPP , sub + would have + VPP গঠন করা হবে। সে সূত্র অনুসারে (a) option টি সঠিক।

23. Syntax denotes---

a. rules for writing paragraph
b. rules for writing an essay
c. rules for writing correct pronunciation
d. rules for sentence building
ইংরেজি
Syntax is the order or arrangement of words and phrases to form proper sentences. The most basic syntax follows a subject + verb + direct object formula. That is, "Bulbul hit the ball." Syntax allows us to understand that we wouldn't write, "Hit Bulbul the ball." The real joy in syntax comes with the ability to compose sentences in a variety of different ways. We can rearrange adjectives and adverbs, insert phrases, and more

24. What is an epic?

a. A long poem
b. A long prose composition
c. A romance
d. A novel
ইংরেজি
Epic - এর অর্থ মহাকাব্য । 'Ramayan' is famous epic of India .

25. Who is the writer of the critical work 'Aspects of Novel'?

a. George Eliot
b. George Herbert
c. Virgina Woolf
d. Edward Morgan Forster
ইংরেজি

26. Who wrote the book 'Lord Jim: A Tale?

a. Joseph Conrad
b. Oscar Wilde
c. Thomas Jardu
d. Rudyard Kipling
ইংরেজি
The book "Lord Jim: A Tale" was written by the British novelist Joseph Conrad, and was first published in 1900. The novel is widely regarded as one of Conrad's masterpieces and tells the story of a young British sailor named Jim, who, haunted by his past mistakes, seeks redemption by accepting a dangerous job in a remote region of the world. The novel explores themes such as guilt, redemption, honor, and the clash of cultures.

27. What is Limerick?

a. A form of light verse
b. A form of one - act play
c. A kind of short narrative poem
d. A kind of love poem
ইংরেজি
Limerick হলো এক ছোট ছড়া বা কবিতা বিশেষ।

28. Tennyson wrote--

a. Dover Beach
b. My last Duchess
c. the lotus Eaters
d. The Eve of St. Agnes
ইংরেজি
ব্রিটিশ Alfred Lord Tennyson (1809 - 1892) হলেন Victorian Period - এর অন্যতম প্রধান কবি। তিনি তার অনেক সুদীর্ঘ কবিতায় Blank Verse - এর সার্থক ব্যবহার করেছেন । The Lotus - Eaters তার বিখ্যাত কবিতা।

29. 'mist and mellow fruitfulness'---- Which of the following figures of speech is used in this sentence?

a. Alliteration
b. Metaphor
c. Onomatopoeia
d. Personification
ইংরেজি
Alliteration means repetition of consonant in two or more consecutive word.  ====>For example : O wild west wind Here ‘W’ is repeated thrice to produce sound effect. Alliteration is used both in prose and poetry for musical effect.

30. Who is famous for the theory of 'Objective Co-relative'?

a. Virginia Woolf
b. T.S Eliot
c. Edward Morgan Forster
d. William Somerset Maugham
ইংরেজি
Objective correlative, literary theory first set forth by T.S. Eliot in the essay “Hamlet and His Problems” and published in The Sacred Wood (1920).

31. The Romantic Period began in--

a. 1770
b. 1798
c. 1832
d. 1850
ইংরেজি
ঊনিশ শতকের প্রথমার্ধক Romantic Period বলা হয় অর্থাৎ (১৯৯৮ - ১৮৩২) পর্যন্ত। Romantic Period শুরু হয় ১৭৯৮ সালে Lyrical Ballads প্রকাশের মাধ্যমে।

32. Who is the anti-romantic novelist belonging to the Romantic Age?

a. Charles Lamb
b. Jane Asten
c. William Hazlitt
d. Emile Bronte
ইংরেজি
ঊনিশ শতকের প্রথমার্ধকে Romantic Period বলা Lyrical Ballads প্রকাশের মাধ্যমে। Romantic Poet হিসেবে পরিচিত Wordsworth and S.T. Coleridge.

33. 'Beauty is truth, truth is beauty'--- Whose speech is this?

a. Shakespeare
b. Keats
c. Eliot
d. Wordsworth
ইংরেজি
John Keats - কে Poet of sensuousness বলা হয়। জন কিটসের সাহিত্যকেই মূলত sensuous বলা হয়।

34. Who is the most famous satirist in English Literature?

a. Alexander Pope
b. Jonathan Swift
c. William Wordsworth
d. Oscar Wilde
ইংরেজি
Satire হল ব্যাঙ্গাত্মক রচনা। Jonathan Swift - কে বলা হয় ইংরেজ satirist swift, ১৬৬৭ সালে জন্মগ্রহণ করেন এবং ১৭৪৬ সালে মারা যান। তার বিখ্যাত Bitterest satire of 18th century - হলো Gulliver's Travels.

35. Who compiled the first English Dictionary?

a. Adam Smith
b. Dr.Johnson
c. Edmund Burke
d. Edward Gibbon
ইংরেজি
ড. স্যামুয়েল জনসন (১৭০৯ - ১৭৮৪) সর্বপ্রথম Dictionary সম্পাদনা করেন ১৭৫৫ সালে। তিনি একটি literary club in English প্রতিষ্ঠা করেন ১৭৬৪ সালে।

36. What is the full Name of the tragedy 'Dr. Raustus'?

a. The Tragical History Of Doctor Faustus
b. The Tragedy of Doctor Fuastus
c. The Tragic History of Doctor Faustus
d. Doctor Faustus
ইংরেজি
'Doctor Faustus' ইংলিশ নাট্যকার Christoper Marlowe - এর একটি নাটক। এ নাটকের পুরো নাম ' The Tragical History of Doctor Faustus' , সংক্ষেপে ' Doctor Faustus'।

37. Which one of the following is the first long poem in English?

a. The Wanderer
b. Beowulf
c. The Seafarer
d. Dream of the Road
ইংরেজি
ইংরেজি সাহিত্যের প্রথম গ্রন্থ হচ্ছে এটি। যেটি, কবিতার মত করে লেখা ছিল।

ভূগোল

1. বাংলাদেশের ভেতর ভারতের কয়টি ছিটমহল আছে?

a. ১১১টি
b. 51টি
c. 41টি
d. 57টি
ভূগোল
বাংলাদেশের ভেতর ভারতের ১১১ টি ছিটমহল ছিল। ছিটমহলগুলোর মোট আয়তন ছিল ১৭১৫৮.০৫ একর। এ ছিটমহল গুলো ছিল লালমনিরহাট (৫৯ টি), পঞ্চগড় (৩৬টি), কুড়িগ্রাম (১২টি) ও নীলফামারীতে (৪টি)। উল্লেখ্য, বাংলাদেশ - ভারত স্থল সীমান্ত চুক্তি কার্যকরের মাধ্যমে ১ আগস্ট ২০১৫ থেকে ছিটমহল সমস্যার অবসান ঘটে।

2. ভূপৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ দেখা যায় তাকে বলে-

a. অশ্মমন্ডল
b. ভূত্বক
c. কঠিন শিলা
d. উপরের কোনোটিই নয়
ভূগোল
পৃথিবীর বিভিন্ন স্তরকে বলে মণ্ডল। ভূগর্ভের রয়েছে তিনটি স্তর—অশ্মমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। এগুলোর মধ্যে সবচেয়ে ওপরের স্তরটি হলো অশ্মমণ্ডল। আর অশ্মমণ্ডলের ওপরের অংশই ভূত্বক। এই স্তর শিলা দিয়ে গঠিত।

3. রাজশাহী ও পাবনার মধ্যবর্তী জলাশয় কি নামে পরিচিত?

a. চলনবিল
b. বিল
c. হাওর
d. গড়
ভূগোল
চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল। এটি নাটোর, সিরাজগঞ্জ, এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত। সাতচল্লিশটি নদী ও অন্যান্য জলপথ চলনবিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। বিলটিতে পলিমাটি জমে, এর আকার সঙ্কুচিত হয়ে আসছে।

4. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?

a. চিনভুক্ত
b. তাজিং ডং
c. চন্দ্রনা
d. সীতা
ভূগোল
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিং ডং বিজয় নামে পরিচিত । তাজিং ডং মারমা শব্দ। এর অর্থ গভীর অরণ্যের পাহাড়। তাজিং ডং বান্দরবান জেলায় অবস্থিত। এর উচ্চতা ১,২৩১ মিটার।

5. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?

a. ৩৬১৫ কিমি
b. ৪,১৪৪ কিমি
c. ৩৮১৫ কিমি
d. ৩৯১৫ কিমি
ভূগোল
প্রচলিত তথ্য মতে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত ৪,১৪৪ কিমি এবং মিয়ানমারের সাথে ২৮৩ কিমি কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) - এর তথ্য মতে ভারতের সাথে ৪১৫৬ কিমি এবং মিয়ানমারের সাথে ২৭১ কিমি।

6. ভারতের ভেতর বাংলাদেশের কয়টি ছিটমহল আছে?

a. ৪১ টি
b. ৪৭ টি
c. ৫১ টি
d. ৫৭ টি
ভূগোল
ভারতের ভেতর বাংলাদেশের ৫১ টি ছিটমহল ছিল। বাংলাদেশ - ভারত স্থল সীমান্ত চুক্তি কার্যকরের মাধ্যমে ১ আগস্ট ২০১৫ ছিটমহল বিনিময়ের ফলে ছিটহল যুগের অবসান ঘটে।

7. বরেন্দ্রভূমি বলা হয় কাকে?

a. মধুপুর ও ভাওয়ালের গড়কে
b. ময়নামতি ও লালমাই পাহাড়কে
c. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশকে
d. পার্বত্য চট্রগ্রামকে
ভূগোল
বরেন্দ্রভূমির আয়তন ৯,৩২৪ কিলোমিটার। মধুপুর ও ভাওয়াল গড় গাজীপুর , ময়মনসিংহ ও টাঙ্গাইলে অবস্থিত। ময়নামতি ও লালমাই পাহাড় কুমিল্লায় অবস্থিত।

8. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?

a. ৭২৪ কিমি
b. ৭১১ কিমি
c. ৭০০ কিমি
d. ৭১২ কিমি
ভূগোল
বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ৭১১ কিমি। ১২ নটিক্যাল মাইল রাজনৈতিক সমুদ্রসীমা। অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৬৭ নটিক্যাল কিলোমিটার। ]

9. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

a. মঙ্গল
b. বুধ
c. বৃহস্পতি
d. শুক্র
ভূগোল
বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বলে একে গ্রহরাজ বলা হয়। আয়তনে পৃথিবীর চেয়ে প্রায় ১,৩০০ গুণ বড় । পৃথিবীর একদিনে এখানে দুবার সূর্য ওঠে, দুই বার অস্ত যায়। বৃহস্পতির মোট ৫০ টি উপগ্রহ আছে। এর মধ্যে লো, ইউরোপ গ্যানিমেডি ও ক্যালিস্টো প্রধান।

10. ধ্রুবতারা কোন গোলার্ধে দেখা যায়?

a. উত্তর গোলার্ধে
b. দক্ষিণ গোলার্ধে
c. পূর্ব গোলার্ধে
d. পশ্চিম গোলার্ধে
ভূগোল
সপ্তর্ষিমণ্ডলের নিচে যে উজ্জ্বল তারকা দৃষ্টিগোচর হয় তাকে ধ্রুবতারা বলে। এটি শুধু উত্তর গোলার্ধে দৃষ্ট হয়।

11. সৌরজগতের কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে?

a. পৃথিবী
b. মঙ্গল
c. বৃহস্পতি
d. বুধ
ভূগোল
বুধ সৌরজগতের ক্ষুদ্রতর গ্রহ। এ গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত। সূর্যের খুব কাছের গ্রহ বলে বুধের তাপমাত্রা খুব বেশি। বুধের কোনো উপগ্রহ নেই।

12. হরমুজ প্রণালী সংযুক্ত করেছে--

a. পারস্য উপসাগর ও ওমান উপসাগর
b. আটলান্টিক ও উত্তর সাগর
c. ভাসমান সাগর ও প্রশান্ত সাগর
d. এডেন ও লোহিত সাগর
ভূগোল
হরওপা= হরমুজ ও ওমান প্রণালী পানামা খালকে।

13. কোন বিখ্যাত নগরী এশিয়া ও ইউরোপের অন্তর্ভুক্ত ?

a. আম্মান
b. বাকু
c. ইস্তাম্বুল
d. এথেন্স
ভূগোল
এশিয়া ও ইউরোপকে একত্রে ইউরেশিয়া বলে। তুরঙ্ক ও রাশিয়া দেশ দুটি দুটি মহাদেশে পড়েছে। এক্ষেত্রে তুরঙ্কের অন্তর্গত ইস্তাম্বুল শহরটি এশিয়া ও ইউরোপ দুই মহাদেশেই পড়েছে।

14. আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে কোন নদী?

a. নাফ
b. কর্ণফুলী
c. কুশিয়ারা
d. সুরমা
ভূগোল
প্রকৃত পক্ষে আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন নদী কর্ণফুলী। নাফ নদীর জন্ম আরাকান পর্বতমালা এবং যমুনার জন্ম হিমালয়ের কৈলাস শৃঙ্গে।

15. শ্রীলংকা ও ভারতের মধ্যে কোন প্রণালী অবস্থিত?

a. বেরিং
b. মালাক্কা
c. জিব্রাল্টার
d. পক
ভূগোল
শ্রীলংকা ও ভারতের মধ্যে পক প্রণালী অবস্থিত। বেরিং প্রণালী এশিয়া - আমেরিকা মহাদেশকে পৃথক করেছে। জিব্রাল্টার প্রণালী আফ্রিকাকে স্পেন (ইউরোপ) থেকে পৃথক করেছে। আলাঙ্কা প্রণালী সুমাত্রা (ইন্দোনেশিয়া ) থেকে মালয়েশিয়াকে পৃথক করেছে।

16. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ--

a. তালদ্বীপ
b. নিঝুম দ্বীপ
c. পূর্বাশা দ্বীপ
d. সেন্টমার্টিন দ্বীপ
ভূগোল
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন । এ দ্বীপ সর্ব দক্ষিণের দ্বীপ । এ দ্বীপের আরেক নাম নারিকেল জিঞ্জিরা। এ দ্বীপের আয়তন ২২ বর্গ কিমি। দক্ষিণ তালপট্রি দ্বীপের অপর নাম নিউমুর বা পূর্বাশা । নিঝুপ দ্বীপের অপর নাম বাউলার চর।

17. সমুদ্রস্রোতের অন্যতম কারণ হচ্ছে?

a. সমুদ্রের ঘূর্ণিঝড়
b. বায়ুপ্রবাহ
c. পানির ঘনত্বের তারতম্য
d. পানিতে তাপের পরিচলন
ভূগোল
সমুদ্র স্রোতের অনেকগুলো কারণ আছে। যেমন - বায়ুপ্রবাহ , লবণাক্ততা, আহ্নিক গতি, সমুদ্রের গভীরতা, উষ্ণতার পার্থক্য ইত্যাদি। তার মধ্যে বায়ু প্রবাহ সর্বাধিক।

18. বায়ুরচাপ মাপার যন্ত্র হচ্ছে--

a. ব্যারোমিটার
b. মিটার
c. থার্মোমিটার
d. স্পিডোমিটার
ভূগোল
থার্মোমিটার তাপমাত্রা মাপক যন্ত্র। স্পিডোমিটার গাড়ির গতিমাপক যন্ত্র। অডিও মিটার শ্রবণ ক্ষমতার পার্থক্য মাপার যন্ত্র।

19. বায়ুমন্ডলের স্তর কয়টি ?

a. ৩টি
b. ৪টি
c. ৫টি
d. ৬টি
ভূগোল
ভূ - পৃষ্ঠ একটি বায়বীয় আবরণ দ্বারা বেষ্টিত। এ বায়বীয় আবরণই হলো বায়ুমণ্ডল। ভূ - ত্বক হতে উপরের দিকে এর গভীরতা প্রায় ১৬১০ কিমি। বায়ুমন্ডল পাঁচ স্তর বিশিষ্ট। যথা - ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল ও এক্সোমণ্ডল।

20. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে --

a. ১০ নিউটন
b. ৫ নিউটন
c. ১০ মে.টন
d. ৫ মে.টন
ভূগোল
বায়ু উপরে , নিচে এবং চারদিকে সব সময় চাপ দেয়। বায়ুর এ চাপকে বায়ুচাপ বলে। পৃথিবীর মাধ্যাকর্ষণের ফলে বায়ুমণ্ডল ভূ - পৃষ্ঠে যে চাপ প্রয়োগ করছে সমুদ্র সমতলে তার পরিমাণ হচ্ছে প্রতি বর্গ ইঞ্চিতে ১৪.৭ পাউন্ড। হিসাবের সুবিধার্থে সারা বিশ্বে মিলিবারে বায়ুর চাপ প্রকাশ করা হয়। ১ মিলিবার = ১০০০ ডাইন / বর্গ সেমি।

21. ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে--

a. গোধূলি
b. ঊষা
c. গুরুবৃত্ত
d. ছায়াবৃত্ত
ভূগোল
কোনো একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর একদিকে রাত, অপরদিকে দিন হয়। অর্থাৎ পৃথিবীর একদিক আলোকিত থাকে এবং অপরদিকে অন্ধকার থাকে। পৃথিবীর এই আলোকিত অংশ ও অন্ধকার অংশের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে।

22. দ্রাঘিমা রেখাগুলো ---

a. গোলাকৃতির
b. ডিম্বাকৃতির
c. অর্ধবৃত্তাকৃতির
d. চৌকা
ভূগোল
নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগবিন্দুর ওপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকে দ্রাঘিমারেখা বলে। দ্রাঘিমারেখাকে মধ্যরেখাও বলে। ১ ডিগ্রি দ্রাঘিমারেখা বলে। দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট। ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের প্রায় মধ্যভাগে অবস্থিত। এ জন্য এ দ্রাঘিমার স্থানীয় সময়কে বাংলাদেশের প্রমাণ সময় ধরা হয়েছে।

23. গুরুবৃত্ত বা মহাবৃত্ত হচ্ছে--

a. দ্রাঘিমা রেখা
b. নিরক্ষরেখা
c. অক্ষরেখা
d. মধ্যরেখা
ভূগোল
গুরুবৃত্ত বা মহাবৃত্ত হচ্ছে বিষুবরেখা বা নিরক্ষরেখা । ৬৬.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় সুমরেু বৃত্ত এবং ৬৬.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় কুমেরু বৃত্ত।

24. উষ্ণ স্রোত ও শীলত স্রোতের মিলনে--

a. পানি ঠান্ডা হয়
b. কুয়াশা ও ঝড় হয়
c. উপরের কোনোটিই নয়
d. ক ও খ উভয়ই
ভূগোল
সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হয়। সমুদ্রের জলরাশির এই প্রবাহ হল সমুদ্রস্রোত। মেরু অঞ্চলের সমুদ্র থেকে শীতল জলরাশির স্রোত প্রবাহিত হলে তাকে শীলত স্রোত বলা হয় এবং উষ্ণ জলরাশির স্রোত প্রবাজিত হলে তাকে উষ্ণ স্রেত বলা হয়। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে তাপমাত্রা বা উষ্ণতা পার্থক্যের কারনে ঘন কুয়াশা এবং ঝড়ের সৃষ্টি হয়।

25. নিরক্ষীয় অঞ্চলে পানি--

a. উষ্ণ ও হালকা
b. উষ্ণ ও ভারী
c. শীতল ও হালকা
d. শীতল ও ভারী
ভূগোল
নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু প্রধানত নিরক্ষীয় নিম্নচাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে দিনরাত্রির দৈর্ঘ্য প্রায় সমান। জানুয়ারি ও জুলাই মাসের তাপমাত্রার পার্থক্য নেই বললেই হয়। তাই ঋতু পরিবর্তন এ অঞ্চলে দেখা যায় না। সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত এ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। নিরক্ষীয় অঞ্চলে পানি উষ্ণ ও হালকা।

26. জলভাগের পরিমাপ বেশি পৃথিবীর ---

a. উত্তর গোলার্ধে
b. দক্ষিণ গোলার্ধে
c. পূর্ব গোলার্ধে
d. পশ্চিম গোলার্ধে
ভূগোল
উত্তর গোলোর্ধে স্থলভাগের পরিমাণ বেশি। অপরদিকে দক্ষিণ গোলোর্ধে এন্টারটিকা মহাদেশ অবস্থিত বলে স্থল ভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি।

27. কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে--

a. উষ্ণমন্ডল
b. হিমমন্ডল
c. নিরক্ষীয় মন্ডল
d. আপেক্ষিক মন্ডল
ভূগোল
নিরক্ষরেখার ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় কর্কটক্রান্তি। অপরদিকে ২৩.৫ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় মকরক্রান্তি । কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে নিরক্ষীয় অঞ্চল ।

28. ভূপৃষ্ঠের শিলারাশি বিচুর্ণ হয়--

a. চাপে
b. বিচূর্ণীভবন প্রক্রিয়ায়
c. তাপে
d. উপরের কোনোটিই নয়
ভূগোল
ভূত্বক যে সকল উপাদানে গঠিত তাদেরকে সাধারণভাবে শিলা বলে। আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন - বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদি এবং অন্যান্য প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূ - পৃষ্ঠের উপরের শিলারাশি চূর্ণ - বিচূর্ণ হয়। এ প্রক্রিয়ায় আবহাওয়ার উপাদানগুলো কার্যরত থাকে বলে বিচূর্ণীভবন হয়ে থাকে। অর্থাৎ ভূ - পৃষ্ঠের শিলারাশির উপরিভাগে যে বিচূর্ণীকরণ বা ভাঙন সংঘটিত হয় তাকেই বিচূর্ণীভবন বলে।

29. এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে--

a. মকরক্রান্তি রেখা
b. সুমেরু রেখা
c. কর্কটক্রান্তি রেখা
d. কুমেরু রেখা
ভূগোল
নিরক্ষরেখা বা বিষুবরেখা হতে ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি রেখা বলা হয় । অন্যদিকে নিরক্ষরেখা বা বিষুবরেখা হতে ২৩.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলা হয়।

30. ঋতু পরিবর্তনের সাথে যে বায়ু প্রবাহের দিক পরিবর্তিতত হয় তাকে বলে---

a. আয়ন বায়ু
b. প্রত্যায়ন বায়ু
c. মৌসুমী বায়ু
d. স্থানীয় বায়ু
ভূগোল
সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়নের কারণে মৌসুমী বায়ুর সৃষ্টি হয়। মৌসুমী বায়ু হলো সমুদ্র বায়ু ও জলবায়ুর ব্যাপক সংস্করণ যা আমাদের দেশের প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বাংলাদেশ , মায়ানমার ,দক্ষিণ চীন, ভারত, পাকিস্তান, জাপান প্রভৃতি মৌসুমী বায়ুর অন্তর্গত।

31. সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়?

a. শেষরাতে
b. মধ্যাহ্নে
c. অপরাহ্ণে
d. মধ্যরাতে
ভূগোল
সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয় অপরাহ্ণে। সমুদ্রবায়ু সাধারণত দিনের বেলায় প্রবাহিত হয় । সারাদিনের সূর্যতাপ গ্রহণ করে সন্ধ্যার সময় ভূপৃষ্ঠ সেই তাপ বিকিরণ করতে শুরু করে সেজন্য সন্ধ্যাবেলায় স্থলভাগের নিম্নচাপের পরিমাণ আরও বাড়ে । ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্রবায়ুর বেগ ক্রমশ বাড়তে থাকে এবং সন্ধ্যাবেলায় সবচেয়ে বেশি বেগে সমুদ্রবায়ু প্রবাহিত হতে থাকে । সমুদ্রবায়ুর প্রভাবে সমুদ্রোপকূল বা বিস্তৃত জলভাগের তীরবর্তী অঞ্চলে সমভাবাপন্ন বা নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায়।

সামাজিক বিজ্ঞান

1. মিরিন্ডা কোন গ্রহের উপগ্রহ?

a. মঙ্গল
b. বুধ
c. শনি
d. ইউরেনাস
সামাজিক বিজ্ঞান
৩য় বৃহত্তম গ্রহ ইউরেনাস একটি সবুজ গ্রহ। এটির ৫টি উপগ্রহ রয়েছে। মিরিন্ডা, ওবেরন, অম্ব্রিয়েল, টাইটানিয়া, এরিয়েল।

2. মঙ্গল পান্ডে নামটি কোন বিদ্রোহের সাথে জড়িত?

a. নানকার বিদ্রোহ
b. সিপাহী বিদ্রোহ
c. নাচোল বিদ্রোহ
d. কৃষক বিদ্রোহ
সামাজিক বিজ্ঞান
১৮৫৭ সালে সংঘটিত সিপাহী বিদ্রোহের সাথে মঙ্গলপাণ্ডে নামটি জড়িত। যদিও এ বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং এ দেশের সিপাহী বিদ্রোহীদের আন্টাঘর বর্তমান ভিক্টোরিয়া পার্কে ফাঁসি দিয়ে লাশ কাক, কুকুর দিয়ে খাওয়ানো হয়।

3. মানুষের সকল অর্থনৈতিক কাজের মূলে রয়েছে কোনটি?

a. মুনাফা
b. উৎপাদন
c. অভাব
d. উপযোগ
সামাজিক বিজ্ঞান
অভাবের কারণেই মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে যোগ দেয়।

4. নীলকররা নীল উৎপাদিত অঞ্চলসমূহে কি স্থাপন করতেন?

a. কুঠি
b. দুর্গ
c. কেল্লা
d. শিবির
সামাজিক বিজ্ঞান
নীলকররা নীল উৎপাদিত অঞ্চলসমূহে কুঠি স্থাপন করতেন। তারা জোরপূর্বক এ দেশের কৃষকদেরকে ধানী জমিতে নীলচাষ করতে বাধ্য করতো । পরবর্তীতে কৃত্রিম নীল আবিষ্কার হওয়ায় নীলচাষ বন্ধ হয়ে যায়।

5. কখন লিখন পদ্ধতির সূত্রপাত হয়েছিল?

a. নব্য প্রস্তর যুগে
b. লৌহ যুগে
c. ব্রোঞ্জ যুগে
d. আদিম যুগে
সামাজিক বিজ্ঞান
best ans ব্রোঞ্জ যুগে লিখন পদ্ধতির সূত্রপাত হয়েছিল। এ যুগে ধাতু ও তামার ব্যবহার ও শুরু হয়। এ সময় সমুদ্রে যাতায়াত করা হতো আকাশের তারা দেখে।

6. মার্কসীয় দর্শনের মূল লক্ষ্য কি?

a. সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা
b. সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
c. পুঁজিবাদি সমাজ প্রতিষ্ঠা
d. ইসলামী সমাজ প্রতিষ্ঠা
সামাজিক বিজ্ঞান
মার্কসবাদ ঊনবিংশ শতাব্দীর দার্শনিক, অর্থনীতিবিদ, সাংবাদিক এবং বিপ্লবী কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলসের তত্ত্বের ওপর ভিত্তি করে গড়ে ওঠা রাজনৈতিক অনুশীলন ও সামাজিক তত্ত্ব। এই তত্ত্বে সামাজিক পরিবর্তনের দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিতে সামাজিক দ্বন্দ্ব ও শ্রেণি - সম্পর্ককে ভিত্তি করে সমাজ বিশ্লেষণের বিশ্বদর্শন ও প্রক্রিয়া বয়ান করা হয়েছে। মার্কসবাদী প্রক্রিয়াকে পদ্ধতিগত অর্থনৈতিক পরিবর্তনে শ্রেণিসংগ্রামের ভূমিকা এবং পুঁজিবাদের বিকাশের সমালোচনা ও বিশ্লেষণে অর্থনৈতিক ও সামজিক - রাজনৈতিক জিজ্ঞাসা ও প্রয়োগে ব্যবহার করা হয়। প্রয়োগিক বিবেচনায় মার্কসবাদ হচ্ছে মালিক শ্রেণির তথা বুর্জোয়া শ্রেণির শোষণ, নির্যাতন, নিপীড়ন তথা মজুরি - দাসত্ব থেকে প্রলেতারিয়েতের বা শ্রমিক শ্রেণির মুক্তির মতবাদ।

7. 'যুদ্ধ-বিগ্রহ সমাজ গড়নের অনুকূল নয়। যুদ্ধ -বিগ্রহ অর্থ পারস্পরিক ধ্বংস। আর সমাজ অর্থ পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে সষ্টি।' উক্তিটি কোন সমাজবিজ্ঞানীর

a. পেজের
b. ডুর্খইমের
c. ম্যাকাইভারের
d. সামনারের
সামাজিক বিজ্ঞান
মাক্যাইভারের অন্য একটি বিখ্যাত উক্তি - 'সমাজ হলো সামাজিক কল্যাণমূলক একটি ব্যবস্থা।' সংস্কৃতি সম্পর্কে তিনি বলেন, ' Culture is what we are and civilization is what we use or have. '

8. নগরায়ণের ফলে গ্রামীণ--

a. সমাজ গড়ে উঠছে
b. সমাজ ধব্ংস হচ্ছে
c. সমাজ উন্নত হচ্ছে
d. যৌথ পরিবার ভেঙে অণু পরিবারের সৃষ্টি হচ্ছে
সামাজিক বিজ্ঞান
নগরায়ণের ফলে গ্রামীণ যৌথ পরিবার ভেঙে অণু পরিবারের সৃষ্টি হচ্ছে এবং সমাজ ও সভ্যতার ক্রমবিকাশের ফলে শিল্পায়িত এ যুগে দ্রুত নগরায়ন ঘটছে।

9. কিসের কারণে গ্রামীণ কৃষকদের মেয়েরা শহরে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছে?

a. মূল্যবোধের পরিবর্তন
b. কৃষির উন্নতি
c. যোগাযোগ ব্যবস্থার উন্নতি
d. শিল্পায়ন ও নগরায়ণ
সামাজিক বিজ্ঞান
মূল্যবোধের পরিবর্তনের কারণে গ্রামীণ কৃষকদের মেয়েরা শহরে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছে। যার পূর্বশর্ত হিসেবে রয়েছে ধর্মীয় কুসংস্কার হ্রাস এবং জীবিকা।

10. পরিবার গঠনের অন্যতম পূর্বশর্ত কি?

a. বিবাহ
b. পারস্পরিক ঐক্যমত্য
c. একত্রে মেলামেশা
d. সামাজিক রীতি-নীতি
সামাজিক বিজ্ঞান
বিবাহ হল একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দু'জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। বিভিন্ন দেশে সংস্কৃতিভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য থাকলেও সাধারণ ভাবে বিবাহ এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে দু'জন মানুষের মধ্যে ঘনিষ্ঠ ও যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে।

11. ব্রোঞ্জ যুগে মানুষ সমুদ্রপথে যাতায়াতের জন্য কি দেখে দিক নির্ণয় করত?

a. সূর্য
b. চন্দ্র
c. ব্যারোমিটার
d. আকাশের তারা
সামাজিক বিজ্ঞান
প্রাচীন ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মানুষের ধাতুগত সাংস্কৃতিক উন্নয়নের তৃতীয় পর্যায় হলো ব্রোঞ্জ যুগ। এ যুগকে প্রথম ধাতুর যুগ হিসেবে আখ্যায়িত করা হয়। জানা যায়, খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের কাছাকাছি সময়ে প্রাচীন নিকটপ্রাচ্যে এ যুগের সূচনা হয়। আর খ্রিস্টপূর্ব ১২০০ অব্দে লৌহ আবিষ্কারের সঙ্গে সঙ্গে এ যুগের অবসান ঘটে। ব্রোঞ্জ যুগে মানুষ সমুদ্রপথে যাতায়াতের জন্য আকাশের তারা দেখে দিক নির্ণয় করত।

12. জাভা মানব কোথায় দেখা যেত?

a. জার্মানিতে
b. ইন্দোনেশিয়ায়
c. চীনে
d. ভারতে
সামাজিক বিজ্ঞান
পিকিং মানব চীনে, হোমোসেপিন্স মানব জার্মানিতে দেখা যেত।

13. 'Democracy is a Government of the people ,by the people and for the people' -- উক্তিটি কার ?

a. লাঙ্কির
b. সাদ্দাম হোসেনের
c. অমর্ত্য সেনের
d. আব্রাহাম লিঙ্কনের
সামাজিক বিজ্ঞান
বর্ণনা: 863 খ্রিস্টাব্দে মাত্র 2 মিনিটে স্থায়ী ভাষণে তিনি গণতন্ত্র সম্পর্কে একটি করেন যা বিশ্বজুড়ে সমাদৃত গ্রহণযোগ্য ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ উক্তি (গণতন্ত্র সম্পর্কে )বলে বিবেচিত।

14. মানুষের সাথে মানুষের সামাজিক সম্পর্কের উপর বেশি গুরুত্ব দিয়েছেন কে?

a. রেডক্লিফ ব্রাউন
b. লাঙ্কি
c. নেডেল
d. মার্কস
সামাজিক বিজ্ঞান
সমাজের সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। মানুষকে নিয়ে সমাজ গড়ে উঠে। আর সমাজ মানুষের বহুমুখী প্রয়ােজন মিটিয়ে উন্নত ও নিরাপদ সামাজিক জীবন দান করে। সমাজের মধ্যেই মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবােধের বিকাশ ঘটে।

15. দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবক্তা কে?

a. অ্যাডাম স্মিথ
b. বিশ্বব্যাংক
c. অধ্যাপক রাগনার নার্কাস
d. অমর্ত্য সেন
সামাজিক বিজ্ঞান
প্রশ্ন: দারিদ্রের দুষ্ট চক্রের প্রবক্তা কে? উত্তর :অধ্যাপক রাগনার নার্কাস । বর্ণানা: নার্কাস এৱ মতে ", A country is poor because its poor".

16. সিপাহী বিদ্রোহ কখন সংঘটিত হয়?

a. ১৭৫৭ সালে
b. ১৭৫৮ সালে
c. ১৮৫৭ সালে
d. ১৯০৬ সালে
সামাজিক বিজ্ঞান
১৮৫৭ - সিপাহী বিদ্রোহ শুরু হয়। ভারতে মিরাট শহরে ইস্ট - ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে শুরু হওয়া ভারতীয় সেনাদের এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধও বলা হয়। বিদ্রোহের সূচনা হয়েছিলো মঙ্গল পাণ্ডে নামের সৈনিকের হাত ধরে। ধীরে ধীরে তা ছড়িয়ে পরে মিরাট, দিল্লি এবং ভারতের অন্য অংশে। তবে এই বিদ্রোহ বেশি দিন স্থায়িত্ব লাভ করেনি, তা দমন করা হয় নির্মমভাবে। বহু নিরপরাধ নরনারী, শিশু বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হয়। ১৮৫৮ সালের ২০ জুন ভারতের গোয়ালিয়রে বিদ্রোহীদের পরাজয়ের পর সমগ্র বিদ্রোহ দমন করা সম্ভব হয়।

17. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে--

a. ১৯৭১ সালে
b. ১৯৭৩ সালে
c. ১৯৭৪ সালে
d. ১৯৭০ সালে
সামাজিক বিজ্ঞান
১৯৭২ এবং ১৯৭৩ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয়েছিল কারণ চীন পাকিস্তানের পক্ষে ভেটো ব্যবহার করে বাংলাদেশে পূর্ণ সদস্যপদ প্রাপ্তি রোধ করেছিল। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় একটি ভাষণ দিয়েছিলেন।

18. বাংলাদেশের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?

a. এক-কক্ষবিশিষ্ট
b. দ্বি-কক্ষবিশিষ্ট
c. এক-কক্ষ ও দ্বি-কক্ষবিশিষ্ট
d. তিন কক্ষবিশিষ্ট
সামাজিক বিজ্ঞান
জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০; যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে (পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে) নির্বাচিত হন। সংসদের মেয়াদকাল পাঁচ বছর।

19. বাংলাদেশে নাগরিকত্ব নির্ধারণে কোন নীতি অনুসরণ করা হয়?

a. শিক্ষা নীতি
b. জন্ম নীতি
c. ধর্ম নীতি
d. জন্মস্থান নীতি
সামাজিক বিজ্ঞান
নাগরিকতা অর্জনের পদ্ধতি দুটি হচ্ছে—জন্মসূত্রে ও অনুমোদন সুত্রে। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ জন্মনীতি অনুসরণ করে। জন্মনীতি অনুযায়ী পিতা - মাতার নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়।

20. বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে?

a. মূল মধ্যরেখা
b. কর্কটক্রান্তি রেখা
c. নিরক্ষরেখা
d. মকরক্রান্তি রেখা
সামাজিক বিজ্ঞান
প্রশ্নঃ বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে? বর্ণনা: বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা বা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বা ট্রপিক অফ ক্যান্সার।

21. বিন্ধা একটি--

a. মন্দির
b. তীর্থস্থান
c. পর্বত
d. উপাসনালয়
সামাজিক বিজ্ঞান
বিন্ধ্য পর্বতমালা মধ্য ভারতের একটি নিম্ন উচ্চতার পর্বতমালা। এটি মোটামুটি পূর্ব - পশ্চিমে বারাণসী থেকে গুজরাট পর্যন্ত প্রায় ১, ১০০ কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত। বিন্ধ্য পর্বতমালা ও সাতপুরা পর্বতশ্রেণী উত্তর ভারতের গাঙ্গেয় সমভূমিকে দাক্ষিণাত্যের মালভূমি থেকে পৃথক করেছে। এখানকার পাহাড়গুলি গড়ে ৪৫০ থেকে ৯০০ মিটার উঁচু এবং এর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা ১, ১১৩ মিটার।

22. কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?

a. লর্ড ডালহৌসি
b. লর্ড কর্নওয়ালিস
c. লর্ড বেন্টিঙ্ক
d. লর্ড রিপন
সামাজিক বিজ্ঞান
ব্রিটিশরা ভারতে শাসন শুরুর পর থেকেই এখানকার প্রচলিত দীর্ঘদিনের নানা প্রথা, আইনকানুন বিলোপ করে নতুন আইনের প্রবর্তন করে। এ রকমই একটি আইন বা বিধান হলো চিরস্থায়ী বন্দোবস্ত। লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে এ প্রথা প্রবর্তন করেন।

23. ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?

a. দুদু মিয়া
b. মুহাম্মদ মহসিন
c. হাজী শরীয়ত উল্লাহ
d. নওয়াব আব্দুল লতিফ
সামাজিক বিজ্ঞান
ফরায়েজি আন্দোলন হলো একটি আধ্যাত্মিক ও রাজনৈতিক আন্দোলন ১৯ শতকের প্রথম দিকে সূচিত হয়ে ছিলো। ফরায়েজি আন্দোলনের মুখপাত্র ছিলেন বিখ্যাত সমাজ সংস্কারক হাজী শরীয়তুল্লাহ । ইসলামের অবশ্য করণীয় কাজকে বলে 'ফরজ'। এই 'ফরজ' শব্দ থেকেই 'ফরায়েজি' এসেছে। ফরাজী আন্দোলন ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে সূচিত হলেও পরবর্তীতে এটি কৃষকদের আন্দোলনে রূপ লাভ করে। হাজী শরীয়তুল্লাহ ফরিদপুর ও তার আশে পাশের অঞ্চলে সংগঠিত এই আন্দোলনের নেতৃত্ব দেন। ধর্মীয় সংস্কারের পাশপাশি কৃষকদের জমিদার, নীলকরদের অত্যাচার ও শোষন হতে মুক্ত করা ছিল এই আন্দোলনের লক্ষ্য।

24. কত সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয়?

a. ১৮৯১ সালে
b. ১৮৯৩ সালে
c. ১৮৫৬ সালে
d. ১৮৯৭ সালে
সামাজিক বিজ্ঞান
হিন্দু বিধবাদের পুনরায় বিয়েবন্ধনে আবদ্ধ হওয়াকে বিধবা বিবাহ বলে। ঊনবিংশ শতাব্দীতে সমাজসংস্কারের জন্য যে কয়টি আন্দোলন ইতিহাসের পাতায় এখনো জ্বলজ্বল করছে, তার অন্যতম হিন্দু বিধবা পুনর্বিবাহ আন্দোলন। সে সময় অবাধে বাল্যবিয়ের ব্যাপক প্রচলন ছিল। ফলে একদিকে বাল্যবিয়ে বৃদ্ধি পাচ্ছিল; অন্যদিকে সমাজে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছিল বিধবার সংখ্যা। বিষয়টি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মনে রেখাপাত করে। তিনি হিন্দু বিধবাদের পুনর্বিবাহের জন্য সমাজসংস্কার আন্দোলন সৃষ্টির প্রয়োজনীয়তা অনুভব করেন। তাঁর অক্লান্ত পরিশ্রমের ফল পান ১৮৫৬ সালের ২৬ জুলাই। সেদিন তাঁর প্রচেষ্টায় তৎকালীন বড়লাট লর্ড ডালহৌসি ‘দ্য হিন্দু উইডো’স রিম্যারেজ অ্যাক্ট ১৮৫৬’ নামে আইন প্রণয়ন করে হিন্দু বিধবাদের পুনর্বিবাহকে বৈধ করেন।

25. বাংলাদেশে সাধারণত কত বয়সের অপরাধী শিশু-কিশোরদের কিশোর অপরাধী বলা হয়?

a. ৭-১২ বছর
b. ৬-১২ বছর
c. ৭-১৬ বছর
d. ৭-২০ বছর
সামাজিক বিজ্ঞান
কিশোর অপরাধী হলো সেই সকল কিশোর কিশোরী যারা সামাজিকীকরণ প্রক্রিয়ায় সামাজিক রীতিনীতি ও প্রথা অনুকরণ করতে না শিখে সমাজ বিরোধী চিন্তা ও কাজে অংশ নেয়। বয়সের দিক থেকে সাধারণ ৭ থেকে ১৬ বছর বয়সী কিশোর কিশোরী দ্বারা সংঘটিত অপরাধই কিশোর অপরাধ। তবে বিভিন্ন দেশে বয়সের তারতম্য রয়েছে। কোনো কোনো দেশে ১৩ থেকে ২২ বছর আবার কোনো দেশে ১৬ থেকে ২১ বছর বয়সী কেউ অপরাধ করলে কিশোর অপরাধী হিসেবে বিবেচিত হয়। জাপানে ১৪ বছরের, ফিলিপাইনে ৯ বছরের এবং ভারত, শ্রীলংকা ও মিয়ানমারে ৭ বছরের কম বয়সী শিশুদের অপরাধ শাস্তিযোগ্য নয়। বাংলাদেশে ১৮ বছরের কেউ অপরাধ করলে কিশোর অপরাধী হিসেবে বিবেচিত হবে।

26. কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়?

a. শিল্পায়ন
b. বাসস্থান
c. নগরায়ন
d. শিক্ষা
সামাজিক বিজ্ঞান
বাংলাদেশের সমাজ পরিবর্তন দেশের আর্থ - সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, ধর্ম অ সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে প্রতিভাত হয়। সমাজের এ ক্ষেত্রসমূহে পরিবর্তনের মূলে রয়েছে সুনির্দিষ্ট কতকগুলো উপাদান। উপাদানগুলো হলঃ প্রাকৃতিক উপাদান,জৈবিক উপাদান, সাংস্কৃতিক উপাদান, শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ, শিল্পায়ন ও নগরায়ণ ইত্যাদি।

27. বাংলাদেশে কোন সমাজে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়?

a. গারো সমাজে
b. হিন্দু সমাজে
c. বৌদ্ধ সমাজে
d. সংস্কৃতির
সামাজিক বিজ্ঞান
গারোদের সমাজ মাতৃতান্ত্রিক। তাদের সমাজে মাতা হলো পরিবারের প্রধান। গারোদের সমাজে বেশ কয়েকটি দল রয়েছে। সাংমা, মারাক, মোমিন, শিরা ও আরেং হচ্ছে প্রধান পাঁচটি দল।

28. কিসের ভিত্তিতে সভ্যতার পরিমাপ করা যায়?

a. দক্ষতার
b. উৎকর্ষের
c. বিদ্যার
d. সংস্কৃতির
সামাজিক বিজ্ঞান
ব্যাখ্যাঃ যুগ পরিবর্তন এর সাথে সাথে উৎকর্ষতার পরিবর্তন ঘট।। আর উৎকরষতার পরিবর্তন এর সাথে সাথে সভ্যতার ও পরিবর্তন ঘটে

29. সমাজের প্রধান উপাদান কোনটি?

a. সীমাবদ্ধ জনগোষ্ঠী
b. সংবদ্ধ মানুষ
c. শ্রেণীবদ্ধ মানুষ
d. সংঘবদ্ধ গোত্র
সামাজিক বিজ্ঞান
সমাজ বলতে সাধারণত সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়। অর্থাৎ যখন বহুলোক একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে তখন তাকে সমাজ বলে। সাধারণত দুইটি বৈশিষ্ট্য থাকলে যে কোন জনসমষ্টিকে সমাজ বলা যেতে পারে, যথা - (ক) বহুলোকের সংঘবদ্ধ বসবাস এবং (খ) ঐ সংঘবদ্ধতার পেছনে কোনো উদ্দেশ্য।

30. সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সমাজকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

a. ২ ভাগে
b. ৩ ভাগে
c. ৪ ভাগে
d. ৫ ভাগে
সামাজিক বিজ্ঞান
সামাজিক দৃষ্টিকোণ থেকে সমাজ কে কয় ভাগে ভাগ করা হয়েছে? বর্ণনাঃদাস ব্যবস্থা, জমিদার ব্যবস্থা, জাত - পাত এবং সামাজিক শ্রেণীভেদ। (টম বটোমোর)