সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019)
শারীরিক শিক্ষা
1.
কাবাডি খেলার মাঠের 'লবি' কত মিটার চওড়া?
a. ১ মিটার
b. ২ মিটার
c. ৩ মিটার
d. ৪ মিটার
শারীরিক শিক্ষা
কাবাডি খেলার বালকদের মাঠ লম্বায় ১২.৫০ মিটার চওড়ায় ১০ মিটার হয়। এবং বালিকাদের কাবাডি খেলার মাঠ লম্বায় ১১ মিটার এবং চওড়ায় ৮ মিটার হয়। খেলার মাঠের ঠিক মাঝখানে একটি লাইন টানা থাকে যাকে মধ্যরেখা বা চড়াই লাইন বলে। এই মধ্য রেখার দুই দিকে দুই অর্ধে দুটি লাইন টানা হয় যাকে কোল লাইন বলে। মৃত বা আউট খেলোয়াড়দের জন্য মাঠের দুই পাশে ১ মিটার দূরে দুটি লাইন থাকে যাকে লবি বলা হয়।
2.
নিচের কোন দেশ এশিয়ান গেমসে সর্বাধিকাবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে?
a. চীন
b. জাপান
c. ইন্দোনেশিয়া
d. ভারত
শারীরিক শিক্ষা
এশিয়ান গেমস (Asian Games) বা এশিয়াড (Asiad) হল এশিয়ার বিভিন্ন দেশের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীদের নিয়ে প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত এক ক্রীড়া প্রতিযোগিতা। এশিয়ান গেমসে চীন সর্বোচ্চ পদক সংগ্রহ করে পদক তালিকার শীর্ষে অবস্থান করে, যা তারা ১০ বছর থেকে ধরে রেখেছে।
3.
কত সালে বাংলাদেশ সাঁতার ফেডারেশন গঠিত হয়?
a. ১৯৭১ সালে
b. ১৯৭২ সালে
c. ১৯৮১ সালে
d. ১৯৮২ সালে
শারীরিক শিক্ষা
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে বাংলাদেশ অ্যামেচার সুইমিং ফেডারেশন গঠিত হয়। তখন থেকে এই ফেডারেশন বাংলাদেশে সাঁতারের কার্যক্রম পরিচালনা করে আসছে।
4.
হকিতে কোন দেশ প্রথম অলিম্পিক চ্যাম্পিয়ন হয়?
a. ইংল্যান্ড
b. পাকিস্তান
c. ভারত
d. অস্ট্রেলিয়া
শারীরিক শিক্ষা
গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি প্রতিযোগিতা সর্বপ্রথম পুরুষদের প্রতিযোগিতা হিসেবে ছয়টি দল নিয়ে ১৯০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুরু হয়। পাকিস্তান প্রথম হকিতে অলিম্পিক চ্যাম্পিয়ন হয়।
5.
কত সালে ভারতে প্রথম খো-খো জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়?
a. ১৯৫৫ সালে
b. ১৯৬০ সালে
c. ১৯৭১ সালে
d. ১৯৭৬ সালে
শারীরিক শিক্ষা
খো খো খেলাটি ভারতের প্রাচীনতম ঐতিহ্যবাহী খেলাগুলির মধ্যে অন্যতম। এটি একটি দলগত খেলা। একটি দলে ১২ জন খেলোয়াড়, একজন প্রশিক্ষক, একজন ম্যানেজার এবং অন্যান্য সাপোর্ট স্টাফ থাকে। ম্যাচটি শুরু করার সময় ৯ জন খেলোয়াড় মাঠে থাকে এবং বিপরীত দলের ৩ ডিফেন্ডার ধাওয়াকারীদের (চেজারদের) ছোঁয়া এড়ানোর চেষ্টা করবেন। এটি একটি উচ্চ শক্তির খেলা যার সঙ্গে দৌড়ানো এবং তাড়া করা জড়িত ।
6.
মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) কত সালে গঠিত হয়?
a. ১৪০০ সালে
b. ১৫৮৭ সালে
c. ১৬৮৭ সালে
d. ১৭৮৭ সালে
শারীরিক শিক্ষা
মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) টমাস লর্ড কর্তৃক ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত লন্ডনভিত্তিক ক্রিকেট ক্লাব। এ ক্লাবটি বিশ্বের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ক্রিকেট ক্লাবরূপে পরিচিত ও বিশ্বের সর্বাপেক্ষা বিশাল ক্রিকেট ব্র্যান্ড। ক্রিকেটের ইতিহাসে এ ক্লাবের ভূমিকা অপরিসীম। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ ক্লাবটি সর্বাপেক্ষা সক্রিয় ও জনপ্রিয় ক্রিকেট ক্লাবের মর্যাদা পেয়ে আসছে। ক্রিকেটের স্বর্গভূমি নামে পরিচিত লর্ড’স ক্রিকেট গ্রাউন্ডের স্বত্ত্বাধিকারীর ভূমিকায় রয়েছে এমসিসি।
7.
লন্ডনে সর্বপ্রথম কত সালে আধুনিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়?
a. ১৮৩০ সালে
b. ১৮৩২ সালে
c. ১৮৩৫ সালে
d. ১৮৩৭ সালে
শারীরিক শিক্ষা
সাঁতার এক ধরনের জলক্রীড়া প্রতিযোগিতা বিশেষ, যাতে প্রতিযোগীরা নির্দিষ্ট দূরত্বে দ্রুত অতিক্রমণের জন্য সচেষ্ট থাকেন। যিনি সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি সর্বসমক্ষে সাঁতারু নামে অভিহিত হন। বিভিন্ন দূরত্বে ও পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। লন্ডনে ১৮৩৭ সালে আধুনিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
8.
টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান (এক ইনিংসে) সংগ্রহকারী ব্যাটম্যান হলেন-
a. স্যার ব্রাডম্যান
b. শচীন রমেশ টেন্ডুলকার
c. ব্রায়ান চার্লস লারা
d. বীরেন্দ্র সেবাগ
শারীরিক শিক্ষা
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের যুবরাজ ব্রায়ান লারা। সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানটি প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ৪০০ রান করার বিরল রেকর্ড গড়েছেন। ২০০৪ সালে সেন্ট জোন্সে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে অতিমানবীয় ৪০০ রানের অপরাজিত ইনিংসটি খেলেছিলেন লারা।
9.
দলগত মিডলে সাঁতারের পর্যায়ক্রম কয়টি?
a. ৫টি
b. ৪টি
c. ৩টি
d. ৬টি
শারীরিক শিক্ষা
চারজন সাঁতারু যখন চারটি স্টাইলে একই দূরত্বে সাঁতার দেয় তাকে মিডলে রিলে বলে। মিডলে রিলের ক্রম - ১.চিৎ সাঁতার, ২. বুক সাঁতার, ৩. প্রজাপতি সাঁতার, ৪. মুক্ত সাঁতার।
10.
২০০২ সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট বিজয়ী খেলোয়াড়ের নাম কি?
a. রোনাল্ডো
b. রোমারিও
c. অলিভার কান
d. পাওলো রসি
শারীরিক শিক্ষা
প্রতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন বুট পুরস্কারে ভূষিত করা হয়। ২০০২ সালে রোনালদো গোল্ডেন বুট জিতেন আট গোল করে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেন: হ্যারিকেন (ইংল্যান্ড)৬ গোল.করে।
11.
কোন খেলা 'প্লে' বলে শুরু করা হয়?
a. হ্যান্ডবল
b. ভলিবল
c. হকি
d. ক্রিকেট
শারীরিক শিক্ষা
বর্তমানে ক্রিকেট খেলা পরিচালনার জন্য ৪২টি আইন রয়েছে। এর মাধ্যমে কিভাবে খেলা শুরু হবে, জয় - পরাজয় নির্ধারিত হবে, কিভাবে ব্যাটসম্যান আউট হবে, পিচের মাপ, প্রস্তুত - প্রণালী ও সংরক্ষিত হবে - ইত্যাদি বিষয়গুলোর বিস্তারিত রূপরেখা এখানে তুলে ধরা হয়েছে।
আইন - ১৬: খেলা শুরু - আম্পায়ারের উচ্চারিত শব্দ ‘প্লে’র মাধ্যমে খেলা শুরু হয় ও প্রত্যেক বিরতিকালে ‘টাইম’ শব্দ উচ্চারিত হবে। খেলার শেষ ঘণ্টায় কমপক্ষে ২০ ওভার বোলিং করতে হবে। প্রয়োজনে অতিরিক্ত আরও ২০ ওভার খেলার মাধ্যমে বর্ধিত করা যেতে পারে।
12.
কাবাডি খেলায় দুই অর্ধের মধ্যে কত মিনিট বিরতি দেয়া হয়?
a. ৫ মিনিট
b. ৭ মিনিট
c. ১০ মিনিট
d. ১৫ মিনিট
শারীরিক শিক্ষা
পুরুষ এবং জুনিয়র বালকদের জন্য কাবাডি খেলার সময় হবে প্রত্যেক অর্ধে ২০ মিনিট করে, মাঝে বিরতি ৫ মিনিট। মহিলা বা জুনিয়র বালিকা ও সাব - জুনিয়র বালক ও বালিকা তাদের কাবাডি খেলার সময় হবে প্রতি অর্ধে ১৫ মিনিট করে। মাঝে বিরতি ৫ মিনিট। বিরতির পর কোর্ট বদল হবে। প্রথম অর্ধে যে কয়জন খেলোয়াড় মাঠে ছিল দ্বিতীয়ার্ধে কয়েকজন খেলোয়াড় নিয়ে মাঠে নামতে হবে।
13.
কত সালে ওয়াটার পলো অলিস্পিকে অন্তর্ভুক্ত হয়?
a. ১৮৯৬ সালে
b. ১৯০০ সালে
c. ১৯০৮ সালে
d. ১৯১২ সালে
শারীরিক শিক্ষা
ওয়াটার পোলো এক ধরনের জলক্রীড়া যা বল সহযোগে দলগতভাবে জলে খেলা হয়। প্রতিটি দলে ৬ জন মাঠ পর্যায়ের খেলোয়াড় ও ১ জন গোলরক্ষক থাকে। সহায়ক ক্রীড়া পোলো অনুসরণে এ ক্রীড়া অনুষ্ঠিত হয়। ১৯০০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের মাধ্যমে ওয়াটার পোলো দলগত ক্রীড়ারূপে অলিম্পিকে প্রথম অন্তর্ভুক্তি ঘটে।
14.
টেবিল টেনিস নেটের দৈর্ঘ্য কত মিটার ?
a. ১.৮১ মিটার
b. ১.৮৩ মিটার
c. ১.৮৫ মিটার
d. ১.৮৭ মিটার
শারীরিক শিক্ষা
টেবিল টেনিস বা পিং পংবিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা হিসেবে বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের নিকট অত্যন্ত পরিচিত। ব্যক্তিগত কিংবা দলগত বিষয় হিসেবে এ খেলা টেবিলের উপরের অংশে খেলতে হয়। এছাড়াও, খেলার উপকরণ হিসেবে ব্যাট, ছোট বল, জাল এবং টেবিলের প্রয়োজন পড়ে। ১৮৮০ সালে ইংল্যান্ডে টেবিল টেনিসের উৎপত্তি ঘটে। আন্তর্জাতিক আইনে খেলার উপযোগী বলের ওজন ২.৭ গ্রাম এবং ব্যাসার্ধ্য ৪০ মিলিমিটার হবে। ৩০.৫ সেন্টিমিটার উচ্চতা থেকে বল আদর্শ স্টিলের পাতে ফেললে বলটি ২৪ - ২৬ সেন্টিমিটার উচ্চতায় বাউন্স খাবে। টেবিল টেনিস নেটের দৈর্ঘ্য ১.৮৩ মিটার.
15.
হ্যান্ডবল খেলায় শাস্তি কত প্রকার?
a. ৪ প্রকার
b. ৫ প্রকার
c. ৬ প্রকার
d. ৭ প্রকার
শারীরিক শিক্ষা
হ্যান্ডবল একটি খুবই জনপ্রিয় খেলা। হ্যান্ডবল খেলার নিজস্ব কিছু আইন রয়েছে। যার মাধ্যমে খেলাটি সুন্দরভাবে পরিচালিত হয়। খেলা চলাকালীন সময়ে নিয়মবর্হিভুত কোন কাজ করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হয়। যথা - গোলরক্ষক নিয়ম ভঙ্গ করলে, মাঠের খেলোয়াড় গোলসীমা আইন ভঙ্গ করলে, প্রতিপক্ষের প্রতি অবৈধ আচরণ করলে, ত্রুটিপূর্ণ থ্রো - ইন করলে, অখেলোয়াড়োচিত আচরণ করলে।
16.
ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত গজ?
a. ২০ গজ
b. ২১ গজ
c. ২২ গজ
d. ২৩ গজ
শারীরিক শিক্ষা
ক্রিকেটে পিচ বলতে দুই উইকেটের মধ্যবর্তী অংশকে বোঝায়, এর দৈর্ঘ্য ২২ গজ বা ২০.১২ মিটার, এবং প্রস্থ ৩.০৫ মিটার ।
17.
ভলিবল খেলায় এন্টিনার দৈর্ঘ্য কত মিটার?
a. ১.৮১ মিটার
b. ১.৮৩ মিটার
c. ১.৮৫ মিটার
d. ১.৮৭ মিটার
শারীরিক শিক্ষা
ভলিবল খেলায় এন্টিনার দৈর্ঘ্য ১.৮০ মিটার।
18.
ক্রিকেট খেলায় আইন কয়টি?
a. ৩৬টি
b. ৩৮টি
c. ৪০টি
d. ৪২টি
শারীরিক শিক্ষা
ক্রিকেট খেলায় ৪২টি ক্রিকেট আইন আছে, যা বিভিন্ন প্রধান ক্রিকেট খেলুড়ে দেশের সাথে আলোচনার ভিত্তিতে প্রণয়ন করেছে মেরিলিবোন
ক্রিকেট ক্লাব।
19.
আগামী কমনওয়েলথ গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে?
a. বেইজং
b. গ্লাসগোতে
c. আটলান্টা
d. সিডনী
শারীরিক শিক্ষা
আগামী ২০২২ সালের কমনওয়েলথ গেমসের ভেন্যু হিসেবে ব্রিটেনের বার্মিংহাম শহরের নাম ঘোষণা করেছে কমনওয়েলথ গেমস ফেডারেশন (CGF)। এর আগে ২০০২ সালে ম্যানচেস্টার ও ২০১৪ সালে গ্লাসগো শহরে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। এছাড়া ২০১৮ সালে অস্ট্রেলিয়ার, কুইন্সল্যান্ডের, গোল্ড কোস্টে অনুষ্ঠিত হয়েছে।
20.
ক্রিকেট খেলায় একটি নোবলে নিচের কো্ন আউটটি হয়?
a. বোল্ড আউট
b. ক্যাচ আউট
c. রান আউট
d. স্ট্যাম্প আউট
শারীরিক শিক্ষা
রান আউট ছাড়া ও ব্যাটসম্যান বল হাত দিয়ে ধরলে, বলকে দুইবার আঘাত করলে বা ফিল্ডিংয়ে বাঁধা দিলে ব্যাটসম্যান আউট হবেন,পপিং ক্রিজ থেকে বের হয়ে মারলে স্টাম্পিং আউট ও হবেন। সুত্র:ক্রিকেট আইন
ইংরেজি
21.
It is high time we --- the place .
a. leave
b. have left
c. are leaving
d. left
ইংরেজি
It is high time - এর পর clause আসলে clauseটিতে verb - এর past form ব্যবহৃত হয়। Leave - এর past form হলাে left ।
22.
One who is specialist in heart and its diseases is called ----.
a. a pharmacologist
b. an ophthalmologist
c. a cardiologist
d. a neurologist
ইংরেজি
হার্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারকে কার্ডিওলজিস্ট বলা হয়।
23.
Milk is a --- food .
a. nutritional
b. nutrient
c. nutritive
d. nutritious
ইংরেজি
Nutritious অর্থ পুষ্টিকর।
দুধ হচ্ছে একটি পুষ্টিকর খাবার।
24.
He said, "Good morning, Mr. Kamal " Change the speech.
a. He wished Mr. Kamal good morning .
b. He has wished Mr. Kamal good morning.
c. He said Mr. Kamal good morning.
d. He told Mr. Kamal good morning.
ইংরেজি
Direct speech - এ good morning, good afternoon, good luck ইত্যাদি থাকলে indirect - এ said - এর পরিবর্তে wished বসে । সুতরাং সঠিক indirect speech হলো He wished Mr. Kamal good morning .
25.
I know better. The underlined word is ---
a. an adjective
b. an adverb
c. a preposition
d. a noun
ইংরেজি
Better শব্দটি Verb Know কে মোডিফাই করেছে, তাই Better শব্দটি Adverb.
26.
'Swimming is a good exercise. ' Here 'swimming ' is a/an -----.
a. verb
b. noun
c. gerund
d. adverb
ইংরেজি
Verb + ing যুক্ত হয়ে যখন noun এবং verb এর কাজ করে তাকে gerund বলে । প্রদত্ত বাক্যে swimming শব্দটি sub হিসাবে কাজ করায় শব্দটি noun এবং gerund উভয় বলা যায় । তবে gerund বলাটাই অধিক যুক্তযোগ্য ।
27.
The examination ---- before I reached the hall.
a. has started
b. did start
c. had started
d. had been sstarted
ইংরেজি
After বা Before এর প্রথম অংশ Past Indefinite tense হলে শেষের অংশ Past Perfect Tense হয় এবং প্রথম অংশ Past Perfect tense হলে শেষের অংশ Past Indefinite tense বলে।
28.
which one of the following does not mean 'a road'?
a. alley
b. boulevard
c. track
d. lagoon
ইংরেজি
অপশন গুলোর মধ্যে যেটি দ্বারা road ( রাস্তা; সড়ক ) নির্দেশ করে না সেটি হলো lagoon ( অগভীর লবণাক্ত জলের হ্রদ; উপহ্রদ ) বাকি তিনটি শব্দ দ্বারা নির্দেশ করে
- alley - সরু গলি,
boulevard - প্রধান সড়ক,
track - যানবাহন, মানুষ অথবা পশুর চলাচলের ফলে সৃষ্ট পদ চিহ্ন বা দুর্গম পথ ।
29.
'Few and far between ' means
a. rarely
b. not very far
c. in between
d. long distance
ইংরেজি
Few and Far Between মানে কদাচিৎ অর্থাৎ Very Rarely.
30.
Dogs bark , What do horses do?
a. Hum
b. Neigh
c. Hiss
d. Croak
ইংরেজি
কুকুরের ডাক হলো Bark ( ঘেউঘেউ ) আর ঘোড়ার ডাক হলো Neigh ( হ্রেষা ) । অন্যদিকে
Hum - গুনগুন করা বা মৌমাছির গুঞ্জন
Hiss - ফোঁসফোঁস করা বা সাপের ডাক
Croak - ব্যাঙ অথবা দাঁড়কাকের কর্কশ ডাক ।
31.
What kind of noun is 'cattle' ?
a. Proper
b. Common
c. Collective
d. Material
ইংরেজি
একই জাতীয় কোনো শ্রেণীকে বুঝালে Collective Noun হয়।
যেমন - Cattle, Army, Public, Class, Family, Staff, Panel etc.
32.
"May God help you'. What kind of sentence is this ?
Correct spelling হচ্ছে misspell যার অর্থ বানান ভুল করা; ভুল বানান করা।
36.
The word 'ecological ' is related to ----
a. atomospere
b. environment
c. pollution
d. demorgraphy
ইংরেজি
Ecological ( বাস্তব্যবিদ্যা সংক্রান্ত ; পরিবেশ দূষণ সংক্রান্ত ) শব্দটি environment এর সাথে সম্পর্কিত ।
Atmosphere - বায়ুমণ্ডল
Pollution - দূষণ
Demography - জনসংখ্যা তত্ত্ব
37.
The word 'lunar ' is related to ----.
a. sun
b. planet
c. moon
d. air
ইংরেজি
Lunar' - চন্দ্রসম্বন্ধীয় । সুতরাং lunar 'moon' এর সাথে related ।
38.
Alexander Fleming ---- penicillin .
a. inventing
b. discovered
c. invented
d. made
ইংরেজি
Discover অর্থ অস্তিত্ববান কিন্তু অজানা কিছু জ্ঞানের মধ্যে আনা । যেহেতু penicillin - এর অস্তিত্ব আগেই ছিল, তাই শূন্যস্থানে discovered শব্দটি যথাযথ ।
39.
he teacher is popular ---- his students .
a. to
b. between
c. with
d. of
ইংরেজি
Be popular with somebody কারো কাছে জনপ্রিয় হওয়া । সুতরাং শূন্যস্থানে with হবে ।
40.
Fill in the gap : He succeeded by dint ----- hard work.
a. for
b. of
c. off
d. with
ইংরেজি
By dint of something অর্থ কোন কিছুর বলে বা সাহায্য । He succeeded by dint of hard work বাক্যটির অর্থ কঠোর পরিশ্রমের বলে তিনি সফল হলেন ।
41.
The word 'parent ' means --
a. father
b. mother
c. father and mother
d. father or mother
ইংরেজি
Parent অর্থ বাবা বা মা; জনক বা জননী (father or mother)। parents বল্লে মা এবং বাবা উভয়কেই বোঝায়।
42.
I cannot ---- what you say.
a. make out
b. take out
c. take over
d. make over
ইংরেজি
Make out অর্থ বুঝতে পারা। বাক্যকে সঠিক অর্থ: প্রদানের জন্য শূন্যস্থানে make out বসবে। অন্যদিকে take out অর্থ অপসারণ করা।
43.
Which one is correct ?
a. The old man was died yesterday.
b. The old man had died yesterday.
c. The old man died yesterday.
d. The old man died yesterday.
ইংরেজি
Die শব্দটি passive voice - এ ব্যবহৃত হয় না। Past tense indicator বাকি থাকায় বাক্যটি past indefinite tense - এ ব্যবহৃত হবে। সুতরাং সঠিক বাক্য হলাে The old man died yesterday.
44.
The word 'hardly' means ---- .
a. almost not
b. always
c. regularly
d. hard work
ইংরেজি
Hardly (প্রায় না; বলতে গেলে না) - এর অর্থ প্রকাশ পায় almost not (প্রায় না) দ্বারা।
Always অর্থ সর্বদা, r
অর্থ নিয়মিতভাবে আর
hard work অর্থ কঠোর পরিশ্রম।
45.
A stitch in time saves ----- .
a. nine
b. a lot
c. much
d. a few
ইংরেজি
অর্থ সময়ের একফোঁড়, অসময়ে দশফোঁড়।
46.
The active form of 'Let it be done' is --- .
a. Let me do it
b. I have done it
c. Do it
d. It is done by me
ইংরেজি
প্রদত্ত বাক্যটির active করার জন্য verb + ob নিয়ে আসতে হবে, কারণ voiceটি হলাে iniperatioe বাক্যের। সুতরাং Let it be done - এর active voice হলো do it।
47.
'I knew him.'
a. He was known to me.
b. He was known with me.
c. He was known by me.
d. He is known to me.
ইংরেজি
Past indefinite tense - এর passive structure হলাে ob - কে sub + was/were + verb - এর p.p. + to (যদি main verbটি know হয়) + sub - কে ob । সুতরাং বাক্যটির passive voice হলাে : He was known to me.
48.
Many people of our country live ---- hand to mouth.
a. from
b. on
c. with
d. by
ইংরেজি
Live from hand to mouth শব্দটির অর্থ দিন এনে দিন খাওয়া। From যােগে বাক্যটির বাংলা : আমাদের দেশের অনেক মানুষ দিন এনে দিন খায় ।
49.
'He is poor but honest' - In this sentence which is a conjunction ?
a. poor
b. honest
c. but
d. he
ইংরেজি
বাক্যের যে word টি Conjunction সেটি হলাে but । কেননা দুটি word সংযুক্ত করতে but conjunction টি ব্যবহৃত হয়।
বাক্যে he হলাে pronoun,
is হলাে verb আর
poor এবং honest শব্দদ্বয় হলাে adjective ।
50.
A person who sells fruits and vegetables is called -
a. a vegetable man
b. a vegetarian
c. a green -grocer
d. a hawker
ইংরেজি
যে ব্যক্তি ফল ও সবজি বিক্রি করে তাকে বলা হয় greengrocer (তরিতরকারি ও ফল বিক্রেতা)।
51.
Who wrote the poem 'The Rime of the Ancient Mariner'?
a. P.B. Shelley
b. Lord Byron
c. John Keats
d. S. T. Coleridge
ইংরেজি
'The Rime of the Ancient Mariner' কবিতার কবি হলাে S. T. Coleridge। কবিতাটি ১৭৯৮ সালে প্রকাশিত হয়। কবিতাটিতে albatross পাখির কথা উল্লেখ আছে।
52.
'Nota bene' means ----.
a. for example
b. not sure
c. nest page
d. mark well
ইংরেজি
Nota bene অর্থ সতর্কতার সঙ্গে লক্ষ্য করুন। Nota bene দ্বারা mark well (মনােযােগ দিয়ে লক্ষ করুন) - এর অর্থ প্রকাশ পায়।
53.
A poem of fourteen lines is called ---
a. an elegy
b. a sonnet
c. an ode
d. an epic
ইংরেজি
চতুর্দশপদী চৌদ্দ লাইনের কবিতাকে sonnet অর্থাৎ sonnet এর চৌদ্দটি (fourteen) লাইন থাকে । প্রথম ৮ চরণকে অষ্টক এবং শেষ ৬ চরণকে ষষ্টক বলে।
54.
The word ' Vital' is --
a. a noun
b. an adverb
c. an adjective
d. a verb
ইংরেজি
55.
Fill in the blank : Father put ----- some amount of money for the education of his daughter.
a. up
b. aside
c. into
d. on
ইংরেজি
Put aside অর্থ সঞ্চয় করা। Aside যােগে বাক্যটির বাংলা : তার কন্যার পড়ালেখার জন্য তিনি কিছু টাকা জমিয়ে রেখেছিলে
56.
What kind of noun is 'girl'?
a. Proper
b. Common
c. Material
d. Collective
ইংরেজি
'Girl' nounটি দ্বারা কোনাে ব্যক্তি, বস্তু, স্থানের নাম বুঝিয়ে একজাতীয় সকলকেই বােঝানাের কারণে girl শব্দটি Proper Common noun ।
57.
Identify the correct sentence :
a. Why you have done this ?
b. Why did you have done this?
c. Why have you done this?
d. Why you had done this?
ইংরেজি
Interrogative বাক্যের ক্ষেত্রে auxiliary verb tense এবং sub অনুযায়ী sub - এর পূর্বে বসবে। সুতরাং present perfect tense - এর structure অনুযায়ী সঠিক বাক্য Why have you done this?
58.
The correct passive of 'Medha was writing a letter' is -----.
a. A letter was written by Medha.
b. A letter was being writing by Medha.
c. A letter was being written by Medha.
d. A letter was been written by Medha .
ইংরেজি
Past continuous tense - এর passive voice - এর গঠন : Ob - কে sub + was/were + being + verb - এর p.p + by + sub কে ob। সুতরাং প্রদত্ত বাক্যটির passive voice হলো: A letter was being written by Medha.
59.
which one of the following sentence is correct ?
a. one of my friends are a lawyer .
b. one of my friends is a lawyer .
c. one of my friend is a lawyer .
d. one of my friends are a lawyers.
ইংরেজি
One of - এর পর noun বা pronoun - এর plural form এবং singular verb ব্যবহৃত হয়। সুতরাং option গুলাের মাঝে সঠিক বাক্য হলাে one of my friends is a lawyer.
60.
Shakespeare is known mostly for his-
a. poetry
b. novels
c. short stories
d. plays
ইংরেজি
William Shakespeare (1564 - 1616) মূলত তার plays বা নাটকের জন্য বিখ্যাত। তিনি সর্বমােট ৩৭টি নাটক লিখেছিলেন। তাদের মধ্যে উল্লেখযােগ্য হচ্ছে 'Macbeth', Romeo and Juliet, As You Like It ইত্যাদি।
61.
The antonym for 'inimical' is ---
a. friendly
b. hostile
c. indifferent
d. angry
ইংরেজি
Inimical (অহিতকর; ক্ষতিকর) - এর বিপরীত শব্দ friendly (বন্ধুত্বপূর্ণ)। অন্যদিকে
hostile অর্থ শত্রুভাবাপন্ন,
indifferent অর্থ উদাসীন আর
angry অর্থ রাগান্বিত।
62.
'To read between the lines' means ---
a. o read carefully
b. to read some lines only
c. to read carefully to find out any hidden meaning
d. to read quickly to save time.
ইংরেজি
'Read between the lines' idiom টির to read carefully to find out any hidden meaning । (প্রকাশিত হয়নি এমন অর্থ অন্বেষণ বা আবিষ্কার করা)।
63.
Identify the feminine gender:
a. buck
b. bitch
c. groom
d. actor
ইংরেজি
Option গুলাের মধ্যে feminine gender (স্ত্রীলিঙ্গ) হলাে bitch (মাদি কুকুর)।
Option - এর বাকি word গুলাে masculine gender, যেখানে
buck অর্থ পুরুষ জাতীয় হরিণ,
groom অর্থ বর আর
actor অর্থ অভিনেতা ।
64.
Find out the masculine gender.
a. witch
b. drone
c. nun
d. mare
ইংরেজি
Drone (পুংমৌমাছি) হলো masculine (পুংলিঙ্গ)।
Option - এর বাকি শব্দগুলো feminine gender, যাদের অর্থ
witch (মােহিনী নারী),
nun অর্থ সন্ন্যাসিনী আর
mare অর্থ ঘােটকী ।
65.
I saw --- beggar .
a. an one -eyed
b. an one -eye
c. a one -eye
d. a one -eyed
ইংরেজি
One শব্দটি Vowel O দ্বারা শুরু হলেও এর পূর্বে an বসে এ বসবে আর noun - এর পূর্বে adjective বসবে। সুতরাং শূনস্থানে a one eyed বসবে। Expressionটি যােগে বাক্যটির অর্থ আমি এক চক্ষু বিশিষ্ট ভিক্ষুক দেখলাম।
66.
At last the beast in him got --- upper hand .
a. an
b. a
c. the
d. no article
ইংরেজি
'Have/get the upoer hand' idiom টির অর্থ প্রাধান্য লাভ করা। সুতরাং শূন্যস্থানে the বসবে।
67.
The verb form of the word 'dear ' is ---
a. dear
b. indear
c. endear
d. exdear
ইংরেজি
Dear (প্রিয়) এর verb form হলাে endear (প্রিয় করা)। 'En prefix যােগে গঠিত কয়েকটি verb হলাে endanger, enable, encage, enfeeble ইত্যাদি।
68.
Which one is in singular number ?
a. lice
b. errata
c. phenomenon
d. mice
ইংরেজি
Option - গুলাের মাঝে singular number হলাে phenomenon, যার plural form হলো phenomena। অপশনের বাকি তিনটি শব্দ plural যাদের singular number যথাক্রমে louse, erratum এবং mouse ।
69.
.Which one is in plural number ?
a. data
b. goose
c. basis
d. formula
ইংরেজি
Option গুলাের মধ্যে plural form - এ রয়েছে data শব্দটি। Option - এর অন্যগুলাে singular number, যাদের plural form যথাক্রমে geese, bases এবং formulae ।
70.
'Tertiary' means -
a. primary
b. territorial
c. terrible
d. third in order
ইংরেজি
Tertiary অর্থ third in order (তৃতীয় পর্যায়ভুক্ত)।
Primary অর্থ প্রাথমিক,
Territorial অর্থ এলাকা বা ভূখণ্ডসম্পর্কিত আর
Terrible অর্থ ভয়াবহ।
সাধারণ বিজ্ঞান
71.
পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন কে?
a. ড. মুহাম্মদ ইদ্রিস
b. শাইখ সিরাজ
c. ডঃ মাকসুদুল হক
d. মোবারক হোসেন খান
সাধারণ বিজ্ঞান
ড. মাকসুদুল আলম
বাংলা
72.
দুর্গতি ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a. দুঃ + গতি
b. দুর + গতি
c. দূর + গতি
d. দুস + গতি ।
বাংলা
দুর্গতি ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
73.
সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি ?
a. বিশেষ্য ও বিশেষণ পদে
b. ক্রিয়া ও সর্বনাম পদে
c. বিশেষ্য ও ক্রিয়া পদে
d. বিশেষণ ও ক্রিয়া পদে
বাংলা
সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি ?
74.
কোন বানানটি শুদ্ধ?
a. দুঃ + গতি
b. দুর + গতি
c. দূর + গতি
d. দুস + গতি ।
বাংলা
কোন বানানটি শুদ্ধ?
75.
আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
a. অংশু
b. জ্যোতি
c. ভাতি
d. অনল
বাংলা
আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
76.
মনমাঝি' কোন সমাসের উদাহরণ?
a. দ্বিগু
b. বহুব্রীহি
c. রুপক কর্মধারয়
d. নিত্য সমাস
বাংলা
মনমাঝি' কোন সমাসের উদাহরণ?
77.
বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি?
a. ১৩ টি
b. ১১ টি
c. ৪৯ টি
d. ৩৯ টি
বাংলা
বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি?
78.
শব্দের মূলকে কী বলে?
a. প্রকৃতি
b. ধাতু
c. মৌলিক শব্দ
d. সংজ্ঞা
বাংলা
শব্দের মূলকে কী বলে?
79.
নিচের কোনটি পর্তুগিজ শব্দ ?
a. চামচ
b. আলপিন
c. চাকু
d. ছুরি
বাংলা
নিচের কোনটি পর্তুগিজ শব্দ ?
80.
ব্যাকরণ ' শব্দের সঠিক অর্থ কোনটি?
a. বিশেষভাবে বিভাজন
b. বিশেষভাবে বিশ্লেষণ
c. বিশেষভাবে বিয়োজন
d. বিশেষভাবে সংযোজন
বাংলা
ব্যাকরণ ' শব্দের সঠিক অর্থ কোনটি?
81.
সতী ময়না ' ও ' লোরচন্দ্রানী
a. দৌলত কাজী
b. শাহ মুহম্মদ সগীর
c. সৈয়দ সুলতান
d. সৈয়দ হামজা
বাংলা
সতী ময়না ' ও ' লোরচন্দ্রানী
82.
বসন্তকুমারী' নাটকের নাট্যকার হলেন-----
a. দীনবন্ধু মিত্র
b. মাইকেল মধুসূদন দত্ত
c. উমেশচন্দ্র মিত্র
d. মীর মশাররফ হোসেন
বাংলা
বসন্তকুমারী' নাটকের নাট্যকার হলেন-----
83.
মধ্যযুগের বাংলাভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কী?
a. চৈতন্যচরিতামৃত
b. বৈষ্ণব পদাবলি
c. শ্রীকৃষ্ণকীর্তন
d. শ্রীকৃষ্ণ বিজয়
বাংলা
মধ্যযুগের বাংলাভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কী?
84.
নদী ও নারী' উপন্যাসের রচয়িতা কে?
a. হুমায়ূন কবির
b. আবুল ফজল
c. আকবর আলী
d. শওকত ওসমান
বাংলা
নদী ও নারী' উপন্যাসের রচয়িতা কে?
85.
বিসর্জন' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত.....
a. কাব্যনাটক
b. উপন্যাস
c. আত্মজীবনী
d. ছোটগল্প
বাংলা
বিসর্জন' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত.....
86.
নিচের কোনটি জীবনানন্দ দাসের রচনা ?
a. ঝরা পালক
b. অগ্নিবীণা
c. দোলনচাঁপা
d. পূবের হাওয়া
বাংলা
নিচের কোনটি জীবনানন্দ দাসের রচনা ?
87.
মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কী?
a. চণ্ডীমঙ্গল
b. মনসামঙ্গল
c. অন্নদামঙ্গল
d. ধর্মমঙ্গল
বাংলা
মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কী?
88.
মধুমালতী' কাব্যগ্রন্থের কবি হলেন----
a. শাহ গরীবুল্লাহ
b. সৈয়দ সুলতান
c. জৈনুদ্দীন
d. সৈয়দ হামজা
বাংলা
মধুমালতী' কাব্যগ্রন্থের কবি হলেন----
89.
হুলিয়া' কবিতাটির রচয়িতা কে?
a. হুমায়ূন আহমেদ
b. নির্মলেন্দু গুণ
c. আবুল হাসান
d. শামসুর রাহমান
বাংলা
হুলিয়া' কবিতাটির রচয়িতা কে?
90.
স্বভাব কবি ' বলা হয় কাকে?
a. সত্যেন্দ্রনাথ দত্ত
b. বিহারীলাল চক্রবর্তী
c. নবীনচন্দ্র সেন
d. গোবিন্দচন্দ্র দাস
বাংলা
স্বভাব কবি ' বলা হয় কাকে?
91.
কবিতার ছন্দ সাধারণত কত প্রকার?
a. ২ প্রকার
b. ৩ প্রকার
c. ৪ প্রকার
d. ৬ প্রকার
বাংলা
কবিতার ছন্দ সাধারণত কত প্রকার?
92.
কাজী নজরুল ইসলামের 'আলেয়া' কোন ধরনের রচনা?
a. কবিতা
b. উপন্যাস
c. গল্প
d. গীতিনাট্য
বাংলা
কাজী নজরুল ইসলামের 'আলেয়া' কোন ধরনের রচনা?
93.
সিরাজাম মুনীরা ' কাব্যগ্রন্থের কবি কে?
a. আহসান হাবীব
b. ফররুখ আহমদ
c. আবুল হোসেন
d. সৈয়দ আলী আহসান
বাংলা
সিরাজাম মুনীরা ' কাব্যগ্রন্থের কবি কে?
94.
শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা?
27.
'ম্যাকমোহন লাইন' কোন কোন দেশের সীমানা নির্ধারণ লাইন?
a. চীন ও রাশিয়া
b. চীন ও ভারত
c. ভারত ও পাকিস্তান
d. পাকিস্তান ও আফগানিস্তান
সাধারণ জ্ঞান
28.
হাইতির জাতীয় মুদ্রার নাম কী?
a. গুর্দে
b. পিসো
c. লিরা
d. মার্কো
সাধারণ জ্ঞান
29.
আনুষ্ঠানিকভাবে 'বিশ্ব ঐতিহ্য এলাকা' কোন সংস্থা ঘোষণা করে?
a. UNDP
b. UNEP
c. UNESCO
d. ILO
সাধারণ জ্ঞান
30.
মার্কিন প্রেসিডেন্ট 'ডোনাল্ড ট্রাম্প' কততম প্রেসিডেন্ট?
a. ৪৭ তম
b. ৪৫ তম
c. ৪২ তম
d. ৪১ তম
সাধারণ জ্ঞান
31.
'অক্টোবর বিপ্লব' কোন দেশে সংঘটিত হয়?
a. রাশিয়া
b. ফ্রান্স
c. জার্মানি
d. যুক্তরাষ্ট্র
সাধারণ জ্ঞান
32.
'Extradition treaty' হলো -
a. পরিবেশ দূষণ সংক্রান্ত চুক্তি
b. তেল-গ্যাস আহরণ চুক্তি
c. অপরধী প্রত্যর্পণ চুক্তি
d. উত্তর মেরু চুক্তি
সাধারণ জ্ঞান
33.
'Statue of Unity' কোন দেশে অবস্থিত?
a. ভারত
b. দক্ষিণ কোরিয়া
c. জাপান
d. যুক্তরাষ্ট্র
সাধারণ জ্ঞান
34.
'Seven Sisters' বলতে কী বোঝায়?
a. রুপকথার সাত বোন
b. ভারতের সাতটি অঙ্গরাজ্য
c. সার্কভুক্ত সাতটি দেশ
d. সাতটি নদী
সাধারণ জ্ঞান
35.
বর্তমান বিশ্বের সর্বোচ্চ প্রাকৃতির রাবার উৎপাদনকারী দেশ কোনটি?
a. থাইল্যান্ড
b. ভারত
c. ইন্দোনেশিয়া
d. ফিলিপাইন
সাধারণ জ্ঞান
36.
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত কোনটি?
a. চামড়াজাত পণ্য
b. পাটজাত পণ্য
c. চা
d. তৈরি পোশাক
সাধারণ জ্ঞান
37.
বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
a. জিরানী বাজার
b. গাজীপুর
c. ধামরাই
d. কালিয়াকৈর
সাধারণ জ্ঞান
38.
'সাত গম্বুজ' মসজিদ কোথায় অবস্থিত?
a. ঢাকার লালবাগ
b. ঢাকার মোহাম্মদপুর
c. বাগের হাট
d. চাঁপাইনবাবগঞ্জ
সাধারণ জ্ঞান
39.
বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কী নামে পরিচিত? Copie
a. বেস্ট বেঙ্গল
b. কুষ্টিয়া গ্রেড
c. এ গ্রেড
d. ক্লাসিক লেদার
সাধারণ জ্ঞান
সাধারণ বিজ্ঞান
1.
পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন কে?
a. ড. মুহাম্মদ ইদ্রিস
b. শাইখ সিরাজ
c. ডঃ মাকসুদুল হক
d. মোবারক হোসেন খান
সাধারণ বিজ্ঞান
ড. মাকসুদুল আলম
ইংরেজি
1.
It is high time we --- the place .
a. leave
b. have left
c. are leaving
d. left
ইংরেজি
It is high time - এর পর clause আসলে clauseটিতে verb - এর past form ব্যবহৃত হয়। Leave - এর past form হলাে left ।
2.
One who is specialist in heart and its diseases is called ----.
a. a pharmacologist
b. an ophthalmologist
c. a cardiologist
d. a neurologist
ইংরেজি
হার্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারকে কার্ডিওলজিস্ট বলা হয়।
3.
Milk is a --- food .
a. nutritional
b. nutrient
c. nutritive
d. nutritious
ইংরেজি
Nutritious অর্থ পুষ্টিকর।
দুধ হচ্ছে একটি পুষ্টিকর খাবার।
4.
He said, "Good morning, Mr. Kamal " Change the speech.
a. He wished Mr. Kamal good morning .
b. He has wished Mr. Kamal good morning.
c. He said Mr. Kamal good morning.
d. He told Mr. Kamal good morning.
ইংরেজি
Direct speech - এ good morning, good afternoon, good luck ইত্যাদি থাকলে indirect - এ said - এর পরিবর্তে wished বসে । সুতরাং সঠিক indirect speech হলো He wished Mr. Kamal good morning .
5.
I know better. The underlined word is ---
a. an adjective
b. an adverb
c. a preposition
d. a noun
ইংরেজি
Better শব্দটি Verb Know কে মোডিফাই করেছে, তাই Better শব্দটি Adverb.
6.
'Swimming is a good exercise. ' Here 'swimming ' is a/an -----.
a. verb
b. noun
c. gerund
d. adverb
ইংরেজি
Verb + ing যুক্ত হয়ে যখন noun এবং verb এর কাজ করে তাকে gerund বলে । প্রদত্ত বাক্যে swimming শব্দটি sub হিসাবে কাজ করায় শব্দটি noun এবং gerund উভয় বলা যায় । তবে gerund বলাটাই অধিক যুক্তযোগ্য ।
7.
The examination ---- before I reached the hall.
a. has started
b. did start
c. had started
d. had been sstarted
ইংরেজি
After বা Before এর প্রথম অংশ Past Indefinite tense হলে শেষের অংশ Past Perfect Tense হয় এবং প্রথম অংশ Past Perfect tense হলে শেষের অংশ Past Indefinite tense বলে।
8.
which one of the following does not mean 'a road'?
a. alley
b. boulevard
c. track
d. lagoon
ইংরেজি
অপশন গুলোর মধ্যে যেটি দ্বারা road ( রাস্তা; সড়ক ) নির্দেশ করে না সেটি হলো lagoon ( অগভীর লবণাক্ত জলের হ্রদ; উপহ্রদ ) বাকি তিনটি শব্দ দ্বারা নির্দেশ করে
- alley - সরু গলি,
boulevard - প্রধান সড়ক,
track - যানবাহন, মানুষ অথবা পশুর চলাচলের ফলে সৃষ্ট পদ চিহ্ন বা দুর্গম পথ ।
9.
'Few and far between ' means
a. rarely
b. not very far
c. in between
d. long distance
ইংরেজি
Few and Far Between মানে কদাচিৎ অর্থাৎ Very Rarely.
10.
Dogs bark , What do horses do?
a. Hum
b. Neigh
c. Hiss
d. Croak
ইংরেজি
কুকুরের ডাক হলো Bark ( ঘেউঘেউ ) আর ঘোড়ার ডাক হলো Neigh ( হ্রেষা ) । অন্যদিকে
Hum - গুনগুন করা বা মৌমাছির গুঞ্জন
Hiss - ফোঁসফোঁস করা বা সাপের ডাক
Croak - ব্যাঙ অথবা দাঁড়কাকের কর্কশ ডাক ।
11.
What kind of noun is 'cattle' ?
a. Proper
b. Common
c. Collective
d. Material
ইংরেজি
একই জাতীয় কোনো শ্রেণীকে বুঝালে Collective Noun হয়।
যেমন - Cattle, Army, Public, Class, Family, Staff, Panel etc.
12.
"May God help you'. What kind of sentence is this ?
Correct spelling হচ্ছে misspell যার অর্থ বানান ভুল করা; ভুল বানান করা।
16.
The word 'ecological ' is related to ----
a. atomospere
b. environment
c. pollution
d. demorgraphy
ইংরেজি
Ecological ( বাস্তব্যবিদ্যা সংক্রান্ত ; পরিবেশ দূষণ সংক্রান্ত ) শব্দটি environment এর সাথে সম্পর্কিত ।
Atmosphere - বায়ুমণ্ডল
Pollution - দূষণ
Demography - জনসংখ্যা তত্ত্ব
17.
The word 'lunar ' is related to ----.
a. sun
b. planet
c. moon
d. air
ইংরেজি
Lunar' - চন্দ্রসম্বন্ধীয় । সুতরাং lunar 'moon' এর সাথে related ।
18.
Alexander Fleming ---- penicillin .
a. inventing
b. discovered
c. invented
d. made
ইংরেজি
Discover অর্থ অস্তিত্ববান কিন্তু অজানা কিছু জ্ঞানের মধ্যে আনা । যেহেতু penicillin - এর অস্তিত্ব আগেই ছিল, তাই শূন্যস্থানে discovered শব্দটি যথাযথ ।
19.
he teacher is popular ---- his students .
a. to
b. between
c. with
d. of
ইংরেজি
Be popular with somebody কারো কাছে জনপ্রিয় হওয়া । সুতরাং শূন্যস্থানে with হবে ।
20.
Fill in the gap : He succeeded by dint ----- hard work.
a. for
b. of
c. off
d. with
ইংরেজি
By dint of something অর্থ কোন কিছুর বলে বা সাহায্য । He succeeded by dint of hard work বাক্যটির অর্থ কঠোর পরিশ্রমের বলে তিনি সফল হলেন ।
21.
The word 'parent ' means --
a. father
b. mother
c. father and mother
d. father or mother
ইংরেজি
Parent অর্থ বাবা বা মা; জনক বা জননী (father or mother)। parents বল্লে মা এবং বাবা উভয়কেই বোঝায়।
22.
I cannot ---- what you say.
a. make out
b. take out
c. take over
d. make over
ইংরেজি
Make out অর্থ বুঝতে পারা। বাক্যকে সঠিক অর্থ: প্রদানের জন্য শূন্যস্থানে make out বসবে। অন্যদিকে take out অর্থ অপসারণ করা।
23.
Which one is correct ?
a. The old man was died yesterday.
b. The old man had died yesterday.
c. The old man died yesterday.
d. The old man died yesterday.
ইংরেজি
Die শব্দটি passive voice - এ ব্যবহৃত হয় না। Past tense indicator বাকি থাকায় বাক্যটি past indefinite tense - এ ব্যবহৃত হবে। সুতরাং সঠিক বাক্য হলাে The old man died yesterday.
24.
The word 'hardly' means ---- .
a. almost not
b. always
c. regularly
d. hard work
ইংরেজি
Hardly (প্রায় না; বলতে গেলে না) - এর অর্থ প্রকাশ পায় almost not (প্রায় না) দ্বারা।
Always অর্থ সর্বদা, r
অর্থ নিয়মিতভাবে আর
hard work অর্থ কঠোর পরিশ্রম।
25.
A stitch in time saves ----- .
a. nine
b. a lot
c. much
d. a few
ইংরেজি
অর্থ সময়ের একফোঁড়, অসময়ে দশফোঁড়।
26.
The active form of 'Let it be done' is --- .
a. Let me do it
b. I have done it
c. Do it
d. It is done by me
ইংরেজি
প্রদত্ত বাক্যটির active করার জন্য verb + ob নিয়ে আসতে হবে, কারণ voiceটি হলাে iniperatioe বাক্যের। সুতরাং Let it be done - এর active voice হলো do it।
27.
'I knew him.'
a. He was known to me.
b. He was known with me.
c. He was known by me.
d. He is known to me.
ইংরেজি
Past indefinite tense - এর passive structure হলাে ob - কে sub + was/were + verb - এর p.p. + to (যদি main verbটি know হয়) + sub - কে ob । সুতরাং বাক্যটির passive voice হলাে : He was known to me.
28.
Many people of our country live ---- hand to mouth.
a. from
b. on
c. with
d. by
ইংরেজি
Live from hand to mouth শব্দটির অর্থ দিন এনে দিন খাওয়া। From যােগে বাক্যটির বাংলা : আমাদের দেশের অনেক মানুষ দিন এনে দিন খায় ।
29.
'He is poor but honest' - In this sentence which is a conjunction ?
a. poor
b. honest
c. but
d. he
ইংরেজি
বাক্যের যে word টি Conjunction সেটি হলাে but । কেননা দুটি word সংযুক্ত করতে but conjunction টি ব্যবহৃত হয়।
বাক্যে he হলাে pronoun,
is হলাে verb আর
poor এবং honest শব্দদ্বয় হলাে adjective ।
30.
A person who sells fruits and vegetables is called -
a. a vegetable man
b. a vegetarian
c. a green -grocer
d. a hawker
ইংরেজি
যে ব্যক্তি ফল ও সবজি বিক্রি করে তাকে বলা হয় greengrocer (তরিতরকারি ও ফল বিক্রেতা)।
31.
Who wrote the poem 'The Rime of the Ancient Mariner'?
a. P.B. Shelley
b. Lord Byron
c. John Keats
d. S. T. Coleridge
ইংরেজি
'The Rime of the Ancient Mariner' কবিতার কবি হলাে S. T. Coleridge। কবিতাটি ১৭৯৮ সালে প্রকাশিত হয়। কবিতাটিতে albatross পাখির কথা উল্লেখ আছে।
32.
'Nota bene' means ----.
a. for example
b. not sure
c. nest page
d. mark well
ইংরেজি
Nota bene অর্থ সতর্কতার সঙ্গে লক্ষ্য করুন। Nota bene দ্বারা mark well (মনােযােগ দিয়ে লক্ষ করুন) - এর অর্থ প্রকাশ পায়।
33.
A poem of fourteen lines is called ---
a. an elegy
b. a sonnet
c. an ode
d. an epic
ইংরেজি
চতুর্দশপদী চৌদ্দ লাইনের কবিতাকে sonnet অর্থাৎ sonnet এর চৌদ্দটি (fourteen) লাইন থাকে । প্রথম ৮ চরণকে অষ্টক এবং শেষ ৬ চরণকে ষষ্টক বলে।
34.
The word ' Vital' is --
a. a noun
b. an adverb
c. an adjective
d. a verb
ইংরেজি
35.
Fill in the blank : Father put ----- some amount of money for the education of his daughter.
a. up
b. aside
c. into
d. on
ইংরেজি
Put aside অর্থ সঞ্চয় করা। Aside যােগে বাক্যটির বাংলা : তার কন্যার পড়ালেখার জন্য তিনি কিছু টাকা জমিয়ে রেখেছিলে
36.
What kind of noun is 'girl'?
a. Proper
b. Common
c. Material
d. Collective
ইংরেজি
'Girl' nounটি দ্বারা কোনাে ব্যক্তি, বস্তু, স্থানের নাম বুঝিয়ে একজাতীয় সকলকেই বােঝানাের কারণে girl শব্দটি Proper Common noun ।
37.
Identify the correct sentence :
a. Why you have done this ?
b. Why did you have done this?
c. Why have you done this?
d. Why you had done this?
ইংরেজি
Interrogative বাক্যের ক্ষেত্রে auxiliary verb tense এবং sub অনুযায়ী sub - এর পূর্বে বসবে। সুতরাং present perfect tense - এর structure অনুযায়ী সঠিক বাক্য Why have you done this?
38.
The correct passive of 'Medha was writing a letter' is -----.
a. A letter was written by Medha.
b. A letter was being writing by Medha.
c. A letter was being written by Medha.
d. A letter was been written by Medha .
ইংরেজি
Past continuous tense - এর passive voice - এর গঠন : Ob - কে sub + was/were + being + verb - এর p.p + by + sub কে ob। সুতরাং প্রদত্ত বাক্যটির passive voice হলো: A letter was being written by Medha.
39.
which one of the following sentence is correct ?
a. one of my friends are a lawyer .
b. one of my friends is a lawyer .
c. one of my friend is a lawyer .
d. one of my friends are a lawyers.
ইংরেজি
One of - এর পর noun বা pronoun - এর plural form এবং singular verb ব্যবহৃত হয়। সুতরাং option গুলাের মাঝে সঠিক বাক্য হলাে one of my friends is a lawyer.
40.
Shakespeare is known mostly for his-
a. poetry
b. novels
c. short stories
d. plays
ইংরেজি
William Shakespeare (1564 - 1616) মূলত তার plays বা নাটকের জন্য বিখ্যাত। তিনি সর্বমােট ৩৭টি নাটক লিখেছিলেন। তাদের মধ্যে উল্লেখযােগ্য হচ্ছে 'Macbeth', Romeo and Juliet, As You Like It ইত্যাদি।
41.
The antonym for 'inimical' is ---
a. friendly
b. hostile
c. indifferent
d. angry
ইংরেজি
Inimical (অহিতকর; ক্ষতিকর) - এর বিপরীত শব্দ friendly (বন্ধুত্বপূর্ণ)। অন্যদিকে
hostile অর্থ শত্রুভাবাপন্ন,
indifferent অর্থ উদাসীন আর
angry অর্থ রাগান্বিত।
42.
'To read between the lines' means ---
a. o read carefully
b. to read some lines only
c. to read carefully to find out any hidden meaning
d. to read quickly to save time.
ইংরেজি
'Read between the lines' idiom টির to read carefully to find out any hidden meaning । (প্রকাশিত হয়নি এমন অর্থ অন্বেষণ বা আবিষ্কার করা)।
43.
Identify the feminine gender:
a. buck
b. bitch
c. groom
d. actor
ইংরেজি
Option গুলাের মধ্যে feminine gender (স্ত্রীলিঙ্গ) হলাে bitch (মাদি কুকুর)।
Option - এর বাকি word গুলাে masculine gender, যেখানে
buck অর্থ পুরুষ জাতীয় হরিণ,
groom অর্থ বর আর
actor অর্থ অভিনেতা ।
44.
Find out the masculine gender.
a. witch
b. drone
c. nun
d. mare
ইংরেজি
Drone (পুংমৌমাছি) হলো masculine (পুংলিঙ্গ)।
Option - এর বাকি শব্দগুলো feminine gender, যাদের অর্থ
witch (মােহিনী নারী),
nun অর্থ সন্ন্যাসিনী আর
mare অর্থ ঘােটকী ।
45.
I saw --- beggar .
a. an one -eyed
b. an one -eye
c. a one -eye
d. a one -eyed
ইংরেজি
One শব্দটি Vowel O দ্বারা শুরু হলেও এর পূর্বে an বসে এ বসবে আর noun - এর পূর্বে adjective বসবে। সুতরাং শূনস্থানে a one eyed বসবে। Expressionটি যােগে বাক্যটির অর্থ আমি এক চক্ষু বিশিষ্ট ভিক্ষুক দেখলাম।
46.
At last the beast in him got --- upper hand .
a. an
b. a
c. the
d. no article
ইংরেজি
'Have/get the upoer hand' idiom টির অর্থ প্রাধান্য লাভ করা। সুতরাং শূন্যস্থানে the বসবে।
47.
The verb form of the word 'dear ' is ---
a. dear
b. indear
c. endear
d. exdear
ইংরেজি
Dear (প্রিয়) এর verb form হলাে endear (প্রিয় করা)। 'En prefix যােগে গঠিত কয়েকটি verb হলাে endanger, enable, encage, enfeeble ইত্যাদি।
48.
Which one is in singular number ?
a. lice
b. errata
c. phenomenon
d. mice
ইংরেজি
Option - গুলাের মাঝে singular number হলাে phenomenon, যার plural form হলো phenomena। অপশনের বাকি তিনটি শব্দ plural যাদের singular number যথাক্রমে louse, erratum এবং mouse ।
49.
.Which one is in plural number ?
a. data
b. goose
c. basis
d. formula
ইংরেজি
Option গুলাের মধ্যে plural form - এ রয়েছে data শব্দটি। Option - এর অন্যগুলাে singular number, যাদের plural form যথাক্রমে geese, bases এবং formulae ।
50.
'Tertiary' means -
a. primary
b. territorial
c. terrible
d. third in order
ইংরেজি
Tertiary অর্থ third in order (তৃতীয় পর্যায়ভুক্ত)।
Primary অর্থ প্রাথমিক,
Territorial অর্থ এলাকা বা ভূখণ্ডসম্পর্কিত আর
Terrible অর্থ ভয়াবহ।
চারু ও কারুকলা
1.
নবম শতাব্দীতে ‘মুরিশ’ শিল্পকলা কোথায় গড়ে উঠেছিল?
a. মিশরে
b. স্পেনে
c. ওমানে
d. ইরাকে
চারু ও কারুকলা
2.
গুনের যাত্রা অনুযায়ী মাটিকে মোটামুটিভাবে কতভাগে ভাগ করা যায়?
a. পাঁচভাগে
b. সাতভাগে
c. চারভাগে
d. তিনভাগে
চারু ও কারুকলা
3.
কান্তজির মন্দির কোথায় অবস্থিত?
a. বাগেরহাট
b. পুটিয়া
c. দিনাজপুর
d. নেত্রকোনা
চারু ও কারুকলা
4.
হলুদ ও নীল রং মিলে কোন রংটি তৈরি হবে?
a. কমলা
b. সবুজ
c. বেগুনি
d. নীল
চারু ও কারুকলা
5.
ছবি আঁকার বিষয়ে আলোছায়াকে মোটামুটি কতস্তরে ভাগ করে নিতে হয়?
a. চারস্তরে
b. তিনস্তরে
c. দুইস্তরে
d. পাঁচস্তরে
চারু ও কারুকলা
6.
সুঁই-এর চারদিকে সুতা পেঁচিয়ে যে ফোঁড় তুলতে হয় তাকে কি ফোঁড় বলে?
a. হেরিং বুনন ফোঁড়
b. কম্বল ফোঁড়
c. সার্টিন ফোঁড়
d. বুলিয়ান স্টিচ ফোঁড়
চারু ও কারুকলা
7.
প্রকৃতির সব জিনিসই তিনটি আকৃতি বা আদলের মধ্যে ধরে রাখা যায়। আকৃতি তিনটি হলো-
a. চতুর্ভুজ আকৃতি,চারকোনা আকৃতি,তিনকোনা আকৃতি
b. গোল আকৃতি,চারকোনা আকৃতি,তিনকোনা আকৃতি
c. লম্বকৃতি,চারকোন আকৃতি,তিনকোনা আকৃতি
d. ত্রিভুজাকৃতি,দুইকোনা আকৃতি,চারকোনা আকৃতি
চারু ও কারুকলা
8.
জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ -১৯৪৩ সালের বিষয়ের সবগুলো ছবি কোন কালিতে আঁকা?
a. কালো ও সবুজ
b. কালো ও হলুদ
c. শুধু কালো
d. হলুদ ও সবুজ
চারু ও কারুকলা
9.
ঢাকার শাহবাগে স্থাপিত 'মিশুক' এর স্থাপতি কে?
a. হামিদুজ্জামান খান
b. মৃণাল হক
c. শামীম শিকদার
d. মঈনুল হোসেন
চারু ও কারুকলা
শারীরিক শিক্ষা
1.
কাবাডি খেলার মাঠের 'লবি' কত মিটার চওড়া?
a. ১ মিটার
b. ২ মিটার
c. ৩ মিটার
d. ৪ মিটার
শারীরিক শিক্ষা
কাবাডি খেলার বালকদের মাঠ লম্বায় ১২.৫০ মিটার চওড়ায় ১০ মিটার হয়। এবং বালিকাদের কাবাডি খেলার মাঠ লম্বায় ১১ মিটার এবং চওড়ায় ৮ মিটার হয়। খেলার মাঠের ঠিক মাঝখানে একটি লাইন টানা থাকে যাকে মধ্যরেখা বা চড়াই লাইন বলে। এই মধ্য রেখার দুই দিকে দুই অর্ধে দুটি লাইন টানা হয় যাকে কোল লাইন বলে। মৃত বা আউট খেলোয়াড়দের জন্য মাঠের দুই পাশে ১ মিটার দূরে দুটি লাইন থাকে যাকে লবি বলা হয়।
2.
নিচের কোন দেশ এশিয়ান গেমসে সর্বাধিকাবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে?
a. চীন
b. জাপান
c. ইন্দোনেশিয়া
d. ভারত
শারীরিক শিক্ষা
এশিয়ান গেমস (Asian Games) বা এশিয়াড (Asiad) হল এশিয়ার বিভিন্ন দেশের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীদের নিয়ে প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত এক ক্রীড়া প্রতিযোগিতা। এশিয়ান গেমসে চীন সর্বোচ্চ পদক সংগ্রহ করে পদক তালিকার শীর্ষে অবস্থান করে, যা তারা ১০ বছর থেকে ধরে রেখেছে।
3.
কত সালে বাংলাদেশ সাঁতার ফেডারেশন গঠিত হয়?
a. ১৯৭১ সালে
b. ১৯৭২ সালে
c. ১৯৮১ সালে
d. ১৯৮২ সালে
শারীরিক শিক্ষা
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে বাংলাদেশ অ্যামেচার সুইমিং ফেডারেশন গঠিত হয়। তখন থেকে এই ফেডারেশন বাংলাদেশে সাঁতারের কার্যক্রম পরিচালনা করে আসছে।
4.
হকিতে কোন দেশ প্রথম অলিম্পিক চ্যাম্পিয়ন হয়?
a. ইংল্যান্ড
b. পাকিস্তান
c. ভারত
d. অস্ট্রেলিয়া
শারীরিক শিক্ষা
গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি প্রতিযোগিতা সর্বপ্রথম পুরুষদের প্রতিযোগিতা হিসেবে ছয়টি দল নিয়ে ১৯০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুরু হয়। পাকিস্তান প্রথম হকিতে অলিম্পিক চ্যাম্পিয়ন হয়।
5.
কত সালে ভারতে প্রথম খো-খো জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়?
a. ১৯৫৫ সালে
b. ১৯৬০ সালে
c. ১৯৭১ সালে
d. ১৯৭৬ সালে
শারীরিক শিক্ষা
খো খো খেলাটি ভারতের প্রাচীনতম ঐতিহ্যবাহী খেলাগুলির মধ্যে অন্যতম। এটি একটি দলগত খেলা। একটি দলে ১২ জন খেলোয়াড়, একজন প্রশিক্ষক, একজন ম্যানেজার এবং অন্যান্য সাপোর্ট স্টাফ থাকে। ম্যাচটি শুরু করার সময় ৯ জন খেলোয়াড় মাঠে থাকে এবং বিপরীত দলের ৩ ডিফেন্ডার ধাওয়াকারীদের (চেজারদের) ছোঁয়া এড়ানোর চেষ্টা করবেন। এটি একটি উচ্চ শক্তির খেলা যার সঙ্গে দৌড়ানো এবং তাড়া করা জড়িত ।
6.
মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) কত সালে গঠিত হয়?
a. ১৪০০ সালে
b. ১৫৮৭ সালে
c. ১৬৮৭ সালে
d. ১৭৮৭ সালে
শারীরিক শিক্ষা
মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) টমাস লর্ড কর্তৃক ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত লন্ডনভিত্তিক ক্রিকেট ক্লাব। এ ক্লাবটি বিশ্বের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ক্রিকেট ক্লাবরূপে পরিচিত ও বিশ্বের সর্বাপেক্ষা বিশাল ক্রিকেট ব্র্যান্ড। ক্রিকেটের ইতিহাসে এ ক্লাবের ভূমিকা অপরিসীম। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ ক্লাবটি সর্বাপেক্ষা সক্রিয় ও জনপ্রিয় ক্রিকেট ক্লাবের মর্যাদা পেয়ে আসছে। ক্রিকেটের স্বর্গভূমি নামে পরিচিত লর্ড’স ক্রিকেট গ্রাউন্ডের স্বত্ত্বাধিকারীর ভূমিকায় রয়েছে এমসিসি।
7.
লন্ডনে সর্বপ্রথম কত সালে আধুনিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়?
a. ১৮৩০ সালে
b. ১৮৩২ সালে
c. ১৮৩৫ সালে
d. ১৮৩৭ সালে
শারীরিক শিক্ষা
সাঁতার এক ধরনের জলক্রীড়া প্রতিযোগিতা বিশেষ, যাতে প্রতিযোগীরা নির্দিষ্ট দূরত্বে দ্রুত অতিক্রমণের জন্য সচেষ্ট থাকেন। যিনি সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি সর্বসমক্ষে সাঁতারু নামে অভিহিত হন। বিভিন্ন দূরত্বে ও পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। লন্ডনে ১৮৩৭ সালে আধুনিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
8.
টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান (এক ইনিংসে) সংগ্রহকারী ব্যাটম্যান হলেন-
a. স্যার ব্রাডম্যান
b. শচীন রমেশ টেন্ডুলকার
c. ব্রায়ান চার্লস লারা
d. বীরেন্দ্র সেবাগ
শারীরিক শিক্ষা
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের যুবরাজ ব্রায়ান লারা। সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানটি প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ৪০০ রান করার বিরল রেকর্ড গড়েছেন। ২০০৪ সালে সেন্ট জোন্সে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে অতিমানবীয় ৪০০ রানের অপরাজিত ইনিংসটি খেলেছিলেন লারা।
9.
দলগত মিডলে সাঁতারের পর্যায়ক্রম কয়টি?
a. ৫টি
b. ৪টি
c. ৩টি
d. ৬টি
শারীরিক শিক্ষা
চারজন সাঁতারু যখন চারটি স্টাইলে একই দূরত্বে সাঁতার দেয় তাকে মিডলে রিলে বলে। মিডলে রিলের ক্রম - ১.চিৎ সাঁতার, ২. বুক সাঁতার, ৩. প্রজাপতি সাঁতার, ৪. মুক্ত সাঁতার।
10.
২০০২ সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট বিজয়ী খেলোয়াড়ের নাম কি?
a. রোনাল্ডো
b. রোমারিও
c. অলিভার কান
d. পাওলো রসি
শারীরিক শিক্ষা
প্রতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন বুট পুরস্কারে ভূষিত করা হয়। ২০০২ সালে রোনালদো গোল্ডেন বুট জিতেন আট গোল করে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেন: হ্যারিকেন (ইংল্যান্ড)৬ গোল.করে।
11.
কোন খেলা 'প্লে' বলে শুরু করা হয়?
a. হ্যান্ডবল
b. ভলিবল
c. হকি
d. ক্রিকেট
শারীরিক শিক্ষা
বর্তমানে ক্রিকেট খেলা পরিচালনার জন্য ৪২টি আইন রয়েছে। এর মাধ্যমে কিভাবে খেলা শুরু হবে, জয় - পরাজয় নির্ধারিত হবে, কিভাবে ব্যাটসম্যান আউট হবে, পিচের মাপ, প্রস্তুত - প্রণালী ও সংরক্ষিত হবে - ইত্যাদি বিষয়গুলোর বিস্তারিত রূপরেখা এখানে তুলে ধরা হয়েছে।
আইন - ১৬: খেলা শুরু - আম্পায়ারের উচ্চারিত শব্দ ‘প্লে’র মাধ্যমে খেলা শুরু হয় ও প্রত্যেক বিরতিকালে ‘টাইম’ শব্দ উচ্চারিত হবে। খেলার শেষ ঘণ্টায় কমপক্ষে ২০ ওভার বোলিং করতে হবে। প্রয়োজনে অতিরিক্ত আরও ২০ ওভার খেলার মাধ্যমে বর্ধিত করা যেতে পারে।
12.
কাবাডি খেলায় দুই অর্ধের মধ্যে কত মিনিট বিরতি দেয়া হয়?
a. ৫ মিনিট
b. ৭ মিনিট
c. ১০ মিনিট
d. ১৫ মিনিট
শারীরিক শিক্ষা
পুরুষ এবং জুনিয়র বালকদের জন্য কাবাডি খেলার সময় হবে প্রত্যেক অর্ধে ২০ মিনিট করে, মাঝে বিরতি ৫ মিনিট। মহিলা বা জুনিয়র বালিকা ও সাব - জুনিয়র বালক ও বালিকা তাদের কাবাডি খেলার সময় হবে প্রতি অর্ধে ১৫ মিনিট করে। মাঝে বিরতি ৫ মিনিট। বিরতির পর কোর্ট বদল হবে। প্রথম অর্ধে যে কয়জন খেলোয়াড় মাঠে ছিল দ্বিতীয়ার্ধে কয়েকজন খেলোয়াড় নিয়ে মাঠে নামতে হবে।
13.
কত সালে ওয়াটার পলো অলিস্পিকে অন্তর্ভুক্ত হয়?
a. ১৮৯৬ সালে
b. ১৯০০ সালে
c. ১৯০৮ সালে
d. ১৯১২ সালে
শারীরিক শিক্ষা
ওয়াটার পোলো এক ধরনের জলক্রীড়া যা বল সহযোগে দলগতভাবে জলে খেলা হয়। প্রতিটি দলে ৬ জন মাঠ পর্যায়ের খেলোয়াড় ও ১ জন গোলরক্ষক থাকে। সহায়ক ক্রীড়া পোলো অনুসরণে এ ক্রীড়া অনুষ্ঠিত হয়। ১৯০০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের মাধ্যমে ওয়াটার পোলো দলগত ক্রীড়ারূপে অলিম্পিকে প্রথম অন্তর্ভুক্তি ঘটে।
14.
টেবিল টেনিস নেটের দৈর্ঘ্য কত মিটার ?
a. ১.৮১ মিটার
b. ১.৮৩ মিটার
c. ১.৮৫ মিটার
d. ১.৮৭ মিটার
শারীরিক শিক্ষা
টেবিল টেনিস বা পিং পংবিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা হিসেবে বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের নিকট অত্যন্ত পরিচিত। ব্যক্তিগত কিংবা দলগত বিষয় হিসেবে এ খেলা টেবিলের উপরের অংশে খেলতে হয়। এছাড়াও, খেলার উপকরণ হিসেবে ব্যাট, ছোট বল, জাল এবং টেবিলের প্রয়োজন পড়ে। ১৮৮০ সালে ইংল্যান্ডে টেবিল টেনিসের উৎপত্তি ঘটে। আন্তর্জাতিক আইনে খেলার উপযোগী বলের ওজন ২.৭ গ্রাম এবং ব্যাসার্ধ্য ৪০ মিলিমিটার হবে। ৩০.৫ সেন্টিমিটার উচ্চতা থেকে বল আদর্শ স্টিলের পাতে ফেললে বলটি ২৪ - ২৬ সেন্টিমিটার উচ্চতায় বাউন্স খাবে। টেবিল টেনিস নেটের দৈর্ঘ্য ১.৮৩ মিটার.
15.
হ্যান্ডবল খেলায় শাস্তি কত প্রকার?
a. ৪ প্রকার
b. ৫ প্রকার
c. ৬ প্রকার
d. ৭ প্রকার
শারীরিক শিক্ষা
হ্যান্ডবল একটি খুবই জনপ্রিয় খেলা। হ্যান্ডবল খেলার নিজস্ব কিছু আইন রয়েছে। যার মাধ্যমে খেলাটি সুন্দরভাবে পরিচালিত হয়। খেলা চলাকালীন সময়ে নিয়মবর্হিভুত কোন কাজ করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হয়। যথা - গোলরক্ষক নিয়ম ভঙ্গ করলে, মাঠের খেলোয়াড় গোলসীমা আইন ভঙ্গ করলে, প্রতিপক্ষের প্রতি অবৈধ আচরণ করলে, ত্রুটিপূর্ণ থ্রো - ইন করলে, অখেলোয়াড়োচিত আচরণ করলে।
16.
ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত গজ?
a. ২০ গজ
b. ২১ গজ
c. ২২ গজ
d. ২৩ গজ
শারীরিক শিক্ষা
ক্রিকেটে পিচ বলতে দুই উইকেটের মধ্যবর্তী অংশকে বোঝায়, এর দৈর্ঘ্য ২২ গজ বা ২০.১২ মিটার, এবং প্রস্থ ৩.০৫ মিটার ।
17.
ভলিবল খেলায় এন্টিনার দৈর্ঘ্য কত মিটার?
a. ১.৮১ মিটার
b. ১.৮৩ মিটার
c. ১.৮৫ মিটার
d. ১.৮৭ মিটার
শারীরিক শিক্ষা
ভলিবল খেলায় এন্টিনার দৈর্ঘ্য ১.৮০ মিটার।
18.
ক্রিকেট খেলায় আইন কয়টি?
a. ৩৬টি
b. ৩৮টি
c. ৪০টি
d. ৪২টি
শারীরিক শিক্ষা
ক্রিকেট খেলায় ৪২টি ক্রিকেট আইন আছে, যা বিভিন্ন প্রধান ক্রিকেট খেলুড়ে দেশের সাথে আলোচনার ভিত্তিতে প্রণয়ন করেছে মেরিলিবোন
ক্রিকেট ক্লাব।
19.
আগামী কমনওয়েলথ গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে?
a. বেইজং
b. গ্লাসগোতে
c. আটলান্টা
d. সিডনী
শারীরিক শিক্ষা
আগামী ২০২২ সালের কমনওয়েলথ গেমসের ভেন্যু হিসেবে ব্রিটেনের বার্মিংহাম শহরের নাম ঘোষণা করেছে কমনওয়েলথ গেমস ফেডারেশন (CGF)। এর আগে ২০০২ সালে ম্যানচেস্টার ও ২০১৪ সালে গ্লাসগো শহরে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। এছাড়া ২০১৮ সালে অস্ট্রেলিয়ার, কুইন্সল্যান্ডের, গোল্ড কোস্টে অনুষ্ঠিত হয়েছে।
20.
ক্রিকেট খেলায় একটি নোবলে নিচের কো্ন আউটটি হয়?
a. বোল্ড আউট
b. ক্যাচ আউট
c. রান আউট
d. স্ট্যাম্প আউট
শারীরিক শিক্ষা
রান আউট ছাড়া ও ব্যাটসম্যান বল হাত দিয়ে ধরলে, বলকে দুইবার আঘাত করলে বা ফিল্ডিংয়ে বাঁধা দিলে ব্যাটসম্যান আউট হবেন,পপিং ক্রিজ থেকে বের হয়ে মারলে স্টাম্পিং আউট ও হবেন। সুত্র:ক্রিকেট আইন