গণিত

1.  কোন সংখ্যাটি ক্ষুদ্রতম ?

a. <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mi>&#x9e7;</mi><mrow><mi>&#x9e7;</mi><mi>&#x9e7;</mi></mrow></mfrac></math>
b. <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mi>&#x9e9;</mi><mrow><mi>&#x9e9;</mi><mi>&#x9e7;</mi></mrow></mfrac></math>
c. <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mi>&#x9e8;</mi><mrow><mi>&#x9e8;</mi><mi>&#x9e7;</mi></mrow></mfrac></math>
d. <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML"><msqrt><mrow><mi>&#x9e6;</mi><mo>.</mo><mi>&#x9e6;</mi><mi>&#x9e8;</mi></mrow></msqrt></math>
গণিত

2. ০.১ এর বর্গমূল কত?

a. ০.১
b. ০.০১
c. ০.২৫
d. কোনোটিই নয়
গণিত
32 প্রায়

3. ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ১৮৫ মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস ২ ঘণ্টায় প্রথম ১৮৫ মাইল যাওয়ার পর পরবর্তী ১০০ মাইল কত সময়ে গেলে গড়ে ঘণ্টায় ৫০ মাইল যাওয়া হবে?

a. ১০০ মিনিট
b. ১০২ মিনিট
c. ১১০ মিনিট
d. ১১২ মিনিট
গণিত
বাসটি গড়ে ঘন্টায় ৫০ মাইল গেলে ৫০ মাইল যায় ১ ঘন্টায় অতএব, ১৮৫ মাইল যায় = ১৮৫ × ১/ ৫০ ঘন্টায় = ১৮৫ × ৬০/৫০ মিনিট = ২২২ মিনিট অতএব, পরবর্তী ১০০ মাইল যেতে সময় লাগবে = (২২২ - ১২০) = ১০২ মিনিট

4. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?

a. ২৫%
b. ২৮%
c. ৩০%
d. ৩২%
গণিত
পাশের হার = (১৮/৬০)x১০০ = ৩০%

5. একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘণ্টা কাজের জন্য ঘণ্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের ঘণ্টায় ১৫ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘণ্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত?

a. ১১ টাকা
b. ১২ টাকা
c. ১২.৫০ টাকা
d. ১২ টাকা
গণিত
ঘণ্টাপ্রতি গড় মজুরি = (৮x১০ + ২x১৫)/১০ = ১১ টাকা

6. ২০০২ সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের ল.সা.গু নয়?

a. ১৩, ৭৭, ৯১, ১৪৩
b. ৭, ২২, ২৬, ৯১
c. ২৬, ৭৭, ১৪৩, ১৫৪
d. ২, ৭, ১১, ১৩
গণিত
১৩, ৭৭, ৯১, ১৪৩ এর ল.সা.গু = ১০০১ ।

7. টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তাঁর বাবার বয়সের মধ্য-সমানুপাতী। টিপুর বয়স ১২ বছর, বাবার বয়স ৪৮ বছর হলে বোনের বয়স কত?

a. ১৬ বছর
b. ২৪ বছর
c. ১৮ বছর
d. ২০ বছর
গণিত
ধরি, টিপুর বয়স = ক বছর, টিপুর বাবার বয়স = গ বছর এবং টিপুর বোনের বয়স = খ বছর সুতরাং, সমানুপাতীর সূতানুযায়ী, খ২ = কxগ বা, খ২ = ১২x৪৮ = ৫৭৬ সুতরাং, খ = ২৪ (উভয়ক্ষকে বর্গমূল করে) সুতরাং, টিপুর বোনের বয়স = ২৪ বছর (উ:)

8. , ১, ২, ৩, ৫, ৮, -----এই সংখ্যা পরস্পরায় অষ্টম পদ কত?

a. ২১
b. ১৩
c. ১৯
d. ১৬
গণিত
উল্লেখিত ধারায় পূর্ববতী দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় । সুতরাং ৭ম সংখ্যাটি ১৩ এবং ৮ম সংখ্যাটি ২১।

9. ২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

a. ১১ টি
b. ৯টি
c. ৮টি
d. ১০টি
গণিত
*** ২ থেকে ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা ১১ টি; এগুলো হলো : - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ এবং ৩১।   মৌলিক সংখ্যা বের করার সহজ কৌশল মৌলিক সংখ্যাঃ যে সংখ্যাকে ১ এবং সে সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ ১ থেকে বড় যেসবসংখ্যার ১ ও ঐ সংখ্যা ছাড়া অপর কোন গুণনীয়ক থাকে না, তাই হল মৌলিক সংখ্যা। যেমন ২, ৫, ৭, ১১ ইত্যাদি। ১ - ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ টিঃ ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, এবং ৯৭।

10. কে গণিতবিদ নন?

a. ওমর খৈয়াম
b. আল-খারিজমী
c. ইবনে খলদুন
d. উলুগ বেগ
গণিত
ইবনে খালদুন (পুরো নাম, আরবি: أبو زيد عبد الرحمن بن محمد بن خلدون الحضرمي‎‎, আবু জায়েদ আবদুর রহমান বিন মুহাম্মদ বিন খালদুন আল হাদরামি; মে ২৭, ১৩৩২ খ্রিষ্টাব্দ /৭৩২ হিজরি – মার্চ ১৯, ১৪০৬ খ্রিষ্টাব্দ/৮০৮ হিজরি) ছিলেন একজন আরব মুসলিম পণ্ডিত। আধুনিক সমাজবিজ্ঞান, ইতিহাস ও অর্থনীতির জনকদের মধ্যে তিনি অন্যতম বিবেচিত হন। ইবনে খালদুন তাঁর বই মুকাদ্দিমার জন্য অধিক পরিচিত। এই বই ১৭ শতকের উসমানীয় ইতিহাসবিদ কাতিপ চেলেবি ও মোস্তফা নাইমাকে প্রভাবিত করে। তাঁরা উসমানীয় সাম্রাজ্যের উত্থান ও পতন বিশ্লেষণ করার ক্ষেত্রে এই বইয়ের তত্ত্ব ব্যবহার করেন।[৫] ১৯ শতকের ইউরোপীয় পণ্ডিতরা এই বইয়ের গুরুত্ব স্বীকার করেন এবং ইবনে খালদুনকে মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিকদের অন্যতম হিসেবে গণ্য করতেন।

সাধারণ জ্ঞান

11. কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত?

a. কার্পাস
b. লোহা
c. কাগজ
d. বস্ত্র
সাধারণ জ্ঞান
কানাডা কাগজ শিল্পের জন্য বিখ্যাত । কানাডার প্রধান শিল্প কাগজ । আর এজন্য কানাডার রাজধানী অটোয়াকে কাগজের রাজধানী বলা হয় । কাগজ উৎপাদনে যুক্তরাষ্ট্র প্রথম এবং কানাডা দ্বিতীয় স্থানে রয়েছে ।

12. নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়?

a. কুর্দি
b. তাতারু
c. রেড ইন্ডিয়ান
d. মাউরি
সাধারণ জ্ঞান
কুর্দিস্তানের অধিবাসীদের বলে - কুর্দি. # নিউজিল্যান্ডের আদি অধিবাসীকে বলে - মাউরী. # পশ্চিম ইরানের অধিবাসীদেরকে বলে - পাপুয়ান. # দক্ষিণ ভারতের আদি অধিবাসীদেরকে বলে - দ্রাবিড়. # পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে বসবাসকারী উপজাতি - আফ্রিদি. # উত্তর আফ্রিকায় বসবাসরত ইসলাম ধর্মাবলম্বী অধিবাসী - মুর.

13. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?

a. কোপেনহেগেন
b. লন্ডন
c. রোম
d. ব্রাসেলস
সাধারণ জ্ঞান
ব্রাসেলস : ইউরোপীয় রাষ্ট্র বেলজিয়ামের রাজধানী।

14. কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত?

a. নাউরু
b. কেনিয়া
c. কিউবা
d. গায়ানা
সাধারণ জ্ঞান
নাউরু প্রজাতন্ত্র (নাউরুয়ান Ripublik Naoero, রিপুব্লিক্‌ নাওয়েরো, ইংরেজি Republic of Nauru রিপাব্লিক্‌ অভ্‌ ন্যাউরু) দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। এর নিকটতম দ্বীপ হল ৩০০ মাইল পূর্বে অবস্থিত কিরিবাতির বানাবা দ্বীপ। নাউরু বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপ রাষ্ট্র (ক্ষেত্রফল মাত্র ২১ বর্গ কিলোমিটার)। এর পাশাপাশি এটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন প্রজাতন্ত্র, এবং একমাত্র দেশ যার কোন রাজধানী নাই।

15. আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি?

a. আফগানি
b. ফার্সি
c. পশতু
d. তুর্কি
সাধারণ জ্ঞান
Pashto and Dari (Persian) are the two official languages of Afghanistan.

16. সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘের সদস্য হয়?

a. ৩০ আগস্ট, ২০০২
b. ৭ সেপ্টেম্বর, ২০০২
c. ১০ সেপ্টেম্বর, ২০০২
d. ১৫ সেপ্টেম্বর, ২০০২
সাধারণ জ্ঞান
সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সদস্য হয় - ১০ সেপ্টেম্বর, ২০০২

17. ইন্দোনেশিয়ার পর্যটনকেন্দ্র বালি দ্বীপে কোন তারিখে শক্তিশালী বোমা হামলায় ব্যাপক প্রাণহানিসহ একটি নাইট ক্লাব ধ্বংস হয়ে গেছে?

a. ১০ অক্টোবর, ২০০২
b. ১২ অক্টোবর, ২০০২
c. ১০ নভেম্বর, ২০০২
d. ১২ নভেম্বর, ২০০২
সাধারণ জ্ঞান
২০০২ বালি বোমা বিস্ফোরণ ঘটনাটি ২০০২ সালের ১২ অক্টোবর তারিখে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের পর্যটন সমৃদ্ধ কুটা জেলায় সংগঠিত হয়। এই আক্রমণের ঘটনায় ২০২ ব্যক্তি নিহত হয় যাদের মধ্যে ৮৮ জন অস্ট্রেলীয়, ৩৮ জন ইন্দোনেশীয় এবং অবশিষ্টরা বিশ্বের ২০টিরও অধিক দেশের অধিবাসী। এতে আআরো ২০৯ জন আহত হয়।

18. ' নাগার্নো কারাবাখ' কোন দুটি দেশের করিডোর?

a. আজারবাইজান-আর্মেনিয়া
b. আর্মেনিয়া- লাটভিয়া
c. কাজখস্তান-আজারবাইজান
d. রাশিয়া-আর্মেনিয়া
সাধারণ জ্ঞান
নাগর্নো - কারাবাখ একটি বিতর্কিত অঞ্চল, আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত,[৪] কিন্তু অধিকাংশ অঞ্চলটি আর্টসাক প্রজাতন্ত্রের কর্তৃক নিয়ন্ত্রিত হয় (পূর্বে নাগর্নো - কারাবাখ প্রজাতন্ত্র), একটি আর্মেনিয়ান জাতিগত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে স্বাধীন রাষ্ট্র যেটি আজারবাইজান সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের নাগর্নো - কারাবাখ স্বায়ত্তশাসিত এলাকার ভিত্তিতে প্রতিষ্ঠিত। ১৯৮৮ সালে কারাবাখ আন্দোলনের সূচনা হওয়ার পর থেকে আজারবাইজান এই অঞ্চলে রাজনৈতিক কর্তৃত্ব প্রয়োগ করতে পারেনি। ১৯৯৪ সালে নাগর্নো - কারাবাখ যুদ্ধ শেষ হওয়ার পর থেকে আর্মেনিয়া এবং আজারবাইজান সরকারের প্রতিনিধিরা এই অঞ্চলের বিতর্কিত অবস্থান সম্পর্কে ওএসসিই মিনস্ক গ্রুপের মধ্যস্থতায় শান্তি আলোচনা করছে।

19. কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়?

a. ১৯৮৮ সালে
b. ১৯৮৯ সালে
c. ১৯৯০ সালে
d. ১৯৯১ সালে
সাধারণ জ্ঞান
সোভিয়েত – আফগান যুদ্ধ ১৯৭৯ সালের ২৪ ডিসেম্বর থেকে ১৯৮৯ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ও আফগানিস্তান গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং আফগান মুজাহিদদের মধ্যে সংঘটিত হয়। ১৯৭৯ সালের ২৪ ডিসেম্বর আফগানিস্তানে সোভিয়েত সৈন্য প্রবেশের মধ্য দিয়ে এই যুদ্ধ আরম্ভ হয়, আর ১৯৮৯ সালের ১৫ ফেব্রুয়ারি আফগানিস্তান থেকে সর্বশেষ সোভিয়েত সৈন্য প্রত্যাহারের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটে। এই যুদ্ধে প্রায় ৬ থেকে ২০ লক্ষ আফগান প্রাণ হারায়, যাদের অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক।

20. ' ব্লাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী?

a. নেপাল
b. ভারত
c. মিয়ানমার
d. ইরান
সাধারণ জ্ঞান
BLACK CAT - ভারতের কমান্ড বাহিনী। ২। BLACK SHIRT - মুসোলিনীর গেরিলা বাহিনী। ৩। BLACK SEPTEMBER - ফিলিস্তিনির গেরিলা বাহিনী। ৪। BLACK DECEMBER - পাকিস্তানের গেরিলা বাহিনী। ৫। BLACK PANTHER - যুক্তরাষ্ট্রের নিগ্রদের সংগঠন। ৬।BLACK TIGER - দুর্ধষ যোদ্ধাদের কে বলা হ্য়। ৭। BLACK BENGAL - উন্নত জাতের ছাগল। ৮।BLACK DIAMOND - পেলে, সেরেনা উইলিয়্ম। ৯।BLACK GOLD - কক্সবাজার সমুদ্র সৈকতের বালুর মধ্যে পাওয়া 'জিরকন ' নামক এক ধরনের মূল্যবান পদাথ। ১০।BLACK NIGHT - ১৯৭১ সাল এর ২৫ মার্চ।

21. জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়?

a. হাঙ্গেরি
b. জার্মানি
c. পোল্যান্ড
d. ব্রিটেন
সাধারণ জ্ঞান
জাতিসংঘের সংক্ষিপ্ত প্রোফাইল নাম - United Nations (UN) প্রতিষ্ঠা - ২৪ অক্টোবর, ১৯৪৫ (জাতিসংঘ সনদ কার্যকর) প্রতিষ্ঠাকালীন সদস্য - ৫১ বর্তমান সদস্য - ১৯৩ সর্বশেষ সদস্য - দক্ষিণ সুদান (১৪ জুলাই ২০১১) সদর দপ্তর - নিউইয়র্ক ইউরোপীয় সদর দপ্তর - জেনেভা মূল সংস্থা - ৬টি অফিশিয়াল/দাপ্তরিক ভাষা - ৬টি সচিবালয়ে ব্যবহৃত ভাষা - ২টি (ইংরেজি ও ফরাসি) বর্তমান মহাসচিব - অ্যান্টোনিও গুতারেস (পর্তুগাল)

22. ওপেকভুক্ত অ-আরব মুসলিম দেশ কোনটি?

a. ইন্দোনেশিয়া
b. মালয়েশিয়া
c. ইরাক
d. ইরান
সাধারণ জ্ঞান
১ জানুয়ারি ২০১৬ ইন্দোনেশিয়া OPEC - এ পুনরায় যোগদান করে । তাই বর্তমানে ইন্দোনেশিয়া ও ইরান OPEC - ভুক্ত অ - আরব মুসলিম দেশ ।

23. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায়?

a. প্যারিস
b. জেনেভা
c. রোম
d. রোম
সাধারণ জ্ঞান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (ইংরেজি: Amnesty International) একটি মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা। আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার বিষয়ের উত্তরণ ও মর্যাদা রক্ষায় জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র বাস্তবায়নে সংস্থাটি একযোগে কাজ করে যাচ্ছে। সংস্থাটি ১৯৬১ সালে যুক্তরাজ্যে স্থাপিত হয়। এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত। সংস্থাটিকে ১৯৭৭ সালে নোবেল শান্তি পুরস্কার এবং ১৯৭৮ সালে জাতিসংঘ মানবাধিকার পুরস্কার দেওয়া হয়।

24. ২০০২ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন -----

a. ইয়াসির আরাফাত
b. জিমি কার্টার
c. কফি আনান
d. মাদার তেরেসা
সাধারণ জ্ঞান
জিমি কার্টার (ইংরেজি: Jimmy Carter; জন্ম: অক্টোবর ১, ১৯২৪) হচ্ছেন একজন আমেরিকান রাজনীতিবিদ, লেখক এবং ডেমোক্রেটিক পার্টির সদস্য; যিনি ১৯৭৭ থেকে ১৯৮১ সাল মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম রাষ্ট্রপতির দায়িত্ব পাল্পন করেন। তিনি ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন।

25. এনরন (ENRON) কি?

a. একটি যুদ্ধবিমানবাহী জাহাজ
b. একটি ঔষধের নাম
c. এক প্রকার রোগজীবাণু
d. পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি
সাধারণ জ্ঞান
এনরন কেলেঙ্কারি হল হিসাব বিজ্ঞানের ইতিহাসে যুক্তরাষ্ট্র তথা পৃথিবীর সবচেয়ে কুখ্যাত হিসাব জালিয়াতি।[১] এনরন কর্পোরেশন ছিল যুক্তরাষ্ট্রের হিউস্টন ভিত্তিক শক্তি উৎপাদনকারী কোম্পানি যা ২০০১ সালের অক্টোবর মাসে দেউলিয়া এবং অবলুপ্ত ঘোষণা করা হয়। পৃথিবীর প্রথম পাঁচটি বৃহৎ অডিট ফার্মের একটি ফার্ম আর্থার এন্ডারসন এই কেলেঙ্গারির সাথে যুক্ত ছিল। কেলেঙ্গারির খবর ফাঁস হওয়ার পর এই অডিট ফার্মটিও অবলুপ্ত ঘোষণা করা হয়। হিউস্টন ন্যাচারাল গ্যাস এবং ইন্টারনর্থ কোম্পানি একত্রিত করে কেনিথ লে ১৯৮৫ সালে এনরন কর্পোরেশন প্রতিষ্ঠা করেন।

26. WTO-এর সদর দপ্তর কোন শহরে?

a. প্যারিস
b. টোকিও
c. জেনেভা
d. নিউইয়র্ক
সাধারণ জ্ঞান
বিশ্ব বাণিজ্য সংস্থা (ইংরেজি World Trade Organization ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।

27. চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ ----

a. ইয়ুরি গ্যাগারিন, রাশিয়া
b. জন গ্লেন, যুক্তরাষ্ট্র
c. রিচার্ড এলড্রিন, যুক্তরাষ্ট্র
d. নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র
সাধারণ জ্ঞান
নিল আর্মস্ট্রং (জন্ম: ৫ আগস্ট ১৯৩০ - মৃত্যু: ২৫ আগস্ট ২০১২) হচ্ছেন একজন মার্কিন নভোচারী ও বৈমানিক। তিনি চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসাবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তার প্রথম মহাকাশ অভিযান হয় ১৯৬৬ খ্রীস্টাব্দে, জেমিনি ৮ নভোযানের চালক হিসাবে।

28. ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে -----

a. আর্জেন্টিনা
b. ব্রাজিল
c. ইতালি
d. ফ্রান্স
সাধারণ জ্ঞান
স্বপ্নের স্বর্ণের ট্রফিটা পাঁচবার ঘরে তুলেছে ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে চ্যাম্পিয়ন হয় তারা।

29. ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন----

a. ভারতের শচীন টেন্ডুলকার
b. অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান
c. ইংল্যান্ডের বেন হার্টন
d. বাংলাদেশের মোঃ আশরাফুল
সাধারণ জ্ঞান
মোহাম্মদ আশরাফুল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম।

30. SAPTA অর্থ ------

a. SAARC Preferential Trading Arrangement
b. South Asian Preferential Trading Arrangement
c. SAARC Preferential Tariff Agreement
d. South Asian Preferential Tariff Agreement
সাধারণ জ্ঞান
SAPTA অর্থ - SAARC Preferential Trading Arrangement.

31. বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?

a. চট্টগ্রাম
b. ভোলা
c. কক্সবাজার
d. পটুয়াখালী
সাধারণ জ্ঞান
বাংদেশের ৬৪টি জেলার মধ্যে সর্ব উত্তরের জেলা পঞ্চগড় ও উপজেলা তেঁতুলিয়া । সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার ও উপজেলা টেকনাফ । সর্ব পূর্বের জেলা বান্দরবান ও উপজেলা থানচি এবং সর্ব পশ্চিমের জেলা চাপাঁইনবাবগঞ্জ ও উপজেলা শিবগঞ্জ । উল্লেখ্য বাংলাদেশের সর্ব উত্তরের স্থান বাংলাবান্ধা (পঞ্চগড়)।

32. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?

a. রামপাল
b. ধর্মপাল
c. চন্দ্রগুপ্ত মৌর্য
d. আদিশুর
সাধারণ জ্ঞান
পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন। ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।

33. পরী বিবি কে ছিলেন?

a. আওরঙ্গজেবের কন্যা
b. শায়েস্তা খানের কন্যা
c. মুর্শিদকুলি খানের স্ত্রী
d. আজিমুসশানের মাতা
সাধারণ জ্ঞান
বিবি পরী বাংলার মুগল সুবাহদার শায়েস্তা খান এর কন্যা ও বাদশাহ আওরঙ্গজেব এর পুত্র মুহম্মদ আজম এর স্ত্রী। বাংলাদেশ সরকারের কাটরার ওয়াকফ পরিদপ্তরে সংরক্ষিত শায়েস্তা খানের নিজস্ব অছিয়তনামা থেকেই শায়েস্তা খানের কন্যা হিসেবে বিবি পরীকে (ইরান দুখ্ত্ রহমত বানু) চিহ্নিত করা যায়।

34. বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন?

a. হামিদুর রহমান
b. ফজলুর রহমান খান
c. নভেরা আহমদ
d. জুলফিকার আলী খান
সাধারণ জ্ঞান
ফজলুর রহমান খান বাংলাদেশের একজন বিখ্যাত স্থপতি ও পুরকৌশলী। তিনি এফ আর খান নামে সুপরিচিত। তিনি পৃথিবীর অন্যতম উচ্চতম ভবন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর 'সিয়ার্স টাওয়ার' এর নকশা প্রণয়ন করেন।

35. বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন?

a. প্রধানমন্ত্রী
b. রাষ্ট্রপতি
c. স্পিকার
d. প্রধান বিচারপতি
সাধারণ জ্ঞান
রাষ্ট্রপতি সাংবিধানিক ভাবে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ও সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হওয়ার ন‍্যূনতম বয়স ৩৫ বছর। জাতীয় সংসদ সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হন। স্পিকার (সংসদের পঞ্চদশ সংশোধনীর পূর্বে ছিল প্রধান বিচারপতি) রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণের পর থেকে তার মেয়াদকাল ৫ বছর। আবার রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন স্পিকারের নিকট পদত্যাগ পত্র দাখিলের মাধ্যমে। রাষ্ট্রপতি সংবিধানের ৫০(২) ধারা মতে ধারাবাহিক ২ বারের অধিক মেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন না। তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন। ৫৬(৩) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী নিয়োগ ও ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রীর সুপারিশ নিতে হয় না। একই সঙ্গে তার ওপর আদালত এর কোনো এখতিয়ার বারিত। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করবেন স্পিকার স্বয়ং। রাষ্ট্রপতি প্রধামন্ত্রীর পদত্যাগ পত্র গ্রহণ করবেন। তার নিকট কোনো বিল পেশ করার ১৫ দিনের মধ্যে তা অনুমোদন করতে হয় নচেৎ তা স্বয়ংক্রিয় ভাবে অনুমোদিত হয়ে যায়। তবে অর্থ বিল এ সম্মতি দানে তিনি বিলম্ব করতে পারবেন না। দুই - তৃতীয়াংশ সংসদ সদস্যের ভোটের মাধ্যমে শারীরিক বা মানসিক কোনো কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। তার সরকারি বাসভবন বঙ্গভবন মতিঝিল এর দিলকুশায় অবস্থিত। তার নিরাপত্তায় বিশেষ বাহিনী হলো প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (PGR) ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (SSF)।

36. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?

a. ১৬ ডিসেম্বর
b. ২৬ মার্চ
c. ২১ ফেব্রুয়ারি
d. ৭ মার্চ
সাধারণ জ্ঞান
বাংলাদেশের জাতীয় দিবস সমূহ জাতীয় শিক্ষক দিবস - ১৯ জানুয়ারী শহীদ দিবস/আন্তর্জাতকি মাতৃভাষা দিবস - ২১ ফেব্রুয়ারী জাতীয় পতাকা দিবস - ০২ মার্চ জাতীয় শিশু দিবস - ১৭ মার্চ জাতীয় দিবস/স্বাধীনতা দিবস - ২৬ মার্চ মজিবনগর দিবস - ১৭ এপ্রিল জাতীয় জন্ম নিবন্ধন দিবস – জুলাই জাতীয় শোক দিবস - ১৫ আগষ্ট জাতীয় সংহতি ও বিপ্লব দিবস - ৭ নভেম্বর সশস্ত্রবাহিনী দিসব - ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস - ০১ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস - ১৪ ডিসেম্বর বিজয় দিবস - ১৬ ডিসেম্বর

37. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?

a. গিয়াসউদ্দীন আযম শাহ
b. আলাউদ্দীন হুসেন শাহ
c. ফখরুদ্দীন মোবারক শাহ
d. ইলিয়াস শাহ
সাধারণ জ্ঞান
গিয়াসউদ্দিন আজম শাহ পন্ডিত ও কবিদের সমাদর করতেন। পারস্যের কবি হাফিজের সাথে তার পত্রবিনিময় হত। বাঙালি মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর তার বিখ্যাত রচনা ইউসুফ জুলেখা এ সময়ে সম্পন্ন করেন। এসময় কৃত্তিবাসের রামায়ণ বাংলায় অনুবাদ করা হয়।

38. বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?

a. কুসুম্বা মসজিদ
b. বড় সোনা মসজিদ
c. ষাট গম্বুজ মসজিদ
d. সাত গম্বুজ মসজিদ
সাধারণ জ্ঞান
সুলতান নসিরউদ্দিন মাহমুদ শাহের (১৪৩৫ - ৫৯) আমলে খান আল - আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়।[১] এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। তুঘলকি ও জৌনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট।

39. বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?

a. ময়নামতি
b. পাহাড়পুর
c. মহাস্থান গড়
d. সোনারগাঁও
সাধারণ জ্ঞান
বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র - পুণ্ড্রবর্ধন বা মহাস্থানগড়। প্রাচীন পুরাজ্যের রাজধানী ছিল - পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন। বিখ্যাত সাধক শাহ - সুলতান বলখির মাজার অবস্থিত - মহাস্থানগড়ে। বেহুলা - লখিন্দরের বাসর ঘর অবস্থিত - মহাস্থানগড়ে।

40. বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি?

a. ব্রহ্মপুত্র
b. পদ্মা
c. মেঘনা
d. যমুনা
সাধারণ জ্ঞান
ব্রহ্মপুত্র নদীর সর্বাধিক প্রস্থ ১০৪২৬ মিটার (বাহাদুরাবাদ)। এটিই বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে। ব্রহ্মপুত্রের প্রধান শাখা হচ্ছে যমুনা। এক কালের প্রশস্ত ব্রহ্মপুত্র নদ বর্তমানে শীর্ণকায়।

41. পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের (Constituent Assembly) ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন?

a. আবুল হাশেম
b. শেখ মুজিবুর রহমান
c. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
d. ধীরেন্দ্রনাথ দত্ত
সাধারণ জ্ঞান
১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান।

42. অবিভক্ত বাংলায় শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

a. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
b. এ কে ফজলুল হক
c. খাজা নাজিমউদ্দীন
d. আবুল হাশেম
সাধারণ জ্ঞান
১৯৪৬ এর নির্বাচনে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের বিপুল বিজয়েহোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আবুল হাশিম মূল কৃতিত্বের দাবীদার ছিলেন।১৯৪৬ সালে বাংলার মূখ্যমন্ত্রী হিসেবে পাকিস্তান আন্দোলনে তিনি ব্যাপক সমর্থন প্রদান করেন।পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী হিসেবে ১৯৪৬ সালে তিনি পাকিস্তান আন্দোলনের প্রতি তার সমর্থন এবং সহযোগিতা প্রদান করেন। স্বাধীন ভারতবর্ষের ব্যাপারে কেবিনেট মিশন প্ল্যানের বিরুদ্ধে জিন্নাহ ১৯৪৬ সালের আগস্ট ১৬ তারিখে প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন।

43. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?

a. ১৯০৫ সালে
b. ১৯১৬ সালে
c. ১৯২৩ সালে
d. ১৯১১ সালে
সাধারণ জ্ঞান
১৭৬৫ সালের পর থেকেই বিহার ও উড়িষ্যা বাংলার অন্তর্ভুক্ত ছিল। ফলে সরকারী প্রশাসনিক এলাকা হিসেবে বাংলা অতিরিক্ত বড় হয়ে যায় এবং ব্রিটিশ সরকারের পক্ষে এটির সুষ্ঠু শাসনক্রিয়া দুরূহ হয়ে পড়ে। বঙ্গভঙ্গের সূত্রপাত এখান থেকেই।কিন্তু ১৯১১ সালে, প্রচণ্ড গণআন্দোলনের ফলশ্রুতিতে বঙ্গভঙ্গ রহিত হয়। দ্বিতীয়বার বঙ্গভঙ্গ হয় ১৯৪৭ সালে। এর ফলে পূর্ববঙ্গ পাকিস্তানে এবং পশ্চিমবঙ্গ ভারতে যুক্ত হয়। এই পূর্ববঙ্গই পরবর্তীকালে পাকিস্তানের কাছ থেকে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।

44. বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?

a. সৈয়দ আমীর আলী
b. নওয়াব আবদুল লতিফ
c. নওয়াব স্যার সলিমুল্লাহ
d. স্যার সৈয়দ আহমেদ খান
সাধারণ জ্ঞান
বাংলার মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য নওয়াব আবদুল লতিফ ১৮৬৩ সালে নানা পদক্ষেপ গ্রহণ করেন। এই সালে তিনি কলকাতায় মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন। এ সোসাইটির লক্ষ্য ছিল আধুনিক জ্ঞান বিজ্ঞানের স্বপক্ষে জনমত গড়ে তোলা এবং শিক্ষিত মুসলমান হিন্দু ও ইংরেজদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে পারস্পরিক কল্যাণ নিশ্চিত কথা। তাঁর প্রচেষ্ঠায় কলকাতা মাদ্রাসায় ইস্ট - ফার্সি বিভাগ খোলা হয় এবং সেখানে উর্দু ও বাংলা ভাষা শিক্ষাদানের ব্যবস্থা গ্রহণ করা হয়। তাঁরই চেষ্টার ফলে মহসীন ফান্ডের টাকা মুসলমানদের শিক্ষার কাজে সংরক্ষিত করা হয়। রাজশাহী সরকারী মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা ছিল।

45. বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?

a. মাওলানা কেরামত আলী
b. শাহ ওলিউল্লাহ
c. হাজী শরীয়তউল্লাহ
d. পীর মুহসীনুদ্দীন
সাধারণ জ্ঞান
ফরায়েজী আন্দোলন ঊনিশ শতকে বাংলায় গড়ে ওঠা একটি সংস্কার আন্দোলন। প্রাথমিক পর্যায়ে এ আন্দোলনের লক্ষ্য ছিল ধর্ম সংস্কার। কিন্তু পরবর্তী সময়ে এই আন্দোলনে আর্থ - সামাজিক সংস্কারের প্রবণতা লক্ষ্য করা যায়। ফরায়েজী শব্দটি ‘ফরজ’ থেকে উদ্ভূত। এর অর্থ হচ্ছে আল্লাহ কর্তৃক নির্দেশিত অবশ্য পালনীয় কর্তব্য। কাজেই ফরায়েজী বলতে তাদেরকেই বোঝায় যাদের লক্ষ্য হচ্ছে অবশ্য পালনীয় ধর্মীয় কর্তব্যসমূহ কার্যকর করা। এ আন্দোলনের প্রবক্তা হাজী শরীয়তউল্লাহ।

46. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যর দেওয়ানী লাভ করে?

a. ১৬৯০ সালে
b. ১৭৬৫ সালে
c. ১৭৯৩ সালে
d. ১৮২৯ সালে
সাধারণ জ্ঞান
১৭৬৫ সালের ১ আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির বাদশাহ শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দীউয়ানি ও রাজস্ব ক্ষমতা গ্রহন করে। ১৭৬৫ থেকে ১৭৭২ সাল পর্যন্ত কোম্পানি বাংলার প্রশাসনের সঙ্গে রাজস্ব ক্ষমতা ভাগাভগি করলেও তারা প্রশাসনিক কোনো দায় - দায়িত্ব সরাসরি গ্রহণ করেনি। কোম্পানির পক্ষে সৈয়দ মোহাম্মদ রেজা খান রাজস্ব সংক্রান্ত প্রশাসনিক দায়িত্ব পালন করতে থাকেন।

47. কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?

a. ইসলাম খান
b. রাজা মানসিংহ
c. মীর জুমলা
d. শায়েস্তা খান
সাধারণ জ্ঞান
চট্টগ্রামের নাম 'ইসলামাবাদ' রাখেন শায়েস্তা খান।

48. ঢাকায় সুবা-বাংলার রাজধানী কখন স্থাপিত হয়?

a. ১৬১০ সালে
b. ১৫৭৬ সালে
c. ১৯০৫ সালে
d. ১৯৪৭ সালে
সাধারণ জ্ঞান
ঢাকা (ইংরেজি: Dhaka; ১৯৮২ সালের পূর্বে Dacca নামে লেখা হত) ১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন। প্রথমবারের মত ঢাকা রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীর নগর।

49. বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?

a. আলী মর্দান খলজী
b. তুঘরিল খান
c. শামসুদ্দিন ফিরোজ শাহ
d. ইখতিয়ারউদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খলজী
সাধারণ জ্ঞান
বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?

50. বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

a. সমতট
b. পুণ্ড্র
c. বঙ্গ
d. হরিকেল
সাধারণ জ্ঞান
বঙ্গ: বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, পাবনা, ফরিদপুর নােয়াখালী, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর নিম্ন জলাভূমি এবং পশ্চিমের উচ্চভূমি যশাের, কুষ্টিয়া, নদীয়া, শান্তিপুর ও ঢাকার বিক্রমপুর সংলগ্ন অঞ্চল ছিল বঙ্গ জনপদের অন্তর্গত। পাঠান আমলে সমগ্র বাংলা বঙ্গ নামে ঐক্যবদ্ধ হয়। পুরানাে শিলালিপিতে ‘বিক্রমপুর’ ও ‘নাব্য' নামে দুটি অংশের উল্লেখ রয়েছে। প্রাচীন বঙ্গ ছিল একটি শক্তিশালী রাজ্য। 'ঐতরেয় আরণ্যক' গ্রন্থে বঙ্গ নামে উল্লেখ পাওয়া যায়। এছাড়া রামায়ণ, মহাভারতে এবং কালিদাসের ‘রঘুবংশ’ গ্রন্থে ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়।

তথ্য প্রযুক্তি

51. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় ----

a. ইন্টারকম
b. ইন্টারনেট
c. ই-মেইল
d. ইন্টারসীড
তথ্য প্রযুক্তি
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান - প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। স্বল্প সংখ্যক টেলিফোনের একটির সাথে আরেকটির সংযোগকে ইন্টারকম বলে। অর্থাৎ ইন্টারকম হল এক বিশেষ ধরনের টেলিফোন নেটওয়ার্ক। ইন্টারকম ব্যবস্থায় টেলিফোনের কেবল একটি মাত্র বোতাম টিপলেই এক কক্ষ থেকে অন্য কক্ষে কথা বলা যায়। আজকাল বৃহদাকার অফিস, ব্যবসা প্রতিষ্ঠান প্রভৃতি স্থানে সহজ যোগাযোগের জন্য ইন্টারকম ব্যবস্থার অশ্রয় নেওয়া হয়। ই - মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। ১৯৭২(RFC 561) খ্রিষ্টাব্দে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়। ই - মেইল পেতে প্রথম দিকের ই - মেইল ব্যবস্থায় প্রেরক এবং প্রাপক দুজনকেই অনলাইনে থাকতে হত। এখনকার ই - মেইলগুলোতে এই সমস্যা নেই।

সাধারণ বিজ্ঞান

52. স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?

a. সাইট্রিক অ্যাসিড
b. নাইট্রিক অ্যাসিড
c. হাইড্রোক্লোরিক অ্যাসিড
d. টারটারিক অ্যাসিড
সাধারণ বিজ্ঞান
স্বর্ণের খাদ বের করতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়।তেঁতুলে টারটারিক এসিড এবং লেবুতে সাইট্রিক এসিড থাকে।

53. রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?

a. বেলে মাছ
b. পালং শাক
c. খাশির মাংস
d. মুরগির মাংস
সাধারণ বিজ্ঞান
কোলেস্টেরল কমানোর সহজ উপায় হচ্ছে ডিমের কুসুম এবং অন্যান্য বেশি কোলেস্টেরলযুক্ত খাবার পরিহার করা। তবে শুধু খাবারের কোলেস্টেরলই রক্তে কোলেস্টেরল বাড়ানোর জন্য দায়ী নয়। সম্পৃক্ত চর্বিযুক্ত খাবার যেমন - মাখন, চর্বিযুক্ত গরুর মাংস ও খাসির মাংসের পরিবর্তে অসম্পৃক্ত চর্বিযুক্ত খাবার যেমন - সয়াবিন তেল, সূর্যমুখী তেল, জলপাইয়ের তেল, মাছ পর্যাপ্ত খাওয়া উচিত।

54. IUCN --এর কাজ হলো বিশ্বব্যাপী ------

a. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
b. মানবাধিকার সংরক্ষণ করা
c. পানি সম্পদ সংরক্ষণ করা
d. আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
সাধারণ বিজ্ঞান
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) (ইংরেজি: International Union for Conservation of Nature and Natural Resources (IUCN)) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে স্থাপিত একটি সংঘ। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সংঘের প্রধান কার্যালয় সুইজারল্যান্ড রাষ্ট্রের গ্লান্ডের লেক জেনিভা অঞ্চলে। ৮৩টি রাষ্ট্র, ১০৮টি সরকারি সংস্থা, ৭৬৬টি নন - গভর্নমেন্ট অর্গ্যানাইজেশন ও বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১০,০০০ বিশেষজ্ঞ ও বৈজ্ঞানিকদের নিয়ে এই সংঘ গঠিত।

55. ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়, কারণ গাছ হতে ----

a. অধিক পরিমাণে অক্সিজেন নির্গত হয়
b. অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়
c. অধিক পরিমাণে কার্বন মনো অক্সাইড নির্গত হয়
d. বিষাক্ত সায়ানাইড নির্গত হয়
সাধারণ বিজ্ঞান
রাতের বেলা উদ্ভিদের শ্বসনের পরিমাণ বেড়ে যায়। এ সময় উদ্ভিদ পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে শারীরবৃত্তীয় বিক্রিয়া সম্পন্ন করে। তাই রাতের বেলা গাছের নিচে অক্সিজেনের ঘনত্ব অপেক্ষাকৃত কম থাকে। এজন্য রাতের বেলা গাছের নিচে ঘুমানো উচিত নয়। এতে শ্বাসকষ্ট হতে পারে।

56. কোনটি বেশি স্থিতিস্থাপক?

a. ইস্পাত
b. রাবার
c. কাচ
d. পানি
সাধারণ বিজ্ঞান
বাইরে থেকে প্রযুক্ত বল অপসারিত হলে বিকৃত বস্তু যে ধর্মের ফলে তার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাকে স্থিতিস্থাপকতা বলে এবং উক্ত বস্তুটিকে স্থিতিস্থাপক বস্তু বলে । যেসব বস্তুর ক্ষেতে পীড়ন এবং বিকৃাতর অনুপাত বেশি অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি সেসব বন্তু বেশি স্থিতিস্থাপক । আর যেসব বস্তুর ক্ষেত্রে পীড়ন এবং বিকৃতির অনুপাত কম, অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কম সেসব বস্তু কম স্থিতিস্থাপক । ইস্পাতের ক্ষেত্রে অধিক পীড়ন দেয়া সত্ত্বেও বিকৃতির মান যৎসামান্য হয় । কিন্তু রবার, কাচ ও পানির ক্ষেত্রে অল্প পীড়ন দিলেই বিকৃতির মান অনেক বেশি হয় । সুতরাং রবার, কাচ ও পানির ক্ষেত্রে পীড়ন ও বিকৃতির অনুপাত তুলনামূলকভাবে অনেক কম । অতএব, রবার, কাচ ও পানি অপেক্ষা ইস্পাত বেশি স্থিতিস্থাপক ।

57. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?

a. অ্যানোফিলিস
b. এডিস
c. কিউলেক্স
d. সব ধরনের মশা
সাধারণ বিজ্ঞান
ডেঙ্গু জ্বর (সমার্থক ভিন্ন বানান ডেঙ্গি) একটি এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়।উপসর্গগুলির মাঝে রয়েছে জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যথা এবং গাত্রচর্মে ফুসকুড়ি। দুই থেকে সাত দিনের মাঝে সাধারণত ডেঙ্গু রোগী আরোগ্য লাভ করে। কিছু কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক রক্তক্ষরী রূপ নিতে পারে যাকে ডেঙ্গু রক্তক্ষরী জ্বর (ডেঙ্গু হেমোরেজিক ফিভার) বলা হয়। এর ফলে রক্তপাত হয়, রক্ত অনুচক্রিকার মাত্রা কমে যায় এবং রক্ত প্লাজমার নিঃসরণ ঘটে। কিছু কিছু ক্ষেত্রে কখনোবা ডেঙ্গু শক সিনড্রোম দেখা দেয়। ডেঙ্গু শক সিনড্রোমে রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়। কয়েক প্রজাতির এডিস মশকী (স্ত্রী মশা) ডেঙ্গু ভাইরাসের প্রধান বাহক। যেগুলোর মধ্যে এডিস ইজিপ্টি মশকী প্রধানতম।

58. প্রথম টেস্টটিউব বেবীত্রয় কবে ভূমিষ্ঠ হয়?

a. ২৭ মে
b. ২৪ মে
c. ৩০ মে
d. ৩১ মে
সাধারণ বিজ্ঞান
বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রথম টেস্টটিউব বেবি তিনটির নাম  - হিরা, মনি ও মুক্তা । বাংলাদেশে সর্বপ্রথম টেস্টটিউব বেবির জন্ম হয়   - ৩০ মে, ২০০১ সালে (ঢাকার সেন্ট্রাল হাসপাতালে) । বিশ্বের প্রথম টেস্টটিউব বেবির নাম   - লুইস ব্রাউন . লুইস ব্রাউন  জন্মগ্রহণ করেন  - ২৫ জুলাই, ১৯৭৮ সালে ।

59. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?

a. ৩৯
b. ৩২
c. ৩৩
d. ৩৪
সাধারণ বিজ্ঞান
আর্সেনিক একটি মৌলিক পদার্থ যার প্রতীক As এবং পারমাণবিক সংখ্যা 33। এর পারমাণবিক ভর 74.92160 (সাধারণ কাজে 75 ব্যবহার করা হয়) । এটি পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে, পঞ্চদশ গ্রুপে অবস্থিত। এটি একটি অর্ধধাতু বা উপধাতু। আর্সেনিকের বহুরূপ বিদ্যমান। কিন্তু শুধু ধূসর রঙের আর্সেনিকেরই ধাতব ধর্ম রয়েছে।

60. লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?

a. বোর, ১৯৬৩
b. রাদারফোর্ড, ১৯১৯
c. হাইগ্যান, ১৯৬১
d. মাইম্যান, ১৯৬০
সাধারণ বিজ্ঞান
লেজার রশ্মি আবিষ্কার করেন মাইম্যান, ১৯৬০ সালে । থিওডোর হ্যারল্ড মাইম্যান একজন মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি লেজার এর উদ্ভাবক। মাইম্যানের লেজার পরবর্তীকালে আরো অনেক ধরনের লেজার এর আবিষ্কারে পথ প্রদর্শন করে। এই উদ্ভাবনের জন্য মাইম্যান একটি প্যাটেন্টের অধিকারী হন এবং অনেক পুরস্কার ও সম্মানে ভূষিত হন।

বাংলা

61. ' সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?

a. রবীন্দ্রনাথ ঠাকুর
b. সত্যেন্দ্রনাথ দত্ত
c. কাজী নজরুল ইসলাম
d. জীবনানন্দ দাশ
বাংলা
সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য - সংকলন। এই গ্রন্থে ঊনআশিটি কবিতা ও সতেরোটি গান আছে। এর মধ্যে - ‘বিদ্রোহী’, ‘সর্বহারা’, ‘সাম্যবাদী’, ‘মানুষ’, ‘জীবন বন্দনা’, ‘খুকী ও কাঠবেড়ালী’, ‘চল্‌ চল্‌ চল্‌’ প্রভৃতি প্রধান। গ্রন্থটির উৎসর্গ পত্রে লেখা আছে: “বিশ্বকবিসম্রাট শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর শ্রীশ্রীচরণারবিন্দেষু”।

62. ঢাকার ' মুসলিম সাহিত্য সমাজ' -এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে?

a. ১৯২৬
b. ১৯১১
c. ১৮৬৪
d. ১৯০৫
বাংলা
১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় মুসলিম সাহিত্য - সমাজ। সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সংগঠনটি পরিচালনার দায়িত্ব পালন করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন, মুসলিম হলের ছাত্র এ এফ এম আবদুল হক, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র আবদুল কাদিরসহ আরো কয়েকজন। এঁরাই ছিলেন প্রথম কার্যনির্বাহী সংসদের সদস্য। নেপথ্যে থেকে দায়িত্ব পালন করতেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কাজী আবদুল ওদুদ ও যুক্তিবিদ্যার অধ্যাপক কাজী আনোয়ারুল কাদীর।

63. ' লাজ' কোন ধরনের শব্দ?

a. বিশেষ্য
b. বিশেষণ
c. ক্রিয়া-বিশেষণ
d. বিশেষ্যের-বিশেষণ
বাংলা
কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। । বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে। বিশেষ্য পদ ছয় প্রকার ১. সংজ্ঞা (বা নাম) বাচক বিশেষ্য (Proper Noun) ২. জাতিবাচক বিশেষ্য (Common Noun) ৩. বস্তু (বা দ্রব্য) বাচক বিশেষ্য (Material Noun) ৪. সমষ্টিবাচক বিশেষ্য (Collective Noun) ৫. ভাববাচক বিশেষ্য (Verbal Noun) ৬. গুণবাচক বিশেষ্য (Abstract Noun)

64. ' হাত-ভারি' বাগধারার অর্থ -----

a. দাতা
b. কম খরচে
c. দরিদ্র
d. কৃপণ
বাংলা
বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে।

65. ' বেটাইম' শব্দটি গঠিত হয়েছে -----

a. ফারসি ও ইংরেজি শব্দে
b. ফরাসি ও ইংরেজি শব্দে
c. ফারসি ও ফরাসি শব্দে
d. ফারসি ও হিন্দি শব্দে
বাংলা
'বেটাইম' শব্দটি গঠিত হয়েছে - - - ফারসি (বে) ও ইংরেজি (টাইম) শব্দে.

66. ' শাশ্বত বঙ্গ' গ্রন্থটির রচয়িতা কে?

a. কাজী মোতাহার হোসেন
b. আবুল হুসেন
c. কাজী আবদুল ওদুদ
d. কাজী আনোয়ারুল কাদির
বাংলা
গত শতাব্দীর বিশের দশকের প্রারম্ভেই বাংলা প্রবন্ধ সাহিত্যে কাজী আবদুল ওদুদের আত্মপ্রকাশ ঘটে। সাহিত্য জীবন ‘মীর পরিবার’ নামক ছোট গল্প গ্রন্থ দিয়ে শুরু হলেও তাঁর আসল ও প্রধান পরিচয় তিনি একজন পরিশ্রমী প্রবন্ধকার ও সমালোচক। তিনি সর্বমোট বাইশ খানা গ্রন্থের রচয়িতা। সাহিত্য, সমাজ, ধর্ম, দর্শন ও রাজনীতি প্রভৃতি বিষয়ে তাঁর অসংখ্য প্রবন্ধ রয়েছে। ‘কবিগুরু রবীন্দ্রনাথ’ (দুই খণ্ড), ‘কবিগুরু’ গ্যেটে (দুই খণ্ড) ও শাশ্বত বঙ্গ’’ - এই তিনখানা তাঁর কালজয়ী গ্রন্থ। এই তিনখানি গ্রন্থের জন্য তিনি বাংলা প্রবন্ধ ও সমালোচনা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

67. ' কাশবনের কন্যা' গ্রন্থটির লেখক কে?

a. আবুল কালাম শামসুদ্দিন
b. শামসুদ্দীন আবুল কালাম
c. আবুল ফজল
d. জসীমউদ্‌দীন
বাংলা
কাশবনের কন্যা - শামসুদ্‌দীন আবুল কালাম আখ্যান খুব জটিল নয়। মূলত দু’জোড়া নায়ক - নায়িকার দুটি প্রায় সমান্তরাল উপকাহিনী এ উপন্যাসে বিবৃত হয়েছে। দুই নায়ক পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু হলেও সময়ক্রমে একে অন্যের অনুবতী—সখিনা আর মেহেরজান। শিকদারের ক্ষেত্রে একটি, জুবেদা। হোসেনের উপাখ্যানে হোসেন - সখিনার সম্পর্কের মধ্যে গ্রাম্য প্রেমের চেহারাটাও তত স্পষ্ট হয়নি। সখিনাকে বিয়ে করার কথা হোসেন ভেবেছে অনেকটা হঠাৎ কিশোরী সখিনাকে দেখে মুগ্ধ হয়ে, নিজের সাংসারিক প্রয়োজনের কথা হিসেব করে।

68. কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?

a. রোমান্টিসিজম
b. আধুনিকতাবাদ
c. উত্তরাধুনিকতাবাদ
d. বাস্তববাদ
বাংলা
উত্তরাধুনিকতা অতীত ও বর্তমান চিন্তার সংমিশ্রণকে বোঝায়। পাশ্চাত্যের আধুনিকতা বা উত্তরাধুনিকতাবোধ এবং প্রাচ্যের তথা আমাদের আধুনিকতাবোধ এক নয়। আমাদের আধুনিকতাবোধ মূলত তিরিশি আন্দোলনে সৃষ্ট সাহিত্য থেকে শুরু। কিন্তু উত্তরাধুনিকতাবাদ খোদ নন্দনতত্ত্বকেই অস্বীকার করে। উত্তরাধুনিকতাবাদে সাহিত্যের কিছু সংরূপ যা আধুনিকতাবাদে অটুট ছিল যেমন - উপন্যাস, গীতিকবিতা, মহাকাব্য, ছোটগল্প প্রভৃতির ভেদকেও অস্বীকার করে। উত্তরাধুনিকতাবাদীদের ভাষ্য যে, শিল্পে এমন দেয়াল তুলে দেয়া যাবে না। একথা বলা বাহুল্য যে উত্তরাধুনিকতা নব্য ধনতান্ত্রিক বিশ্বব্যবস্থাজাত। সুকৌশলে পর্যায়ক্রমিক অভাব সৃষ্টি, বহুমুখী উৎপাদন, বহুজাতিক বাজার নির্ভর ধনতন্ত্র। দার্শনিক লিয়েতারেরও লক্ষ্যও ছিল অতি উন্নত সমাজের দিকে। নব্য বা পরিণত পুঁজিবাদী সমাজের দিকে। পরিণত পুঁজিবাদে জ্ঞানের স্বরূপ এবং অন্ত:পরিবর্তনকেই তিনি উত্তরাধুনিকতা বলে অভিহিত করেন। এই অন্ত:পরিবর্তন বলতে তিনি মেটান্যারেটিভ বা গ্রান্ডন্যারেটিভ এর পরিবর্তনকেই বুঝিয়েছেন।

69. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?

a. ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
b. কাজের পরিচয় ফলে বোঝা যায়
c. ফুলের গন্ধে ঘুম আসেনা একলা জেগে এই
d. ফুলের গন্ধে ঘুম আসেনা একলা জেগে এই
বাংলা
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।

70. ' কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা' ----- এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?

a. কাজী নজরুল ইসলাম
b. মাইকেল মধুসূদন দত্ত
c. সুকান্ত ভট্টাচার্য
d. বেনজীর আহমেদ
বাংলা
নজরুলের প্রথম গদ্য রচনা ছিল "বাউণ্ডুলের আত্মকাহিনী"। ১৯১৯ সালের মে মাসে এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। সৈনিক থাকা অবস্থায় করাচি সেনানিবাসে বসে এটি রচনা করেছিলেন। এখান থেকেই মূলত তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটেছিল। এখানে বসেই বেশ কয়েকটি গল্প লিখেছেন। এর মধ্যে রয়েছে: "হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে"। ১৯২২ সালে নজরুলের একটি গল্প সংকলন প্রকাশিত হয় যার নাম ব্যথার দান - এছাড়া একই বছর প্রবন্ধ - সংকলন যুগবাণী প্রকাশিত হয়।

71. ' কাঁচি' কোন ধরনের শব্দ?

a. আরবি
b. ফারসি
c. হিন্দি
d. তুর্কি
বাংলা
#তুর্কি শব্দ সহজে মনে রাখার কৌশল নিচের বাক্য গুলো মনে রাখুনঃ ১। #সুলতান খাঁর বোচকা বাবুর্চিকে দেখে উজবুক মনে হলেও , কোর্মাটা বেশ বানায় । (সুলতান, খাঁ, বোচকা, বাবুর্চি, উজবুক , কোর্মা) ২। #ছুরি , কাচি যতই চকমক করুক, বন্ধুক বারুদের তোপের সামনে কি আর টেকে ? কিছু লাশ পরতেই কুলিরা কাবু হয়ে পড়ল । (ছুরি , কাচি , চকমক ,বন্দুক, বারুদ, তোপ, লাশ , কুলি, কাবু ) ৩। #তোশক চুরির দায়ে ছেমড়া চাকরের বাবাকে কোর্তা পরা দারোগা ধরে নিয়ে গেলেও বেগম সাহেব পরে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনলেন । (তোশক , ছেমড়া, চাকর, বাবা, কোর্তা,দারোগা ,বেগম,মুচলেকা)

72. সনেটের ক'টি অংশ?

a. একটি
b. দুটি
c. তিনটি
d. চারটি
বাংলা
চতুর্দশপদী হল এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে।ইংরেজিতে চতুর্দশপদী কবিতাকে সনেট (sonnet) বলা হয় এর বৈশিষ্ট্য হল যে এই কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত এবং প্রতিটি চরণে সাধারণভাবে মোট ১৪টি করে অক্ষর থাকবে।এর প্রথম আট চরণের স্তবককে অষ্টক এবং পরবর্তী ছয় চরণের স্তবককে ষষ্টক বলে। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্টকে ভাবের পরিণতি থাকে।

73. বাংলা একাডেমির 'আঞ্চলিক আভিধান' সম্পাদনা কে করেন?

a. মুহম্মদ শহীদুল্লাহ
b. মুহম্মদ এনামুল হক
c. মুহম্মদ মনসুর উদ্দিন
d. মুহম্মদ আবদুল হাই
বাংলা
আঞ্চলিক ভাষার অভিধান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় ১৯৬৫ সালে এটি প্রথম প্রকাশিত হয়। বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের সংকলন - জাতীয় গ্রন্থ এটিই প্রথম।

74. ' বীরবলের হালখাতা' গ্রন্থটি কোন ধরনের রচনা?

a. কাব্য
b. নাটক
c. উপন্যাস
d. প্রবন্ধ
বাংলা

75. 'ফণি-মনসা' কাব্যের রচয়িতা কে?

a. কাজী নজরুল ইসলাম
b. আহসান হাবীব
c. সিকান্‌দার আবু জাফর
d. হাসান হাফিজুর রহমান
বাংলা
কাজী নজরুল ইসলামের কবিতা অগ্নিবীণা (১৯২২)সঞ্চিতা (১৯২৫)ফনীমনসা (১৯২৭)চক্রবাক (১৯২৯)সাতভাই চম্পা (১৯৩৩)নির্ঝর (১৯৩৯)নতুন চাঁদ (১৯৩৯)মরুভাস্কর

76. সিকান্‌দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি?

a. সওগাত
b. সমকাল
c. উত্তরণ
d. শিখা
বাংলা
সিকান্দার আবু জাফর (১৯ মার্চ ১৯১৮/১৯১৯ - ৫ আগস্ট ১৯৭৫) একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা সমকাল সম্পাদনার জন্য বিশেষভাবে খ্যাত। তার একটি বিখ্যাত কবিতা হলো জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই হতমানে অপমানে নয়, সুখ সম্মানে বাঁচবার অধিকার কাড়তে দাস্যের নির্মোক ছাড়তে অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই, আমাদের সংগ্রাম চলবেই। এটি পরে জনপ্রিয় গণসঙ্গীতে রূপান্তরিত হয়।

77. কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?

a. মোস্তফা রচিত
b. নয়াজাতির স্রষ্টা হযরত মোহাম্মদ
c. বিশ্বনবী
d. মানব-মুকুট
বাংলা
মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী (১৮৮৮ - ১৯৪০) লেখক, সাংবাদিক। ১৩৯৫ বঙ্গাব্দের ১৮ কার্তিক (নভেম্বর, ১৮৮৮) ফরিদপুর জেলার পাংশা উপজেলার অন্তর্গত মাগুরাডাঙ্গা গ্রামে তাঁর জন্ম। পিতা এনায়েতুল্লাহ চৌধুরী ছিলেন পুলিশ অফিসার। তাঁর প্রধান রচনা হলো: ধর্মের কাহিনী (১৯১৪), নূরনবী (১৯১৮), শান্তিধারা (১৯১৮) ও মানব মুকুট (১৯২৬)।

78. ' সাম্য' গ্রন্থের রচয়িতা কে?

a. কাজী নজরুল ইসলাম
b. মোহাম্মদ বরকতুল্লাহ
c. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
d. মোহাম্মদ লুৎফর রহমান
বাংলা
সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যচর্চা শুরু হয় ১৮৫২ খ্রিষ্টাব্দে, "সংবাদ প্রভাকর" পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে। বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী (১৮৬৫) তাঁর লেখা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধগ্রন্থ: লোকরহস্য (১৮৭৪) বিজ্ঞান রহস্য (১৮৭৫) কমলাকান্তের দপ্তর (১৮৭৫) বিবিধ সমালোচনা (১৮৭৬) সাম্য (১৮৭৯) কৃষ্ণচরিত্র (১৮৮৬) বিবিধ প্রবন্ধ (১ম খন্ড - ১৮৮৭, ২য় খন্ড - ১৮৯২) ধর্মতত্ত্ব অনুশীলন (১৮৮৮) শ্রীমদ্ভগবদ্গীতা (১৯০২)

79. ' সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।' ---এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?

a. বিশেষ্য
b. বিশেষণ
c. সর্বনাম
d. বিশেষণের বিশেষণ
বাংলা

80. ' ভানুসিংহ' কার ছদ্মনাম?

a. রবীন্দ্রনাথ ঠাকুর
b. সত্যেন্দ্রনাথ দত্তের
c. প্রমথ চৌধুরীর
d. টেকচাঁদ ঠাকুরের
বাংলা
১. ভানুসিংহ কার ছদ্মনাম - রবীন্দ্রনাথ ঠাকুর। ২. প্রমথ চৌধুরীর ছদ্মনাম - বীরবল। ৩. কিশোর কবি কার উপাধি? - সুকান্ত ভট্টাচার্য। ৪. কে শিশু সাহিত্যিক হিসেবে সমাদৃত? - হাবিবুর রহমান। ৫. বাংলা সাহিত্যে স্বভাব কবি হিসেবে পরিচিত - গোবিন্দচন্দ্র দাস। ৬. সমাজ ও সমাধান গ্রন্থটি কার লেখা? - মোহাম্মদ আকরাম খাঁ। ৭. বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে? - সুফিয়া কামাল। ৮. বাংলার নারী শিক্ষা প্রসারের অগ্রদূত - বেগম রোকেয়া। ৯. বাংলা সাহিত্যে "সাহিত্য বিশারদ" কার উপাধি? - আব্দুল করিম। ১০. বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয় - সত্যেন্দ্রনাথ দত্তকে। ১১. বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় - বিহারীলাল চক্রবর্তীকে। ১২. পল্লীকবি উপাধি কার? - জসীমউদ্দিন। ১৩. বাংলা কবিতার আধুনিক প্রবর্তক কে? - মাইকেল মধুসূদন দত্ত। ১৪. অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম? - শরৎচন্দ্র চট্টপাধ্যায়। ১৫. সাহিত্য সম্রাট বলা হয় কাকে? - বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়কে।

ইংরেজি

81. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. "Conscious" ----"Careless".

a. Careful ---- Indifferent
b. Graceful ---- Ugly
c. Generous----Unkind
d. Well-informed----Knowing little
ইংরেজি
Careful - - - - Indifferent (Antonym)

82. Choose the correct meaning of the following words "Handy"

a. comfortable
b. useful
c. convenient to handle or use
d. necessary
ইংরেজি
handy: convenient to handle or use; useful. "a handy desktop encyclopedia" Similar: useful convenient practical easy - to - use well designed

83. Choose the correct meaning of the following words "Viable"

a. possible
b. that can be done
c. capable
d. that will work
ইংরেজি
viable. When something is viable, it has the ability to grow or function properly. A viable seed can develop into a plant, while a viable company has the resources to succeed. The adjective viable refers to something able to function properly and even grow.

84. Choose the correct meaning of the following words "Gullible"

a. foolish
b. willing to believe anything or anyone
c. simple
d. easily deceived
ইংরেজি
gullible (adjective) easily persuaded to believe something; credulous. "an attempt to persuade a gullible public to spend their money" Similar: credulous over - trusting over - trustful trustful easily deceived

85. The Second World War broke --- in September,1939.

a. through
b. away
c. out
d. in
ইংরেজি
Break out - Spread in everywhere COVID - 19 has broken out throughout the world.

86. According to the structure of Positive Degree (Negative).

a. in to
b. in
c. to
d. over to
ইংরেজি
give in to (someone) To submit, concede, or yield to someone or something; to surrender or acknowledge defeat to someone or something.

87. She is beautiful but she is --- her mother.

a. most beautiful
b. less beautiful
c. as beautiful
d. not so beautiful as
ইংরেজি
According to the structure of Positive Degree (Negative).

88. The ministers arrived---a decision last night.

a. to
b. at
c. on
d. by
ইংরেজি
Before decision, the preposition 'at' is used.

89. I thought that ---- was the last one.

a. the most prettiest of all
b. prettiest one of all
c. the prettiest one from all
d. the prettiest one of all
ইংরেজি
Before superlative degree 'the' is used. Again, in the superlative degree, 'one of all' is used.

90. I don't mind --- with the cooking but I am not going to wash the dishes.

a. to get
b. in getting
c. for getting
d. get
ইংরেজি
After 'mind' preposition 'in' is used. Again, after preposition 'V + ing' is used.

91. Please--- the necessity of arriving early.

a. emphasise about
b. emphasise to
c. emphasise on
d. emphasise
ইংরেজি
Emphasize is a transitive verb. So, no preposition will be used after it.

92. At least one of the students --- full marks every time.

a. get
b. are getting
c. gets
d. have got
ইংরেজি
One of + plural noun + singular verb The correct option to complete the sentence is: "gets" So the complete sentence is: "At least one of the students gets full marks every time." Explanation: "Gets" is the correct form because "one of the students" is singular, and the verb should agree with the singular subject "one." "Get" is used with plural subjects, so it's not appropriate here. "Are getting" and "have got" are not suitable because they do not agree with the singular subject "one."

93. My wife reminded me ----.

a. of my appointment
b. to go my appointment
c. to my appointment
d. my appointment
ইংরেজি
Remind sb (me) of sth (my appointment).

94. The team is --- eleven players.

a. made of
b. made up of
c. made up
d. made
ইংরেজি
Made up of means consisting of.

95. The team is --- eleven players.

a. as well
b. also
c. beside
d. besides
ইংরেজি
Beside is a preposition. Besides is an adverb which means moreover.

96. My friend always goes home--- foot.

a. by
b. with
c. on a
d. on
ইংরেজি
Go on foot is a phrase which means going somewhere by walking.

97. In order to improve farming methods, we need-----.

a. machine
b. machinery
c. a machinery
d. machineries
ইংরেজি
Machinery--যন্ত্রপাতি ,কলকব্জা। এটি একটি uncountable noun |তাই এর plural হয় না। তাছাড়া এর পূর্বে a  ব্যবহার হয় না। সুতরাং C এবং D সঠিক নয় । আবার Machine--যন্ত্র একটি countable noun তাই এর পূর্বে a ব্যবহার করা আবশ্যক (a machine)  কিংবা একে plural আকারে (machines) ব্যবহার করা প্রয়োজন সুতরাং A উত্তরটি ভুল উপরিউক্ত আলোচনা হতে দেখা যায় B নিয়ম অনুসারে ব্যবহৃত হওয়ায় এটিই সঠিক উত্তর

98. My uncle arrived while I --- the dinner.

a. would cook
b. had cooked
c. cook
d. was cooking
ইংরেজি
Past Infinite Tense + while + Past Continuous Tense

99. I decided to go --- with my friend as I needed some exercise.

a. to a walk
b. for a walk
c. for a walking
d. walk
ইংরেজি
For a walk is the correct answer as an adverbial phrase. After go , walk is not applicable.

100. I don't mind --- with the cooking but I am not going to wash the dishes.

a. to help
b. help
c. helping
d. for helping
ইংরেজি
একটি Finite Verb - এর পর আর একটি Verb আসলে তার Base Form (V1) - এর সাথে ing যোগ করতে হয়।

ইংরেজি

1. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. "Conscious" ----"Careless".

a. Careful ---- Indifferent
b. Graceful ---- Ugly
c. Generous----Unkind
d. Well-informed----Knowing little
ইংরেজি
Careful - - - - Indifferent (Antonym)

2. Choose the correct meaning of the following words "Handy"

a. comfortable
b. useful
c. convenient to handle or use
d. necessary
ইংরেজি
handy: convenient to handle or use; useful. "a handy desktop encyclopedia" Similar: useful convenient practical easy - to - use well designed

3. Choose the correct meaning of the following words "Viable"

a. possible
b. that can be done
c. capable
d. that will work
ইংরেজি
viable. When something is viable, it has the ability to grow or function properly. A viable seed can develop into a plant, while a viable company has the resources to succeed. The adjective viable refers to something able to function properly and even grow.

4. Choose the correct meaning of the following words "Gullible"

a. foolish
b. willing to believe anything or anyone
c. simple
d. easily deceived
ইংরেজি
gullible (adjective) easily persuaded to believe something; credulous. "an attempt to persuade a gullible public to spend their money" Similar: credulous over - trusting over - trustful trustful easily deceived

5. The Second World War broke --- in September,1939.

a. through
b. away
c. out
d. in
ইংরেজি
Break out - Spread in everywhere COVID - 19 has broken out throughout the world.

6. According to the structure of Positive Degree (Negative).

a. in to
b. in
c. to
d. over to
ইংরেজি
give in to (someone) To submit, concede, or yield to someone or something; to surrender or acknowledge defeat to someone or something.

7. She is beautiful but she is --- her mother.

a. most beautiful
b. less beautiful
c. as beautiful
d. not so beautiful as
ইংরেজি
According to the structure of Positive Degree (Negative).

8. The ministers arrived---a decision last night.

a. to
b. at
c. on
d. by
ইংরেজি
Before decision, the preposition 'at' is used.

9. I thought that ---- was the last one.

a. the most prettiest of all
b. prettiest one of all
c. the prettiest one from all
d. the prettiest one of all
ইংরেজি
Before superlative degree 'the' is used. Again, in the superlative degree, 'one of all' is used.

10. I don't mind --- with the cooking but I am not going to wash the dishes.

a. to get
b. in getting
c. for getting
d. get
ইংরেজি
After 'mind' preposition 'in' is used. Again, after preposition 'V + ing' is used.

11. Please--- the necessity of arriving early.

a. emphasise about
b. emphasise to
c. emphasise on
d. emphasise
ইংরেজি
Emphasize is a transitive verb. So, no preposition will be used after it.

12. At least one of the students --- full marks every time.

a. get
b. are getting
c. gets
d. have got
ইংরেজি
One of + plural noun + singular verb The correct option to complete the sentence is: "gets" So the complete sentence is: "At least one of the students gets full marks every time." Explanation: "Gets" is the correct form because "one of the students" is singular, and the verb should agree with the singular subject "one." "Get" is used with plural subjects, so it's not appropriate here. "Are getting" and "have got" are not suitable because they do not agree with the singular subject "one."

13. My wife reminded me ----.

a. of my appointment
b. to go my appointment
c. to my appointment
d. my appointment
ইংরেজি
Remind sb (me) of sth (my appointment).

14. The team is --- eleven players.

a. made of
b. made up of
c. made up
d. made
ইংরেজি
Made up of means consisting of.

15. The team is --- eleven players.

a. as well
b. also
c. beside
d. besides
ইংরেজি
Beside is a preposition. Besides is an adverb which means moreover.

16. My friend always goes home--- foot.

a. by
b. with
c. on a
d. on
ইংরেজি
Go on foot is a phrase which means going somewhere by walking.

17. In order to improve farming methods, we need-----.

a. machine
b. machinery
c. a machinery
d. machineries
ইংরেজি
Machinery--যন্ত্রপাতি ,কলকব্জা। এটি একটি uncountable noun |তাই এর plural হয় না। তাছাড়া এর পূর্বে a  ব্যবহার হয় না। সুতরাং C এবং D সঠিক নয় । আবার Machine--যন্ত্র একটি countable noun তাই এর পূর্বে a ব্যবহার করা আবশ্যক (a machine)  কিংবা একে plural আকারে (machines) ব্যবহার করা প্রয়োজন সুতরাং A উত্তরটি ভুল উপরিউক্ত আলোচনা হতে দেখা যায় B নিয়ম অনুসারে ব্যবহৃত হওয়ায় এটিই সঠিক উত্তর

18. My uncle arrived while I --- the dinner.

a. would cook
b. had cooked
c. cook
d. was cooking
ইংরেজি
Past Infinite Tense + while + Past Continuous Tense

19. I decided to go --- with my friend as I needed some exercise.

a. to a walk
b. for a walk
c. for a walking
d. walk
ইংরেজি
For a walk is the correct answer as an adverbial phrase. After go , walk is not applicable.

20. I don't mind --- with the cooking but I am not going to wash the dishes.

a. to help
b. help
c. helping
d. for helping
ইংরেজি
একটি Finite Verb - এর পর আর একটি Verb আসলে তার Base Form (V1) - এর সাথে ing যোগ করতে হয়।

সাধারণ বিজ্ঞান

1. স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?

a. সাইট্রিক অ্যাসিড
b. নাইট্রিক অ্যাসিড
c. হাইড্রোক্লোরিক অ্যাসিড
d. টারটারিক অ্যাসিড
সাধারণ বিজ্ঞান
স্বর্ণের খাদ বের করতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়।তেঁতুলে টারটারিক এসিড এবং লেবুতে সাইট্রিক এসিড থাকে।

2. রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?

a. বেলে মাছ
b. পালং শাক
c. খাশির মাংস
d. মুরগির মাংস
সাধারণ বিজ্ঞান
কোলেস্টেরল কমানোর সহজ উপায় হচ্ছে ডিমের কুসুম এবং অন্যান্য বেশি কোলেস্টেরলযুক্ত খাবার পরিহার করা। তবে শুধু খাবারের কোলেস্টেরলই রক্তে কোলেস্টেরল বাড়ানোর জন্য দায়ী নয়। সম্পৃক্ত চর্বিযুক্ত খাবার যেমন - মাখন, চর্বিযুক্ত গরুর মাংস ও খাসির মাংসের পরিবর্তে অসম্পৃক্ত চর্বিযুক্ত খাবার যেমন - সয়াবিন তেল, সূর্যমুখী তেল, জলপাইয়ের তেল, মাছ পর্যাপ্ত খাওয়া উচিত।

3. IUCN --এর কাজ হলো বিশ্বব্যাপী ------

a. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
b. মানবাধিকার সংরক্ষণ করা
c. পানি সম্পদ সংরক্ষণ করা
d. আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
সাধারণ বিজ্ঞান
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) (ইংরেজি: International Union for Conservation of Nature and Natural Resources (IUCN)) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে স্থাপিত একটি সংঘ। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সংঘের প্রধান কার্যালয় সুইজারল্যান্ড রাষ্ট্রের গ্লান্ডের লেক জেনিভা অঞ্চলে। ৮৩টি রাষ্ট্র, ১০৮টি সরকারি সংস্থা, ৭৬৬টি নন - গভর্নমেন্ট অর্গ্যানাইজেশন ও বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১০,০০০ বিশেষজ্ঞ ও বৈজ্ঞানিকদের নিয়ে এই সংঘ গঠিত।

4. ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়, কারণ গাছ হতে ----

a. অধিক পরিমাণে অক্সিজেন নির্গত হয়
b. অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়
c. অধিক পরিমাণে কার্বন মনো অক্সাইড নির্গত হয়
d. বিষাক্ত সায়ানাইড নির্গত হয়
সাধারণ বিজ্ঞান
রাতের বেলা উদ্ভিদের শ্বসনের পরিমাণ বেড়ে যায়। এ সময় উদ্ভিদ পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে শারীরবৃত্তীয় বিক্রিয়া সম্পন্ন করে। তাই রাতের বেলা গাছের নিচে অক্সিজেনের ঘনত্ব অপেক্ষাকৃত কম থাকে। এজন্য রাতের বেলা গাছের নিচে ঘুমানো উচিত নয়। এতে শ্বাসকষ্ট হতে পারে।

5. কোনটি বেশি স্থিতিস্থাপক?

a. ইস্পাত
b. রাবার
c. কাচ
d. পানি
সাধারণ বিজ্ঞান
বাইরে থেকে প্রযুক্ত বল অপসারিত হলে বিকৃত বস্তু যে ধর্মের ফলে তার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাকে স্থিতিস্থাপকতা বলে এবং উক্ত বস্তুটিকে স্থিতিস্থাপক বস্তু বলে । যেসব বস্তুর ক্ষেতে পীড়ন এবং বিকৃাতর অনুপাত বেশি অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি সেসব বন্তু বেশি স্থিতিস্থাপক । আর যেসব বস্তুর ক্ষেত্রে পীড়ন এবং বিকৃতির অনুপাত কম, অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কম সেসব বস্তু কম স্থিতিস্থাপক । ইস্পাতের ক্ষেত্রে অধিক পীড়ন দেয়া সত্ত্বেও বিকৃতির মান যৎসামান্য হয় । কিন্তু রবার, কাচ ও পানির ক্ষেত্রে অল্প পীড়ন দিলেই বিকৃতির মান অনেক বেশি হয় । সুতরাং রবার, কাচ ও পানির ক্ষেত্রে পীড়ন ও বিকৃতির অনুপাত তুলনামূলকভাবে অনেক কম । অতএব, রবার, কাচ ও পানি অপেক্ষা ইস্পাত বেশি স্থিতিস্থাপক ।

6. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?

a. অ্যানোফিলিস
b. এডিস
c. কিউলেক্স
d. সব ধরনের মশা
সাধারণ বিজ্ঞান
ডেঙ্গু জ্বর (সমার্থক ভিন্ন বানান ডেঙ্গি) একটি এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়।উপসর্গগুলির মাঝে রয়েছে জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যথা এবং গাত্রচর্মে ফুসকুড়ি। দুই থেকে সাত দিনের মাঝে সাধারণত ডেঙ্গু রোগী আরোগ্য লাভ করে। কিছু কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক রক্তক্ষরী রূপ নিতে পারে যাকে ডেঙ্গু রক্তক্ষরী জ্বর (ডেঙ্গু হেমোরেজিক ফিভার) বলা হয়। এর ফলে রক্তপাত হয়, রক্ত অনুচক্রিকার মাত্রা কমে যায় এবং রক্ত প্লাজমার নিঃসরণ ঘটে। কিছু কিছু ক্ষেত্রে কখনোবা ডেঙ্গু শক সিনড্রোম দেখা দেয়। ডেঙ্গু শক সিনড্রোমে রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়। কয়েক প্রজাতির এডিস মশকী (স্ত্রী মশা) ডেঙ্গু ভাইরাসের প্রধান বাহক। যেগুলোর মধ্যে এডিস ইজিপ্টি মশকী প্রধানতম।

7. প্রথম টেস্টটিউব বেবীত্রয় কবে ভূমিষ্ঠ হয়?

a. ২৭ মে
b. ২৪ মে
c. ৩০ মে
d. ৩১ মে
সাধারণ বিজ্ঞান
বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রথম টেস্টটিউব বেবি তিনটির নাম  - হিরা, মনি ও মুক্তা । বাংলাদেশে সর্বপ্রথম টেস্টটিউব বেবির জন্ম হয়   - ৩০ মে, ২০০১ সালে (ঢাকার সেন্ট্রাল হাসপাতালে) । বিশ্বের প্রথম টেস্টটিউব বেবির নাম   - লুইস ব্রাউন . লুইস ব্রাউন  জন্মগ্রহণ করেন  - ২৫ জুলাই, ১৯৭৮ সালে ।

8. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?

a. ৩৯
b. ৩২
c. ৩৩
d. ৩৪
সাধারণ বিজ্ঞান
আর্সেনিক একটি মৌলিক পদার্থ যার প্রতীক As এবং পারমাণবিক সংখ্যা 33। এর পারমাণবিক ভর 74.92160 (সাধারণ কাজে 75 ব্যবহার করা হয়) । এটি পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে, পঞ্চদশ গ্রুপে অবস্থিত। এটি একটি অর্ধধাতু বা উপধাতু। আর্সেনিকের বহুরূপ বিদ্যমান। কিন্তু শুধু ধূসর রঙের আর্সেনিকেরই ধাতব ধর্ম রয়েছে।

9. লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?

a. বোর, ১৯৬৩
b. রাদারফোর্ড, ১৯১৯
c. হাইগ্যান, ১৯৬১
d. মাইম্যান, ১৯৬০
সাধারণ বিজ্ঞান
লেজার রশ্মি আবিষ্কার করেন মাইম্যান, ১৯৬০ সালে । থিওডোর হ্যারল্ড মাইম্যান একজন মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি লেজার এর উদ্ভাবক। মাইম্যানের লেজার পরবর্তীকালে আরো অনেক ধরনের লেজার এর আবিষ্কারে পথ প্রদর্শন করে। এই উদ্ভাবনের জন্য মাইম্যান একটি প্যাটেন্টের অধিকারী হন এবং অনেক পুরস্কার ও সম্মানে ভূষিত হন।

গণিত

1.  কোন সংখ্যাটি ক্ষুদ্রতম ?

a. <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mi>&#x9e7;</mi><mrow><mi>&#x9e7;</mi><mi>&#x9e7;</mi></mrow></mfrac></math>
b. <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mi>&#x9e9;</mi><mrow><mi>&#x9e9;</mi><mi>&#x9e7;</mi></mrow></mfrac></math>
c. <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mi>&#x9e8;</mi><mrow><mi>&#x9e8;</mi><mi>&#x9e7;</mi></mrow></mfrac></math>
d. <math xmlns="http://www.w3.org/1998/Math/MathML"><msqrt><mrow><mi>&#x9e6;</mi><mo>.</mo><mi>&#x9e6;</mi><mi>&#x9e8;</mi></mrow></msqrt></math>
গণিত

2. ০.১ এর বর্গমূল কত?

a. ০.১
b. ০.০১
c. ০.২৫
d. কোনোটিই নয়
গণিত
32 প্রায়

3. ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ১৮৫ মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস ২ ঘণ্টায় প্রথম ১৮৫ মাইল যাওয়ার পর পরবর্তী ১০০ মাইল কত সময়ে গেলে গড়ে ঘণ্টায় ৫০ মাইল যাওয়া হবে?

a. ১০০ মিনিট
b. ১০২ মিনিট
c. ১১০ মিনিট
d. ১১২ মিনিট
গণিত
বাসটি গড়ে ঘন্টায় ৫০ মাইল গেলে ৫০ মাইল যায় ১ ঘন্টায় অতএব, ১৮৫ মাইল যায় = ১৮৫ × ১/ ৫০ ঘন্টায় = ১৮৫ × ৬০/৫০ মিনিট = ২২২ মিনিট অতএব, পরবর্তী ১০০ মাইল যেতে সময় লাগবে = (২২২ - ১২০) = ১০২ মিনিট

4. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?

a. ২৫%
b. ২৮%
c. ৩০%
d. ৩২%
গণিত
পাশের হার = (১৮/৬০)x১০০ = ৩০%

5. একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘণ্টা কাজের জন্য ঘণ্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের ঘণ্টায় ১৫ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘণ্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত?

a. ১১ টাকা
b. ১২ টাকা
c. ১২.৫০ টাকা
d. ১২ টাকা
গণিত
ঘণ্টাপ্রতি গড় মজুরি = (৮x১০ + ২x১৫)/১০ = ১১ টাকা

6. ২০০২ সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের ল.সা.গু নয়?

a. ১৩, ৭৭, ৯১, ১৪৩
b. ৭, ২২, ২৬, ৯১
c. ২৬, ৭৭, ১৪৩, ১৫৪
d. ২, ৭, ১১, ১৩
গণিত
১৩, ৭৭, ৯১, ১৪৩ এর ল.সা.গু = ১০০১ ।

7. টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তাঁর বাবার বয়সের মধ্য-সমানুপাতী। টিপুর বয়স ১২ বছর, বাবার বয়স ৪৮ বছর হলে বোনের বয়স কত?

a. ১৬ বছর
b. ২৪ বছর
c. ১৮ বছর
d. ২০ বছর
গণিত
ধরি, টিপুর বয়স = ক বছর, টিপুর বাবার বয়স = গ বছর এবং টিপুর বোনের বয়স = খ বছর সুতরাং, সমানুপাতীর সূতানুযায়ী, খ২ = কxগ বা, খ২ = ১২x৪৮ = ৫৭৬ সুতরাং, খ = ২৪ (উভয়ক্ষকে বর্গমূল করে) সুতরাং, টিপুর বোনের বয়স = ২৪ বছর (উ:)

8. , ১, ২, ৩, ৫, ৮, -----এই সংখ্যা পরস্পরায় অষ্টম পদ কত?

a. ২১
b. ১৩
c. ১৯
d. ১৬
গণিত
উল্লেখিত ধারায় পূর্ববতী দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় । সুতরাং ৭ম সংখ্যাটি ১৩ এবং ৮ম সংখ্যাটি ২১।

9. ২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

a. ১১ টি
b. ৯টি
c. ৮টি
d. ১০টি
গণিত
*** ২ থেকে ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা ১১ টি; এগুলো হলো : - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ এবং ৩১।   মৌলিক সংখ্যা বের করার সহজ কৌশল মৌলিক সংখ্যাঃ যে সংখ্যাকে ১ এবং সে সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ ১ থেকে বড় যেসবসংখ্যার ১ ও ঐ সংখ্যা ছাড়া অপর কোন গুণনীয়ক থাকে না, তাই হল মৌলিক সংখ্যা। যেমন ২, ৫, ৭, ১১ ইত্যাদি। ১ - ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ টিঃ ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, এবং ৯৭।

10. কে গণিতবিদ নন?

a. ওমর খৈয়াম
b. আল-খারিজমী
c. ইবনে খলদুন
d. উলুগ বেগ
গণিত
ইবনে খালদুন (পুরো নাম, আরবি: أبو زيد عبد الرحمن بن محمد بن خلدون الحضرمي‎‎, আবু জায়েদ আবদুর রহমান বিন মুহাম্মদ বিন খালদুন আল হাদরামি; মে ২৭, ১৩৩২ খ্রিষ্টাব্দ /৭৩২ হিজরি – মার্চ ১৯, ১৪০৬ খ্রিষ্টাব্দ/৮০৮ হিজরি) ছিলেন একজন আরব মুসলিম পণ্ডিত। আধুনিক সমাজবিজ্ঞান, ইতিহাস ও অর্থনীতির জনকদের মধ্যে তিনি অন্যতম বিবেচিত হন। ইবনে খালদুন তাঁর বই মুকাদ্দিমার জন্য অধিক পরিচিত। এই বই ১৭ শতকের উসমানীয় ইতিহাসবিদ কাতিপ চেলেবি ও মোস্তফা নাইমাকে প্রভাবিত করে। তাঁরা উসমানীয় সাম্রাজ্যের উত্থান ও পতন বিশ্লেষণ করার ক্ষেত্রে এই বইয়ের তত্ত্ব ব্যবহার করেন।[৫] ১৯ শতকের ইউরোপীয় পণ্ডিতরা এই বইয়ের গুরুত্ব স্বীকার করেন এবং ইবনে খালদুনকে মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিকদের অন্যতম হিসেবে গণ্য করতেন।

তথ্য প্রযুক্তি

1. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় ----

a. ইন্টারকম
b. ইন্টারনেট
c. ই-মেইল
d. ইন্টারসীড
তথ্য প্রযুক্তি
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান - প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। স্বল্প সংখ্যক টেলিফোনের একটির সাথে আরেকটির সংযোগকে ইন্টারকম বলে। অর্থাৎ ইন্টারকম হল এক বিশেষ ধরনের টেলিফোন নেটওয়ার্ক। ইন্টারকম ব্যবস্থায় টেলিফোনের কেবল একটি মাত্র বোতাম টিপলেই এক কক্ষ থেকে অন্য কক্ষে কথা বলা যায়। আজকাল বৃহদাকার অফিস, ব্যবসা প্রতিষ্ঠান প্রভৃতি স্থানে সহজ যোগাযোগের জন্য ইন্টারকম ব্যবস্থার অশ্রয় নেওয়া হয়। ই - মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। ১৯৭২(RFC 561) খ্রিষ্টাব্দে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়। ই - মেইল পেতে প্রথম দিকের ই - মেইল ব্যবস্থায় প্রেরক এবং প্রাপক দুজনকেই অনলাইনে থাকতে হত। এখনকার ই - মেইলগুলোতে এই সমস্যা নেই।

সাধারণ জ্ঞান

1. কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত?

a. কার্পাস
b. লোহা
c. কাগজ
d. বস্ত্র
সাধারণ জ্ঞান
কানাডা কাগজ শিল্পের জন্য বিখ্যাত । কানাডার প্রধান শিল্প কাগজ । আর এজন্য কানাডার রাজধানী অটোয়াকে কাগজের রাজধানী বলা হয় । কাগজ উৎপাদনে যুক্তরাষ্ট্র প্রথম এবং কানাডা দ্বিতীয় স্থানে রয়েছে ।

2. নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়?

a. কুর্দি
b. তাতারু
c. রেড ইন্ডিয়ান
d. মাউরি
সাধারণ জ্ঞান
কুর্দিস্তানের অধিবাসীদের বলে - কুর্দি. # নিউজিল্যান্ডের আদি অধিবাসীকে বলে - মাউরী. # পশ্চিম ইরানের অধিবাসীদেরকে বলে - পাপুয়ান. # দক্ষিণ ভারতের আদি অধিবাসীদেরকে বলে - দ্রাবিড়. # পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে বসবাসকারী উপজাতি - আফ্রিদি. # উত্তর আফ্রিকায় বসবাসরত ইসলাম ধর্মাবলম্বী অধিবাসী - মুর.

3. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?

a. কোপেনহেগেন
b. লন্ডন
c. রোম
d. ব্রাসেলস
সাধারণ জ্ঞান
ব্রাসেলস : ইউরোপীয় রাষ্ট্র বেলজিয়ামের রাজধানী।

4. কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত?

a. নাউরু
b. কেনিয়া
c. কিউবা
d. গায়ানা
সাধারণ জ্ঞান
নাউরু প্রজাতন্ত্র (নাউরুয়ান Ripublik Naoero, রিপুব্লিক্‌ নাওয়েরো, ইংরেজি Republic of Nauru রিপাব্লিক্‌ অভ্‌ ন্যাউরু) দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। এর নিকটতম দ্বীপ হল ৩০০ মাইল পূর্বে অবস্থিত কিরিবাতির বানাবা দ্বীপ। নাউরু বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপ রাষ্ট্র (ক্ষেত্রফল মাত্র ২১ বর্গ কিলোমিটার)। এর পাশাপাশি এটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন প্রজাতন্ত্র, এবং একমাত্র দেশ যার কোন রাজধানী নাই।

5. আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি?

a. আফগানি
b. ফার্সি
c. পশতু
d. তুর্কি
সাধারণ জ্ঞান
Pashto and Dari (Persian) are the two official languages of Afghanistan.

6. সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘের সদস্য হয়?

a. ৩০ আগস্ট, ২০০২
b. ৭ সেপ্টেম্বর, ২০০২
c. ১০ সেপ্টেম্বর, ২০০২
d. ১৫ সেপ্টেম্বর, ২০০২
সাধারণ জ্ঞান
সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সদস্য হয় - ১০ সেপ্টেম্বর, ২০০২

7. ইন্দোনেশিয়ার পর্যটনকেন্দ্র বালি দ্বীপে কোন তারিখে শক্তিশালী বোমা হামলায় ব্যাপক প্রাণহানিসহ একটি নাইট ক্লাব ধ্বংস হয়ে গেছে?

a. ১০ অক্টোবর, ২০০২
b. ১২ অক্টোবর, ২০০২
c. ১০ নভেম্বর, ২০০২
d. ১২ নভেম্বর, ২০০২
সাধারণ জ্ঞান
২০০২ বালি বোমা বিস্ফোরণ ঘটনাটি ২০০২ সালের ১২ অক্টোবর তারিখে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের পর্যটন সমৃদ্ধ কুটা জেলায় সংগঠিত হয়। এই আক্রমণের ঘটনায় ২০২ ব্যক্তি নিহত হয় যাদের মধ্যে ৮৮ জন অস্ট্রেলীয়, ৩৮ জন ইন্দোনেশীয় এবং অবশিষ্টরা বিশ্বের ২০টিরও অধিক দেশের অধিবাসী। এতে আআরো ২০৯ জন আহত হয়।

8. ' নাগার্নো কারাবাখ' কোন দুটি দেশের করিডোর?

a. আজারবাইজান-আর্মেনিয়া
b. আর্মেনিয়া- লাটভিয়া
c. কাজখস্তান-আজারবাইজান
d. রাশিয়া-আর্মেনিয়া
সাধারণ জ্ঞান
নাগর্নো - কারাবাখ একটি বিতর্কিত অঞ্চল, আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত,[৪] কিন্তু অধিকাংশ অঞ্চলটি আর্টসাক প্রজাতন্ত্রের কর্তৃক নিয়ন্ত্রিত হয় (পূর্বে নাগর্নো - কারাবাখ প্রজাতন্ত্র), একটি আর্মেনিয়ান জাতিগত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে স্বাধীন রাষ্ট্র যেটি আজারবাইজান সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের নাগর্নো - কারাবাখ স্বায়ত্তশাসিত এলাকার ভিত্তিতে প্রতিষ্ঠিত। ১৯৮৮ সালে কারাবাখ আন্দোলনের সূচনা হওয়ার পর থেকে আজারবাইজান এই অঞ্চলে রাজনৈতিক কর্তৃত্ব প্রয়োগ করতে পারেনি। ১৯৯৪ সালে নাগর্নো - কারাবাখ যুদ্ধ শেষ হওয়ার পর থেকে আর্মেনিয়া এবং আজারবাইজান সরকারের প্রতিনিধিরা এই অঞ্চলের বিতর্কিত অবস্থান সম্পর্কে ওএসসিই মিনস্ক গ্রুপের মধ্যস্থতায় শান্তি আলোচনা করছে।

9. কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়?

a. ১৯৮৮ সালে
b. ১৯৮৯ সালে
c. ১৯৯০ সালে
d. ১৯৯১ সালে
সাধারণ জ্ঞান
সোভিয়েত – আফগান যুদ্ধ ১৯৭৯ সালের ২৪ ডিসেম্বর থেকে ১৯৮৯ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ও আফগানিস্তান গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং আফগান মুজাহিদদের মধ্যে সংঘটিত হয়। ১৯৭৯ সালের ২৪ ডিসেম্বর আফগানিস্তানে সোভিয়েত সৈন্য প্রবেশের মধ্য দিয়ে এই যুদ্ধ আরম্ভ হয়, আর ১৯৮৯ সালের ১৫ ফেব্রুয়ারি আফগানিস্তান থেকে সর্বশেষ সোভিয়েত সৈন্য প্রত্যাহারের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটে। এই যুদ্ধে প্রায় ৬ থেকে ২০ লক্ষ আফগান প্রাণ হারায়, যাদের অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক।

10. ' ব্লাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী?

a. নেপাল
b. ভারত
c. মিয়ানমার
d. ইরান
সাধারণ জ্ঞান
BLACK CAT - ভারতের কমান্ড বাহিনী। ২। BLACK SHIRT - মুসোলিনীর গেরিলা বাহিনী। ৩। BLACK SEPTEMBER - ফিলিস্তিনির গেরিলা বাহিনী। ৪। BLACK DECEMBER - পাকিস্তানের গেরিলা বাহিনী। ৫। BLACK PANTHER - যুক্তরাষ্ট্রের নিগ্রদের সংগঠন। ৬।BLACK TIGER - দুর্ধষ যোদ্ধাদের কে বলা হ্য়। ৭। BLACK BENGAL - উন্নত জাতের ছাগল। ৮।BLACK DIAMOND - পেলে, সেরেনা উইলিয়্ম। ৯।BLACK GOLD - কক্সবাজার সমুদ্র সৈকতের বালুর মধ্যে পাওয়া 'জিরকন ' নামক এক ধরনের মূল্যবান পদাথ। ১০।BLACK NIGHT - ১৯৭১ সাল এর ২৫ মার্চ।

11. জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়?

a. হাঙ্গেরি
b. জার্মানি
c. পোল্যান্ড
d. ব্রিটেন
সাধারণ জ্ঞান
জাতিসংঘের সংক্ষিপ্ত প্রোফাইল নাম - United Nations (UN) প্রতিষ্ঠা - ২৪ অক্টোবর, ১৯৪৫ (জাতিসংঘ সনদ কার্যকর) প্রতিষ্ঠাকালীন সদস্য - ৫১ বর্তমান সদস্য - ১৯৩ সর্বশেষ সদস্য - দক্ষিণ সুদান (১৪ জুলাই ২০১১) সদর দপ্তর - নিউইয়র্ক ইউরোপীয় সদর দপ্তর - জেনেভা মূল সংস্থা - ৬টি অফিশিয়াল/দাপ্তরিক ভাষা - ৬টি সচিবালয়ে ব্যবহৃত ভাষা - ২টি (ইংরেজি ও ফরাসি) বর্তমান মহাসচিব - অ্যান্টোনিও গুতারেস (পর্তুগাল)

12. ওপেকভুক্ত অ-আরব মুসলিম দেশ কোনটি?

a. ইন্দোনেশিয়া
b. মালয়েশিয়া
c. ইরাক
d. ইরান
সাধারণ জ্ঞান
১ জানুয়ারি ২০১৬ ইন্দোনেশিয়া OPEC - এ পুনরায় যোগদান করে । তাই বর্তমানে ইন্দোনেশিয়া ও ইরান OPEC - ভুক্ত অ - আরব মুসলিম দেশ ।

13. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায়?

a. প্যারিস
b. জেনেভা
c. রোম
d. রোম
সাধারণ জ্ঞান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (ইংরেজি: Amnesty International) একটি মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা। আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার বিষয়ের উত্তরণ ও মর্যাদা রক্ষায় জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র বাস্তবায়নে সংস্থাটি একযোগে কাজ করে যাচ্ছে। সংস্থাটি ১৯৬১ সালে যুক্তরাজ্যে স্থাপিত হয়। এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত। সংস্থাটিকে ১৯৭৭ সালে নোবেল শান্তি পুরস্কার এবং ১৯৭৮ সালে জাতিসংঘ মানবাধিকার পুরস্কার দেওয়া হয়।

14. ২০০২ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন -----

a. ইয়াসির আরাফাত
b. জিমি কার্টার
c. কফি আনান
d. মাদার তেরেসা
সাধারণ জ্ঞান
জিমি কার্টার (ইংরেজি: Jimmy Carter; জন্ম: অক্টোবর ১, ১৯২৪) হচ্ছেন একজন আমেরিকান রাজনীতিবিদ, লেখক এবং ডেমোক্রেটিক পার্টির সদস্য; যিনি ১৯৭৭ থেকে ১৯৮১ সাল মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম রাষ্ট্রপতির দায়িত্ব পাল্পন করেন। তিনি ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন।

15. এনরন (ENRON) কি?

a. একটি যুদ্ধবিমানবাহী জাহাজ
b. একটি ঔষধের নাম
c. এক প্রকার রোগজীবাণু
d. পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি
সাধারণ জ্ঞান
এনরন কেলেঙ্কারি হল হিসাব বিজ্ঞানের ইতিহাসে যুক্তরাষ্ট্র তথা পৃথিবীর সবচেয়ে কুখ্যাত হিসাব জালিয়াতি।[১] এনরন কর্পোরেশন ছিল যুক্তরাষ্ট্রের হিউস্টন ভিত্তিক শক্তি উৎপাদনকারী কোম্পানি যা ২০০১ সালের অক্টোবর মাসে দেউলিয়া এবং অবলুপ্ত ঘোষণা করা হয়। পৃথিবীর প্রথম পাঁচটি বৃহৎ অডিট ফার্মের একটি ফার্ম আর্থার এন্ডারসন এই কেলেঙ্গারির সাথে যুক্ত ছিল। কেলেঙ্গারির খবর ফাঁস হওয়ার পর এই অডিট ফার্মটিও অবলুপ্ত ঘোষণা করা হয়। হিউস্টন ন্যাচারাল গ্যাস এবং ইন্টারনর্থ কোম্পানি একত্রিত করে কেনিথ লে ১৯৮৫ সালে এনরন কর্পোরেশন প্রতিষ্ঠা করেন।

16. WTO-এর সদর দপ্তর কোন শহরে?

a. প্যারিস
b. টোকিও
c. জেনেভা
d. নিউইয়র্ক
সাধারণ জ্ঞান
বিশ্ব বাণিজ্য সংস্থা (ইংরেজি World Trade Organization ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।

17. চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ ----

a. ইয়ুরি গ্যাগারিন, রাশিয়া
b. জন গ্লেন, যুক্তরাষ্ট্র
c. রিচার্ড এলড্রিন, যুক্তরাষ্ট্র
d. নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র
সাধারণ জ্ঞান
নিল আর্মস্ট্রং (জন্ম: ৫ আগস্ট ১৯৩০ - মৃত্যু: ২৫ আগস্ট ২০১২) হচ্ছেন একজন মার্কিন নভোচারী ও বৈমানিক। তিনি চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসাবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তার প্রথম মহাকাশ অভিযান হয় ১৯৬৬ খ্রীস্টাব্দে, জেমিনি ৮ নভোযানের চালক হিসাবে।

18. ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে -----

a. আর্জেন্টিনা
b. ব্রাজিল
c. ইতালি
d. ফ্রান্স
সাধারণ জ্ঞান
স্বপ্নের স্বর্ণের ট্রফিটা পাঁচবার ঘরে তুলেছে ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে চ্যাম্পিয়ন হয় তারা।

19. ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন----

a. ভারতের শচীন টেন্ডুলকার
b. অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান
c. ইংল্যান্ডের বেন হার্টন
d. বাংলাদেশের মোঃ আশরাফুল
সাধারণ জ্ঞান
মোহাম্মদ আশরাফুল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম।

20. SAPTA অর্থ ------

a. SAARC Preferential Trading Arrangement
b. South Asian Preferential Trading Arrangement
c. SAARC Preferential Tariff Agreement
d. South Asian Preferential Tariff Agreement
সাধারণ জ্ঞান
SAPTA অর্থ - SAARC Preferential Trading Arrangement.

21. বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?

a. চট্টগ্রাম
b. ভোলা
c. কক্সবাজার
d. পটুয়াখালী
সাধারণ জ্ঞান
বাংদেশের ৬৪টি জেলার মধ্যে সর্ব উত্তরের জেলা পঞ্চগড় ও উপজেলা তেঁতুলিয়া । সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার ও উপজেলা টেকনাফ । সর্ব পূর্বের জেলা বান্দরবান ও উপজেলা থানচি এবং সর্ব পশ্চিমের জেলা চাপাঁইনবাবগঞ্জ ও উপজেলা শিবগঞ্জ । উল্লেখ্য বাংলাদেশের সর্ব উত্তরের স্থান বাংলাবান্ধা (পঞ্চগড়)।

22. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?

a. রামপাল
b. ধর্মপাল
c. চন্দ্রগুপ্ত মৌর্য
d. আদিশুর
সাধারণ জ্ঞান
পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন। ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।

23. পরী বিবি কে ছিলেন?

a. আওরঙ্গজেবের কন্যা
b. শায়েস্তা খানের কন্যা
c. মুর্শিদকুলি খানের স্ত্রী
d. আজিমুসশানের মাতা
সাধারণ জ্ঞান
বিবি পরী বাংলার মুগল সুবাহদার শায়েস্তা খান এর কন্যা ও বাদশাহ আওরঙ্গজেব এর পুত্র মুহম্মদ আজম এর স্ত্রী। বাংলাদেশ সরকারের কাটরার ওয়াকফ পরিদপ্তরে সংরক্ষিত শায়েস্তা খানের নিজস্ব অছিয়তনামা থেকেই শায়েস্তা খানের কন্যা হিসেবে বিবি পরীকে (ইরান দুখ্ত্ রহমত বানু) চিহ্নিত করা যায়।

24. বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন?

a. হামিদুর রহমান
b. ফজলুর রহমান খান
c. নভেরা আহমদ
d. জুলফিকার আলী খান
সাধারণ জ্ঞান
ফজলুর রহমান খান বাংলাদেশের একজন বিখ্যাত স্থপতি ও পুরকৌশলী। তিনি এফ আর খান নামে সুপরিচিত। তিনি পৃথিবীর অন্যতম উচ্চতম ভবন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর 'সিয়ার্স টাওয়ার' এর নকশা প্রণয়ন করেন।

25. বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন?

a. প্রধানমন্ত্রী
b. রাষ্ট্রপতি
c. স্পিকার
d. প্রধান বিচারপতি
সাধারণ জ্ঞান
রাষ্ট্রপতি সাংবিধানিক ভাবে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ও সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হওয়ার ন‍্যূনতম বয়স ৩৫ বছর। জাতীয় সংসদ সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হন। স্পিকার (সংসদের পঞ্চদশ সংশোধনীর পূর্বে ছিল প্রধান বিচারপতি) রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণের পর থেকে তার মেয়াদকাল ৫ বছর। আবার রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন স্পিকারের নিকট পদত্যাগ পত্র দাখিলের মাধ্যমে। রাষ্ট্রপতি সংবিধানের ৫০(২) ধারা মতে ধারাবাহিক ২ বারের অধিক মেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন না। তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন। ৫৬(৩) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী নিয়োগ ও ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রীর সুপারিশ নিতে হয় না। একই সঙ্গে তার ওপর আদালত এর কোনো এখতিয়ার বারিত। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করবেন স্পিকার স্বয়ং। রাষ্ট্রপতি প্রধামন্ত্রীর পদত্যাগ পত্র গ্রহণ করবেন। তার নিকট কোনো বিল পেশ করার ১৫ দিনের মধ্যে তা অনুমোদন করতে হয় নচেৎ তা স্বয়ংক্রিয় ভাবে অনুমোদিত হয়ে যায়। তবে অর্থ বিল এ সম্মতি দানে তিনি বিলম্ব করতে পারবেন না। দুই - তৃতীয়াংশ সংসদ সদস্যের ভোটের মাধ্যমে শারীরিক বা মানসিক কোনো কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। তার সরকারি বাসভবন বঙ্গভবন মতিঝিল এর দিলকুশায় অবস্থিত। তার নিরাপত্তায় বিশেষ বাহিনী হলো প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (PGR) ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (SSF)।

26. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?

a. ১৬ ডিসেম্বর
b. ২৬ মার্চ
c. ২১ ফেব্রুয়ারি
d. ৭ মার্চ
সাধারণ জ্ঞান
বাংলাদেশের জাতীয় দিবস সমূহ জাতীয় শিক্ষক দিবস - ১৯ জানুয়ারী শহীদ দিবস/আন্তর্জাতকি মাতৃভাষা দিবস - ২১ ফেব্রুয়ারী জাতীয় পতাকা দিবস - ০২ মার্চ জাতীয় শিশু দিবস - ১৭ মার্চ জাতীয় দিবস/স্বাধীনতা দিবস - ২৬ মার্চ মজিবনগর দিবস - ১৭ এপ্রিল জাতীয় জন্ম নিবন্ধন দিবস – জুলাই জাতীয় শোক দিবস - ১৫ আগষ্ট জাতীয় সংহতি ও বিপ্লব দিবস - ৭ নভেম্বর সশস্ত্রবাহিনী দিসব - ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস - ০১ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস - ১৪ ডিসেম্বর বিজয় দিবস - ১৬ ডিসেম্বর

27. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?

a. গিয়াসউদ্দীন আযম শাহ
b. আলাউদ্দীন হুসেন শাহ
c. ফখরুদ্দীন মোবারক শাহ
d. ইলিয়াস শাহ
সাধারণ জ্ঞান
গিয়াসউদ্দিন আজম শাহ পন্ডিত ও কবিদের সমাদর করতেন। পারস্যের কবি হাফিজের সাথে তার পত্রবিনিময় হত। বাঙালি মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর তার বিখ্যাত রচনা ইউসুফ জুলেখা এ সময়ে সম্পন্ন করেন। এসময় কৃত্তিবাসের রামায়ণ বাংলায় অনুবাদ করা হয়।

28. বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?

a. কুসুম্বা মসজিদ
b. বড় সোনা মসজিদ
c. ষাট গম্বুজ মসজিদ
d. সাত গম্বুজ মসজিদ
সাধারণ জ্ঞান
সুলতান নসিরউদ্দিন মাহমুদ শাহের (১৪৩৫ - ৫৯) আমলে খান আল - আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়।[১] এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। তুঘলকি ও জৌনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট।

29. বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?

a. ময়নামতি
b. পাহাড়পুর
c. মহাস্থান গড়
d. সোনারগাঁও
সাধারণ জ্ঞান
বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র - পুণ্ড্রবর্ধন বা মহাস্থানগড়। প্রাচীন পুরাজ্যের রাজধানী ছিল - পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন। বিখ্যাত সাধক শাহ - সুলতান বলখির মাজার অবস্থিত - মহাস্থানগড়ে। বেহুলা - লখিন্দরের বাসর ঘর অবস্থিত - মহাস্থানগড়ে।

30. বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি?

a. ব্রহ্মপুত্র
b. পদ্মা
c. মেঘনা
d. যমুনা
সাধারণ জ্ঞান
ব্রহ্মপুত্র নদীর সর্বাধিক প্রস্থ ১০৪২৬ মিটার (বাহাদুরাবাদ)। এটিই বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে। ব্রহ্মপুত্রের প্রধান শাখা হচ্ছে যমুনা। এক কালের প্রশস্ত ব্রহ্মপুত্র নদ বর্তমানে শীর্ণকায়।

31. পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের (Constituent Assembly) ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন?

a. আবুল হাশেম
b. শেখ মুজিবুর রহমান
c. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
d. ধীরেন্দ্রনাথ দত্ত
সাধারণ জ্ঞান
১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান।

32. অবিভক্ত বাংলায় শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

a. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
b. এ কে ফজলুল হক
c. খাজা নাজিমউদ্দীন
d. আবুল হাশেম
সাধারণ জ্ঞান
১৯৪৬ এর নির্বাচনে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের বিপুল বিজয়েহোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আবুল হাশিম মূল কৃতিত্বের দাবীদার ছিলেন।১৯৪৬ সালে বাংলার মূখ্যমন্ত্রী হিসেবে পাকিস্তান আন্দোলনে তিনি ব্যাপক সমর্থন প্রদান করেন।পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী হিসেবে ১৯৪৬ সালে তিনি পাকিস্তান আন্দোলনের প্রতি তার সমর্থন এবং সহযোগিতা প্রদান করেন। স্বাধীন ভারতবর্ষের ব্যাপারে কেবিনেট মিশন প্ল্যানের বিরুদ্ধে জিন্নাহ ১৯৪৬ সালের আগস্ট ১৬ তারিখে প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন।

33. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?

a. ১৯০৫ সালে
b. ১৯১৬ সালে
c. ১৯২৩ সালে
d. ১৯১১ সালে
সাধারণ জ্ঞান
১৭৬৫ সালের পর থেকেই বিহার ও উড়িষ্যা বাংলার অন্তর্ভুক্ত ছিল। ফলে সরকারী প্রশাসনিক এলাকা হিসেবে বাংলা অতিরিক্ত বড় হয়ে যায় এবং ব্রিটিশ সরকারের পক্ষে এটির সুষ্ঠু শাসনক্রিয়া দুরূহ হয়ে পড়ে। বঙ্গভঙ্গের সূত্রপাত এখান থেকেই।কিন্তু ১৯১১ সালে, প্রচণ্ড গণআন্দোলনের ফলশ্রুতিতে বঙ্গভঙ্গ রহিত হয়। দ্বিতীয়বার বঙ্গভঙ্গ হয় ১৯৪৭ সালে। এর ফলে পূর্ববঙ্গ পাকিস্তানে এবং পশ্চিমবঙ্গ ভারতে যুক্ত হয়। এই পূর্ববঙ্গই পরবর্তীকালে পাকিস্তানের কাছ থেকে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।

34. বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?

a. সৈয়দ আমীর আলী
b. নওয়াব আবদুল লতিফ
c. নওয়াব স্যার সলিমুল্লাহ
d. স্যার সৈয়দ আহমেদ খান
সাধারণ জ্ঞান
বাংলার মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য নওয়াব আবদুল লতিফ ১৮৬৩ সালে নানা পদক্ষেপ গ্রহণ করেন। এই সালে তিনি কলকাতায় মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন। এ সোসাইটির লক্ষ্য ছিল আধুনিক জ্ঞান বিজ্ঞানের স্বপক্ষে জনমত গড়ে তোলা এবং শিক্ষিত মুসলমান হিন্দু ও ইংরেজদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে পারস্পরিক কল্যাণ নিশ্চিত কথা। তাঁর প্রচেষ্ঠায় কলকাতা মাদ্রাসায় ইস্ট - ফার্সি বিভাগ খোলা হয় এবং সেখানে উর্দু ও বাংলা ভাষা শিক্ষাদানের ব্যবস্থা গ্রহণ করা হয়। তাঁরই চেষ্টার ফলে মহসীন ফান্ডের টাকা মুসলমানদের শিক্ষার কাজে সংরক্ষিত করা হয়। রাজশাহী সরকারী মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা ছিল।

35. বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?

a. মাওলানা কেরামত আলী
b. শাহ ওলিউল্লাহ
c. হাজী শরীয়তউল্লাহ
d. পীর মুহসীনুদ্দীন
সাধারণ জ্ঞান
ফরায়েজী আন্দোলন ঊনিশ শতকে বাংলায় গড়ে ওঠা একটি সংস্কার আন্দোলন। প্রাথমিক পর্যায়ে এ আন্দোলনের লক্ষ্য ছিল ধর্ম সংস্কার। কিন্তু পরবর্তী সময়ে এই আন্দোলনে আর্থ - সামাজিক সংস্কারের প্রবণতা লক্ষ্য করা যায়। ফরায়েজী শব্দটি ‘ফরজ’ থেকে উদ্ভূত। এর অর্থ হচ্ছে আল্লাহ কর্তৃক নির্দেশিত অবশ্য পালনীয় কর্তব্য। কাজেই ফরায়েজী বলতে তাদেরকেই বোঝায় যাদের লক্ষ্য হচ্ছে অবশ্য পালনীয় ধর্মীয় কর্তব্যসমূহ কার্যকর করা। এ আন্দোলনের প্রবক্তা হাজী শরীয়তউল্লাহ।

36. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যর দেওয়ানী লাভ করে?

a. ১৬৯০ সালে
b. ১৭৬৫ সালে
c. ১৭৯৩ সালে
d. ১৮২৯ সালে
সাধারণ জ্ঞান
১৭৬৫ সালের ১ আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির বাদশাহ শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দীউয়ানি ও রাজস্ব ক্ষমতা গ্রহন করে। ১৭৬৫ থেকে ১৭৭২ সাল পর্যন্ত কোম্পানি বাংলার প্রশাসনের সঙ্গে রাজস্ব ক্ষমতা ভাগাভগি করলেও তারা প্রশাসনিক কোনো দায় - দায়িত্ব সরাসরি গ্রহণ করেনি। কোম্পানির পক্ষে সৈয়দ মোহাম্মদ রেজা খান রাজস্ব সংক্রান্ত প্রশাসনিক দায়িত্ব পালন করতে থাকেন।

37. কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?

a. ইসলাম খান
b. রাজা মানসিংহ
c. মীর জুমলা
d. শায়েস্তা খান
সাধারণ জ্ঞান
চট্টগ্রামের নাম 'ইসলামাবাদ' রাখেন শায়েস্তা খান।

38. ঢাকায় সুবা-বাংলার রাজধানী কখন স্থাপিত হয়?

a. ১৬১০ সালে
b. ১৫৭৬ সালে
c. ১৯০৫ সালে
d. ১৯৪৭ সালে
সাধারণ জ্ঞান
ঢাকা (ইংরেজি: Dhaka; ১৯৮২ সালের পূর্বে Dacca নামে লেখা হত) ১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন। প্রথমবারের মত ঢাকা রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীর নগর।

39. বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?

a. আলী মর্দান খলজী
b. তুঘরিল খান
c. শামসুদ্দিন ফিরোজ শাহ
d. ইখতিয়ারউদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খলজী
সাধারণ জ্ঞান
বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?

40. বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

a. সমতট
b. পুণ্ড্র
c. বঙ্গ
d. হরিকেল
সাধারণ জ্ঞান
বঙ্গ: বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, পাবনা, ফরিদপুর নােয়াখালী, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর নিম্ন জলাভূমি এবং পশ্চিমের উচ্চভূমি যশাের, কুষ্টিয়া, নদীয়া, শান্তিপুর ও ঢাকার বিক্রমপুর সংলগ্ন অঞ্চল ছিল বঙ্গ জনপদের অন্তর্গত। পাঠান আমলে সমগ্র বাংলা বঙ্গ নামে ঐক্যবদ্ধ হয়। পুরানাে শিলালিপিতে ‘বিক্রমপুর’ ও ‘নাব্য' নামে দুটি অংশের উল্লেখ রয়েছে। প্রাচীন বঙ্গ ছিল একটি শক্তিশালী রাজ্য। 'ঐতরেয় আরণ্যক' গ্রন্থে বঙ্গ নামে উল্লেখ পাওয়া যায়। এছাড়া রামায়ণ, মহাভারতে এবং কালিদাসের ‘রঘুবংশ’ গ্রন্থে ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়।

বাংলা

1. ' সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?

a. রবীন্দ্রনাথ ঠাকুর
b. সত্যেন্দ্রনাথ দত্ত
c. কাজী নজরুল ইসলাম
d. জীবনানন্দ দাশ
বাংলা
সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য - সংকলন। এই গ্রন্থে ঊনআশিটি কবিতা ও সতেরোটি গান আছে। এর মধ্যে - ‘বিদ্রোহী’, ‘সর্বহারা’, ‘সাম্যবাদী’, ‘মানুষ’, ‘জীবন বন্দনা’, ‘খুকী ও কাঠবেড়ালী’, ‘চল্‌ চল্‌ চল্‌’ প্রভৃতি প্রধান। গ্রন্থটির উৎসর্গ পত্রে লেখা আছে: “বিশ্বকবিসম্রাট শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর শ্রীশ্রীচরণারবিন্দেষু”।

2. ঢাকার ' মুসলিম সাহিত্য সমাজ' -এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে?

a. ১৯২৬
b. ১৯১১
c. ১৮৬৪
d. ১৯০৫
বাংলা
১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় মুসলিম সাহিত্য - সমাজ। সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সংগঠনটি পরিচালনার দায়িত্ব পালন করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন, মুসলিম হলের ছাত্র এ এফ এম আবদুল হক, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র আবদুল কাদিরসহ আরো কয়েকজন। এঁরাই ছিলেন প্রথম কার্যনির্বাহী সংসদের সদস্য। নেপথ্যে থেকে দায়িত্ব পালন করতেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কাজী আবদুল ওদুদ ও যুক্তিবিদ্যার অধ্যাপক কাজী আনোয়ারুল কাদীর।

3. ' লাজ' কোন ধরনের শব্দ?

a. বিশেষ্য
b. বিশেষণ
c. ক্রিয়া-বিশেষণ
d. বিশেষ্যের-বিশেষণ
বাংলা
কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। । বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে। বিশেষ্য পদ ছয় প্রকার ১. সংজ্ঞা (বা নাম) বাচক বিশেষ্য (Proper Noun) ২. জাতিবাচক বিশেষ্য (Common Noun) ৩. বস্তু (বা দ্রব্য) বাচক বিশেষ্য (Material Noun) ৪. সমষ্টিবাচক বিশেষ্য (Collective Noun) ৫. ভাববাচক বিশেষ্য (Verbal Noun) ৬. গুণবাচক বিশেষ্য (Abstract Noun)

4. ' হাত-ভারি' বাগধারার অর্থ -----

a. দাতা
b. কম খরচে
c. দরিদ্র
d. কৃপণ
বাংলা
বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে।

5. ' বেটাইম' শব্দটি গঠিত হয়েছে -----

a. ফারসি ও ইংরেজি শব্দে
b. ফরাসি ও ইংরেজি শব্দে
c. ফারসি ও ফরাসি শব্দে
d. ফারসি ও হিন্দি শব্দে
বাংলা
'বেটাইম' শব্দটি গঠিত হয়েছে - - - ফারসি (বে) ও ইংরেজি (টাইম) শব্দে.

6. ' শাশ্বত বঙ্গ' গ্রন্থটির রচয়িতা কে?

a. কাজী মোতাহার হোসেন
b. আবুল হুসেন
c. কাজী আবদুল ওদুদ
d. কাজী আনোয়ারুল কাদির
বাংলা
গত শতাব্দীর বিশের দশকের প্রারম্ভেই বাংলা প্রবন্ধ সাহিত্যে কাজী আবদুল ওদুদের আত্মপ্রকাশ ঘটে। সাহিত্য জীবন ‘মীর পরিবার’ নামক ছোট গল্প গ্রন্থ দিয়ে শুরু হলেও তাঁর আসল ও প্রধান পরিচয় তিনি একজন পরিশ্রমী প্রবন্ধকার ও সমালোচক। তিনি সর্বমোট বাইশ খানা গ্রন্থের রচয়িতা। সাহিত্য, সমাজ, ধর্ম, দর্শন ও রাজনীতি প্রভৃতি বিষয়ে তাঁর অসংখ্য প্রবন্ধ রয়েছে। ‘কবিগুরু রবীন্দ্রনাথ’ (দুই খণ্ড), ‘কবিগুরু’ গ্যেটে (দুই খণ্ড) ও শাশ্বত বঙ্গ’’ - এই তিনখানা তাঁর কালজয়ী গ্রন্থ। এই তিনখানি গ্রন্থের জন্য তিনি বাংলা প্রবন্ধ ও সমালোচনা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

7. ' কাশবনের কন্যা' গ্রন্থটির লেখক কে?

a. আবুল কালাম শামসুদ্দিন
b. শামসুদ্দীন আবুল কালাম
c. আবুল ফজল
d. জসীমউদ্‌দীন
বাংলা
কাশবনের কন্যা - শামসুদ্‌দীন আবুল কালাম আখ্যান খুব জটিল নয়। মূলত দু’জোড়া নায়ক - নায়িকার দুটি প্রায় সমান্তরাল উপকাহিনী এ উপন্যাসে বিবৃত হয়েছে। দুই নায়ক পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু হলেও সময়ক্রমে একে অন্যের অনুবতী—সখিনা আর মেহেরজান। শিকদারের ক্ষেত্রে একটি, জুবেদা। হোসেনের উপাখ্যানে হোসেন - সখিনার সম্পর্কের মধ্যে গ্রাম্য প্রেমের চেহারাটাও তত স্পষ্ট হয়নি। সখিনাকে বিয়ে করার কথা হোসেন ভেবেছে অনেকটা হঠাৎ কিশোরী সখিনাকে দেখে মুগ্ধ হয়ে, নিজের সাংসারিক প্রয়োজনের কথা হিসেব করে।

8. কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?

a. রোমান্টিসিজম
b. আধুনিকতাবাদ
c. উত্তরাধুনিকতাবাদ
d. বাস্তববাদ
বাংলা
উত্তরাধুনিকতা অতীত ও বর্তমান চিন্তার সংমিশ্রণকে বোঝায়। পাশ্চাত্যের আধুনিকতা বা উত্তরাধুনিকতাবোধ এবং প্রাচ্যের তথা আমাদের আধুনিকতাবোধ এক নয়। আমাদের আধুনিকতাবোধ মূলত তিরিশি আন্দোলনে সৃষ্ট সাহিত্য থেকে শুরু। কিন্তু উত্তরাধুনিকতাবাদ খোদ নন্দনতত্ত্বকেই অস্বীকার করে। উত্তরাধুনিকতাবাদে সাহিত্যের কিছু সংরূপ যা আধুনিকতাবাদে অটুট ছিল যেমন - উপন্যাস, গীতিকবিতা, মহাকাব্য, ছোটগল্প প্রভৃতির ভেদকেও অস্বীকার করে। উত্তরাধুনিকতাবাদীদের ভাষ্য যে, শিল্পে এমন দেয়াল তুলে দেয়া যাবে না। একথা বলা বাহুল্য যে উত্তরাধুনিকতা নব্য ধনতান্ত্রিক বিশ্বব্যবস্থাজাত। সুকৌশলে পর্যায়ক্রমিক অভাব সৃষ্টি, বহুমুখী উৎপাদন, বহুজাতিক বাজার নির্ভর ধনতন্ত্র। দার্শনিক লিয়েতারেরও লক্ষ্যও ছিল অতি উন্নত সমাজের দিকে। নব্য বা পরিণত পুঁজিবাদী সমাজের দিকে। পরিণত পুঁজিবাদে জ্ঞানের স্বরূপ এবং অন্ত:পরিবর্তনকেই তিনি উত্তরাধুনিকতা বলে অভিহিত করেন। এই অন্ত:পরিবর্তন বলতে তিনি মেটান্যারেটিভ বা গ্রান্ডন্যারেটিভ এর পরিবর্তনকেই বুঝিয়েছেন।

9. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?

a. ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
b. কাজের পরিচয় ফলে বোঝা যায়
c. ফুলের গন্ধে ঘুম আসেনা একলা জেগে এই
d. ফুলের গন্ধে ঘুম আসেনা একলা জেগে এই
বাংলা
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।

10. ' কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা' ----- এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?

a. কাজী নজরুল ইসলাম
b. মাইকেল মধুসূদন দত্ত
c. সুকান্ত ভট্টাচার্য
d. বেনজীর আহমেদ
বাংলা
নজরুলের প্রথম গদ্য রচনা ছিল "বাউণ্ডুলের আত্মকাহিনী"। ১৯১৯ সালের মে মাসে এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। সৈনিক থাকা অবস্থায় করাচি সেনানিবাসে বসে এটি রচনা করেছিলেন। এখান থেকেই মূলত তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটেছিল। এখানে বসেই বেশ কয়েকটি গল্প লিখেছেন। এর মধ্যে রয়েছে: "হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে"। ১৯২২ সালে নজরুলের একটি গল্প সংকলন প্রকাশিত হয় যার নাম ব্যথার দান - এছাড়া একই বছর প্রবন্ধ - সংকলন যুগবাণী প্রকাশিত হয়।

11. ' কাঁচি' কোন ধরনের শব্দ?

a. আরবি
b. ফারসি
c. হিন্দি
d. তুর্কি
বাংলা
#তুর্কি শব্দ সহজে মনে রাখার কৌশল নিচের বাক্য গুলো মনে রাখুনঃ ১। #সুলতান খাঁর বোচকা বাবুর্চিকে দেখে উজবুক মনে হলেও , কোর্মাটা বেশ বানায় । (সুলতান, খাঁ, বোচকা, বাবুর্চি, উজবুক , কোর্মা) ২। #ছুরি , কাচি যতই চকমক করুক, বন্ধুক বারুদের তোপের সামনে কি আর টেকে ? কিছু লাশ পরতেই কুলিরা কাবু হয়ে পড়ল । (ছুরি , কাচি , চকমক ,বন্দুক, বারুদ, তোপ, লাশ , কুলি, কাবু ) ৩। #তোশক চুরির দায়ে ছেমড়া চাকরের বাবাকে কোর্তা পরা দারোগা ধরে নিয়ে গেলেও বেগম সাহেব পরে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনলেন । (তোশক , ছেমড়া, চাকর, বাবা, কোর্তা,দারোগা ,বেগম,মুচলেকা)

12. সনেটের ক'টি অংশ?

a. একটি
b. দুটি
c. তিনটি
d. চারটি
বাংলা
চতুর্দশপদী হল এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে।ইংরেজিতে চতুর্দশপদী কবিতাকে সনেট (sonnet) বলা হয় এর বৈশিষ্ট্য হল যে এই কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত এবং প্রতিটি চরণে সাধারণভাবে মোট ১৪টি করে অক্ষর থাকবে।এর প্রথম আট চরণের স্তবককে অষ্টক এবং পরবর্তী ছয় চরণের স্তবককে ষষ্টক বলে। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্টকে ভাবের পরিণতি থাকে।

13. বাংলা একাডেমির 'আঞ্চলিক আভিধান' সম্পাদনা কে করেন?

a. মুহম্মদ শহীদুল্লাহ
b. মুহম্মদ এনামুল হক
c. মুহম্মদ মনসুর উদ্দিন
d. মুহম্মদ আবদুল হাই
বাংলা
আঞ্চলিক ভাষার অভিধান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় ১৯৬৫ সালে এটি প্রথম প্রকাশিত হয়। বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের সংকলন - জাতীয় গ্রন্থ এটিই প্রথম।

14. ' বীরবলের হালখাতা' গ্রন্থটি কোন ধরনের রচনা?

a. কাব্য
b. নাটক
c. উপন্যাস
d. প্রবন্ধ
বাংলা

15. 'ফণি-মনসা' কাব্যের রচয়িতা কে?

a. কাজী নজরুল ইসলাম
b. আহসান হাবীব
c. সিকান্‌দার আবু জাফর
d. হাসান হাফিজুর রহমান
বাংলা
কাজী নজরুল ইসলামের কবিতা অগ্নিবীণা (১৯২২)সঞ্চিতা (১৯২৫)ফনীমনসা (১৯২৭)চক্রবাক (১৯২৯)সাতভাই চম্পা (১৯৩৩)নির্ঝর (১৯৩৯)নতুন চাঁদ (১৯৩৯)মরুভাস্কর

16. সিকান্‌দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি?

a. সওগাত
b. সমকাল
c. উত্তরণ
d. শিখা
বাংলা
সিকান্দার আবু জাফর (১৯ মার্চ ১৯১৮/১৯১৯ - ৫ আগস্ট ১৯৭৫) একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা সমকাল সম্পাদনার জন্য বিশেষভাবে খ্যাত। তার একটি বিখ্যাত কবিতা হলো জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই হতমানে অপমানে নয়, সুখ সম্মানে বাঁচবার অধিকার কাড়তে দাস্যের নির্মোক ছাড়তে অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই, আমাদের সংগ্রাম চলবেই। এটি পরে জনপ্রিয় গণসঙ্গীতে রূপান্তরিত হয়।

17. কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?

a. মোস্তফা রচিত
b. নয়াজাতির স্রষ্টা হযরত মোহাম্মদ
c. বিশ্বনবী
d. মানব-মুকুট
বাংলা
মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী (১৮৮৮ - ১৯৪০) লেখক, সাংবাদিক। ১৩৯৫ বঙ্গাব্দের ১৮ কার্তিক (নভেম্বর, ১৮৮৮) ফরিদপুর জেলার পাংশা উপজেলার অন্তর্গত মাগুরাডাঙ্গা গ্রামে তাঁর জন্ম। পিতা এনায়েতুল্লাহ চৌধুরী ছিলেন পুলিশ অফিসার। তাঁর প্রধান রচনা হলো: ধর্মের কাহিনী (১৯১৪), নূরনবী (১৯১৮), শান্তিধারা (১৯১৮) ও মানব মুকুট (১৯২৬)।

18. ' সাম্য' গ্রন্থের রচয়িতা কে?

a. কাজী নজরুল ইসলাম
b. মোহাম্মদ বরকতুল্লাহ
c. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
d. মোহাম্মদ লুৎফর রহমান
বাংলা
সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যচর্চা শুরু হয় ১৮৫২ খ্রিষ্টাব্দে, "সংবাদ প্রভাকর" পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে। বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী (১৮৬৫) তাঁর লেখা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধগ্রন্থ: লোকরহস্য (১৮৭৪) বিজ্ঞান রহস্য (১৮৭৫) কমলাকান্তের দপ্তর (১৮৭৫) বিবিধ সমালোচনা (১৮৭৬) সাম্য (১৮৭৯) কৃষ্ণচরিত্র (১৮৮৬) বিবিধ প্রবন্ধ (১ম খন্ড - ১৮৮৭, ২য় খন্ড - ১৮৯২) ধর্মতত্ত্ব অনুশীলন (১৮৮৮) শ্রীমদ্ভগবদ্গীতা (১৯০২)

19. ' সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।' ---এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?

a. বিশেষ্য
b. বিশেষণ
c. সর্বনাম
d. বিশেষণের বিশেষণ
বাংলা

20. ' ভানুসিংহ' কার ছদ্মনাম?

a. রবীন্দ্রনাথ ঠাকুর
b. সত্যেন্দ্রনাথ দত্তের
c. প্রমথ চৌধুরীর
d. টেকচাঁদ ঠাকুরের
বাংলা
১. ভানুসিংহ কার ছদ্মনাম - রবীন্দ্রনাথ ঠাকুর। ২. প্রমথ চৌধুরীর ছদ্মনাম - বীরবল। ৩. কিশোর কবি কার উপাধি? - সুকান্ত ভট্টাচার্য। ৪. কে শিশু সাহিত্যিক হিসেবে সমাদৃত? - হাবিবুর রহমান। ৫. বাংলা সাহিত্যে স্বভাব কবি হিসেবে পরিচিত - গোবিন্দচন্দ্র দাস। ৬. সমাজ ও সমাধান গ্রন্থটি কার লেখা? - মোহাম্মদ আকরাম খাঁ। ৭. বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে? - সুফিয়া কামাল। ৮. বাংলার নারী শিক্ষা প্রসারের অগ্রদূত - বেগম রোকেয়া। ৯. বাংলা সাহিত্যে "সাহিত্য বিশারদ" কার উপাধি? - আব্দুল করিম। ১০. বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয় - সত্যেন্দ্রনাথ দত্তকে। ১১. বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় - বিহারীলাল চক্রবর্তীকে। ১২. পল্লীকবি উপাধি কার? - জসীমউদ্দিন। ১৩. বাংলা কবিতার আধুনিক প্রবর্তক কে? - মাইকেল মধুসূদন দত্ত। ১৪. অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম? - শরৎচন্দ্র চট্টপাধ্যায়। ১৫. সাহিত্য সম্রাট বলা হয় কাকে? - বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়কে।