প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022)
গণিত
1.
x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক?
a.
b.
c.
d.
গণিত
2.
০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে?
a. কোনটিই নয়
b. ৫৬
c. ৬০
d. 32
গণিত
3.
রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে?
a. ৫৫৫০
b. ৪৭৫০
c. ৫০০০
d. 5250
গণিত
4.
একজন চাকুরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?
a. ৫৫৫০
b. ৪৭৫০
c. 5000
d. 5250
গণিত
5.
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?
a. ২০০ মিটার
b. ৫০০ মিটার
c. ৪০০ মিটার
d. ৩০০ মিটার
গণিত
6.
৮, ১১, ১৭, ২৯, ৫৩, —- পরবর্তী সংখ্যাটি কত?
a. 59
b. 101
c. 75
d. 102
গণিত
7.
প্রথম ১০টি বিজোড় সংখ্যার যােগফল কত?
a. 81
b. 1000
c. 109
d. 100
গণিত
8.
দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যােগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?
a. ১০ ও ২৪
b. ১০ ও ১৬
c. ৭ ও ১১
d. ১২ ও ১৮
গণিত
9.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?
a. 31
b. 39
c. 71
d. 41
গণিত
10.
একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
a. 720
b. 1200
c. 500
d. 600
গণিত
11.
৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি?
a. 196
b. 98
c. 96
d. 192
গণিত
12.
32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
a. 6
b. 3
c. 4
d. 5
গণিত
13.
একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান । আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর ৩ গুণ । বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ কত?
a. ২১ মিটার
b. ৫৬ মিটার
c. ৭ মিটার
d. ১৪ মিটার
গণিত
14.
2x = 3y + 5 হলে 4x - 6y = কত?
a. 10
b. 15
c. 20
d. 12
গণিত
15.
৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?
a. 50
b. 60
c. 70
d. 80
গণিত
16.
৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?
a. 7
b. 50
c. 51
d. 60
গণিত
17.
০.০০০১ এর বর্গমূল কোনটি?
a. 0.01
b. 1
c. 0.2
d. 0.1
গণিত
18.
x + y = 12 এবং x - y = 2 হলে xy এর মান কত?
a. 45
b. 30
c. 40
d. 35
গণিত
19.
চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
a. 8898
b. 9899
c. 9999
d. 9199
গণিত
20.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
a. 9
b. 8
c. 4
d. 2
গণিত
বাংলা
21.
খনার বচনে প্রাধান্য পেয়েছে -
a. শিল্প
b. কৃষি
c. সাহিত্য
d. বিজ্ঞান
বাংলা
পুবে ধনু নিত্য ঝরাখনার বচনে প্রাধান্য পেয়েছে - কৃষি
পুবে ধনু নিত্য ঝরা
পচ্চিমে ধনু নিত্য খরা
(খনার এ বচনে বলা হয়েছে, আষাঢ় - শ্রাবণ মাসে পুব আকাশে রংধনু দেখা দিলে বৃষ্টি হবে এবং পশ্চিমে দেখা গেলে খরা হবে।১)
‘খনা’ কি ‘খনার বচন’ নিয়ে বিদ্যমান আলাপ কি নথিতে আমরা বরাবর ছকবদ্ধ কিছু একরৈখিক ধরন ও সূত্র দেখতে পাই। যদিও খনা কি খনার বচন নিয়ে গুরুত্ব তৈরি করার মতো লেখালেখি আমাদের নাগাল কি হদিসে তেমন একটা নেই। মহামতি খনা তাঁর অমর সৃষ্টি ‘খনার বচনের’ ভেতর দিয়েই আমাদের ইতিহাসে জোরদার দৃশ্যমানতা তৈরি করেছেন। হয়তো সেই কারণেই খনাবিষয়ক আলোচনায় প্রধান হয়ে ওঠে কেবল তাঁর বচনসমূহ। বচনভিন্ন খনা বারবার আমাদের অধিপতি আলাপের ঘেরাটোপ থেকে বিচ্ছিন্ন কি অদৃশ্য হয়ে যান বা তাঁকে আড়াল করে রাখা হয়। এমনকি খনার বচন নিয়ে আলাপের সূত্রগুলো তাঁর বচনের ‘কৃষি ও আবহাওয়ার সম্বন্ধকে’ এমন কায়দায় উপস্থাপন করে বারবার, যেখান থেকে আমরা খনার বচনের বিজ্ঞান - দর্শন নয় কেবল ‘কৃষি কি আবহাওয়ার উপযোগিতামূলক পরামর্শই’ ঠাহর করতে পারি। সচরাচর খনার ‘বিদুষী’, ‘জ্যোতিষী’, ‘কৃষি বচন রচয়িতা’, ‘কিংবদন্তি’ ইত্যাদি পরিচয় নির্মাণেরই চল প্রতিষ্ঠিত। ‘খনার বচনও’ সচরাচর ‘লোকসংস্কৃতির’ এক প্রবল বলপ্রয়োগে বন্দী, যেখান থেকে নিম্নবর্গের রূপান্তরধর্মী জীবন কি আখ্যানের কোনো আন্দাজ পাওয়া যায় না। খনা কি খনার বচন নিয়ে যত ধরনের লেখালেখি হাতের নাগালে পাওয়া যায়, সেসব লেখালেখির ধরন ও কাঠামো প্রায় একই। প্রচলিত নথিগুলো পয়লা খনার জন্মবৃত্তান্ত বর্ণনা করে (যা জন্মরহস্য বলে একধরনের দক্ষিণ এশীয় ফ্যান্টাসি তৈরি করে), পরবর্তীতে তাঁর একধরনের ‘সংক্ষিপ্ত জীবনী’ তুলে ধরে। এসব জীবনীর একটা প্রধান অংশজুড়েই খনাকে পরিবারকেন্দ্রিক অভিজ্ঞতার ভেতর দিয়ে টেনে টেনে সামাজিকীকরণ করা হয়। খনার শ্বশুর, স্বামী, রাক্ষসপুরীতে বড় হওয়া ও জ্যোতিষজ্ঞান লাভ, রাজদরবার সব মিলিয়ে খনাকে ‘প্রকাশ’ করা হয়। রয়েছে খনার জন্মস্থান বিতর্ক এবং বচনের ভাষিক বাহাস। তারপর খনার বচনগুলোর একটা সংকলন তুলে দেওয়া হয়। ছন্দোবদ্ধ বচনটির পর একটি বর্ণনামূলক মানে দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে বচনগুলো শ্রেণীকরণ করে ব্যবহূত হতে দেখা যায়। যেমন, কৃষিবিষয়ক বচন, তিলতত্ত্ব, হলুদবিষয়ক, কচুবিষয়ক, বৃষ্টি গণনা, কলার চাষবিষয়ক ইত্যাদি। খনার এক বচন ছাড়া প্রচলিত অধিকাংশ রচনায় খনাকে ‘ইতিহাসের এক নিষ্ক্রিয় ও প্রতিরোধহীন’ ব্যক্তি হিসেবেই উপস্থাপন করা হয়। কিছু ক্ষেত্রে ‘খনার জিহ্বা কেটে নেওয়ার ঘটনাকে’ পুরুষতান্ত্রিক নিপীড়ন ও নারীর জ্ঞানকে প্রান্তিক করে তোলার উদাহরণ হিসেবে ব্যাখা দেওয়া হয়। কেউ কেউ খনার বচনের ‘জনমত’ ও গ্রহণযোগ্যতাকেও প্রমাণ করার চেষ্টা করেছেন। সবকিছু মিলিয়ে অধিপতি জ্ঞানকাণ্ডের খনা - ভাবনাসমূহ খনা কি খনার বচনকে ‘লোকসংস্কৃতি ও গ্রামীণ কৃষিসমাজের বিষয়’ হিসেবে এক প্রশ্নহীন অপরত্বের২ মোড়কে সমাজ রূপান্তরের ধারাপাত থেকে দূরে সরিয়ে রেখেছে। এর ধারাবাহিকতায় দেখা যায়, নিম্নবর্গের যাপিতজীবন ও রাষ্ট্রবিকাশের আখ্যান থেকে খনা কি খনাদের সৃষ্টি ও দর্শনকে ‘অস্বীকৃত’ ও ‘অবাঞ্ছিত’ করে রাখা হয়। যাপিতজীবনের দেনদরবার থেকে বিচ্ছিন্ন করে খনাদের ‘ধরাছোঁয়ার বাইরের অচিন রূপকথা কি নাগালহীন কিংবদন্তি’ করে তোলা হয়। ক্ষমতাবানদের রচিত ইতিহাসে কেবল খনা নয়, উলগুলান বা মুণ্ডা বিদ্রোহের কারিগর বীরসা মুণ্ডা কি হুল বা সাঁওতাল বিদ্রোহের নেতা ফুলমণি মুর্মুদেরও এভাবেই ‘অপর’ হিসেবে উপস্থাপন করা হয়। নিরন্তর বিজ্ঞানমনস্কতা কি সামাজিক বোঝাপড়া দিয়ে তখন এসব চরিত্র কি তাদের চিন্তা ও দর্শন নিম্নবর্গের নাগালের বাইরে থেকে যায়। আর সেখান থেকেই আজকের আলাপখানি৩ শুরু করতে চাইছি। খনা ও খনার বচনের বিজ্ঞান - দর্শনকে আজকের আলাপে বোঝার চেষ্টা করব। আলাপের সূত্র ধরে খনার বৃত্তান্ত, প্রচলিত আখ্যান ও কাহিনিগুলো আমাদের টানতে হবে ক্ষমতার রাজনীতি ও ইতিহাসের বৈষম্যের ব্যাকরণকে স্পষ্ট করার জন্য। আলাপের ক্ষেত্রে একটা রাজনৈতিক তাত্ত্বিক পাটাতন অনেকখানি জরুরি হয়ে দাঁড়ায়। নিম্নবর্গের প্রতিরোধী জ্ঞানকাণ্ডের বিজ্ঞানমনস্কতা আলাপের অলিগলি ঘুরতে আমাদের টানটান রাখবে। প্রতিবেশ - নারীবাদী৪ তত্ত্ব - তালাশের ভেতর দিয়ে চলতি আলাপ তার আসর জমানোর মানত করেছে। বাংলা ও ইংরেজিতে প্রকাশিত খনা ও খনার বচন নিয়ে লেখালেখিগুলোর প্রায় গরিষ্ঠভাগই (যা পাওয়া গেছে এ শর্তকে মেনে) চলতি আলাপে টেনে আনা হয়েছে। খনার বচনের ক্ষেত্রে নিজস্ব সংগ্রহ, রাস্তা কি মেলাতে বিক্রীত বই থেকে শুরু করে গবেষণা পুস্তক - জার্নাল - পত্রিকা - সাময়িকী এবং ওয়েবদুনিয়াতে যা পাওয়া গেছে তা - ও গুরুত্ব দিয়ে আলাপের সঙ্গী হয়েছে। খনার বচন এবং খনার বিজ্ঞান - দর্শনকে জানতে - বুঝতে দেশের নানান প্রান্তে গ্রামীণ জনপদে নিম্নবর্গের বাহাস ও দেনদরবার কাজে লেগেছে। নিম্নবর্গের এই প্রজ্ঞা ও গতিই বিজ্ঞানের সত্যকে প্রকাশ করে, খনার বচন কি খনার দর্শন জীবনব্যাপী যে সত্যের সীমানা তৈরি করেছে। চলতি আলাপ থেকে আমরা অধিপতি জ্ঞানকাণ্ডের ক্ষমতার বলপ্রয়োগ ও নিম্নবর্গের জ্ঞানদুনিয়ার প্রান্তিকীকরণ ও নিরন্তর টিকে থাকার লড়াইয়ের ধরনটিও বোঝার চেষ্টা করব। কারণ খনা ও খনার বচনকে দাবিয়ে রাখার মৌলিক সূত্র ও কারণ ক্ষমতার রাজনীতির ভেতরেই সীমাবদ্ধ।
22.
টর্নেডো শব্দটি এসেছে-
a. Toonida
b. Tunioda
c. Tonada
d. Tornada
বাংলা
মূলতঃ কিউমুলোনিম্বাস (ক্ষেত্রবিশেষে কিউমুলাস) মেঘ থেকে ঝুলন্ত অবস্থায় ফানেল বা হাতির শুঁড়ের মত বায়ুস্তম্ভের আকারে সৃষ্ট ভূপৃষ্ঠের উপরে প্রচন্ডবেগে ঘূর্ণায়মান চলনশীল ঝড়কে টর্নেডো (Tornedo) বলে । 'Tornedo' শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ 'Tornada' থেকে, যার অর্থ বজ্রসম্পন্ন ঝড় ।
23.
ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?
a. ষষ্ঠ
b. সপ্তম
c. চতুর্থ
d. পঞ্চম
বাংলা
ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বর্তমানে বাংলা ভাষা বিশ্বের ৬ষ্ঠ প্রধান ভাষা।
বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ কথা বলেন এই ভাষায়। মাতৃভাষা হিসেবে ইংরেজির অবস্থান তৃতীয়। মাতৃভাষা হিসেবে বিশ্ব - ভাষা তালিকায় বাংলার অবস্থান পঞ্চম এবং বহুল ব্যবহৃত ভাষা হিসেবে এর অবস্থান সপ্তম। ইন্দো - ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত বাংলায় কথা বলেন ২২ কোটির বেশি মানুষ।
40.
’সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’ পঙতিটি কার?
a. মদনমোহন তর্কালংকার
b. কালিপ্রসন্ন সিংহ
c. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
d. অক্ষয়কুমার দত্ত
বাংলা
সাধারণ বিজ্ঞান
41.
বুদ্ধাঙ্ক (IQ) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক মাত্রা-
a. IQ>90
b. IQ>100
c. IQ>130
d. IQ>150
সাধারণ বিজ্ঞান
বুদ্ধ্যঙ্ক
বুদ্ধ্যঙ্ক বা আইকিউ (ইংরেজি: Intelligence quotient বা IQ), বুদ্ধিমত্তা মূল্যায়ন করতে পরিকল্পিত বিভিন্ন প্রমিত পরীক্ষার একসঙ্গে প্রাপ্ত ফলাফল। ইংরেজি আইকিউ শব্দটি মূলত মনোবিজ্ঞানী উইলিয়াম স্টার্ন কর্তৃক উদ্ভাবিত জার্মান শব্দ Intelligenz - Quotient থেকে নেয়া হয়েছে।
বুদ্ধ্যঙ্ক পরীক্ষার পূর্বসূরী
ঐতিহাসিকভাবে, বুদ্ধ্যঙ্ক পরীক্ষা প্রণয়ন করার আগেও, দৈনন্দিন জীবনে তাদের আচরণ পর্যবেক্ষণ করে বুদ্ধিমত্তা শ্রেণীতে শ্রেণীবদ্ধ করার প্রচেষ্টা ছিল। আচরণগত পর্যবেক্ষণের অন্যান্য রূপগুলি প্রাথমিকভাবে বুদ্ধ্যঙ্ক পরীক্ষার স্কোরের ভিত্তিতে শ্রেণিবদ্ধকরণ যাচাই করা এখনও গুরুত্বপূর্ণ। টেস্টিং রুমের বাইরে আচরণের পর্যবেক্ষণ দ্বারা বুদ্ধিমত্তা শ্রেণিবিন্যাস এবং বুদ্ধ্যঙ্ক পরীক্ষা দ্বারা শ্রেণিবিন্যাস একটি নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহৃত "বুদ্ধিমত্তা" এর সংজ্ঞা এবং নির্ভরযোগ্যতা এবং শ্রেণীবিভাগ পদ্ধতিতে অনুমানের ত্রুটির উপর নির্ভর করে ।
42.
পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে?
a. সালফেট ও নাইট্রেট
b. ফসফেট ও নাইট্রোজেন
c. পটাশিয়াম ও ক্যালসিয়াম
d. ম্যাগনেশিয়াম ও ফসফরাস
সাধারণ বিজ্ঞান
ফসফেট ও নাইট্রোজেন রাসায়নিক উপাদানের আধিক্যে পানিতে শ্যাওলা জন্মে।
সাধারণ জ্ঞান
43.
প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?
a. স্পিকার
b. জাতীয় সংসদ
c. রাষ্ট্রপতি
d. প্রধানমন্ত্রী
সাধারণ জ্ঞান
বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? বর্ণনাঃ বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে বলা হয়েছে - 'প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচার পতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন।
44.
নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত?
a. আশ্রয়ন ও শিক্ষা সহায়তা
b. ত্রাণ ও পুনর্বাসন
c. নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা
d. মেট্রোরেল ও রূপপুর প্রকল্প
সাধারণ জ্ঞান
মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ হলোঃ
1.একটি বাড়ি এটি খামার
2.আশ্রয়ণ প্রকল্প
3.ডিজিটাল বাংলাদেশ
4.শিক্ষা সহায়তা কর্মসূচি
5.নারীর ক্ষমতায়ন
6.ঘরের ঘরের বিদ্যুৎ
7.কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য
8.সামাজিক নিরাপত্তা কর্মসূচি
9.বিনিয়োগ বিকাশ
10.পরিবেশ সুরক্ষা।
45.
BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
a. ব্যাংকক
b. থিম্পু
c. ঢাকা
d. দিল্লী
সাধারণ জ্ঞান
অর্থণৈতিক সম্ভাবনাময় ক্ষেত্রগুলো থেকে পূর্ণ সুবিধা ভোগ করার লক্ষ্যে ১৯৯৭ সালের ৬ জুন গঠিত হয়। বিমস্টেক নামের অর্থনৈতিক সংস্থাটি । শুরুতে বিমসটেকের ( BIMSTEC) পূর্ণরুপ Bangladesh, India, Myanmar , Sri Lanika, Thailand , Economic Co - operation থাকলেও বর্তমানে এর পূর্ণরুপ হলো Bay of Bengal Initiative for Multi - Sectoral Technical and Economic Co - operation. বিমসটেকের বর্তমান সদস্য রাষ্ট্র হলো ৭টি। প্রতিষ্ঠার শুরুতে এটির সদর দপ্তর না থাকলেও ২০১৪ সালে ঢাকায় এর সদর দপ্তর স্থাপতি হয়। আরো কয়েকটি আন্তর্জাতিক সংস্থা সিরডাপ, আইসিডিডিআরবি, আন্তর্জাতিক পাট গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
46.
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধিস্থল কোন জেলায়?
a. রাঙ্গামাটি
b. খাগড়াছড়ি
c. চট্টগ্রাম
d. ফরিদপুর
সাধারণ জ্ঞান
47.
কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়?
a. মধ্যপ্রাচ্য
b. দূরপ্রাচ্য
c. আমেরিকা
d. দক্ষিণ এশিয়া
সাধারণ জ্ঞান
48.
এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত?
a. 4
b. 5
c. 6
d. 7
সাধারণ জ্ঞান
49.
ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়?
a. ১৭ আগস্ট ২০১৭
b. ২৭ জানুয়ারি ২০১৯
c. ১৭ জুন ২০২১
d. ১৭ নভেম্বর ২০১৬
সাধারণ জ্ঞান
50.
UNESCO কত সালে একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?
54.
জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয়?
a. ৪ মে
b. ২ এপ্রিল
c. ৪ এপ্রিল
d. ২ মে
সাধারণ জ্ঞান
55.
‘আমার ঘরের চাবি পরের হাতে’ গানটির রচয়িতা কে?
a. লালন শাহ
b. হাসন রাজা
c. পাগলা কানন
d. রাধারমণ দত্ত
সাধারণ জ্ঞান
56.
কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?
a. ২২ জানুয়ারি ১৯৬৯
b. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
c. ১৭ জানুয়ারি ১৯৬৮
d. ৫ জানুয়ারি ১৯৬৯
সাধারণ জ্ঞান
57.
নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন
a. পিরোজপুর, মাদারীপুর ও বাগেরহাট
b. সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা
c. বাগেরহাট, নড়াইল ও ঝিনাইদহ
d. বরিশাল, খুলনা ও সাতক্ষীরা
সাধারণ জ্ঞান
58.
বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন?
a. ষষ্ঠ
b. সপ্তম
c. অষ্টম
d. নবম
সাধারণ জ্ঞান
59.
বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফার ২য় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?
a. বৈদেশিক বাণিজ্য
b. মুদ্রা বা অর্থ
c. রাজস্ব
d. কেন্দ্রীয় সরকার
সাধারণ জ্ঞান
60.
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়?
a. 2013
b. 2010
c. 2011
d. 2012
সাধারণ জ্ঞান
ইংরেজি
61.
Remove শব্দটির Noun-
a. Remove
b. Removal
c. Re-movement
d. Removing
ইংরেজি
62.
Choose the correct spelling—-
a. Achievment
b. Acheivment
c. Achievement
d. Achevement
ইংরেজি
63.
“Leave no stone unturned” means
a. try every possible means
b. heavy stone
c. rare stone
d. impossible
ইংরেজি
64.
Which of the following is the correct sentence?
a. He has said which is right.
b. What has he said is right.
c. What he has said is right.
d. He has said that what is right.
ইংরেজি
65.
He came to Dhaka with a view to — a new place.
a. watch
b. Look
c. visit
d. visiting
ইংরেজি
66.
‘Once in a blue moon’ means-
a. hourly
b. always
c. very rarely
d. nearly
ইংরেজি
67.
Are you doing anything special – the weekend?
a. by
b. in
c. at
d. on
ইংরেজি
68.
I look forward to
a. have heard from you soon
b. see you soon.
c. hear for you soon.
d. hearing from you soon
ইংরেজি
69.
The Principal will —– the answer scripts.
a. look into
b. look over
c. look for
d. look at
ইংরেজি
70.
Agomoni School is one of the best ____ in the city.
a. school
b. schools
c. of It
d. high school
ইংরেজি
71.
The correct spelling is ——–
a. Assignment
b. Assignernent
c. Asignment
d. Asignmment
ইংরেজি
72.
“To break the ice” means
a. to end the hostility
b. to end up partnership you
c. to start quarreling
d. to start a conversation
ইংরেজি
73.
What is an epic?
a. a novel
b. a long poem
c. a long prose composition
d. a romance
ইংরেজি
74.
If I ---- you, I would not have done this.
a. are
b. was
c. am
d. were
ইংরেজি
75.
Choose the correctly spelt word ----
a. Buro
b. Beauro
c. Bureau
d. Burough
ইংরেজি
76.
There is _____milk in the bottle
a. very little
b. small
c. very few
ইংরেজি
77.
If the price is low, demand _______
a. will be increased
b. will increase
c. is increased
d. would be increased
ইংরেজি
78.
I water the plants. The word 'water' is used as-
a. verb
b. adverb
c. Noun
d. Pronoun
ইংরেজি
79.
Change the voice: "Where did you see him?"
a. Where he was seen by you?
b. Where was he seen by you?
c. Where did he seen by you?
d. Where was he see by you?
ইংরেজি
80.
Learn the poem ____ heart
a. by
b. within
c. in
d. with
ইংরেজি
বাংলা
1.
খনার বচনে প্রাধান্য পেয়েছে -
a. শিল্প
b. কৃষি
c. সাহিত্য
d. বিজ্ঞান
বাংলা
পুবে ধনু নিত্য ঝরাখনার বচনে প্রাধান্য পেয়েছে - কৃষি
পুবে ধনু নিত্য ঝরা
পচ্চিমে ধনু নিত্য খরা
(খনার এ বচনে বলা হয়েছে, আষাঢ় - শ্রাবণ মাসে পুব আকাশে রংধনু দেখা দিলে বৃষ্টি হবে এবং পশ্চিমে দেখা গেলে খরা হবে।১)
‘খনা’ কি ‘খনার বচন’ নিয়ে বিদ্যমান আলাপ কি নথিতে আমরা বরাবর ছকবদ্ধ কিছু একরৈখিক ধরন ও সূত্র দেখতে পাই। যদিও খনা কি খনার বচন নিয়ে গুরুত্ব তৈরি করার মতো লেখালেখি আমাদের নাগাল কি হদিসে তেমন একটা নেই। মহামতি খনা তাঁর অমর সৃষ্টি ‘খনার বচনের’ ভেতর দিয়েই আমাদের ইতিহাসে জোরদার দৃশ্যমানতা তৈরি করেছেন। হয়তো সেই কারণেই খনাবিষয়ক আলোচনায় প্রধান হয়ে ওঠে কেবল তাঁর বচনসমূহ। বচনভিন্ন খনা বারবার আমাদের অধিপতি আলাপের ঘেরাটোপ থেকে বিচ্ছিন্ন কি অদৃশ্য হয়ে যান বা তাঁকে আড়াল করে রাখা হয়। এমনকি খনার বচন নিয়ে আলাপের সূত্রগুলো তাঁর বচনের ‘কৃষি ও আবহাওয়ার সম্বন্ধকে’ এমন কায়দায় উপস্থাপন করে বারবার, যেখান থেকে আমরা খনার বচনের বিজ্ঞান - দর্শন নয় কেবল ‘কৃষি কি আবহাওয়ার উপযোগিতামূলক পরামর্শই’ ঠাহর করতে পারি। সচরাচর খনার ‘বিদুষী’, ‘জ্যোতিষী’, ‘কৃষি বচন রচয়িতা’, ‘কিংবদন্তি’ ইত্যাদি পরিচয় নির্মাণেরই চল প্রতিষ্ঠিত। ‘খনার বচনও’ সচরাচর ‘লোকসংস্কৃতির’ এক প্রবল বলপ্রয়োগে বন্দী, যেখান থেকে নিম্নবর্গের রূপান্তরধর্মী জীবন কি আখ্যানের কোনো আন্দাজ পাওয়া যায় না। খনা কি খনার বচন নিয়ে যত ধরনের লেখালেখি হাতের নাগালে পাওয়া যায়, সেসব লেখালেখির ধরন ও কাঠামো প্রায় একই। প্রচলিত নথিগুলো পয়লা খনার জন্মবৃত্তান্ত বর্ণনা করে (যা জন্মরহস্য বলে একধরনের দক্ষিণ এশীয় ফ্যান্টাসি তৈরি করে), পরবর্তীতে তাঁর একধরনের ‘সংক্ষিপ্ত জীবনী’ তুলে ধরে। এসব জীবনীর একটা প্রধান অংশজুড়েই খনাকে পরিবারকেন্দ্রিক অভিজ্ঞতার ভেতর দিয়ে টেনে টেনে সামাজিকীকরণ করা হয়। খনার শ্বশুর, স্বামী, রাক্ষসপুরীতে বড় হওয়া ও জ্যোতিষজ্ঞান লাভ, রাজদরবার সব মিলিয়ে খনাকে ‘প্রকাশ’ করা হয়। রয়েছে খনার জন্মস্থান বিতর্ক এবং বচনের ভাষিক বাহাস। তারপর খনার বচনগুলোর একটা সংকলন তুলে দেওয়া হয়। ছন্দোবদ্ধ বচনটির পর একটি বর্ণনামূলক মানে দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে বচনগুলো শ্রেণীকরণ করে ব্যবহূত হতে দেখা যায়। যেমন, কৃষিবিষয়ক বচন, তিলতত্ত্ব, হলুদবিষয়ক, কচুবিষয়ক, বৃষ্টি গণনা, কলার চাষবিষয়ক ইত্যাদি। খনার এক বচন ছাড়া প্রচলিত অধিকাংশ রচনায় খনাকে ‘ইতিহাসের এক নিষ্ক্রিয় ও প্রতিরোধহীন’ ব্যক্তি হিসেবেই উপস্থাপন করা হয়। কিছু ক্ষেত্রে ‘খনার জিহ্বা কেটে নেওয়ার ঘটনাকে’ পুরুষতান্ত্রিক নিপীড়ন ও নারীর জ্ঞানকে প্রান্তিক করে তোলার উদাহরণ হিসেবে ব্যাখা দেওয়া হয়। কেউ কেউ খনার বচনের ‘জনমত’ ও গ্রহণযোগ্যতাকেও প্রমাণ করার চেষ্টা করেছেন। সবকিছু মিলিয়ে অধিপতি জ্ঞানকাণ্ডের খনা - ভাবনাসমূহ খনা কি খনার বচনকে ‘লোকসংস্কৃতি ও গ্রামীণ কৃষিসমাজের বিষয়’ হিসেবে এক প্রশ্নহীন অপরত্বের২ মোড়কে সমাজ রূপান্তরের ধারাপাত থেকে দূরে সরিয়ে রেখেছে। এর ধারাবাহিকতায় দেখা যায়, নিম্নবর্গের যাপিতজীবন ও রাষ্ট্রবিকাশের আখ্যান থেকে খনা কি খনাদের সৃষ্টি ও দর্শনকে ‘অস্বীকৃত’ ও ‘অবাঞ্ছিত’ করে রাখা হয়। যাপিতজীবনের দেনদরবার থেকে বিচ্ছিন্ন করে খনাদের ‘ধরাছোঁয়ার বাইরের অচিন রূপকথা কি নাগালহীন কিংবদন্তি’ করে তোলা হয়। ক্ষমতাবানদের রচিত ইতিহাসে কেবল খনা নয়, উলগুলান বা মুণ্ডা বিদ্রোহের কারিগর বীরসা মুণ্ডা কি হুল বা সাঁওতাল বিদ্রোহের নেতা ফুলমণি মুর্মুদেরও এভাবেই ‘অপর’ হিসেবে উপস্থাপন করা হয়। নিরন্তর বিজ্ঞানমনস্কতা কি সামাজিক বোঝাপড়া দিয়ে তখন এসব চরিত্র কি তাদের চিন্তা ও দর্শন নিম্নবর্গের নাগালের বাইরে থেকে যায়। আর সেখান থেকেই আজকের আলাপখানি৩ শুরু করতে চাইছি। খনা ও খনার বচনের বিজ্ঞান - দর্শনকে আজকের আলাপে বোঝার চেষ্টা করব। আলাপের সূত্র ধরে খনার বৃত্তান্ত, প্রচলিত আখ্যান ও কাহিনিগুলো আমাদের টানতে হবে ক্ষমতার রাজনীতি ও ইতিহাসের বৈষম্যের ব্যাকরণকে স্পষ্ট করার জন্য। আলাপের ক্ষেত্রে একটা রাজনৈতিক তাত্ত্বিক পাটাতন অনেকখানি জরুরি হয়ে দাঁড়ায়। নিম্নবর্গের প্রতিরোধী জ্ঞানকাণ্ডের বিজ্ঞানমনস্কতা আলাপের অলিগলি ঘুরতে আমাদের টানটান রাখবে। প্রতিবেশ - নারীবাদী৪ তত্ত্ব - তালাশের ভেতর দিয়ে চলতি আলাপ তার আসর জমানোর মানত করেছে। বাংলা ও ইংরেজিতে প্রকাশিত খনা ও খনার বচন নিয়ে লেখালেখিগুলোর প্রায় গরিষ্ঠভাগই (যা পাওয়া গেছে এ শর্তকে মেনে) চলতি আলাপে টেনে আনা হয়েছে। খনার বচনের ক্ষেত্রে নিজস্ব সংগ্রহ, রাস্তা কি মেলাতে বিক্রীত বই থেকে শুরু করে গবেষণা পুস্তক - জার্নাল - পত্রিকা - সাময়িকী এবং ওয়েবদুনিয়াতে যা পাওয়া গেছে তা - ও গুরুত্ব দিয়ে আলাপের সঙ্গী হয়েছে। খনার বচন এবং খনার বিজ্ঞান - দর্শনকে জানতে - বুঝতে দেশের নানান প্রান্তে গ্রামীণ জনপদে নিম্নবর্গের বাহাস ও দেনদরবার কাজে লেগেছে। নিম্নবর্গের এই প্রজ্ঞা ও গতিই বিজ্ঞানের সত্যকে প্রকাশ করে, খনার বচন কি খনার দর্শন জীবনব্যাপী যে সত্যের সীমানা তৈরি করেছে। চলতি আলাপ থেকে আমরা অধিপতি জ্ঞানকাণ্ডের ক্ষমতার বলপ্রয়োগ ও নিম্নবর্গের জ্ঞানদুনিয়ার প্রান্তিকীকরণ ও নিরন্তর টিকে থাকার লড়াইয়ের ধরনটিও বোঝার চেষ্টা করব। কারণ খনা ও খনার বচনকে দাবিয়ে রাখার মৌলিক সূত্র ও কারণ ক্ষমতার রাজনীতির ভেতরেই সীমাবদ্ধ।
2.
টর্নেডো শব্দটি এসেছে-
a. Toonida
b. Tunioda
c. Tonada
d. Tornada
বাংলা
মূলতঃ কিউমুলোনিম্বাস (ক্ষেত্রবিশেষে কিউমুলাস) মেঘ থেকে ঝুলন্ত অবস্থায় ফানেল বা হাতির শুঁড়ের মত বায়ুস্তম্ভের আকারে সৃষ্ট ভূপৃষ্ঠের উপরে প্রচন্ডবেগে ঘূর্ণায়মান চলনশীল ঝড়কে টর্নেডো (Tornedo) বলে । 'Tornedo' শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ 'Tornada' থেকে, যার অর্থ বজ্রসম্পন্ন ঝড় ।
3.
ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?
a. ষষ্ঠ
b. সপ্তম
c. চতুর্থ
d. পঞ্চম
বাংলা
ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বর্তমানে বাংলা ভাষা বিশ্বের ৬ষ্ঠ প্রধান ভাষা।
বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ কথা বলেন এই ভাষায়। মাতৃভাষা হিসেবে ইংরেজির অবস্থান তৃতীয়। মাতৃভাষা হিসেবে বিশ্ব - ভাষা তালিকায় বাংলার অবস্থান পঞ্চম এবং বহুল ব্যবহৃত ভাষা হিসেবে এর অবস্থান সপ্তম। ইন্দো - ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত বাংলায় কথা বলেন ২২ কোটির বেশি মানুষ।
20.
’সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’ পঙতিটি কার?
a. মদনমোহন তর্কালংকার
b. কালিপ্রসন্ন সিংহ
c. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
d. অক্ষয়কুমার দত্ত
বাংলা
গণিত
1.
x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক?
a.
b.
c.
d.
গণিত
2.
০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে?
a. কোনটিই নয়
b. ৫৬
c. ৬০
d. 32
গণিত
3.
রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে?
a. ৫৫৫০
b. ৪৭৫০
c. ৫০০০
d. 5250
গণিত
4.
একজন চাকুরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?
a. ৫৫৫০
b. ৪৭৫০
c. 5000
d. 5250
গণিত
5.
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?
a. ২০০ মিটার
b. ৫০০ মিটার
c. ৪০০ মিটার
d. ৩০০ মিটার
গণিত
6.
৮, ১১, ১৭, ২৯, ৫৩, —- পরবর্তী সংখ্যাটি কত?
a. 59
b. 101
c. 75
d. 102
গণিত
7.
প্রথম ১০টি বিজোড় সংখ্যার যােগফল কত?
a. 81
b. 1000
c. 109
d. 100
গণিত
8.
দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যােগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?
a. ১০ ও ২৪
b. ১০ ও ১৬
c. ৭ ও ১১
d. ১২ ও ১৮
গণিত
9.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?
a. 31
b. 39
c. 71
d. 41
গণিত
10.
একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
a. 720
b. 1200
c. 500
d. 600
গণিত
11.
৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি?
a. 196
b. 98
c. 96
d. 192
গণিত
12.
32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
a. 6
b. 3
c. 4
d. 5
গণিত
13.
একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান । আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর ৩ গুণ । বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ কত?
a. ২১ মিটার
b. ৫৬ মিটার
c. ৭ মিটার
d. ১৪ মিটার
গণিত
14.
2x = 3y + 5 হলে 4x - 6y = কত?
a. 10
b. 15
c. 20
d. 12
গণিত
15.
৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?
a. 50
b. 60
c. 70
d. 80
গণিত
16.
৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?
a. 7
b. 50
c. 51
d. 60
গণিত
17.
০.০০০১ এর বর্গমূল কোনটি?
a. 0.01
b. 1
c. 0.2
d. 0.1
গণিত
18.
x + y = 12 এবং x - y = 2 হলে xy এর মান কত?
a. 45
b. 30
c. 40
d. 35
গণিত
19.
চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
a. 8898
b. 9899
c. 9999
d. 9199
গণিত
20.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
a. 9
b. 8
c. 4
d. 2
গণিত
ইংরেজি
1.
Remove শব্দটির Noun-
a. Remove
b. Removal
c. Re-movement
d. Removing
ইংরেজি
2.
Choose the correct spelling—-
a. Achievment
b. Acheivment
c. Achievement
d. Achevement
ইংরেজি
3.
“Leave no stone unturned” means
a. try every possible means
b. heavy stone
c. rare stone
d. impossible
ইংরেজি
4.
Which of the following is the correct sentence?
a. He has said which is right.
b. What has he said is right.
c. What he has said is right.
d. He has said that what is right.
ইংরেজি
5.
He came to Dhaka with a view to — a new place.
a. watch
b. Look
c. visit
d. visiting
ইংরেজি
6.
‘Once in a blue moon’ means-
a. hourly
b. always
c. very rarely
d. nearly
ইংরেজি
7.
Are you doing anything special – the weekend?
a. by
b. in
c. at
d. on
ইংরেজি
8.
I look forward to
a. have heard from you soon
b. see you soon.
c. hear for you soon.
d. hearing from you soon
ইংরেজি
9.
The Principal will —– the answer scripts.
a. look into
b. look over
c. look for
d. look at
ইংরেজি
10.
Agomoni School is one of the best ____ in the city.
a. school
b. schools
c. of It
d. high school
ইংরেজি
11.
The correct spelling is ——–
a. Assignment
b. Assignernent
c. Asignment
d. Asignmment
ইংরেজি
12.
“To break the ice” means
a. to end the hostility
b. to end up partnership you
c. to start quarreling
d. to start a conversation
ইংরেজি
13.
What is an epic?
a. a novel
b. a long poem
c. a long prose composition
d. a romance
ইংরেজি
14.
If I ---- you, I would not have done this.
a. are
b. was
c. am
d. were
ইংরেজি
15.
Choose the correctly spelt word ----
a. Buro
b. Beauro
c. Bureau
d. Burough
ইংরেজি
16.
There is _____milk in the bottle
a. very little
b. small
c. very few
ইংরেজি
17.
If the price is low, demand _______
a. will be increased
b. will increase
c. is increased
d. would be increased
ইংরেজি
18.
I water the plants. The word 'water' is used as-
a. verb
b. adverb
c. Noun
d. Pronoun
ইংরেজি
19.
Change the voice: "Where did you see him?"
a. Where he was seen by you?
b. Where was he seen by you?
c. Where did he seen by you?
d. Where was he see by you?
ইংরেজি
20.
Learn the poem ____ heart
a. by
b. within
c. in
d. with
ইংরেজি
সাধারণ জ্ঞান
1.
প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?
a. স্পিকার
b. জাতীয় সংসদ
c. রাষ্ট্রপতি
d. প্রধানমন্ত্রী
সাধারণ জ্ঞান
বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? বর্ণনাঃ বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে বলা হয়েছে - 'প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচার পতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন।
2.
নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত?
a. আশ্রয়ন ও শিক্ষা সহায়তা
b. ত্রাণ ও পুনর্বাসন
c. নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা
d. মেট্রোরেল ও রূপপুর প্রকল্প
সাধারণ জ্ঞান
মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ হলোঃ
1.একটি বাড়ি এটি খামার
2.আশ্রয়ণ প্রকল্প
3.ডিজিটাল বাংলাদেশ
4.শিক্ষা সহায়তা কর্মসূচি
5.নারীর ক্ষমতায়ন
6.ঘরের ঘরের বিদ্যুৎ
7.কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য
8.সামাজিক নিরাপত্তা কর্মসূচি
9.বিনিয়োগ বিকাশ
10.পরিবেশ সুরক্ষা।
3.
BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
a. ব্যাংকক
b. থিম্পু
c. ঢাকা
d. দিল্লী
সাধারণ জ্ঞান
অর্থণৈতিক সম্ভাবনাময় ক্ষেত্রগুলো থেকে পূর্ণ সুবিধা ভোগ করার লক্ষ্যে ১৯৯৭ সালের ৬ জুন গঠিত হয়। বিমস্টেক নামের অর্থনৈতিক সংস্থাটি । শুরুতে বিমসটেকের ( BIMSTEC) পূর্ণরুপ Bangladesh, India, Myanmar , Sri Lanika, Thailand , Economic Co - operation থাকলেও বর্তমানে এর পূর্ণরুপ হলো Bay of Bengal Initiative for Multi - Sectoral Technical and Economic Co - operation. বিমসটেকের বর্তমান সদস্য রাষ্ট্র হলো ৭টি। প্রতিষ্ঠার শুরুতে এটির সদর দপ্তর না থাকলেও ২০১৪ সালে ঢাকায় এর সদর দপ্তর স্থাপতি হয়। আরো কয়েকটি আন্তর্জাতিক সংস্থা সিরডাপ, আইসিডিডিআরবি, আন্তর্জাতিক পাট গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
4.
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধিস্থল কোন জেলায়?
a. রাঙ্গামাটি
b. খাগড়াছড়ি
c. চট্টগ্রাম
d. ফরিদপুর
সাধারণ জ্ঞান
5.
কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়?
a. মধ্যপ্রাচ্য
b. দূরপ্রাচ্য
c. আমেরিকা
d. দক্ষিণ এশিয়া
সাধারণ জ্ঞান
6.
এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত?
a. 4
b. 5
c. 6
d. 7
সাধারণ জ্ঞান
7.
ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়?
a. ১৭ আগস্ট ২০১৭
b. ২৭ জানুয়ারি ২০১৯
c. ১৭ জুন ২০২১
d. ১৭ নভেম্বর ২০১৬
সাধারণ জ্ঞান
8.
UNESCO কত সালে একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?
12.
জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয়?
a. ৪ মে
b. ২ এপ্রিল
c. ৪ এপ্রিল
d. ২ মে
সাধারণ জ্ঞান
13.
‘আমার ঘরের চাবি পরের হাতে’ গানটির রচয়িতা কে?
a. লালন শাহ
b. হাসন রাজা
c. পাগলা কানন
d. রাধারমণ দত্ত
সাধারণ জ্ঞান
14.
কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?
a. ২২ জানুয়ারি ১৯৬৯
b. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
c. ১৭ জানুয়ারি ১৯৬৮
d. ৫ জানুয়ারি ১৯৬৯
সাধারণ জ্ঞান
15.
নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন
a. পিরোজপুর, মাদারীপুর ও বাগেরহাট
b. সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা
c. বাগেরহাট, নড়াইল ও ঝিনাইদহ
d. বরিশাল, খুলনা ও সাতক্ষীরা
সাধারণ জ্ঞান
16.
বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন?
a. ষষ্ঠ
b. সপ্তম
c. অষ্টম
d. নবম
সাধারণ জ্ঞান
17.
বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফার ২য় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?
a. বৈদেশিক বাণিজ্য
b. মুদ্রা বা অর্থ
c. রাজস্ব
d. কেন্দ্রীয় সরকার
সাধারণ জ্ঞান
18.
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়?
a. 2013
b. 2010
c. 2011
d. 2012
সাধারণ জ্ঞান
সাধারণ বিজ্ঞান
1.
বুদ্ধাঙ্ক (IQ) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক মাত্রা-
a. IQ>90
b. IQ>100
c. IQ>130
d. IQ>150
সাধারণ বিজ্ঞান
বুদ্ধ্যঙ্ক
বুদ্ধ্যঙ্ক বা আইকিউ (ইংরেজি: Intelligence quotient বা IQ), বুদ্ধিমত্তা মূল্যায়ন করতে পরিকল্পিত বিভিন্ন প্রমিত পরীক্ষার একসঙ্গে প্রাপ্ত ফলাফল। ইংরেজি আইকিউ শব্দটি মূলত মনোবিজ্ঞানী উইলিয়াম স্টার্ন কর্তৃক উদ্ভাবিত জার্মান শব্দ Intelligenz - Quotient থেকে নেয়া হয়েছে।
বুদ্ধ্যঙ্ক পরীক্ষার পূর্বসূরী
ঐতিহাসিকভাবে, বুদ্ধ্যঙ্ক পরীক্ষা প্রণয়ন করার আগেও, দৈনন্দিন জীবনে তাদের আচরণ পর্যবেক্ষণ করে বুদ্ধিমত্তা শ্রেণীতে শ্রেণীবদ্ধ করার প্রচেষ্টা ছিল। আচরণগত পর্যবেক্ষণের অন্যান্য রূপগুলি প্রাথমিকভাবে বুদ্ধ্যঙ্ক পরীক্ষার স্কোরের ভিত্তিতে শ্রেণিবদ্ধকরণ যাচাই করা এখনও গুরুত্বপূর্ণ। টেস্টিং রুমের বাইরে আচরণের পর্যবেক্ষণ দ্বারা বুদ্ধিমত্তা শ্রেণিবিন্যাস এবং বুদ্ধ্যঙ্ক পরীক্ষা দ্বারা শ্রেণিবিন্যাস একটি নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহৃত "বুদ্ধিমত্তা" এর সংজ্ঞা এবং নির্ভরযোগ্যতা এবং শ্রেণীবিভাগ পদ্ধতিতে অনুমানের ত্রুটির উপর নির্ভর করে ।
2.
পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে?
a. সালফেট ও নাইট্রেট
b. ফসফেট ও নাইট্রোজেন
c. পটাশিয়াম ও ক্যালসিয়াম
d. ম্যাগনেশিয়াম ও ফসফরাস
সাধারণ বিজ্ঞান
ফসফেট ও নাইট্রোজেন রাসায়নিক উপাদানের আধিক্যে পানিতে শ্যাওলা জন্মে।